22/07/2025
মাইলস্টোনের ঘটনায় দুইদিন থেকে ঘুম হচ্ছে না। কিছুক্ষণ পর পর শুধু মনটা ঐ এক জায়গায় চলে যাচ্ছে। নিজের সন্তানের দিকে তাকালে ঐ ছোট ছোট বাচ্চাগুলোর মুখ ভেসে উঠছে। মনে হচ্ছে সবাই আমার নিজের আত্মীয় নিজেরই সন্তান । মানষিক ভাবে খুব খারাপ অবস্থায় আছি।আমার ছেলেটা স্কুল ভ্যান এ স্কুলে যায় এখন এমন একটা ভয় ঢুকে গেছে ঐখান থেকে বের হতে পারতেছিনা।৷
"হে আল্লাহ যে বাচ্চাগুলো আহত অবস্থায় চিকিৎসাধীন আছে তাদেরকে বাবা-মায়ের কোলে ফিরিয়ে দিন"