আবৃত্তি Online

আবৃত্তি Online কবিতা এক আশ্চর্য স্বপ্নময় ধ্বনি, আরৃত্তি তার প্রতিধ্বনি

05/06/2025

'আবৃত্তি Online' পরিচিতি:কবিতা এক আশ্চর্য স্বপ্নময় ধ্বনি, আবৃত্তি তার অনিন্দ্য প্রতিধ্বনি। এই ধ্বনি-প্রতিধ্বনির শৈল...

Big shout out to my newest top fans! 💎Khaleda Newaz Dipa, Rina Akter fans
05/06/2025

Big shout out to my newest top fans! 💎

Khaleda Newaz Dipa, Rina Akter

fans

02/06/2025
17/05/2025

হয়তো একটি কবিতা। অথবা এলায়িত গদ্য। প্রেমের, কিংবা বিরহের বেদন-রোদন। অথবা, হৃদয়েশ্বরীকে উদ্দেশ্য করে লেখা দু'টি সা....

বাংলা কবিতার দুই আকাশপ্রদীপ  —রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম।একজন হৃদয়ের স্নিগ্ধ আলোক, অন্যজন চেতনার জ্বলন্ত শিখা।...
15/05/2025

বাংলা কবিতার দুই আকাশপ্রদীপ —
রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম।

একজন হৃদয়ের স্নিগ্ধ আলোক, অন্যজন চেতনার জ্বলন্ত শিখা।
রবীন্দ্রনাথ আমাদের হৃদয় ছুঁয়ে যান প্রেম, প্রকৃতি ও আত্মশুদ্ধির মধুর বাণীতে—
আর নজরুল, জাগান—দ্রোহ, সাম্য আর অসামান্য সাহসের সুরে।

দুজনেরই জন্মমাস, মে — রবীন্দ্রজয়ন্তী সদ্য অতিক্রান্ত (৭ মে), নজরুলজয়ন্তী আসন্ন (২৪ মে)।

এই দুই তারিখের মধ্যবর্তী সময়টুকু হয়ে উঠুক তাঁদের প্রতি নিবেদিত শ্রুতি-অর্ঘ্যে পূর্ণ এক সময়জয়ী অভিবাদন ।

আবৃত্তি অনলাইন-এর নিবেদন:

🎙️ শ্রুতিস্মরণ: রবীন্দ্র থেকে নজরুল 🎙️

শিল্পীকণ্ঠে ১৫ দিনের শ্রুতি-সম্মান
১৪ মে – ২৮ মে ২০২৫

প্রতিদিন — একটি কবিতা | একটি শিল্পীকণ্ঠ | একটি শ্রদ্ধাঞ্জলি।

🔸 প্রথম ১০ দিন: রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা
🔸 পরবর্তী ৫ দিন: কাজী নজরুল ইসলামের কবিতা
🔸 প্রতিটি দিন: একজন আবৃত্তিকার নিজের হৃদয়ছোঁয়া অনুভব প্রকাশ করবেন এক বা দুই বাক্যে।

শ্রুতি-সম্মানে, কণ্ঠে-কবিতায়, স্মরণে ও শ্রদ্ধায় —
থাকুন আমাদের সঙ্গে, এই পনেরো দিনের সাহিত্যিক নৈবেদ্যে।

ধন্যবাদ 🙏

ভাবনা ও প্রযোজনা
মৌমিতাজ্যোতি
নির্দেশনা
তৌহিদ শাকীল
সমন্বয় ও তত্ত্বাবধান
আবৃত্তি Online Team
বিশেষ কৃতজ্ঞতা
ড. মমতাজ মমতা (আবহ সঙ্গীত)
তাপস মাইতি ( আবহ কণ্ঠ )
আবৃত্তি Online

16/02/2025

আবৃত্তি Online LIVE "আবৃত্তি কথন"।

আবৃত্তির ছান্দসিক শিল্পভাষার অনুসরণ, চর্চা, প্রতিষ্ঠা ও উৎকর্ষ সাধনেই আবৃত্তি Online এর অন্তহীন পথচলা। অবিরাম এই এগিয়ে যাওয়ার অন্যতম উপযোগী অংশ "আবৃত্তি কথন"। এখানে আবৃত্তির প্রয়োগ শাস্ত্র নিয়ে রয়েছে শিল্পগুরু ও গুণীশিল্পীদের কথা ও কলায় সমৃদ্ধ হবার সুযোগ।

প্রিয় আবৃত্তি Online পরিবার, আমাদের এই ধারাবাহিক আয়োজন "আবৃত্তি কথন"-এ অতিথি হয়ে আসছেন, বিশিষ্ট আবৃত্তিশিল্পী শ্রদ্ধেয় প্রবীর ব্রহ্মচারী। অনুষ্ঠানটি উপস্হাপনা করবেন আবৃত্তিশিল্পী মারুনা রাহী।

বন্ধুরা, আগামী ১৬ ফেব্রুয়ারি (রবিবার), অনুষ্ঠিত হবে সকল আবৃত্তিপ্রেমীর প্রিয় অনুষ্ঠান “আবৃত্তি কথন”।
প্রিয় সুহৃদ, আসুন নিজ নিজ প্রিয়জনের সঙ্গে উপভোগ করি “আবৃত্তি কথন”�।

সময় - বাংলাদেশে রাত ১০টায় ও ভারতে রাত ৯:৩০টায়।

চোখ রাখুন আবৃত্তি Online-এ।

15/02/2025

হয়তো একটি কবিতা। অথবা এলায়িত গদ্য। প্রেমের, কিংবা বিরহের বেদন-রোদন। অথবা, হৃদয়েশ্বরীকে উদ্দেশ্য করে লেখা দু'টি সাংকেতিক চিঠি—লাইন ভেঙে কবিতার মতন সাজানো। কখনোবা ছান্দসিক পঙক্তিমালায় অন্তমিলে, কখনোবা কাব্যাশ্রয়ী গদ্যে এমন গুচ্ছ-গুচ্ছ প্রেম-রোমাঞ্চ-খুনসুটি, প্রণয়-কলহ, কলহের ছল। কৃত্রিম বিবাদ-বিসংবাদ। প্রেমে কিংবা বিরহে এই বিচিত্র যাপন, এই মিথস্ক্রিয়া, কিংবা যূথবদ্ধ দ্রোহের উচ্চারণ যেখানে অনন্যতা ছড়ায় কথায়-বার্তায়, সেখানে আমরা ধরছি কিছু যুগলবন্দী। আর ক্ষণকাল আবৃত্তিপ্রেমীদের মিলনমেলায় এমন ছান্দসিক আবেশে থাকার নাম দিয়েছি, 'দুটিতে জুটিতে'।
দুটিতে জুটিতে যারা বড়ো স্ফূর্ত ও সরল, যাদের ছান্দসিক উচ্চারণ, যাদের যৌথকণ্ঠ বড়ো উপাদেয় এমন শিল্পী হবেন আমাদের অতিথি। মাঠবন্দী-হলভর্তি জনতার মঞ্চে নয়, সমকালের ভিন্নতর আঙ্গিকে দূরে থেকেও কাছে, বাঙালীর বিশ্বমঞ্চে—আপনাদেরই প্রিয় প্লাটফর্ম, আবৃত্তি Online-এ।
ভালবাসা দিবস উপলক্ষে, আসছে ১৫ই ফেব্রুয়ারী আবৃত্তি Online এর অতিথি হয়ে আসছেন ঢাকা, বাংলাদেশ থেকে সামিয়া রাহমান লিসা এবং কলকাতা, ভারত থেকে সাম্য কার্ফা!
প্রযোজনা ও উপস্থাপনায় রয়েছেন নাজমা কাজী।
আপনাদের জন্যে রইল সাদর আমন্ত্রন।

Adresse

Embrach

Telefon

+41799434668

Webseite

http://www.abrittionline.net/

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von আবৃত্তি Online erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Service Kontaktieren

Nachricht an আবৃত্তি Online senden:

Teilen

Kategorie