Cape Town weekends With ফ্যামিলি ফান

  • Casa
  • Chile
  • Parral
  • Cape Town weekends With ফ্যামিলি ফান

Cape Town weekends With ফ্যামিলি ফান wellcome to my page❤️ I love travelling
(1)

13/10/2025
গাজার মানুষ ঘরে ফিরছে! কেউ কেউতো দীর্ঘ ‍দুই বছর পর ফিরছে। ফিরে দেখবে, ঘর বলে কিছু আর নাই। ঘরের সামনে লাগানো, অনেকটা রক্ত...
11/10/2025

গাজার মানুষ ঘরে ফিরছে! কেউ কেউতো দীর্ঘ ‍দুই বছর পর ফিরছে। ফিরে দেখবে, ঘর বলে কিছু আর নাই। ঘরের সামনে লাগানো, অনেকটা রক্তজবার মত দেখতে আইরিশ ফুলের গাছটা নাই। বড় বড় সব ভবন মাটির সাথে মিশে গেছে। দেখবে, শহরে কোনো গাছ নাই। গাছ নাই বলে পাখিও নাই। পাখির কিচিরমিচির শব্দ নাই।

২১ লাখ মানুষ নিয়ে গাজা পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চল! পৃথিবীর সবচেয়ে বড় বস্তির নামও গাজা! গত দুই বছরে সেখান থেকে অন্তত ৬৮ হাজার মানুষ চোখের সামনে নাই হয়ে গেছে। পৌনে দুই লাখ মানুষ হয়ে গেছে পঙ্গু। বাড়ি ফিরে দেখবে; কারো হাত নাই, কারো পা নাই। কেউ চোখ হারিয়েছে! এমনও কেউ কেউ বাড়ি ফিরবে, যে এই যুদ্ধে তার পরিবারের সব মানুষকে হারিয়েছে। কেউ কেউ হারিয়েছে তার ছোট ছোট সব সন্তানকে! ফিরে দেখবে, তার ছোটবেলার বন্ধু নাই! এরপরও মানুষ ঘরে ফেরে। মানুষ আশা করে, একদিন সব ঠিক হয়ে যাবে। কংক্রিটের ফাঁক গলে কচিডগা উঁকি দেয় যেমন!

ছবিটা দেখার পর বুকের ভেতরটা কেঁপে উঠলো! আমার কেনো যেনো একাত্তরের ডিসেম্বরের যশোর রোডের কথা মনে পড়ল। আমাদের মুক্তিযুদ্ধের সময় সোয়া কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল। যুদ্ধে জেতার পর, দেশ যখন স্বাধীন হলো, যশোর রোড ধরে কোলকাতা থেকে মানুষ ফিরছিল তার ফেলে আসা ঘরে! পার্থক্য শুধু এই, সব হারানো বাংলাদেশের মানুষের চোখে তখন একটা স্বাধীন দেশ পাবার উচ্ছ্বাস ছিল। কিন্তু দুই বছরের ব্যবধানে, একটা স্বাধীন দেশ পাওয়ার স্বপ্ন গাজাবাসীর কাছে আরও ফিকে হয়ে গেল।

যশোর রোডে সারি সারি মানুষ দেখে আমেরিকান কবি এ্যালেন গিন্সবার্গ লিখেছিলেন-

”শত শত চোখ আকাশটা দেখে,
শত শত শত মানুষের দল,
যশোর রোডের দুধারে বসত
বাঁশের ছাউনি কাদামাটি জল।
কাদামাটি মাখা মানুষের দল,
গাদাগাদি করে আকাশটা দেখে,
আকাশে বসত মরা ইশ্বর,
নালিশ জানাবে ওরা বল কাকে।”

(ছবি: আল জাযিরা)

মানুষের সাথে কথা বলা কমিয়ে দিন, দেখবেন জীবনের অর্ধেক সমস্যা কমে গেছে। মানুষের প্রতি আগ্রহ দেখানো বন্ধ করে দিন, দেখবেন সম...
11/10/2025

মানুষের সাথে কথা বলা কমিয়ে দিন, দেখবেন জীবনের অর্ধেক সমস্যা কমে গেছে। মানুষের প্রতি আগ্রহ দেখানো বন্ধ করে দিন, দেখবেন সমস্যা দেখা অর্ধেক বন্ধ হয়ে গেছে৷ কাউকে আগ বাড়িয়ে উপদেশ দিতে যাবেন না, ভুল দেখলেও তা ধরিয়ে দিবেন না, সমস্যায় পড়লেও ততক্ষণ সমাধান দিবেন না, যতক্ষণ না সে সমাধান চায়। মানুষের প্রতি ইন্টারেস্ট আপনার যত কমবে, আপনি তত ঝামেলামুক্ত থাকবেন। কারো উন্নতি দেখলে বলবেন, 'খুশি হয়েছি।' খারাপ কিছু শুনলে বলবেন, 'ব্যথিত হয়েছি। এর বাইরে আর কোনো আগ্রহ কারো প্রতি রাখবেন না। দেখবেন, জীবন সুন্দর। টক্সিক লোকজনের ম্যাসেজ দেখা বন্ধ করে দিন, ফোন রিসিভ করা কমিয়ে দিন। কল রিসিভ না করা আর ম্যাসেজ না দেখার কোনো ব্যাখ্যা দিতে যাবেন না। জাস্ট 'সরি' বলে আলাপ শেষ করবেন। বিশ্বাস করুন জীবনটা শান্তির।

09/10/2025

কারা কেকপট্টির
কেক এখনো খাননি?
🍰
Miss করে ফেললেন ! খেলা কিন্তু শেষ ...

কম বয়সে বেশি টাকা ইনকাম করে ফেললে পড়াশোনার প্রতি ঝোঁকটা কমে যায়, শৃঙ্খলাটা কমে যায়! •কেউ যখন প্রশংসা করে, আমি তাকে হেসে ...
09/10/2025

কম বয়সে বেশি টাকা ইনকাম করে ফেললে পড়াশোনার প্রতি ঝোঁকটা কমে যায়, শৃঙ্খলাটা কমে যায়!

কেউ যখন প্রশংসা করে, আমি তাকে হেসে ধন্যবাদ দিই৷ সেই প্রশংসা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিই৷ ওটা নিয়ে যে আত্মতৃপ্তিতে ভুগতে হবে, বা লোকজনের সামনে বলতে হবে, এমনটি করি না৷

সিগারেট খাওয়া মেয়ে কিংবা ছেলের ব্যাপার না, সিগারেট খাওয়াটাই খারাপ।

যতই বলি মানুষ কী ভাববে তোয়াক্কা করি না, তবে এই বয়সে এসে শিখেছি, সমাজে বসবাস করতে হলে মানুষকে তোয়াক্কা করতে হয়।

যারা নিজের স্বপ্ন পূরণ করতে পারে না, তারা ছেলেমেয়েদের ওপর স্বপ্ন চাপিয়ে দেয়।

সবচেয়ে কঠিন জব হচ্ছে মা হওয়া৷ কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকে না, ট্রেনিং থাকে না৷ প্রত্যেকে এসে ফ্রীতে অনেক উপদেশ দেবে, যা সন্তানের জন্য ভালো নাও হতে পারে৷

আমি যেটা নিয়ে কথা বলি, একটা দল এর মধ্যে ভালো খোঁজে, একটা দল এর মধ্যে খারাপ খোঁজে।

আপনি যদি নিজেকে সম্মান করতে না জানেন, কেউ আপনাকে সম্মান করবে না৷

পৃথিবীটা শুধু মানুষের জন্য না৷ প্রাণীদের জন্যও৷ যে কোনো প্রাণীকে ভুগতে দেখলে দয়া করে চেষ্টা করবেন পাশে দাঁড়াতে৷

পড়ালেখা এমন একটা জিনিস, যেটা আপনার কাছ থেকে কখনো যাবে না৷ আপনি পেশাগত কাজ করেন, পাশাপাশি পড়ালেখা চালিয়ে যান৷ আপনি অবশ্যই উপকৃত হবেন৷

সারাক্ষণ ব্র্যান্ডের জিনিসপত্র না কিনে কিছু টাকা খরচ করে কোনো বিষয়ে কোর্স করতে পারাটা নিজের প্রতি বিনিয়োগ৷ স্কিল থাকলে জীবনে কাজে লাগবেই, আজ না হোক, কখনো না কখনো।

শুধুমাত্র ক্যারিয়ার যে কোনো মানুষের জন্য কিছু হতে পারে না৷ ক্যারিয়ারের থেকেও অনেক বেশি কিছু জীবনে আছে।

মোটিভেশন আপনাকে সফল করে না, ডিসিপ্লিন আপনাকে সফল করে৷

কঠোর পরিশ্রম করার উপকারিতা হলো, আপনি খুব আত্মবিশ্বাসী বোধ করবেন।

মানুষকে ছোট করে কথা বলে অনেকে আনন্দ পায়, আমার কখনোই ইচ্ছা নাই কাউকে ছোট করে কথা বলার৷
__________________
উক্তি: পিয়া জান্নাতুল
সূত্র: একুশে টিভি, বাংলাদেশ প্রতিদিন।

09/10/2025

আমার চোখ আমার ছায়া সবই ক্লান্ত 💔💔

এমন জায়গা পেলে আর কি লাগে,উফফ চোখ জুড়ানো সুন্দর্য 💙💙
08/10/2025

এমন জায়গা পেলে আর কি লাগে,
উফফ চোখ জুড়ানো সুন্দর্য 💙💙

উফফ আমার অসম্ভব পছন্দের প্রিয় কচুর লতি দিয়ে চিংড়ি রান্না করলাম💙💙
01/10/2025

উফফ আমার অসম্ভব পছন্দের প্রিয় কচুর লতি দিয়ে চিংড়ি রান্না করলাম💙💙

Dirección

Parral

Página web

Notificaciones

Sé el primero en enterarse y déjanos enviarle un correo electrónico cuando Cape Town weekends With ফ্যামিলি ফান publique noticias y promociones. Su dirección de correo electrónico no se utilizará para ningún otro fin, y puede darse de baja en cualquier momento.

Contacto La Empresa

Enviar un mensaje a Cape Town weekends With ফ্যামিলি ফান:

Compartir

Categoría