নাঙ্গলকোট-Nangalkot

নাঙ্গলকোট-Nangalkot কুমিল্লার সুখ সমৃদ্ধ উপজেলা নাঙ্গলকোট

শাহিন আলম। কুমিল্লার চৌদ্দগ্রামের শুভপুর ইউনিয়নের তেলিহাটি গ্রামের দরিদ্র পরিবারের সন্তান। তার বাবা জয়নাল আবেদীন ছিলেন ব...
26/06/2025

শাহিন আলম। কুমিল্লার চৌদ্দগ্রামের শুভপুর ইউনিয়নের তেলিহাটি গ্রামের দরিদ্র পরিবারের সন্তান। তার বাবা জয়নাল আবেদীন ছিলেন বাদাম বিক্রেতা। তিন ভাইয়ের মধ্যে শাহিন আলম মেজ। বাবার বাদাম বিক্রির টাকা দিয়ে টেনেটুনে চলতো তাদের সংসার। পরিবারের এমন পরিস্থিতিতে ২০১৮ সালে তিনি চাকরি পান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ড্রাফটম্যান পদে। আর এতেই ভাগ্য খুলে যায় তার। চাকরিতে যোগদানের ছয় বছরে শাহিন আলম বনে যান শত কোটি টাকার মালিক। নামে-বেনামে গড়েছেন সম্পদের পাহাড়।

• বিলাসবহুল ৮ স্লিপার বাস, রয়েছে ১১ ট্রাক ও ১০টি স্কেভেটর
• ঢাকা-কুমিল্লায় ফ্ল্যাটসহ ১০-১৫ কোটি টাকার সম্পদ রয়েছে।

ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনা:বৃহস্পতিবার আহমেদাবাদ বিমানবন্দরের কাছে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হ...
12/06/2025

ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনা:
বৃহস্পতিবার আহমেদাবাদ বিমানবন্দরের কাছে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হলে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি সহ ২৪২ জন যাত্রীর মধ্যে সৌভাগ্যক্রমে ১জন যাত্রী বেঁচে আছেন। বাকি সকলেই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

08/06/2025

বেগম খালেদা জিয়ার নাম ধরে মোনাজাত না করায় ইমাম সাহেবের পাগড়ী টুপি খুলে ফেলল বিএনপি নেতা।

19/05/2025

নারীবাদীদের বিপক্ষে যুক্তি দেখালেন শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামীমা তাসনিম।

14/05/2025

প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এ বিতর্ক প্রতিযোগিতায় লক্ষীপুর জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন মাগুরার শিশু বিতর্ক দল।
মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ১ম বক্তা সাবিহা নুদারের অসাধারণ বক্তব্য।

বিতর্কের বিষয়: বিদ্যালয় নয় পরিবারই সবচেয়ে বড় শিক্ষক।

07/05/2025

প্রথমে সাব-রেজিস্ট্রার, এডি, ৩৬ বিসিএসে শিক্ষায়, শেষে ৩৭ এ পুলিশ ক্যাডার পলাশ সাহা নিজের পি'স্তলের গু'লিতে দুনিয়ায় সব বেড়াজাল থেকে মুক্ত হয়..!

উদ্ধারের সময় তার টেবিলে একটি চিরকুটে লেখা ছিল, "আমার মৃ'ত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ি না! আমিই দায়ি! কাউকে ভালো রাখতে পারলাম না! বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে!

মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর! তারা যেন মাকে ভালো রাখে! স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য! দিদি যেন কো অর্ডিনেট করে..!

পুরুষ সব জয় করতে পারে কিন্তু পরিবারের কাছে অস'হায় ভাবে হে'রে যায়! এতো স্বর্ণ দিয়ে কি করবেন বোন 😔

চিরকুট টা ছোট, তবে এই চিরকুটে পরিবারের সাথে প্রত্যেক ছেলের বাস্তব যু'দ্ধটা প্রকাশ পেয়েছে! এ যেনো বাংলাদেশের পরিবারের দায়িত্ব নেওয়া সব ছেলের মনের অবস্থা!!

পরিস্থিতি যতই বাজে হোক নিজেকে আগলে রাখতে হবে, প্রয়োজন হলে ফকির হন, সন্যাস হন, তাও এমন সিদ্ধান্ত নিয়েন না..!

মনে রাখবেন সব খারা'প সময় অস্থায়ী.. সব....

শ'তশ'ত রাত জাগা, শ'ত চেষ্টা, তিলেতিলে পৌছাতে হয় এমন জায়গায়!

আর এমনি করে সব আয়োজন, সব স্বপ্ন, সমস্ত সাজানো রাজ্য ধ্বং'স করে দেওয়া কতটা যন্ত্র'ণার বি'ষ প্রয়োজন..

ইন্টেরিম যে করিডর দিয়েছে এটা নিয়ে খুব একটা পড়াশোনা করার টাইম পাইনি। আজকে করলাম।আর এখন বুঝছি, Bangladesh just committed...
04/05/2025

ইন্টেরিম যে করিডর দিয়েছে এটা নিয়ে খুব একটা পড়াশোনা করার টাইম পাইনি। আজকে করলাম।

আর এখন বুঝছি, Bangladesh just committed one of the most dangerous geopolitical moves in its recent history under the illusion of “humanitarian aid”।

দেশবাসীর অনুমতি ছাড়া, রাজনৈতিক দলগুলার সাথে আলোচনা না করে, ইন্টেরিম UN হিউম্যানিটারিয়ান করিডর খুলে দিয়েছে চট্টগ্রাম-আরাকান রুটে।


আসেন আগে বুঝি “Humanitarian Corridor” আসলে কী। UN এটাকে বলে সাহায্য পাঠানোর রাস্তাঘাট। কিন্তু বাস্তবে ওরা যেটা বানায়:

➤ এনজিও টাইপ তাঁবু বসে

➤ ইনটেলিজেন্স অফিসার ঢুকে

➤ “মানবিক সহায়তা”র নামে মিলিটারি ম্যাপিং হয়

➤ বিদেশি অস্ত্র, ড্রোন, ডেটা আস্তে আস্তে ঢুকে

➤ কিছুদিন পর সেই অঞ্চল আর নিজের থাকে না
Corridor = Invasion


আসেন কিছু বাস্তব উদাহরণ দেখি — করিডর কিভাবে দেশ ধ্বংস করে:

✅ সিরিয়া:

→ "মানবিক সাহায্য"র নামে তাবু বসানো হইছিল।
→ এরপর সেই রাস্তাতেই অস্ত্র ঢুকছে, বিদ্রোহী ট্রেনিং ক্যাম্প বসছে।
→ ISIS আর আল-নুসরা এই করিডরের মাধ্যমেই তৈরি হইছে।

✅ ইরাক:

→ "No-fly zone" ছিল কাগজে।
→ বাস্তবে সেই অঞ্চলে US মিলিটারি বেস দিছিল।
→ সাদ্দামের পতনের রাস্তাটা এই ভাবেই বানাইছিল।

✅ লিবিয়া:

→ "Protection corridor" দেয়া হইছিল Qaddafi’র বিরুদ্ধে বিদ্রোহীদের জন্য।

→ এক মাসের মধ্যে NATO ওই করিডর দিয়া ঢুইকা পুরা দেশ বোমায় উড়ায়া দিল।


✅ গাজা:

→ "মানবিক সাহায্য" পাঠানোর জন্য Rafah গেটে করিডর খুলছিল।

→ এখন জানেন কী? সেই রাস্তাই মোসাদ-এর লোকজন ঢুকতে ব্যবহার করে।

→ গোপন ইন্টেল, হামাস সদস্যদের লোকেশন, সব কিছু ওই গেট দিয়া বের হয়।

✅ আফগানিস্তান:

→ "সাহায্য দিতে CIA করিডর বানায়" — এই ছুতা দিয়া বেস তৈরি করে।

→ সেখান থেকেই চালানো হইছে ড্রোন হামলা, খুন, আর গোয়েন্দা অপারেশন।


এইগুলা ফ্যান্টাসি না। এইগুলা প্রমাণিত সত্য।
প্রশ্ন হল —

বাংলাদেশ আজকে করিডর খুলে দিয়ে বললো "এটা মানবতা", তারপর ৬ মাস পরে যদি

→ সেখানে NGO দিয়া মিলিটারি ম্যাপিং হয়,

→ কোন এক রাতে surveillance drone নামে,

→ কোন এক সকালে UN interfaith cleric গিয়ে মুসলিম ক্যাম্পে বক্তৃতা দেয়,

→ আর ২ বছর পরে সেই এলাকাই “safe zone” ঘোষণার নামে দখল হয়,


তখন আপনি আমি কী করতে পারবো?

একই স্ক্রিপ্ট বারবার। শুধু রং আর ভাষা বদলায়।
এই করিডরের পেছনে খেলোয়াড় কারা? আসেন পরিচিত হই:

🛑 ১। আমেরিকা:

→ চীনের ইন্ডিয়ান ওশান অ্যাক্সেস ব্লক করতে চায়
→ সাহায্যের নামে মিলিটারি লজিস্টিক ঢুকাবে
→ “মানবাধিকার” দিয়া স্পাই হাইওয়ে বানাবে

🛑 ২। ইসরায়েল:

→ আরাকানকে ভাবে সাউথ ইস্ট এশিয়ার স্পিরিচুয়াল গেট

→ মুসলিম জাগরণ শুরু হওয়ার আগেই এখান দিয়ে থামাইতে চায়

→ থার্ড টেম্পলের প্রফেসাইজড জায়গাগুলার একটার ভিতরে চট্টগ্রাম–আরাকান করিডর পড়ে


🛑 ৩। ভারত:

→ কালাদান মাল্টি-মোডাল প্রজেক্টের ফাইনাল সিল এইখানে

→ উত্তর-পূর্ব বিদ্রোহ নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশের জমি ব্যবহার করতে চায়

→ গাজওয়াতুল হিন্দ আসার আগেই পূর্বদিক সীল করে দিতে চায়


প্রশ্ন হচ্ছে, চীন আর রাশিয়া কি চুপ থাকবে?

🛑 ৪। চীন:

→ ওদের আরাকানে বিলিয়ন ডলারের করিডর আছে (Kyaukphyu Port)

→ UN করিডর মানে ওদের চোখে NATO presence

→ পাল্টা জবাব দিতে পারে স্পাই অপস বা বিরোধী গোষ্ঠী গুলাকে ফান্ডিং দিয়ে

🛑 ৫। রাশিয়া:

→ মিয়ানমারকে নিয়মিত অস্ত্র দেয়

→ পশ্চিমাদের ঢুকতে দেখলে স্বাভাবিকভাবে খুশি হবে না

→ ডিপ্লোম্যাটিক চাপে ফেলবে, সরাসরি সংঘর্ষে যাবে না, কিন্তু চুপও থাকবে না


একটা নতুন কোল্ড ওয়ারের রেখা এখন আঁকা হইতেছে আরাকানে।

আরাকান কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এই জায়গাটা:

→ চীনের বেল্ট অ্যান্ড রোডের গেইটওয়ে

→ বঙোপসাগরের প্রবেশপথ

→ বৌদ্ধ-হিন্দু-মুসলিম জোনের প্রাকৃতিক বাফার

→ সাউথ ইস্ট এশিয়ার মুসলিম পরিচয়ের স্পিরিচুয়াল ফ্ল্যাঙ্ক

→ ভবিষ্যতের গাজওয়াতুল হিন্দের মজবুত র‍্যালি-পয়েন্ট

আরাকান হারানো মানে উম্মাহর পূর্বদিকের ফটক বন্ধ করে ফেলা।

আসেন জানি UN এর “মানবিক সাহায্য”র লোগোর আন্ডারে আসলে কারা আছে? এই যে এরা:

→ WFP, WHO, UNHCR = পশ্চিমা গোয়েন্দাদের লেজার স্ক্যানার

→ MSF, Save the Children = ফিল্ড ম্যাপিং + লোকাল মনিটরিং

→ UN Troops = NATO ছায়া বাহিনী, ব্লু হেলমেট পরা দখলদার


তাইলে এই করিডর দিয়ে বাংলাদেশ কী পাবে?

→ কিছু ডলার

→ নিজের মাটির ভেতরে surveillance বেস

→ Teknaf আর Naf নদীর পাশে ড্রোন রুট

→ যুদ্ধ হইলে পূর্ব ফ্রন্ট কাদের হাতে থাকবে, আপনিই বলেন

→ ভবিষ্যতের বাংলাদেশ হবে একটা UN ম্যানেজড মুসলিম “থিম পার্ক”

একজন মেহমানের জন্য কেউ বাসা বিক্রি করে না। কিন্তু বাংলাদেশ এখন মিলিটারি এলাকা ভাড়া দিছে প্যাকেজসহ।


হাসিনার পতন কি বিজয় ছিল? হ্যাঁ। সে ছিল ভারতের চরম দালাল। কিন্তু ইউনুস? এই মাল খুশি মুখে পশ্চিমাদের লিস্টে সাইন করে দিচ্ছে।

ওয়ার্ল্ড ব্যাংক, গেটস ফাউন্ডেশন, DAVOS এদের প্রিয় মুখ হলো ড. ইউনূস। এই করিডরের মাধ্যমে ওদের লিস্টের প্রধান কাজটা সে কমপ্লিট করলো।

তাহলে খেলা বুঝছেন?

পুতুল বদল হয়েছে। নাটের গুরু আগেরই আছে।


কিন্তু এখন কী করা দরকার❓

→ এই মানবিক সাহায্যের ফালতু ন্যারেটিভ বাতিল করার জন্য লেখতে হবে

→ জাতীয় সম্মতি ছাড়া কোনো ফরেন এনট্রি মানি না, করিডর মানি না, এই দাবী করতে হবে

→ আলেম, অ্যাক্টিভিস্ট, স্টুডেন্ট সবাইকে ডিপ স্টাডি করে সত্য জানতে হবে

→ “ফরেন এইড” রোমান্টিসাইজ বন্ধ করতে হবে

→ মুসলিমদের গাজওয়াতুল হিন্দ সম্পর্কে পড়তে হবে


করিডর দেয়ার আগেই এই ইন্টেরিম সরকার কী কী করছে বা চুপচাপ ঠেলছে?

১. সংবিধানে “Pluralism” সংযোজন করতে প্রস্তাব দিয়েছে। এইটার মানে অনেক আলেমও বুঝেন না। একটু পড়াশুনা করতে হবে ভাই। Secularism এর বাপ হইলো Pluralism। এইটার মাধ্যমে ইসলামী শিকড় কেটে ফেলা হবে। LGBTQ পুশ দিবে। ধর্মীয় রীতিনীতি পুরাই প্রাচীন শো পিস বানিয়ে ফেলবে।

২. ১১টা রিফর্ম কমিশন বসিয়েছে। বিচার বিভাগ, পুলিশ, নির্বাচন কমিশন সব বিদেশী ফ্রেমওয়ার্কে যাচাই করছে। কিন্তু দেশের বিভিন্ন পরিস্থিতি সামাল দেয়ার কোনো ইচ্ছা নাই। আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, দেশের সচিব পর্যায়ে পরিবর্তন, ফ্যাসিবাদ নির্মূল, এগুলা নিয়ে কোনো প্ল্যান নেই। উল্টা বিএনপির পুরান মাস্তানদের জেল থেকে ছেড়ে দিচ্ছে।


৩. Starlink স্যাটেলাইট এর লাইসেন্স এনেছে। Full-spectrum digital mesh under Elon Musk, a Zionist-sympathetic capitalist। দেশের মাথার উপরেই এখন থেকে থাকবে নজরদারির জাল। ডেটা আর কমিউনিকেশন হবে আমেরিকান কন্ট্রোলড।

৪. U.S. Trade Concessions Behind Closed Doors। যুক্তরাষ্ট্র ট্যারিফ ডিলে করবে বলছে। এর বদলে দেশে আমেরিকান খাদ্য, ওষুধ, ফার্মা, ডিজিটাল লেভারেজ ঢুকতে দিচ্ছে।

৫. UNICEF এর “চিলড্রেনস কোর্ট” ঢুকিয়েছে। Your child can be taken, judged, or labeled extremist via UN standards। বুঝতেছেন?

৬. Gates Foundation দিয়ে হেলথ সেক্টরে ওষুধ, জন্মনিয়ন্ত্রণ, নিউট্রিশনের নামে নীরব ইউজেনিক্স চালাচ্ছে। কিন্তু বিষয়টা একটু ঘোলাটে।

৭. Marital R**e Law, LGBTQ normalisation, রেইনবো ফ্ল্যাগ, ইনক্লুসিভ এডুকেশন, আইডেন্টিটি রাইটস, সংসদ ভবনের উপর এঞ্জেল সিম্বল,, Prostitution rebranding under “Sex workers' rights”..... and so on।


এখন বলেন.. ইউনূস যে আসলেই পাঁকা খেলোয়াড় সেটা তো সবাই বলছিলাম। কিন্তু সে আসলে কি নিয়ে খেলছে বা কার হয়ে খেলছে সেইটা কি ভাবছেন?

(সংগৃহীত)

বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন এই পোস্ট 📌

অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা রাডার উদ্বোধন করলো বাংলাদেশ বিমান বাহিনী।
16/04/2025

অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা রাডার উদ্বোধন করলো বাংলাদেশ বিমান বাহিনী।

সকল সরকারি হাসপাতাল চত্বরে সরকারি ফার্মেসী বসানোর ডিসিশন হয়েছে। ২৫০ ধরণের ওষুধ পাওয়া যাবে। দাম হবে ৩ ভাগের এক ভাগ।বিশ্ব...
08/04/2025

সকল সরকারি হাসপাতাল চত্বরে সরকারি ফার্মেসী বসানোর ডিসিশন হয়েছে।

২৫০ ধরণের ওষুধ পাওয়া যাবে। দাম হবে ৩ ভাগের এক ভাগ।

বিশ্বাস করেন আর না করেন, এইটা যদি ঠিকমত করতে পারে, এই কাজটা হবে বৈপ্লবিক।

তবে এখানে কাহিনী আছে।

কাহিনী হলো, সরকারের এসব ওষুধ যোগসাজশ করে বাইরের ফার্মেসির লোকজন কিনে নিবে। আর সাধারণ রোগীদের যাইয়া শোনা লাগবে ওষুধ নাই।

এই সমস্যার সমাধান করে এই অপারেশন শুরু করা উচিত।

কারণ বাংলাদেশের সাধারণ জনগণ পর্যন্ত চোর। দেখবেন, এক পাতার জায়গাতে দশ পাতা ওষুধ কিনে বাইরে এনে বিক্রি করবে।

কেউ আবার বিক্রি করবে না, টেবিলের ড্রয়ারে রাইখা দিবে।

ওষুধ কেনার ক্ষেত্রে ডিজিটাল সিস্টেম যদি করা যায়, এনআইডির ইনপুট নিয়ে সফটওয়্যারের মাধ্যমে ওষুধ বিক্রির রিসিপ্ট রাখলে এই সমস্যার সমাধান সম্ভব।

যাহোক, এই সরকারকে এসব পরামর্শ দেওয়ার দরকার আছে বলে মনেও করি না।

কারণ, এক্সপার্ট আছে। ওরাই বুদ্ধি বের করতে পারবে।

তবে ইনিশিয়েটিভটা সুন্দর।

এতে একদিকে যেমন কম দামে ওষুধ কেনা যাবে, তেমনি অপ্রয়োজনীয় ওষুধ লেখা আর ডাক্তার-কোম্পানিগুলোর মিউচুয়াল বিজনেস বন্ধ করা সম্ভব।

যদি সত্যি সত্যিই সরকার এই কাজটা করতে পারে, জাস্ট এই একটা কাজের জন্য এই সরকারকে মানুষ মনে রাখবে।
©

কয়লার পরিবর্তে মাটি, সরবরাহের দায়িত্বে ছিল ভারতীয় প্রতিষ্ঠান। এই হলো বন্ধুত্বপূর্ণ দেশের কাজ।
25/03/2025

কয়লার পরিবর্তে মাটি, সরবরাহের দায়িত্বে ছিল ভারতীয় প্রতিষ্ঠান।
এই হলো বন্ধুত্বপূর্ণ দেশের কাজ।

ঢাকায় বিশ্বমানের হাসপাতাল হবে। চায়না দেবে ১৩৪ মিলিয়ন ডলার। বাট চায়নার এখানে ইনভেস্ট করে লাভটা কী? প্রথম লাভ হলো, খুব...
25/03/2025

ঢাকায় বিশ্বমানের হাসপাতাল হবে।

চায়না দেবে ১৩৪ মিলিয়ন ডলার।

বাট চায়নার এখানে ইনভেস্ট করে লাভটা কী? প্রথম লাভ হলো, খুব সম্ভবত ওরা এখানে ওদের টেকনোলজি আর ম্যানপাওয়ার এমপ্লয় করবে। আর ১০ টা চাইনিজ প্রজেক্ট এর মতোই।

বাট এখানে একটা বিরাট রাজনৈতিক লাভ আছে।

বাংলাদেশে খুব ভালো হাসপাতাল হয়ে গেলে সবচে বড় মারাটা খাবে ভারত। সারা বছরে কয়েক হাজার কোটি টাকা ভারত পায় আমাদের হেলথ ট্যুরিজম থেকে।

চায়না এখানে যত ভালো হাসপাতাল গড়ে দিতে পারবে, ভারতের গ্রিপ তত কমতে থাকবে।

মাঝখান থেকে লাভ হবে বাংলাদেশের।

হাসিনা গত ১৫ বছর দেশটারে ভারতের কোলে তুলে এইসব লাভ থেকে বঞ্চিত করেছে।

ইউনূসের পক্ষে সেই লাভগুলো আবারও ফিরাইয়া আনা সম্ভব।

ছোট দেশ হিসেবে পরাশক্তিদের সাথে লড়তে যাওয়া আমাদের কাজ না। বরং এক পরাশক্তি ব্যবহার করে আরেক পরাশক্তিকে ইউজ করে দেশের উপকার করাটাই মেইন টার্গেট হওয়া উচিত।

এবং এখন সেটাই হচ্ছে।

মাথার উপর ইলন মাস্কের স্টারলিঙ্ক। রেলে জাপানের টাকা। আর তিস্তা আর হেলথে চায়নার অর্থায়ন। ওদিকে ভারত পেয়াজের রপ্তানি শুল্ক কমাইছে তাও আমরা পেয়াজ নিচ্ছি না। মাটিওয়ালা কয়লা দিছিলো, ঐটাও ফেরত দিয়ে ভালো কয়লা দিতে বলে দিয়েছে।

এমন পররাষ্ট্রনীতিই তো আমরা চেয়েছিলাম!!
©

অধিকাংশক্ষেত্রেই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী পরিচয়ে চাঁদা চাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।
25/03/2025

অধিকাংশক্ষেত্রেই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী পরিচয়ে চাঁদা চাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।

Adresse

Democratic Republic Of The

Téléphone

01918635937

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque নাঙ্গলকোট-Nangalkot publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager