04/08/2025
রাতের উহান শহর ঘুরে দেখা – আমার ইউনিভার্সিটির আশপাশের আলো ঝলমলে রাত!
আজ রাতের উহান শহরের আলো ঝলমলে পরিবেশ আপনাদের দেখাবো আমার বিশ্ববিদ্যালয়ের বাহিরে থেকে। চীনের রাতের জীবন কতটা প্রাণবন্ত, রাস্তাগুলো কেমন, চারপাশে কেমন আয়োজন—সবকিছু রিয়েল টাইমে শেয়ার করবো আপনাদের সাথে।
আপনি যদি চিনে স্টুডেন্ট লাইফ বা রাতের শহরের সৌন্দর্য দেখতে আগ্রহী হন, তাহলে এখনই ভিডিওতে থাকুন! চলুন একসাথে ঘুরে দেখি রাতের উহান 🌃🇨🇳