Firoza's Vlogs

Firoza's Vlogs This is Firoza Rahman Tumpa a vlogger from Switzerland. In the past few years, I was in Germany. I have a daughter named Alisha. I feel proud to be her Mother.

Welcome to my personal vlogs and so many things.

ইসলামে কোন বাদ্যযন্ত্র হালাল? – প্রমাণ ও ব্যাখ্যাইসলামে সঙ্গীত ও বাদ্যযন্ত্র নিয়ে আলেমদের মধ্যে ভিন্নমত রয়েছে। কিছু আল...
11/08/2025

ইসলামে কোন বাদ্যযন্ত্র হালাল? – প্রমাণ ও ব্যাখ্যা
ইসলামে সঙ্গীত ও বাদ্যযন্ত্র নিয়ে আলেমদের মধ্যে ভিন্নমত রয়েছে। কিছু আলেম অধিকাংশ বাদ্যযন্ত্রকে হারাম বলেছেন, আবার কিছু আলেম নির্দিষ্ট শর্তে কিছু বাদ্যযন্ত্রকে হালাল হিসেবে অনুমোদন করেছেন। মূলত, ইসলামিক শরিয়তের আলোকে কোন বাদ্যযন্ত্র হালাল তা বোঝার জন্য আমাদের কুরআন, হাদিস ও প্রাচীন আলেমদের মতামত দেখতে হবে।

১. কুরআনের দৃষ্টিভঙ্গি
কুরআনে সরাসরি বাদ্যযন্ত্রের নাম উল্লেখ নেই, তবে কিছু আয়াতে সঙ্গীত বা অপ্রয়োজনীয় বিনোদনের প্রতি সতর্ক করা হয়েছে। যেমন:

وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ ٱلْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ ٱللَّهِ
“মানুষের মধ্যে কেউ আছে যারা অবান্তর কথা/বিনোদন কিনে নেয় আল্লাহর পথে থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য।”
(সূরা লুকমান, ৩১:৬)

অনেক আলেম এখানে লাহওয়াল হাদীস বলতে এমন গান-বাজনা বোঝান যা মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়। তবে সব ধরণের বাদ্যযন্ত্র এখানে অন্তর্ভুক্ত নয় — বরং যে বাদ্যযন্ত্র আল্লাহর অবাধ্যতার কাজে ব্যবহার হয়, তা হারাম।

২. সহীহ হাদিসের প্রমাণ
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

يُحِلُّونَ الحِرَ والحَرِيرَ والخَمْرَ والمَعازِفَ
“কিছু লোক ব্যভিচার, রেশম, মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল বলে নেবে।”
(সহীহ বুখারী, হাদিস ৫৫৯০)

এই হাদিস থেকে কিছু আলেম মনে করেন সব বাদ্যযন্ত্র হারাম। কিন্তু অন্য আলেমরা বলেন, এখানে হারাম বলা হয়েছে সেই বাদ্যযন্ত্রের কথা যা গুনাহ বা অশ্লীলতার কাজে ব্যবহৃত হয়।

৩. কোন বাদ্যযন্ত্র হালাল
হাদিসে প্রমাণ আছে যে দফ্ (Duff) অর্থাৎ ফ্রেম ড্রাম, নিকাহ বা ঈদ-এর আনন্দঘন মুহূর্তে ব্যবহার করা হালাল।

উদাহরণ:
হযরত আয়েশা (রাঃ) বর্ণনা করেছেন, একদিন ঈদের সময় কিছু মেয়ে দফ্ বাজিয়ে গান গাচ্ছিল। রাসূলুল্লাহ ﷺ তাদের বাধা দেননি। (সহীহ বুখারী, ৯৫৩; সহীহ মুসলিম, ৮৯২)

৪. আলেমদের মতামত
হানাফি ও মালিকি মাযহাব: দফ ছাড়া অন্যান্য বাদ্যযন্ত্র সাধারণত হারাম, তবে যুদ্ধের সঙ্কেত, ধর্মীয় আহ্বান বা শিশুদের শিক্ষা ইত্যাদির জন্য কিছু ব্যবহার অনুমোদিত।

শাফেয়ি ও হাম্বলি মাযহাব: দফ হালাল, এবং অন্যান্য বাদ্যযন্ত্র কেবল তখনই বৈধ যখন তা গুনাহ বা অশ্লীলতার কাজে ব্যবহার না হয়।

৫. উপসংহার
📌 ইসলামে সাধারণভাবে দফ (Duff) ঈদ, নিকাহ বা অনুমোদিত আনন্দে হালাল।
📌 অন্যান্য বাদ্যযন্ত্র কেবল তখনই অনুমোদিত, যখন তা আল্লাহর অবাধ্যতার কাজে ব্যবহার না হয় এবং মানুষকে ইবাদত থেকে বিরত না করে।
📌 উদ্দেশ্য ও ব্যবহার নির্ধারণ করবে সেটি হালাল না হারাম।

রেফারেন্স:

সহীহ বুখারী, হাদিস ৫৫৯০, ৯৫৩

সহীহ মুসলিম, হাদিস ৮৯২

সূরা লুকমান, ৩১:৬

Firoza's Vlogs এটা শুধু একটা খাবার নয় 🫠 এটা একটা আবেগ 😋😋😋😋😋
10/08/2025

Firoza's Vlogs এটা শুধু একটা খাবার নয় 🫠 এটা একটা আবেগ 😋😋😋😋😋

03/08/2025

Lugano became a bride tonight — celebrating Switzerland's National Day 2025 in full glory! 🇨🇭✨ fans

লুগানোর সিমিটেরো ডি লুগানো—আমার বাড়ির কাছেই প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা এক অসাধারণ শান্তির ঠিকানা। এখানে প্রতিটি পাথরের গল...
27/07/2025

লুগানোর সিমিটেরো ডি লুগানো—আমার বাড়ির কাছেই প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা এক অসাধারণ শান্তির ঠিকানা। এখানে প্রতিটি পাথরের গল্প, প্রতিটি ভাস্কর্যের ভাষা যেন সময়ের ক্যানভাসে আঁকা এক অমর শিল্পকর্ম। সবুজ আর স্থাপত্যের এমন নিপুণ মিশেল সত্যিই মন ছুঁয়ে যায়। এক ঝলক দেখলেই বুঝবেন, কেন এই জায়গাটা এত বিশেষ!

#শান্তি #ইতিহাস #আমারশহর

⛰️ পাহাড়ের কোলে শান্ত এক শহর — সুইজারল্যান্ডের হৃদয়, লুগানো ❤️
26/07/2025

⛰️ পাহাড়ের কোলে শান্ত এক শহর — সুইজারল্যান্ডের হৃদয়, লুগানো ❤️

💕💕💕
09/06/2025

💕💕💕

🤲🤲🤲🤲🤲
05/06/2025

🤲🤲🤲🤲🤲

10/05/2025
21/04/2025

সবার কাছে খুব সহজ মনে হয়—বাচ্চাকে দুধ দাও, হয়ে গেল। কিন্তু একজন মা জানেন এই “দুধ দেয়া”র পেছনে কতটা কষ্ট, কান্না, ব্যথা আর মানসিক চাপ লুকানো থাকে।

কখনো বাচ্চা latch করে না, কখনো ভালোভাবে মিল্ক আসে না, কখনো ব্যথায় চোখ দিয়ে পানি পড়ে যায়।

কেউ বলেন—“এ তো খুব স্বাভাবিক, সবাই করে!”

তারপর আসে নিদ্রাহীন রাত, ক্র্যাকড নিপল, দুধের পরিমাণ নিয়ে দুশ্চিন্তা, পরিবারের মন্তব্য, আর চারপাশের হাজারো অনাকাঙ্ক্ষিত পরামর্শ।

" ইশ! বাচ্চাটা দুধ পাচ্ছে না"
" কেমন মা, ঠিকমত পেট ভরে খাওয়াচ্ছে না "
" আহারে বাবুটা.. কান্না করছো কেনো?আম্মু তোমাকে ঠিক মত খাওয়াতে পারে না...?"

আরো কত শত কথার আঘাত। অনেকে হয়তো এমনিতেই বলে, কিন্তু এই একেকটা মন্তব্য একজন মাকে চূর্ণ বিচূর্ণ করে।

অনেক মার ক্ষেত্রে হয়তো এটা তেমন বেশি কষ্ট হয় না, সহজেই ফ্লো চলে আসে। কিন্তু আবার অনেক মার ক্ষেত্রেই ব্রেস্টফিডিং হয়ে যায় এক ভয়াবহ অভিজ্ঞতার নাম। যারা ফেস করেছেন তারাই ফিল করতে পারবেন। বিশেষ করে প্রথম সন্তানের ক্ষেত্রে। যাদের ফ্লো কম আসে, ni**le crack হয়ে যায়, তারা বুঝে এটা কত কঠিন।

এই যুদ্ধটা কেউ দেখে না।
তবু মা লড়ে যান—প্রতিদিন, প্রতিরাতে, একা একা।

তবে আল্লাহ স্বীকৃতি দেন এই কষ্টেরও।
আমাদের রব, আল্লাহ বলেন, ‘আমি মানুষকে তার মা-বাবার সঙ্গে (সদাচরণের) নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করে। আর তার দুধ ছাড়ানো হয় দুই বছরে; সুতরাং আমার শুকরিয়া ও তোমার মা-বাবার শুকরিয়া আদায় করো।’ (সুরা লুকমান, আয়াত : ১৪)

দুগ্ধদানের ব্যপারটা কুরআনের আরো আয়াতেও আছে। কি অসম্ভব সুন্দর, তাই না? কেউ না খেয়াল করলেও এই কষ্টের অনেক উত্তম প্রতিদান জমা আছে আপনার রবের কাছে।❤️

এটা আল্লাহর দেওয়া অনেক বড় নেয়ামত। বাচ্চার জন্য মায়ের দুধে বিকল্প অন্য কোন কিছুই নেই, literally কিছুই না। তবে একেকজনের মিল্ক প্রোডাকশন একেক রকম হতেই পারে। এটা নিয়ে তাই মন খারাপ করার কিছু নেই। নিজেকে "খারাপ মা" মনে করার কিছু নেই, আপনার কাজ চেষ্টা করতে থাকা। পাম্প করে হোক ,বিভিন্ন পুষ্টিকর খাবার খেয়ে হোক, চেষ্টা চালিয়ে যেতে হবে, বাবুকে বারবার মুখে লাগাতে হবে, তাহলে ফ্লো বাড়বে ইনশাআল্লাহ।

যখন কারো জন্য বেশি কষ্টকর হয়ে যাবে, নিজেকে রিমাইন্ডার দিবেন:

• এই ছোট্টো প্রাণটা সম্পুর্ন আপনার উপর নির্ভরশীল ।
• প্রতিটা দুধের ফোঁটা ওর জীবনীশক্তি বাড়িয়ে দিচ্ছে ।
• আল্লাহর কাছে এর উত্তম প্রতিদান আছে ইন শা আল্লাহ।

বাবু যখন তৃপ্তি নিয়ে তাকাবে আপনার দিকে, মুহূর্তেই দেখবেন এই সকল কষ্ট খুবই তুচ্ছ হয়ে যায়। অদ্ভুত এক প্রশান্তি কাজ করে হাজার কষ্টের মাঝেও।

ব্রেস্টফিডিং জার্নি নিয়ে আপনি কি কোন কষ্ট ফেস করেছেন?

কার্টেসীঃ Confident Motherhood

Meet my son „Ayat sahariar Bhuiyan“ Born in 27/03/2025 at 8:30 am.please pray for me and both children Alisha and Ayat 🥰...
04/04/2025

Meet my son „Ayat sahariar Bhuiyan“ Born in 27/03/2025 at 8:30 am.please pray for me and both children Alisha and Ayat 🥰🥰🥰🥰🥰🥰

সবাই কে মাহে রমাদানের শুভেচ্ছা
01/03/2025

সবাই কে মাহে রমাদানের শুভেচ্ছা

Adresse

Lugano
6900

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Firoza's Vlogs erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Service Kontaktieren

Nachricht an Firoza's Vlogs senden:

Teilen

Kategorie