CRIbangla

CRIbangla বিশাল ও বৈচিত্র্যময় চীনকে বাংলাভাষীদের সামনে তুলে ধরাই আমাদের লক্ষ্য #বাংলা #চীনবাংলাবেতার #সিআরআই
(1157)

বাংলাদেশে বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩১ : আইএসপিআরজুলাই ২২, সিএমজি বাংলা ডেস্ক:ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ...
22/07/2025

বাংলাদেশে বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩১ : আইএসপিআর
জুলাই ২২, সিএমজি বাংলা ডেস্ক:ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতলে ভর্তি আছেন ১৬৫ জন।
মঙ্গলবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে সকালে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ২৭ জন নিহত হওয়ার তথ্য জানানো হয়। এর মধ্যে ২৫ জনই শিশু।
প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে দুইজন প্রাপ্ত বয়স্ক ছাড়া বাকি সবাই শিশু। প্রাপ্ত বয়স্কদের একজন পাইলট তৌকির ইসলাম ও একজন শিক্ষক মাহরীন চৌধুরী। এছাড়া বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৮ জন।
নাহার/আজাদ

কোভিড শনাক্তে বাংলাদেশকে ১৫ হাজারেরও বেশি কিট দিল চীনঢাকা, জুলাই ২২: কোভিড শনাক্তে বাংলাদেশকে দুই বারে ১৫ হাজার ৫০০'র অধ...
22/07/2025

কোভিড শনাক্তে বাংলাদেশকে ১৫ হাজারেরও বেশি কিট দিল চীন
ঢাকা, জুলাই ২২: কোভিড শনাক্তে বাংলাদেশকে দুই বারে ১৫ হাজার ৫০০'র অধিক কিট দিয়েছে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস। মঙ্গলবার সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে এ উপকরণ হস্তান্তর করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিডিসির লাইন ডিরেক্টর প্রফেসর ডা: মো. হালিমুর রশীদের কাছে এ কিট তুলে দেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর মি.লি শাওফেং।
এ সময় দু' দেশের সম্পর্কের কথা উল্লেখ করে লি শাও ফেং বলেন, চীন ও বাংলাদেশের সম্পর্ক হাজার বছরের। দুই দেশের বন্ধুত্বের ধারাবাহিকতায় জরুরিভাবে চীনা দূতাবাস ১৫ হাজার ৫০০ কোভিড ১৯ শনাক্তে কিট দিয়েছে। এই জরুরি সহায়তা চীনা জনগণের পক্ষ থেকে বাংলাদেশি জনগণের প্রতি গভীর সদিচ্ছার বহিঃপ্রকাশ এবং মহামারির বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ে চীনের অকুণ্ঠ সমর্থনের প্রতীক।
তিনি আরও বলেন, আমাদের হাজার বছরের পুরনো বন্ধুত্ব আজও অটুট এবং তা বৈশ্বিক সংকট মোকাবেলা ও আঞ্চলিক ও বিশ্ব শান্তি রক্ষায় এক গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে। বাংলাদেশের মহামারী সময়ে সব সময় পাশে আছে চীন বলেও জানান তিনি ।
অনুষ্ঠানে চীনা দূতাবাসকে ধন্যবাদ জানিয়ে হালিমুর রশীদ বলেন, চীনা দুতাবাস আমাদের অনুরোধে দ্রুত সাড়া দিয়েছেন, অতীতেও দিয়েছেন, ভবিষতেও দিবেন। আমাদের এ-ই বন্ধুত্ব বছর বছর আরও বাড়বে।
তিনি আরও উল্লেখ করেন, গেল মে মাস থেকেই বাংলাদেশে করোনা ভাইরাসে সংক্রমণের হার বাড়ছিল। কিন্তু আমাদের কাছে কোভিড টেস্ট করার মতো পর্যাপ্ত কিট ছিল না। সরকারিভাবে কেনাটাও সময় সাপেক্ষ ব্যাপার ছিল। তাই তাৎক্ষণিকভাবে চীনা দূতাবাসকে অনুরোধ করি আমাদের ইমারজেন্সি পিরিয়ডটা কভার করার জন্য। উনারা সাথে সাথেই রেসপন্স করেছেন। তারা আমাদের কয়েকদিন আগে ৭ হাজার ৭০০ এবং আজকে ৭ হাজার ৭০০ কিট দিয়েছেন। পাশাপাশি সামনে আরও বেশি পরিমাণে টেস্ট কিট উনারা দিবেন।
কিট হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের কর্মকর্তা চুইয়ং এবং স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তারা।
নাহার/আজাদ

‘ঘুরে বেড়াই’ পর্ব- ১৩০-  ছুয়ানচুত্য: বেইজিংয়ের ঐতিহাসিক ছংওয়েনমেন বাজার এবারের পর্ব সাজানো হয়েছে-  ১। পর্যটকটানছেবেইজিং...
22/07/2025

‘ঘুরে বেড়াই’ পর্ব- ১৩০- ছুয়ানচুত্য: বেইজিংয়ের ঐতিহাসিক ছংওয়েনমেন বাজার

এবারের পর্ব সাজানো হয়েছে-
১। পর্যটকটানছেবেইজিংয়েরঐতিহাসিকছংওয়েনমেনবাজার
২। ঘুরে আসুন বাংলাদেশের ভাসমান পেয়ারা বাজার থেকে
৩। হাংচৌ জেলার শিচেন: চীনের প্রাচীন নৌকাবহুল গ্রাম


এবার বিস্তারিত
১।পর্যটকটানছেবেইজিংয়েরঐতিহাসিকছংওয়েনমেনবাজার
১৫ বছর পরে আবার প্রাণ ফিরে পেয়েছে বেইজিংয়ের অন্যতম ঐতিহাসিক স্থান ছংওয়েনমেন বাজার, যেখানে ঐতিহ্যের সাথে মিশেছে আধুনিকতা। নতুন সাজে শুরু হয়েছে রাতের বাজার, যা স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও আকর্ষণ করছে। চলুন, দেখে নিই বাজারের ভেতরের পরিবেশ, স্টলগুলোর বৈচিত্র্য আর সেই পুরনো আসল স্বাদের খোঁজ।"
বেইজিংয়ের প্রাণকেন্দ্রে প্রজন্মের পর প্রজন্ম ধরে একটি বাজার ছিল, যা শুধু কেনাকাটার জায়গা নয়, বরং ছিল মানুষের আবেগ, স্মৃতি আর সংস্কৃতির অংশ। এখন, সেই ঐতিহাসিক ছংওয়েনমেন মার্কেট নতুন রূপে ফিরে এসেছে, আগের স্বাদ আর পরিচিত পরিবেশ নিয়ে।
ছংওয়েনমেন বাজার,বেইজিংয়ের অন্যতম প্রাচীন বাজার। ১৫ বছর পর আবার ফিরে এসেছে তার মূল অবস্থানে, আরও প্রাণবন্ত এবং বৈচিত্র্যপূর্ণ রূপে।বাজারে যোগ হয়েছে নতুন আকর্ষণ, রাতের বাজার। স্থানীয়রা যেমন ফিরে এসেছে পুরোনো স্বাদ খুঁজতে, তেমনি পর্যটকরাও মুগ্ধ ঐতিহ্য আর আধুনিকতার মিশ্রণে।
ভিনটেজ লাইটবক্স, ঐতিহ্যবাহী সাইনেজ আর নস্টালজিক স্লোগান যেন দর্শকদের ফিরিয়ে নিয়ে যায় অতীতে। সংস্কারের পর জনপ্রিয় স্টলগুলো আবার খুলেছে। জায়গা বড় হয়েছে, তবে পরিবর্তন হয়নি আসল স্বাদের — যা যুগ যুগ ধরে মানুষের পছন্দের কেন্দ্রবিন্দু।
নতুন মুখও যুক্ত হয়েছে বাজারে। লিউ ফুকুই যিনি এক সময়ে ছিলেন কনটেন্ট নির্মাতা, এখন নিজেই চালাচ্ছেন ছোট একটি দোকান।
লিউ ফুকুই বলেন, আমি আগে ভিডিও বানাতাম অন্যের দোকান নিয়ে। এখন নিজের দোকান চালাই, আর প্রচার করি উইচ্যাট,খুয়াইসৌ আর তৌইনে। আমার এক ভিডিও একদিনে ৬০০ ফলোয়ার এনেছিল!
লিউ বলেন, নতুন মিডিয়ার দর্শক শুধু তরুণ নয় — এখন তা ছড়িয়ে পড়েছে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত। ছংওয়েনমেন মার্কেট এখন কেবল কেনাকাটার জায়গা নয়, এটি হয়ে উঠেছে এক সামাজিক, সাংস্কৃতিক মিলনমেলা।
আধুনিক শহরের কোলাহলে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে এনে, নতুন প্রাণ পাচ্ছে বেইজিংয়ের এই ঐতিহাসিক বাজার। পরিচিত স্বাদ, নতুন পরিবেশ — পুরোনো ভালোবাসার আধুনিক রূপই যেন চংওয়েনমেন মার্কেট।

পেঅফ-তামান্নাজেনিফার
সম্পাদনা- আফরিনমিম

২।ঘুরেআসুনবাংলাদেশেরভাসমানপেয়ারাবাজারথেকে
কর্মব্যস্ত নাগরিক জীবনের একঘেয়েমি দূর করতে ভ্রমণের কোনো বিকল্প নেই। অবারিত সবুজের মধ্যে একটুখানি প্রাণভরে নিশ্বাস নিতে মানুষ বের হয় তার চেনা গণ্ডি ছেড়ে। ভ্রমণপিপাসু মানুষ প্রতিনিয়ত খুঁজে ফেরে নতুন নতুন জায়গা। তাই আপনি ও ঘুরে আসতে পারেন এমন একটি জায়গা থেকে।প্রকৃতির নিবিড় ঘনিষ্ঠতা, জলে নৌকায় ঘুরে আসতে পারেন ব্যাংকক বা কলকাতার মতো বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ভাসমান পেয়ারা বাজার থেকে।
২০০ বছরেরও বেশি সময় ধরে এই ভাসমান পেয়ারা বাজারটি গড়ে উঠেছে। ঝালকাঠি ও পিরোজপুর সীমারেখায় অবস্থিত ছোট্ট গ্রামের নাম ভিমরুলি।
ভাসমান পেয়ারার বাজারটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা পিরোজপুরের নেছারাবাদ উপজেলার অন্তর্গত স্বরূপকাঠির কীর্তিপাশা খালের উপর অবস্থিত। সাধারণত পেয়ারার মৌসুম শুরু হয় জুলাই মাসে, চলে টানা সেপ্টেম্বর পর্যন্ত। তাই পাইকারি বাজারের দেখা পেতে হলে সেখানে যেতে হবে জুলাইয়ের শেষ দিকের সময়টাতে।
জুলাই মাস থেকে পিরোজপুর, বরিশাল ও ঝালকাঠি জেলার পেয়ারা চাষিরা শত শত ছোট-বড় নৌকা নিয়ে হাজির হয় ভাসমান বাজারে। বাগানের সেরা পেয়ারাগুলো দিয়ে ভর্তি থাকে প্রতিটি নৌকা।
পেয়ারা বাজার ভ্রমণের শুরুটা করা যেতে পারে সেখানকার পাশের বাগানগুলো থেকে, যেখানে পর্যটকদের জন্য রাখা হয়েছে আপ্যায়ন ব্যবস্থা।
ভিমরুলিতে পৌঁছানোর পর ভাসমান বাজারের দৃশ্যটিই সবচেয়ে বেশি নজর কাড়ে। আঁকাবাঁকা নদী, পেয়ারা ভর্তি নৌকা, খালের দু'ধারের সবুজাভ পরিবেশ সবকিছু একত্রে স্বর্গীয় অনুভূতি দেয়। বছরের আর্দ্র সময়টাতেও চিত্রটি ব্যতিক্রম নয়।
দুপুরে খাওয়ার জন্য বাজারের পাশে আছে বেশ কয়েকটি রেস্টুরেন্ট। আর বাজারের কাছে বিশ্রামের জন্য পিরোজপুরে রয়েছে বোর্ডিং হাউজ। তবে চাইলে বরিশালে হোটেলে থেকে পরে পিরোজপুরের উদ্দেশ্যে যাত্রা করা যাবে।
বিগত কয়েক বছরে স্বরূপকাঠির ভিমরুলি গ্রামে পর্যটকদের আনাগোনা বেড়েই চলেছে। যারা বাংলাদেশের আনাচে-কানাচে থাকা অসাধারণ স্থানগুলো ঘুরে দেখতে চায় তাদের জন্য এই ভাসমান বাজার একটি আদর্শ জায়গা। আপনিও যদি কোনো অনিন্দ্য সুন্দর স্থানের দেখা পেতে চান তাহলে ঘুরে আসতে পারেন ভিমরুলি ভাসমান বাজার!
লঞ্চ যাত্রার জন্য, ঢাকা সদরঘাট থেকে রাত ৮টার সুরভী-৯ লঞ্চে গেলে বিকাল ৩ টার মধ্যেই পৌঁছানো যাবে বরিশালে।
আর বাস যাত্রার জন্য, গাবতলী বাসস্ট্যান্ড অথবা অনলাইন থেকে টিকেট সংগ্রহ করে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, এমাদ পরিবহন বাসে যাওয়া যাবে পিরোজপুরে।
প্রতিবেদন- আফরিন মিম
সম্পাদনা –আল-আমিনআজাদ
৩। হাংচৌ জেলার শিচেন: চীনের প্রাচীন নৌকাবহুল গ্রাম
চীনের চ্যচিয়াং প্রদেশের হাংচৌ শহরের কাছে অবস্থিত শিচেন গ্রাম। যা “চীনের ভেনিস” নামে সুপরিচিত। হাজার বছরের পুরনো এই গ্রামটি তার ঐতিহাসিক জলমহল, প্রাচীন সেতু ও নৌকাবাহুল পরিবেশের জন্য বিখ্যাত।
শিচেন গ্রাম চীনের জলগ্রাম সংস্কৃতির এক অন্যতম জীবন্ত নিদর্শন।গ্রামের প্রতিটি রাস্তাই ছোট ছোট খাল দিয়ে বিভক্ত, যা নৌকা চলাচলের জন্য বিশেষভাবে উপযোগী। এখানকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই জলপথ ব্যবহার করে তাদের দৈনন্দিন জীবন পরিচালনা করে আসছেন।
শিচেন গ্রামের বিশেষ আকর্ষণ তার প্রাচীন পাথরের সেতুগুলো, যেগুলো ৮০০ বছরের বেশি পুরনো। এই সেতুগুলোতে হাঁটতে হাঁটতে প্রাচীন চীনের স্থাপত্য ও সংস্কৃতির ছোঁয়া পাওয়া যায়। এ ছাড়া এই গ্রামে ছড়িয়ে ছিটিয়ে আছে ঐতিহাসিক মন্দির, বাগান এবং পুরনো কাঠের বাড়ি।
শিচেন গ্রামের মানুষ তাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে গভীরভাবে রক্ষা করে চলেছে। বিশেষ করে চীনের নববর্ষ এবং বিভিন্ন স্থানীয় উৎসবে নৌকায় সাজানো নানা রকম প্রদর্শনী হয়, যা পর্যটকদের জন্য এক দৃষ্টিনন্দন দৃশ্য উপস্থাপন করে।
শিচেন গ্রাম আধুনিক জীবনের ব্যস্ততা থেকে দূরে এক শান্তিপূর্ণ অভিজ্ঞতা দিতে চায়। এখানকার প্রকৃতি, ঐতিহাসিক সৌন্দর্য এবং গ্রামীণ জীবনযাপন এক সঙ্গে মিশে চীনের প্রাচীন ঐতিহ্যের অনন্য প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
প্রতিবেদন- আফরিন মিম
সম্পাদনা –আল-আমিনআজাদ




ঘুরে বেড়াই অনুষ্ঠান পরিকল্পনা ও প্রযোজনা - আফরিন মিম
অডিও সম্পাদনা- রফিক বিপুল
সার্বিক তত্ত্বাবধান- ইউ কুয়াং ইউয়ে আনন্দী

চীনের বাজারে স্থিতিশীল প্রবৃদ্ধিজুলাই ২২, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালের প্রথমার্ধে চীনের পাইকারি ও খুচরা খাতের বাজারে য...
22/07/2025

চীনের বাজারে স্থিতিশীল প্রবৃদ্ধি
জুলাই ২২, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালের প্রথমার্ধে চীনের পাইকারি ও খুচরা খাতের বাজারে যোগ হয়েছে ৬.৮ ট্রিলিয়ন ইউয়ান, যা আগের বছরের তুলনায় ৫.৯ শতাংশ বেশি এবং চীনের মোট জিডিপির ১০.৩ শতাংশ। এ সময় খুচরা বিক্রি দাঁড়িয়েছে ২১.৮ ট্রিলিয়ন ইউয়ানে। পাশাপাশি শিল্প ভোক্তা পণ্যে ৭.৩ শতাংশ ও কৃষিপণ্যে ০.১ শতাংশ প্রবৃদ্ধিও দেখা গেছে।
এ সময়ে চীনের বিভিন্ন শহরের ভেতরে ৫,৫১০টি ‘১৫ মিনিটের সুবিধাজনক বাজার’ প্রকল্প চালু হয়েছে, যা সেবা দিচ্ছে সাড়ে ১২ কোটি মানুষকে।
এ ছয় মাসে গ্রামীণ ই-কমার্স খাতে প্রবৃদ্ধি ছিল ৬.২ শতাংশ এবং কৃষিপণ্যের অনলাইন বিক্রি বেড়েছে ৭ শতাংশ। ট্রেড-ইন প্রোগ্রামের আওতায় ৬ কোটি ৬০ লাখেরও বেশি গ্রাহক কিনেছেন ১০ কোটি ৯০ লাখ পণ্য।
বছরের প্রথমার্ধে গৃহস্থালি অ্যাপ্লায়েন্স বিক্রি বেড়েছে ৩০.৭ শতাংশ এবং মোবাইলসহ যোগাযোগ সরঞ্জামে প্রবৃদ্ধি হয়েছে ২৪.১ শতাংশ।

ফয়সল/জেনিফার
তথ্য ও ছবি: সিসিটিভি

সিল্ক রোড মেরিটাইম নেটওয়ার্কে বেড়েছে পণ্য পরিবহনজুলাই ২২,সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের প্রথম ছয় মাসে  চীনের সিল্করোড মে...
22/07/2025

সিল্ক রোড মেরিটাইম নেটওয়ার্কে বেড়েছে পণ্য পরিবহন
জুলাই ২২,সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের প্রথম ছয় মাসে চীনের সিল্করোড মেরিটাইম নেটওয়ার্ক প্রায় ২৬ লাখ ৪০ হাজার টুয়েন্টি-ফুট ইকুইভ্যালেন্ট ইউনিটস (টিইইউ ) কনটেইনার পরিবহন করেছে বলে জানিয়েছে ফুচিয়ান প্রাদেশিক পরিবহন বিভাগ। সোমবার প্রশাসন এই ঘোষণা দেয়।
জানুয়ারি থেকে জুনের মধ্যে নেটওয়ার্কটির ১২৮টি কনটেইনার জাহাজ রুট চীনের বিভিন্ন বন্দরে মোট ২,২৭৪ বার যাত্রা সম্পন্ন করে। এই সময় ফুচিয়ান প্রদেশ ৭৪টি রুটের মাধ্যমে ১,১৪৬টি যাত্রা পরিচালনা করে এবং ১২ লাখ ৩০ হাজারের বেশি টিইইউ কনটেইনার হ্যান্ডেল করে। এটি আগের বছরের তুলনায় সাড়ে চার শতাংশের কিছু বেশি।
২০১৮ সালে যাত্রা শুরুর পর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত নেটওয়ার্কটি মোট ১৯,৯০৭টি নৌযাত্রা করে ২ কোটি ৩৪.৭ লাখ টিইইউ মাল পরিবহন সম্পন্ন করেছে।
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর জন্য তৈরি চীনের প্রথম সমন্বিত লজিস্টিকস ও শিপিং প্ল্যাটফর্ম হিসেবে নেটওয়ার্কটি বৈদেশিক বাণিজ্য নির্ভর প্রতিষ্ঠানগুলোর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

রাসেল/ ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি

চীনের মালবাহী বিমানখাতে উল্লেখযোগ্য অগ্রগতিজুলাই ২২, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালের প্রথমার্ধে চীনের বিমান পরিবহন খাতে উ...
22/07/2025

চীনের মালবাহী বিমানখাতে উল্লেখযোগ্য অগ্রগতি
জুলাই ২২, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালের প্রথমার্ধে চীনের বিমান পরিবহন খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। আন্তর্জাতিক রুটগুলোয় ২০ লাখ ৩৭ হাজার টন পণ্য ও ডাক পরিবহন করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ২৩.৪ শতাংশ বেশি। সোমবার এ তথ্য জানিয়েছেন চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসনের প্রধান সোং চিয়োং।
বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে সোং বলেন, ‘১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী ১৪টি মানদণ্ডে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, যার প্রায় সবগুলোতেই সফলতা এসেছে।
তিনি আরও জানান, ২০২৪ সালের শেষে চীনে ১৩টি কার্গো এয়ারলাইনস ছিল এবং ২৬৮টি মালবাহী বিমান চালু ছিল, যা ২০২০ সালের তুলনায় ৮২টি বেশি। এখন চীনা কোম্পানিগুলো আন্তর্জাতিক বাজারে ৪৪ শতাংশ কার্গো শেয়ার ধরে রেখেছে।
চীনের বিমান রুট বর্তমানে ৫০টি দেশের ১০৬টি শহরের সঙ্গে সংযুক্ত, এবং প্রথমবারের মতো কার্গো বিমানবন্দরের কার্যক্রমও শুরু হয়েছে।

ফয়সল/শুভ
তথ্য ও ছবি: সিসিটিভি

চীনের পরিবহন নেটওয়ার্ক প্রশাসনিক অঞ্চলের ৮০ শতাংশ এলাকার চাহিদা মেটায়জুলাই ২২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের সমন্বিত ত্রিমা...
22/07/2025

চীনের পরিবহন নেটওয়ার্ক প্রশাসনিক অঞ্চলের ৮০ শতাংশ এলাকার চাহিদা মেটায়
জুলাই ২২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের সমন্বিত ত্রিমাত্রিক পরিবহন নেটওয়ার্কে সারা দেশের কাউন্টি-স্তরের ৮০ শতাংশেরও বেশি প্রশাসনিক অঞ্চলকে যুক্ত করা হয়েছে। এমনটা জানিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী লিউ ওয়েই।
সোমবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে লিউ বলেন, ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০২১-২০২৫) সময়কাল থেকেই চীন বিশ্বের বৃহত্তম উচ্চগতির রেল নেটওয়ার্ক, এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক এবং ডাক ও এক্সপ্রেস ডেলিভারি নেটওয়ার্কের খেতাব অর্জন করেছে।
তিনি আরও জানান, সিনচিয়াং এবং সিচাংকে নদী, উপকূল এবং সীমান্ত বরাবর সংযুক্ত করার প্রধান পরিবহন চ্যানেল এবং নিউ ওয়েস্টার্ন ল্যান্ড-সি করিডোরের নির্মাণ কাজ জোরদার হয়েছে।
এ সময়ে ছয়টি উল্লম্ব, সাতটি অনুভূমিক এবং আটটি চ্যানেল কাঠামো নামে পরিচিত ত্রিমাত্রিক পরিবহন নেটওয়ার্কের কাজ সম্পন্ন হয়েছে, যা কাউন্টি-স্তরের প্রশাসনিক অঞ্চলের ৮০ শতাংশেরও বেশি এলাকা সংযুক্ত করে এবং জনসংখ্যার প্রায় ৯০ শতাংশের চাহিদা মেটায়।

জেনিফার/ ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি

সিনচিয়াংয়ে শুরু হলো আন্তর্জাতিক নৃত্য উৎসবের সপ্তম আসরজুলাই ২২, সিএমজি বাংলা ডেস্ক : উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স...
22/07/2025

সিনচিয়াংয়ে শুরু হলো আন্তর্জাতিক নৃত্য উৎসবের সপ্তম আসর
জুলাই ২২, সিএমজি বাংলা ডেস্ক : উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী উরুমছিতে সপ্তম চায়না সিনচিয়াং আন্তর্জাতিক নৃত্য উৎসব শুরু হয়েছে। রোববার থেকে শুরু হওয়া ১৭ দিনব্যাপী এ উৎসব চলবে ৫ আগস্ট পর্যন্ত।
এবারের উৎসবে অংশ নিচ্ছে ২৪টি শিল্পদল, যার মধ্যে রয়েছে কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, যুক্তরাষ্ট্র, ইতালি ও কম্বোডিয়াসহ আটটি দেশের আন্তর্জাতিক দল এবং চীনের ১৬টি অভ্যন্তরীণ দল। পরিবেশনার মধ্যে থাকছে নৃত্যনাট্য, অপেরা, ব্যালে ও আধুনিক নৃত্য।
মূল ভেন্যু হিসেবে রয়েছে উরুমছি শহর।উপ-ভেন্যু হিসেবে থাকছে ইলি, হোতান, অকসু, কারামাই, হামি এবং আলায়ের শহরগুলো। উৎসবে আরও থাকছে ২০২৫ সিনচিয়াং সিল্ক রোড স্ট্রিট ড্যান্স শো, গ্রামীণ এলাকায় ‘ভিলেজ ডান্স’ কমিউনিটি পরিবেশনা, আন্তর্জাতিক নৃত্য কার্নিভাল এবং ঐতিহ্যবাহী অপেরা সপ্তাহ।
উৎসবটি যৌথভাবে আয়োজন করেছে চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়, স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিস এবং সিনচিয়াং আঞ্চলিক সরকার।
২০০৮ সাল থেকে চালু হওয়া এ উৎসবের আগের ছয়টি আসরে ৭০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে ১৩৮টি শিল্পদল অংশ নেয়। এটি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে সাংস্কৃতিক বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে পরিণত হয়েছে।

ঐশী/ফয়সল
তথ্য ও ছবি : সিসিটিভি

ফুচিয়ানে চলছে ৯ম আন্তঃপ্রণালী খাদ্য বাণিজ্য মেলাজুলাই ২২, সিএমজি বাংলা ডেস্ক : নবম আন্তঃপ্রণালী খাবার মেলা এবং ১২তম তাইও...
22/07/2025

ফুচিয়ানে চলছে ৯ম আন্তঃপ্রণালী খাদ্য বাণিজ্য মেলা
জুলাই ২২, সিএমজি বাংলা ডেস্ক : নবম আন্তঃপ্রণালী খাবার মেলা এবং ১২তম তাইওয়ান-ফুচিয়ান খাবার মেলা শুরু হয়েছে। ফুচিয়ানের চিনচিয়াং শহরে রোববার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এই মেলায় বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে সহস্রাধিক উদ্যোক্তা অংশ নিয়েছেন।
প্রায় ৬০ হাজার বর্গমিটারজুড়ে বিস্তৃত এই মেলায় ২,২০০টি স্ট্যান্ডার্ড বুথ স্থাপন করা হয়েছে। রাশিয়া, যুক্তরাজ্য ও ইতালি ছাড়াও চীনের তাইওয়ান, হংকং ও ম্যাকাওসহ বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে ব্যবসায়ীরা অংশ নিয়েছেন। মেলায় ৭০ হাজারেরও বেশি দর্শনার্থী আসবে বলে আশা করা হচ্ছে।
মেলায় মোট ছয়টি প্রধান প্রদর্শনী অঞ্চল রাখা হয়েছে। এতে রয়েছে—স্ন্যাকস, নতুন খুচরা বিক্রি পদ্ধতি, খাদ্য প্রক্রিয়াকরণ ও প্যাকেজিং এবং খাদ্য প্রযুক্তি। এ ছাড়াও থাকছে পাঁচটি থিমভিত্তিক প্যাভিলিয়ন, একটি খাদ্য প্রযুক্তি উদ্ভাবনী প্রদর্শনী এলাকা, সামরিক উদ্ভাবনী পণ্য এলাকা, আঞ্চলিক ব্র্যান্ড প্যাভিলিয়ন ও অন্যান্য বিশেষ প্রদর্শনী এলাকা।
ঐশী/ফয়সল
তথ্য ও ছবি : সিসিটিভি

গাজার বেসামরিক মানুষদের ওপর হামলার নিন্দা চীনেরজুলাই ২২, সিএমজি বাংলা ডেস্ক: বেসামরিক নাগরিকদের জন্য ক্ষতির কারণ এবং আন্...
22/07/2025

গাজার বেসামরিক মানুষদের ওপর হামলার নিন্দা চীনের
জুলাই ২২, সিএমজি বাংলা ডেস্ক: বেসামরিক নাগরিকদের জন্য ক্ষতির কারণ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী সকল পদক্ষেপের নিন্দা জানায় চীন। সোমবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে গাজায় দ্রুত যুদ্ধবিরতির আহ্বানও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন।
উত্তর গাজায় মানবিক সহায়তা চাইতে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে রোববার ইসরায়েলি হামলার বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে এই বিবৃতি দেন তিনি।
তিনি বলেন, ‘গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে চীন অত্যন্ত উদ্বিগ্ন। বেসামরিক নাগরিকদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করা উচিত নয় এবং আন্তর্জাতিক মানবিক কর্মীদের নিরাপত্তা হুমকির মুখে ফেলা উচিত নয়।’ তিনি আরও বলেন, চীন আশা করে দেশগুলো যুদ্ধবিরতিতে যাবে, এবং যত তাড়াতাড়ি সম্ভব মানবিক সংকট সমাধান করবে।’

জেনিফার/ ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি

চীনে ৯৫ শতাংশ প্রতিবন্ধী মৌলিক চিকিৎসা বীমার আওতায়জুলাই ২২, সিএমজি বাংলা ডেস্ক: চীনে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে ৯৫ শতাং...
22/07/2025

চীনে ৯৫ শতাংশ প্রতিবন্ধী মৌলিক চিকিৎসা বীমার আওতায়
জুলাই ২২, সিএমজি বাংলা ডেস্ক: চীনে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে ৯৫ শতাংশেরও বেশি এখন মৌলিক চিকিৎসা বীমার আওতাভুক্ত। এমনটা দেখা গেছে সাম্প্রতিক সরকারি পরিসংখ্যানে।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে চীন প্রতিবন্ধী ব্যক্তিদের ফেডারেশনের চেয়ারম্যান ছেং খাই জানান, চিকিৎসা বীমার পাশাপাশি শহর ও গ্রামীণ এলাকার জন্য প্রযোজ্য মৌলিক বার্ধক্য ভাতা বীমার আওতায় রয়েছেন ৯০ শতাংশেরও বেশি প্রতিবন্ধী ব্যক্তি।
ছেং বলেন, সরকারের উদ্যোগে প্রতিবন্ধী জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নানা কার্যক্রম চালানো হচ্ছে, যার মধ্যে রয়েছে বীমা, পুনর্বাসন, শিক্ষা ও কর্মসংস্থানে সমান সুযোগ তৈরির প্রচেষ্টা।

ফয়সল/শুভ
তথ্য: সিনহুয়া ছবি: সিজিটিএন

চীনের নগরে প্রথমার্ধে ৬৯ লাখ ৫০ হাজার নতুন কর্মসংস্থানজুলাই ২২, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালের প্রথম ছয় মাসে চীন মোট ৬৯...
22/07/2025

চীনের নগরে প্রথমার্ধে ৬৯ লাখ ৫০ হাজার নতুন কর্মসংস্থান
জুলাই ২২, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালের প্রথম ছয় মাসে চীন মোট ৬৯ লাখ ৫০ হাজার নতুন নগরভিত্তিক চাকরি সৃষ্টি করেছে, যা চীনের বার্ষিক লক্ষ্যমাত্রার ৫৮ শতাংশ পূরণ করেছে। মঙ্গলবার সরকারি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
চীনের মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়ের মুখপাত্র ছুই পেংছেং এক সংবাদ সম্মেলনে জানান, জুন মাসে নগর অঞ্চলের বেকারত্বের হার ছিল ৫ শতাংশ, যা গত বছরের একই সময়ের সঙ্গে তুলনায় অপরিবর্তিত রয়েছে।
চলতি বছরে চীনের লক্ষ্য হলো কমবেশি ৫.৫ শতাংশ নগর বেকারত্ব বজায় রাখা এবং ১ কোটি ২০ লাখের বেশি নতুন চাকরি সৃষ্টি করা।

ফয়সল/শুভ
তথ্য ও ছবি: সিনহুয়া

Address

Beiyuan

Alerts

Be the first to know and let us send you an email when CRIbangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CRIbangla:

Share