09/10/2025
কম বয়সে বেশি টাকা ইনকাম করে ফেললে পড়াশোনার প্রতি ঝোঁকটা কমে যায়, শৃঙ্খলাটা কমে যায়!
•
কেউ যখন প্রশংসা করে, আমি তাকে হেসে ধন্যবাদ দিই৷ সেই প্রশংসা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিই৷ ওটা নিয়ে যে আত্মতৃপ্তিতে ভুগতে হবে, বা লোকজনের সামনে বলতে হবে, এমনটি করি না৷
•
সিগারেট খাওয়া মেয়ে কিংবা ছেলের ব্যাপার না, সিগারেট খাওয়াটাই খারাপ।
•
যতই বলি মানুষ কী ভাববে তোয়াক্কা করি না, তবে এই বয়সে এসে শিখেছি, সমাজে বসবাস করতে হলে মানুষকে তোয়াক্কা করতে হয়।
•
যারা নিজের স্বপ্ন পূরণ করতে পারে না, তারা ছেলেমেয়েদের ওপর স্বপ্ন চাপিয়ে দেয়।
•
সবচেয়ে কঠিন জব হচ্ছে মা হওয়া৷ কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকে না, ট্রেনিং থাকে না৷ প্রত্যেকে এসে ফ্রীতে অনেক উপদেশ দেবে, যা সন্তানের জন্য ভালো নাও হতে পারে৷
•
আমি যেটা নিয়ে কথা বলি, একটা দল এর মধ্যে ভালো খোঁজে, একটা দল এর মধ্যে খারাপ খোঁজে।
•
আপনি যদি নিজেকে সম্মান করতে না জানেন, কেউ আপনাকে সম্মান করবে না৷
•
পৃথিবীটা শুধু মানুষের জন্য না৷ প্রাণীদের জন্যও৷ যে কোনো প্রাণীকে ভুগতে দেখলে দয়া করে চেষ্টা করবেন পাশে দাঁড়াতে৷
•
পড়ালেখা এমন একটা জিনিস, যেটা আপনার কাছ থেকে কখনো যাবে না৷ আপনি পেশাগত কাজ করেন, পাশাপাশি পড়ালেখা চালিয়ে যান৷ আপনি অবশ্যই উপকৃত হবেন৷
•
সারাক্ষণ ব্র্যান্ডের জিনিসপত্র না কিনে কিছু টাকা খরচ করে কোনো বিষয়ে কোর্স করতে পারাটা নিজের প্রতি বিনিয়োগ৷ স্কিল থাকলে জীবনে কাজে লাগবেই, আজ না হোক, কখনো না কখনো।
•
শুধুমাত্র ক্যারিয়ার যে কোনো মানুষের জন্য কিছু হতে পারে না৷ ক্যারিয়ারের থেকেও অনেক বেশি কিছু জীবনে আছে।
•
মোটিভেশন আপনাকে সফল করে না, ডিসিপ্লিন আপনাকে সফল করে৷
•
কঠোর পরিশ্রম করার উপকারিতা হলো, আপনি খুব আত্মবিশ্বাসী বোধ করবেন।
•
মানুষকে ছোট করে কথা বলে অনেকে আনন্দ পায়, আমার কখনোই ইচ্ছা নাই কাউকে ছোট করে কথা বলার৷
__________________
উক্তি: পিয়া জান্নাতুল
সূত্র: একুশে টিভি, বাংলাদেশ প্রতিদিন।