খেদমত দিচ্ছি নিচ্ছি

খেদমত দিচ্ছি নিচ্ছি Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de খেদমত দিচ্ছি নিচ্ছি, Média, Democratic Republic of the.

09/04/2025

আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই

08/10/2024

নোয়াখালী সদর পশ্চিমে
নূরানির খেদমত ও সাথে মসজিদের কিছু দায়িত্ব নিয়ে থাকতে হবে৷
হাদিয়া আলোচনা সাপেক্ষে৷
এমন কেউ থাকলে৷
যোগাযোগ 01816618920

30/05/2024

নিয়োগ বিজ্ঞপ্তি
হুফ্ফাজ প্রশিক্ষণ প্রাপ্ত,ভাল মাসক্বে করাতে পারে মেহনতি একজন হিফজ শিক্ষক প্রয়োজন।
আগ্রহীরা 01681348285
(01818152533 WhatsApp) এ তিলাওয়াত পাঠান
ঠিকানা, সোনাইমুড়ী,নোয়াখালী

28/05/2024

একজন ইমাম + খতীব আবশ্যক , হাদিয়া আলোচনা সাপেক্ষে ৮/৯ হাজার,
লোকেশন মিরসরাই।
যোগ্যতা - দাওরা পাশ/ কামিল পাশ।৷
(হাফেজে কুরআনের জন্য অগ্রাধিকার থাকবে।)
বিষয় ভিত্তিক আলোচনার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স ৩০+ , থাকা খাওয়া ফ্রী।

☎️01605-778592

22/05/2024

একজন মাষ্টার প্রয়োজন, বেতন আলোচনা সাপেক্ষে,,
যোগাযোগ : ০১৮১১৩৭৩২৯৭

08/05/2024

জরুরী ভিত্তিতে একজন হাফেজ এবং আলেম ইমাম প্লাস কিন্ডারগার্ডেন পরিচালনা করার জন্য বিশেষ প্রয়োজন হাদিয়া ১৫০০০ টাকা সর্বনিম্ন যোগাযোগ ০১ ৭৭ ৬ ৭১ ৪৪ ১০

08/05/2024

অন্যের সন্তানকে মানুষ করতে গিয়ে নিজেকে বিপদে ফেলবেন না
সব সময় মাথায় রাখবেন আপনারও একটি পরিবার আছে
সময়টা এখন আরেগের মত নেই

07/05/2024

নোয়াখালী সদর আন্ডারচর ইউনিয়নে একটি মসজিদের খতিব ও ইমাম নিয়োগ দেয়া হবে, পাশে একটি মাদ্রাসার খেদমত করার সুযোগও রয়েছে।
শর্ত হচ্ছে: কণ্ঠস্বর সুন্দর ও আলোচনা সুন্দর হতে হবে ।
হাদিয়া মসজিদ থেকে ১০ হাজার সাথে থাকা খাওয়ার সুব্যবস্থা

আগ্রহী হোয়াটসঅ্যাপে তিলাওয়াত ও আলোচনা থাকলে দেওয়ার অনুরোধ 01830480522

06/05/2024

একজন হুফ্ফাজ প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ হাফেজ প্রয়োজন হিফজখানার জন্য লোকেশন ফুলবাড়িয়া কালিয়াকৈর গাজীপুর যোগাযোগ 01681372975

06/05/2024

বেশ কিছুদিন আগে বাড়ীতে যাওয়ার পর ৮. ১০ জন ইমাম সাহেবের সাথা কথা বলেছি অভিজ্ঞতার আলোকে কিছু কথা। আসুন ভালবাসা বাড়িয়ে দেই।

প্রশ্নঃ আপনার মসজিদের ইমাম সাহেবের
মোবাইল নাম্বার কি আপনার কাছে আছে?।
একটা ছোট্ট কাজ চাইলেই আপনি করতে পারেন...।আপনার মসজিদের ইমাম (বিশেষ করে গ্রামের মসজিদের) সাহেবের একটু খোঁজ নিন প্লিজ। ফোনবুকে যদি তার নাম্বার না থাকে, তাহলে সংগ্রহ করে নিন। একটা ফোন দিন, কুশলাদি জিজ্ঞেস করুন। আপনি দেশ বিদেশ যেখানেই থাকেন। হাজার দাওয়া এক দোয়া। আপনার আমার বাড়ীতে কোন বিপদ হলে সবচেয়ে কাছে অবস্থান করে মসজিদের ইমাম। আমার আপনার বিপদাপদে এগিয়ে আসবে ইমাম সাহেব।

তার খবরাখবর নিন। পাশে থাকার কথা জানিয়ে দিন। আর্থিক কোনো সমস্যা আছে কিনা, খোলা মনে জিজ্ঞেস করুন। সুযোগ থাকলে বছরে দু-একবার তাকে হাদিয়া দিন। সবসময় যোগাযোগ রাখুন মহব্বত করুন। একসময় উনি আপনার প্রিয় হয়ে যাবেন আপনিও উনার।

বিশ্বাস করুন, কোনো জনপদ চেঞ্জ করতে হলে প্রথমে চেঞ্জ করতে হবে ইমাম সাহেব এবং মসজিদকে। একজন দক্ষ, স্মার্ট, বিজ্ঞ অভিজ্ঞ জ্ঞানী আলিম একটা গ্রাম/ মহল্লার মানুষের সাইকোলজি ও দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারবে, অবশ্যই নিশ্চিত থাকুন। একজন চৌকস ইমাম পুরা সমাজটাকে পাল্টে দিতে পারে আপনি তার প্রত্যেকটি ভালো কাজে প্রতিবন্ধকততা তৈরী না করে সহযোগীতা করুন। আপনিও ঐ সমাজের একজন।

বেশ কিছুদিন ধরে গ্রামের মসজিদ ও ইমামদের পর্যবেক্ষণ করছি। প্রচন্ড হতাশা এসে ঘিরে ধরেছে। তবে চূড়ান্তভাবে ভেঙে পড়িনি। মসজিদ ও ইমামদের সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করতেই হবে আমাদের। প্রত্যেকটি মসজিদ আমাদের জান্নাতে যাওয়ার মাধ্যম আর ইমাম হলেন ঐ সর্বশ্রেষ্ঠ ঘরটির খাদেম। ঐ ইমাম সাহেবটির সব বিষয়ে আন্তরিকতার সাথে খবরাখবর রাখা এলাকাবাসীর কর্তব্য দায়িত্ব।

এই স্ট্যাটাস পড়ার পর অন্তত আপনার মসজিদের ইমাম সাহেবের সাথে একবার ফোনে কথা বলুন প্লিজ। সম্পর্কটা আজ থেকেই শুরু করুন...। আমি আমার জন্য লেখিনা সবার জন্যই সব বিষয়ে লেখি। আপনার মসজিদের ইমাম আপনার জন্য সম্মানের ও সবচেয়ে উপকারী বন্ধুও বটে জাযাকুমুল্লাহ।

04/05/2024

১জন হাফেজা শিক্ষিকা আবশ্যক,
সুন্দর পরিবেশে থাকা খাওয়া।
হাদিয়া-১২হাজার টাকা।
(ভাদুঘর, বি-বাড়ীয়া শহরে)যোগাযোগ-01728928361

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque খেদমত দিচ্ছি নিচ্ছি publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager

Type