05/10/2025
পাঠ আর আবৃত্তি কি এক? কেবল শব্দ উচ্চারণ করলেই কি একটি কবিতা জীবন্ত হয়ে ওঠে? নাকি এর পেছনেও রয়েছে এক গভীর সাধনা , ইতিহাস আর শিল্পবোধ?
এইসব প্রশ্ন আর তার উত্তর খোঁজার যাত্রাই হলো ‘আবৃত্তি কথন’। আবৃত্তি Online-এর এই বিশেষ আয়োজনে আমরা আবৃত্তিকে ঘিরে থাকা সম্পূর্ণ জগৎটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি ।
শুধু আবৃত্তির প্রাতিষ্ঠানিক আলোচনা নয় বরং আবৃত্তির স্বর্ণালি ইতিহাসে, শুনি শিল্পীদের স্মৃতিকথা। আলোচনায় উঠে আসে আবৃত্তির ব্যাকরণ, শুদ্ধ উচ্চারণ এবং প্রশিক্ষণের কথা । আমরা জানতে চেষ্টা করি আবৃত্তির সামাজিক প্রেক্ষাপট এবং আগামীর শিল্পীদের জন্য এর অপার সম্ভাবনা সম্পর্কে ।
প্রতিটি পর্বে আমাদের সাথে থাকেন একজন বিশেষজ্ঞ অতিথি, যাঁর জ্ঞান ও অভিজ্ঞতা আমাদের দিকনির্দেশনা দেয় । সঞ্চালকের সঙ্গে তার সংলাপে উন্মোচিত হয় আবৃত্তির এক একটি নতুন দিগন্ত।
‘আবৃত্তি কথন’ তাই শুধু একটি আলোচনা অনুষ্ঠান নয়; এটি আবৃত্তি-প্রেমী, শিক্ষার্থী ও শিল্পীদের জন্য এক আবৃত্তির বৈঠক খানা ।
আবৃত্তি কথনের এবারে��� পর্বে অতিথি হয়ে উপস্থিত হবেন শ্রদ্ধেয় আবৃত্তিশিল্পী অমিতাভ কাঞ্জিলাল। অনুষ্ঠানটি সঞ্চালনায় থাকবেন প্রিয় আবৃত্তিশিল্পী মারুনা হাসান। আবৃত্তি কথন প্রচারিত হবে আগামী ০৫ অক্টোবর,রবিবার বাংলাদেশ সময় রাত ১০টায় এবং ভারতীয় সময় রাত ৯:৩০।
সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আবৃত্তি Online এর বিশেষ অনুষ্ঠান,”আবৃত্তি কথনের” সঙ্গে থেকে শব্দের অন্তর্নিহিত অনুভূতিকে স্পর্শ করার জন্য