11/12/2025
🏦বাংলাদেশ ব্যাংকে দীর্ঘ ১৪ বছরের বিদেশী নিয়ন্ত্রণের অবসান!
২০১১ সাল থেকে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং সিস্টেমে ভারতীয় কোম্পানি 'টাটা কনসালট্যান্সি সার্ভিসেস' এর নিয়ন্ত্রণ শুরু হয়। ২০১১-২০২০ সাল পর্যন্ত ব্যাংক ভবনের ৩০ তলায় ভারতীয় বিশেষজ্ঞদের স্থায়ী অফিস ছিল।
বাংলাদেশের ব্যাংকের সার্ভার অপারেশন, ডাটাবেজ অ্যাডমিন পোর্ট, এনক্রিপ্টেড ফাইল সিস্টেম ও সিস্টেম পাসওয়ার্ড লেভেল কনফিগারেশনের 'ফুল কন্ট্রোল' ছিল তাদের হাতে। সার্ভারের নিয়ন্ত্রণে থাকায়, যে কোনো সময় লগ মুছে ফেলা, ব্যাকডোর বসানো, ডাটা কপি বা মডিফাইয়ের সক্ষমতা ছিল তাদের।
জানানো হয়েছিল, নিজস্ব সফটওয়্যার তৈরি হওয়ার আগ পর্যন্ত এই নির্ভরশীলতা চলবে। কিন্তু ১৪ বছরেও সম্পন্ন হয়নি নিজস্ব সফটওয়্যারের কাজ।
বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ সূত্র জানায়— ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারাও এতে সুবিধা পেতেন। বিভিন্ন প্রকল্পে বিলম্ব করা, লাইসেন্স নবায়ন ও পরামর্শক নিয়ন্ত্রণে অতিরিক্ত আর্থিক সুবিধার নিয়ন্ত্রণ ছিল তাদের কাছে।
সম্প্রতি আইসিটি-১ বিভাগের প্রকৌশলীরা নিজস্ব কোর সফটওয়্যার প্রকাশ করেছেন, যার নাম রাখা হয় 'বিসিবিআইসিএস'। এ বছর সফটওয়্যারটির সকল মডিউল পাস ও নিরাপত্তা যাচাই সম্পন্ন হয়। যারা পরিবর্তন আটকাতে চেয়েছিলেন, তারা এবার ব্যর্থ হয়েছেন।
পুরনো টিসিএস সফটওয়্যার থেকে মুক্তি পাওয়ায় ১৮ ডিসেম্বর নিজস্ব 'স্বাধীনতা দিবস' উদ্যাপন করবে বাংলাদেশ ব্যাংক। যদিও ১৪ বছরের ভুল সিদ্ধান্তের দায় অমীমাংসিতই থেকে যাবে। তথ্য উপস্থাপনা: বিজ্ঞানপ্রিয়।