নাঙ্গলকোট-Nangalkot

নাঙ্গলকোট-Nangalkot কুমিল্লার সুখ সমৃদ্ধ উপজেলা নাঙ্গলকোট

🏦বাংলাদেশ ব্যাংকে দীর্ঘ ১৪ বছরের বিদেশী নিয়ন্ত্রণের অবসান!২০১১ সাল থেকে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং সিস্টেমে ভারতীয় কোম্প...
11/12/2025

🏦বাংলাদেশ ব্যাংকে দীর্ঘ ১৪ বছরের বিদেশী নিয়ন্ত্রণের অবসান!

২০১১ সাল থেকে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং সিস্টেমে ভারতীয় কোম্পানি 'টাটা কনসালট্যান্সি সার্ভিসেস' এর নিয়ন্ত্রণ শুরু হয়। ২০১১-২০২০ সাল পর্যন্ত ব্যাংক ভবনের ৩০ তলায় ভারতীয় বিশেষজ্ঞদের স্থায়ী অফিস ছিল।

বাংলাদেশের ব্যাংকের সার্ভার অপারেশন, ডাটাবেজ অ্যাডমিন পোর্ট, এনক্রিপ্টেড ফাইল সিস্টেম ও সিস্টেম পাসওয়ার্ড লেভেল কনফিগারেশনের 'ফুল কন্ট্রোল' ছিল তাদের হাতে। সার্ভারের নিয়ন্ত্রণে থাকায়, যে কোনো সময় লগ মুছে ফেলা, ব্যাকডোর বসানো, ডাটা কপি বা মডিফাইয়ের সক্ষমতা ছিল তাদের।

জানানো হয়েছিল, নিজস্ব সফটওয়্যার তৈরি হওয়ার আগ পর্যন্ত এই নির্ভরশীলতা চলবে। কিন্তু ১৪ বছরেও সম্পন্ন হয়নি নিজস্ব সফটওয়্যারের কাজ।

বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ সূত্র জানায়— ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারাও এতে সুবিধা পেতেন। বিভিন্ন প্রকল্পে বিলম্ব করা, লাইসেন্স নবায়ন ও পরামর্শক নিয়ন্ত্রণে অতিরিক্ত আর্থিক সুবিধার নিয়ন্ত্রণ ছিল তাদের কাছে।

সম্প্রতি আইসিটি-১ বিভাগের প্রকৌশলীরা নিজস্ব কোর সফটওয়্যার প্রকাশ করেছেন, যার নাম রাখা হয় 'বিসিবিআইসিএস'। এ বছর সফটওয়্যারটির সকল মডিউল পাস ও নিরাপত্তা যাচাই সম্পন্ন হয়। যারা পরিবর্তন আটকাতে চেয়েছিলেন, তারা এবার ব্যর্থ হয়েছেন।

পুরনো টিসিএস সফটওয়্যার থেকে মুক্তি পাওয়ায় ১৮ ডিসেম্বর নিজস্ব 'স্বাধীনতা দিবস' উদ্‌যাপন করবে বাংলাদেশ ব্যাংক। যদিও ১৪ বছরের ভুল সিদ্ধান্তের দায় অমীমাংসিতই থেকে যাবে। তথ্য উপস্থাপনা: বিজ্ঞানপ্রিয়।

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক আকারে বিশেষ বিশেষ কর্মসূচির প্রস্তুতি চলছে। বিজয় দিবসের দিন সকাল ১১টা ...
11/12/2025

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক আকারে বিশেষ বিশেষ কর্মসূচির প্রস্তুতি চলছে। বিজয় দিবসের দিন সকাল ১১টা থেকে ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌ বাহিনী ও বিমানবাহিনী পৃথকভাবে ফ্লাই পাস্ট মহড়া পরিচালনা করবে। চলবে বিজয় দিবসের বিশেষ ব্যান্ড-শো। সকাল ১১টা ৪০ মিনিট থেকে “টিম বাংলাদেশ” এর ৫৪ জন প্যারাট্রুপার স্বাধীনতার ৫৪ বছর উদ্‌যাপনে পতাকা হাতে স্কাইডাইভিং করবেন।

গতকাল বুধবার বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতির খোঁজ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ..।

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২ নম্বর চরবংশী ইউনিয়নের পুরান বেড়ি গ্রামের ২ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার রাত ৯টার দিকে আপত্তিকর অ...
11/12/2025

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২ নম্বর চরবংশী ইউনিয়নের পুরান বেড়ি গ্রামের ২ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার রাত ৯টার দিকে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন স্থানীয় জামায়াত নেতা ও যুব সমাজের অর্থ বিষয়ক সম্পাদক বাদশা..

ঘটনাটি মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামে ব্যাপক সমালোচনা, ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিজের জন্য বিব্রতকর হয়ে উঠলে তিনি কাউকে কিছু না জানিয়ে রাতের অন্ধকারেই গ্রাম ছেড়ে পালিয়ে যান। তাকে কেউ তাড়িয়ে দেয়নি—নিজ দায়িত্বে আত্মগোপনে চলে গেছেন তিনি।

ঘটনার পর বুধবার সন্ধ্যায় স্থানীয় গ্রামবাসী ও ওয়ার্ডের জনপ্রতিনিধিরা সালিশ বসানোর উদ্যোগ নেন। উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও। তবে বাদশা নিজের অবস্থান জানাতে কিংবা সালিশে অংশ নিতে হাজির হননি। তার অনুপস্থিতির কারণে তাৎক্ষণিকভাবে বিষয়টির নিষ্পত্তি সম্ভব হয়নি।

পরিস্থিতি বিবেচনায় স্থানীয় জনপ্রতিনিধিরা এক সপ্তাহ পর পুনরায় সালিশ বসানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এইদিকে ২ নম্বর ইউনিয়নের উত্তর চরবংশী জামায়াতের আমির গাজী ইমরান বলেন, “আমি ওই ওয়ার্ডের সভাপতির সঙ্গে কথা বলে যাচাই করেছি—ঘটনার অনেকটাই অতিরঞ্জিত এবং আমাদের দলের বিরুদ্ধে অপপ্রচারও চালানো হচ্ছে। তবে বাদশা আমাদের যুব সমাজের সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক—এটা সত্য।”

স্থানীয়দের অভিযোগ, বাদশার আচরণে দীর্ঘদিন ধরেই ক্ষোভ ছিল, তবে মঙ্গলবার রাতের ঘটনাটি সীমা ছাড়িয়ে গেছে। যুব সমাজের অর্থ বিষয়ক সম্পাদক পদে থাকা একজন ব্যক্তির এমন আচরণ সংগঠন ও এলাকার জন্য লজ্জাজনক বলে মনে করছেন তারা।

বাদশার পরিবারের কেউই ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি কোথায় আশ্রয় নিয়েছেন তাও নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও স্থানীয় সচেতন মহল বলছে, গ্রাম্য পরিবেশ স্বাভাবিক রাখতে এবং এমন অনৈতিক আচরণের পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া জরুরি।

মিশরের কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৭০টি মুসলিম দেশের হাফেজদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম ...
11/12/2025

মিশরের কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৭০টি মুসলিম দেশের হাফেজদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস বিন আতিক।

10/12/2025

এমন জেলা প্রশাসক বাংলাদেশের প্রতিটি জেলায় প্রয়োজন।

দুই উপদেষ্টার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে জমাঢাকা, ১০ ডিসেম্বর ২০২৫: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম এবং ...
10/12/2025

দুই উপদেষ্টার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা

ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৫: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ বিকেল পাঁচটা নাগাদ প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফশিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে।

জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেয়া এই দুই ছাত্রনেতার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাঁদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করে বলেন, ‘অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ তা জাতি মনে রাখবে। আমি বিশ্বাস করি ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা একইভাবে সক্রিয় ভূমিকা রাখবে।’

প্রধান উপদেষ্টা আরো বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। অন্তর্বর্তীকালীন সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে। আমি তোমাদের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করি। এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ তা জাতি কখনো ভুলবে না। তিনি বলেন, এটি একটি রূপান্তর মাত্র। আমি আশা করি, আগামীতে বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরো বড় অবদান রাখবে।

নিজেদের কর্মের মাধ্যমে দেশের মঙ্গলে নিয়োজিত থাকার আহ্বান জানিয়ে দুই ছাত্রনেতার উদ্দেশে প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘সরকারে থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছ, তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে।

10/12/2025

চাঁদাবাজ-দুর্নীতিবাজদের ভোট না দিলে দুর্নীতি কমবে, "দুদক চেয়ারম্যান" |

09/12/2025

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা (মেজর জেনারেল) সাথে অতীতের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান।

কৃতজ্ঞতা -প্রথম আলো।

অতীতের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান।
09/12/2025

অতীতের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবসরপ্রাপ্ত শতাধিক সামরিক কর্মকর্তার সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত ....

09/12/2025

বাংলাদেশ দলকে আরো সহনশীল ও বিনয়ী হওয়া প্রয়োজন ছিল। এমন আচরণ দেশের ভাবমূর্তি নষ্ট করে।

09/12/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

বাবরি মসজিদে প্রথম আঘাতকারী বলবীর সিং, এখন ১০০ মসজিদ গড়তে চান।
09/12/2025

বাবরি মসজিদে প্রথম আঘাতকারী বলবীর সিং, এখন ১০০ মসজিদ গড়তে চান।

Adresse

Nangolkot, Chittagong
Democratic Republic Of The

Téléphone

01918635937

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque নাঙ্গলকোট-Nangalkot publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager