13/12/2025
বিজয় দিবস উপলক্ষে লাইভ আবৃত্তি আয়োজন!
আবৃত্তি অনলাইন বিশ্বাস করে, কবিতা ও আবৃত্তি আমাদের জাতীয় দিবসগুলোর আত্মাকে ধারণ করে। সেই বিশ্বাস থেকেই মহান বিজয় দিবস উদযাপনে আবৃত্তি অনলাইন নিয়ে আসছে ধারাবাহিক দুটি লাইভ আবৃত্তি অনুষ্ঠান।
প্রথম দিন – ১৩ ডিসেম্বর ২০২৫ (শনিবার)
কানাডা থেকে আবৃত্তি সংগঠন “উচ্চারণ” পরিবেশন করতে যাচ্ছে এক অনন্য আবৃত্তি আয়োজন “শুনছে কি তা বাংলাদেশ"
বিজয় মানে শুধু একটি দিন নয়, বিজয় মানে জেগে থাকার অঙ্গীকার। প্রবাসে থেকেও যারা বাংলা, মুক্তিযুদ্ধ ও দেশের চেতনাকে হৃদয়ে ধারণ করে আছেন—তাঁদের কণ্ঠে শুনবো
� মুক্তিযুদ্ধ, বিজয় ও প্রতিবাদের কবিতা।
তারিখ: ১৩ ডিসেম্বর ২০২৫, শনিবার
সময়: রাত ১০:০০ টা (বাংলাদেশ সময়)
সম্প্রচার: আবৃত্তি অনলাইন ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে
আবৃত্তিতে অংশগ্রহণ করবেন:
শিখা আহমাদ, শ্যামল ঘোষ, সৈয়দা রোখসানা বেগম, আরিয়ান হক, জিনাত বাশার,
সারা জাহান, তানিয়া নূর, আঁখি ভদ্র।
প্রযোজনা ও উপস্থাপনা: নাজমা কাজী
পরিচালনা: সোহেল আজাদ
বিজয় দিবসকে ঘিরে আবৃত্তি অনলাইন-এর এই বিশেষ আয়োজনে সকলকে আমন্ত্রণ। চোখ রাখুন আমাদের পেইজে ও ইউটিউব চ্যানেলে।
দেখার অপেক্ষায় থাকুন—
“শুনছে কি তা বাংলাদেশ?”