Md Razib Hossen Vlog

Md Razib Hossen Vlog Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de Md Razib Hossen Vlog, Création digitale, Democratic Republic of the.

🎥 Mix ভিডিও | জীবন, টেক ও মোটিভেশন

আমি Md Razib Hossen। রোজকার জীবন, AC/Fridge টিপস, ভ্রমণ, ইসলামিক ও মোটিভেশনাল ভিডিও দেই। ফলো দিয়ে পাশে থাকুন!

📺 YouTube:
📷 Insta:

18/07/2025

🌙 "রাতটা শান্তির হাত ছোঁয়, স্বপ্নগুলো হোক মধুর, আল্লাহর রহমতে ভরে উঠুক মন ও জীবন। শুভ রাত্রি।" ✨

18/07/2025

📢 ইনশাআল্লাহ আজ একটি গুরুত্বপূর্ণ কাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি 🇧🇩✨
জীবনের লক্ষ্য পূরণের পথে এগিয়ে চলেছি।
আল্লাহ যেন সহজ করে দেন—এই দোয়া সবার কাছে চাই। 🤲
সবাই আমার জন্য দোয়া করবেন।

#নতুন_ভোর #সফলতা #পরিশ্রমের_ফল #প্রার্থনা_চাই

16/07/2025

"আল্লাহর রহমতে এক নতুন পথে পদার্পণ। কঠোর পরিশ্রম আর ধৈর্য্যের সাথে স্বপ্নগুলো পূরণ করব ইনশাআল্লাহ। জীবন কঠিন, কিন্তু আশা আর বিশ্বাসের আলো কখনো নিভে না। চলুন সামনে এগিয়ে যাই, নিজের এবং পরিবারের জন্য ভালো কিছু করি। আমিন।"

15/07/2025

"একটা সাদা-কালো ফটোকপির জন্য ১০ টাকা চায়! ভাই, ফটোকপি না যে, মনে হয় সোনা প্রিন্ট হইছে! 😤
আজকাল কিছু দোকানদার কপির সাথে সাথে মানুষের সরলতাও কপি করতে চায়!
বেচে আছি ধন্য, কিন্তু হুঁশিয়ার — সব জায়গায় চোখ খোলা রাখা লাগবে! 👀"

#সচেতনতা #ফটোকপি_মাফিয়া

11/07/2025

🌿 জীবন একটা সফর, প্রতিটা দিন নতুন একটা সুযোগ।
আজকে যা হারিয়েছি, কালকে সেটা ফিরে আসতেও পারে…
তাই কখনো হতাশ হওয়া যাবে না।
আল্লাহর উপর ভরসা রাখো, আর নিজের চেষ্টা চালিয়ে যাও।
ইনশাআল্লাহ একদিন ঠিক সফলতা ধরা দিবে। 🌙💫

#আলহামদুলিল্লাহ #ধৈর্য #ভরসা #ইনশাআল্লাহ #নতুনদিন

11/07/2025

🌙🕌 জুম্মা মোবারক 🕌🌙

আজ পবিত্র জুম্মার দিন।
এই বরকতময় দিনে আল্লাহ তায়ালা যেন আমাদের সকলের উপর অশেষ রহমত বর্ষণ করেন।
চলুন, জুম্মার নামাজ আদায় করি এবং অন্তর থেকে তাওবা করে গুনাহ মাফের জন্য দোয়া করি।

🕋 আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন এবং শান্তিময় জীবন দান করুন।

🤲 জুম্মা মোবারক!
#জুম্মা_মোবারক #শুক্রবার #দোয়া #রহমত #শান্তি

09/07/2025

🧊❄️ AC ও ফ্রিজ সার্ভিসিং এখন আপনার দরজায়! 🔧🛠️

"প্রিয় এলাকাবাসী,
আমি একজন অভিজ্ঞ AC ও ফ্রিজ টেকনিশিয়ান। বিগত ১০ বছরের বেশি সময় ধরে এই পেশায় কাজ করছি, দেশে এবং বিদেশে (সৌদি আরব)।
আপনার বাসা বা দোকানের AC/ফ্রিজ সমস্যা থাকলে এখনই যোগাযোগ করুন। আমি বিশ্বস্তভাবে কাজ করে যাচ্ছি এবং সঠিক মেরামতের নিশ্চয়তা দিচ্ছি।

✅ গ্যাস চার্জ
✅ কম্প্রেসার চেঞ্জ
✅ লিক ঠিক করা
✅ সার্ভিসিং ও ইনস্টলেশন

📞 কল করুন: 01814-761651
📍 লোকেশন: নয়ামাটি, ভাটি, নারায়ণগঞ্জ"

06/07/2025

সুইচ চেঞ্জ করলাম নিজের হাতে।
বিদ্যুৎ লাইনে সমস্যা ছিল, এখন ঠিকঠাক চলছে!
নিজের হাতেই কাজ করি, শেখার মাঝে থেকেই সামনে এগিয়ে যাই।
সাপোর্ট চাই সবার দোয়া 🙏⚡

06/07/2025

🌙 শুভ সকাল 🌙
পবিত্র মহররম মাসের স্নিগ্ধ এই সকালে
আল্লাহ আমাদের সবাইকে
এই মাসের মর্যাদা, তাৎপর্য ও শিক্ষাগুলো হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন।
🤲 আমিন 🤲

04/07/2025

✨ জুমা মোবারক ✨
আলহামদুলিল্লাহ, আবার এসেছে বরকতের দিন — জুমা।

আসুন আজকের এই পবিত্র জুমায় আমরা সবাই —
🔹 নিজেদের গুনাহের মাফ চাই,
🔹 দোয়া করি প্রিয়জনদের জন্য,
🔹 এবং আল্লাহর রহমত কামনা করি।

“হে আল্লাহ! আমাদের গুনাহ মাফ করে দাও, হালাল রিজিক দাও, শান্তি দাও — আমিন।”

🤲
— Md. Razib Hossen
📍 নায়ামাটি, বন্দরের গর্ব

📸 #জুমা_মোবারক

03/07/2025

🌿 জীবন মানেই শেখা, জীবন মানেই লড়াই।
কখনো জয়, কখনো পরাজয় – সব কিছুই শেখায় কিছু না কিছু।
আল্লাহর উপর ভরসা রাখি, চেষ্টা করি ভালো কিছু করার।
সবার জন্য দোয়া রইল। 🤲
#আলহামদুলিল্লাহ #জীবনের_পাঠ #স্মরণীয়_মুহূর্ত

28/06/2025

"আল্লাহর রহমতে আজ আমি ভালো আছি, কারণ তিনি আমার শক্তি, আমার আশ্রয়। জীবনের প্রতিটি মুহূর্তে তাঁর উপর ভরসা রাখি, কারণ আল্লাহই আমার সফলতার চাবিকাঠি।"

Adresse

Democratic Republic Of The

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Md Razib Hossen Vlog publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager