China Admission Helpline

China Admission Helpline Welcome

লেখাঃ Copy🌏✨ চীনে পড়াশোনার প্রস্তুতি – চাইনিজ ভিসা পাওয়ার পর যা যা জানা জরুরি ✨🌏চীনে পড়াশোনা শুরু করার আগে কিছু গুরুত্বপ...
30/08/2025

লেখাঃ Copy

🌏✨ চীনে পড়াশোনার প্রস্তুতি – চাইনিজ ভিসা পাওয়ার পর যা যা জানা জরুরি ✨🌏

চীনে পড়াশোনা শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতি রয়েছে যা একজন বাংলাদেশি ছাত্রকে অবশ্যই মনে রাখতে হবে।

1️⃣ যাত্রা এবং ভিসা
পাসপোর্ট ও ভিসা নিশ্চিত করা।
বিমান টিকেট এবং আগমনের সময়সূচি।
ভিসা ও ইমিগ্রেশন কপি সঙ্গে রাখা।

2️⃣ আর্থিক প্রস্তুতি
নগদ চীনা Yuan (CNY) সাথে রাখা।
আন্তর্জাতিক ডেবিট/ক্রেডিট কার্ড প্রস্তুত রাখা।
স্কলারশিপ বা ফান্ডিং প্রমাণপত্র সঙ্গে রাখা।

3️⃣ স্বাস্থ্য ও মেডিকেল
প্রয়োজনীয় মেডিকেল সার্টিফিকেট।
নিয়মিত ঔষধ ও প্রেসক্রিপশন কপি
বৈধ হেলথ ইন্সুরেন্স।

4️⃣ শিক্ষাগত প্রস্তুতি
এডমিশন লেটার ও বিশ্ববিদ্যালয় ডকুমেন্ট।
বই, নোটবুক, ল্যাপটপ, পেন।
চাইনিজ ভাষার প্রাথমিক জ্ঞান থাকলে সুবিধা।

5️⃣ প্রযুক্তি ও যোগাযোগ
আন্তর্জাতিক সিম বা চীনে সিম কেনার পরিকল্পনা।
প্রয়োজনীয় অ্যাপস: WeChat, Alipay, Didi, Baidu Maps
ল্যাপটপ, চার্জার ও অ্যাডাপ্টার প্রস্তুত রাখা।

6️⃣ জীবনধারা ও ব্যক্তিগত জিনিসপত্র
আবহাওয়ার অনুযায়ী কাপড়।
হাইজিন সামগ্রী: টুথব্রাশ, শ্যাম্পু, স্যানিটারি আইটেম।
ছাতা, ব্যাগ, জল বোতল, ছোট মেডিকেল কিট।

7️⃣ সাংস্কৃতিক ও নিরাপত্তা
চীনের স্থানীয় আইন ও বিশ্ববিদ্যালয় নীতিমালা জানা।
স্টুডেন্ট ভিসায় অনুমোদিত কাজের নিয়ম জানা।
বাংলাদেশ দূতাবাসের জরুরি যোগাযোগ তথ্য সঙ্গে রাখা।

8️⃣ অন্যান্য গুরুত্বপূর্ণ
ডকুমেন্টের ফটোকপি: পাসপোর্ট, ভিসা, মেডিকেল সার্টিফিকেট।
জরুরি ফোন নম্বর: পরিবার, বিশ্ববিদ্যালয়, হোটেল বা হোস্টেল।
নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার মানসিক প্রস্তুতি।

✅ পরামর্শ: এই সমস্ত প্রস্তুতি আগে থেকে দেখে রাখলে চীনে পৌঁছানোর পর সময় বাঁচবে এবং ঝামেলা কম হবে।

📌 আপনি কি চীনে পড়াশোনার জন্য প্রস্তুত?
🛫🇨🇳

30/08/2025

লেখাঃ Ali Furkan
চায়নাতে পড়াশোনা: পাশাপাশি ইনকামের বাস্তবতা?

আমিও মদ্ধবিত্তের বাইরের কেও নাহ। ২০১৯-এ যখন পদার্পন করেছিলাম তখন মান্থলি ৬৫০০ টাকায় অর্থাৎ তখন ৫০০ rmb তে খুব সহজে মাস ইজিলি পার করে ফেলতে পারতাম, যদিও এখন ইনকামের সাথে সাথে খরজ করার হাতটাও লম্বা হয়েছে কিছুটা। প্রথম বছরের পরে আর ফ্যামিলিকে কষ্ট দিতে হয়নি। বেটার কমিউনিকেশন আমাকে অনেক কিছু দিয়েছিলো। সেই শিক্ষা থেকে আগামীর জন্য কিছু লেখার চেষ্টা মাত্র।

আজ পর্যন্ত অসংখ্যবার শুনেছি—
“ভাইয়া, আমি তো নিম্ন-মধ্যবিত্ত পরিবার থেকে আসছি। আমার কি বিদেশে পড়াশোনার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে? আমি কি নিজের খরচ নিজে চালাতে পারবো না?”

প্রথমেই বলি, চাইনায় যাওয়ার সকল আনুসাংগিক খরজ হয়তো অনেকেই ম্যানেজ করতে পারবো। কিন্তু ৪ বছরের লিভিং কস্ট? সেটা পরিবার থেকে দেওয়া সম্ভব না। তাই দরকার নিজেকে প্রশ্ন করা যে, ইনকামের জন্য আপনি নিজেকে কতটুকু তৈরী করতে পেরেছেন?

এখন আসুন একটু সেলফ-অ্যানালাইসিস করি।
আপনার কি সিভিতে লেখার মতো কোনো ফর্মাল কোয়ালিফিকেশন আছে? হয়তো নেই। যদি থাকে তাহলে আসুন বিস্তারিত জানা যাক।

আপনার স্কিল চেকলিস্ট 📝
১. আপনি কি ফ্রিল্যান্সিং করার মতো কোনো স্কিল জানেন?
২. ইংরেজির পাশাপাশি কি চাইনিজও শিখছেন?
৩. আপনি কি শুধু noun–pronoun পড়ানো শিক্ষক নাকি, বরং আসলেই “আমেরিকান-স্টাইল” ইংরেজি বলতে পারেন?
৪. আপনি কি কমিউনিকেশন, লিডারশিপ বা ম্যানেজমেন্টে ভালো?

এই স্কিল থাকলে আপনার জন্য সুযোগ:
১. ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন বা SEO জানেন? তাহলে অনলাইন ইনকাম আপনার হাতের মুঠোয়।
২. আপনার ভাষার দক্ষতা ভালো? কাজে লাগান!
অনেক বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ছাত্রদের বিভিন্ন কাজে প্রেফার করে যোগাযোগ রাখলেই সুযোগ আসবে।
৩. আপনি যদি ভালো ইংরেজি শিক্ষক হন, তবে অন-টু-অন টিচিংয়ের সুযোগ আসতে পারে (অবশ্যই অফিশিয়ালি নয়, কিন্তু মাস্টার্স/পিএইচডি স্টুডেন্টরা মাঝে মাঝে সুপারভাইজরের একাডেমিক হেল্পিং কাজ পায়)।

তবে বাস্তবতা হলো—১০% ছাত্র এসব কাজের সুযোগ পেয়ে থাকে, বাকি ৯০% পারে না স্কিল বা সুযোগের অভাবে।

"যদি পরিবার লিভিং কস্ট কভার করে"
তাহলে আপনার কাজ কী হওয়া উচিত?
১. চার বছর ধরে চাইনিজ শিখুন, অন্তত HSK ৫ পর্যন্ত পৌঁছান।
২. নেটওয়ার্ক বাড়ান। শুধু বাঙালি না—চাইনিজ ও অন্য দেশের বন্ধু করুন।
"Here, the information is money"
৩. ক্লাসকে গুরুত্ব দিন। একাডেমিক স্কিলই আপনার কোর স্কিল।
৪. টিচারদের সাথে ভালো সম্পর্ক রাখুন—ওরা ভবিষ্যতের চাকরির দরজা খুলে দিতে পারে।
৫. সবসময় একটিভ থাকুন—ভার্সিটির ভেতরে বা বাইরে, যেখানেই হোক।

"চায়নাতে পড়াশোনা আর ইনকাম শুধু স্বপ্ন না, একেবারেই সম্ভব—কিন্তু শর্ত হলো নিজেকে স্কিলড আর অ্যাকটিভনেস হয়তো আপনাকে অনেককিছুর সুযোগ এনে দিতে পারে"

বিজনেস নিয়ে তেমন কিছু লিখলাম নাহ বা আইডিয়া সীমিত। অনেককে চিনি, জানি যারা ফ্রেন্ডলিষ্টের প্রথম সারিতে আছে। পড়াশুনার পাশাপাশি বিজনেস তাদের অনেক কিছু দিয়েছে জানি। বিজনেসের রিস্ক নেওয়ার সাহস মনে হয় কখনো ছিল না এজন্য মনে হয় সহজ রাস্তা বেছে নিয়েছি।

"এক্সপিরিয়েন্স থেকে লেখা তবে ভুলভ্রান্তির উর্দ্ধে নাহ, আপনার থেকেও শেখার আগ্রহ যথেষ্ট, কমেন্ট সেকশন উন্মুক্ত আপনার অভিজ্ঞতা থেকে শেখার জন্য"

🏛️ সম্পূর্ণ ফান্ডেড স্কলারশিপে চীন থেকে পড়াশোনা! 🇨🇳 | বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চাইনিজ সরকারি স্কলারশিপ (CSC) ২০২৪-২...
24/08/2025

🏛️ সম্পূর্ণ ফান্ডেড স্কলারশিপে চীন থেকে পড়াশোনা! 🇨🇳 | বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চাইনিজ সরকারি স্কলারশিপ (CSC) ২০২৪-২৫

বিশ্বমানের চীনা বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর বা পিএইচডি করার স্বপ্ন দেখেন? চাইনিজ সরকারি স্কলারশিপ (CSC স্কলারশিপ) আপনার সেই স্বপ্ন বাস্তবায়নের সেরা উপায়! আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এটি সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্পূর্ণ ফান্ডেড স্কলারশিপগুলোর একটি।

জেনে নিন সবকিছু:

📌 CSC স্কলারশিপের প্রকারভেদ:
মূলত দুই ধরনের স্কলারশিপের জন্য আপনি আবেদন করতে পারেন:

1. CSC Type A (দ্বিপাক্ষিক প্রোগ্রাম): বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এটি সবচেয়ে সাধারণ পদ্ধতি। এটি বাংলাদেশে চীনা দূতাবাসের মাধ্যমে পরিচালিত হয়। আপনি তাদের মাধ্যমে আবেদন করলে, তারা সিএসসি-র কাছে প্রার্থী মনোনীত করে।
2. CSC Type B (বিশ্ববিদ্যালয় প্রোগ্রাম): আপনি সরাসরি একটি নির্দিষ্ট চীনা বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন যাদের CSC কোটা আছে। বিশ্ববিদ্যালয় আপনাকে CSC-তে মনোনীত করে। এর জন্য আগে থেকেই আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন অফিসের সাথে যোগাযোগ করা প্রয়োজন।

📌 স্কলারশিপ কি কি ধরণের দিয়ে থাকে? (সম্পূর্ণ ফান্ডেড!):
* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
* বিনামূল্যে বিশ্ববিদ্যালয়ের থাকার ব্যবস্থা
* সম্পূর্ণ স্বাস্থ্য বিমা
* মাসিক ভাতা:
* স্নাতক: ২,৫০০ RMB (ইউয়ান)
* স্নাতকোত্তর: ৩,০০০ RMB (ইউয়ান)
* পিএইচডি: ৩,৫০০ RMB (ইউয়ান)

📌 মৌলিক যোগ্যতা:
* বাংলাদেশি নাগরিক এবং শারীরিকভাবে সুস্থ থাকতে হবে।
* Strong একাডেমিক রেকর্ড থাকতে হবে।
* বয়স সীমা strictly মানতে হবে:
* স্নাতকের জন্য: HSC/A-Level বা সমতুল্য যোগ্যতা এবং বয়স ২৫ বছরের নিচে হতে হবে।
* স্নাতকোত্তরের জন্য: স্নাতক ডিগ্রি এবং বয়স ৩৫ বছরের নিচে হতে হবে।
* পিএইচডির জন্য: স্নাতকোত্তর ডিগ্রি এবং বয়স ৪০ বছরের নিচে হতে হবে।

📌 গুরুত্বপূর্ণ: চীনা ভাষার প্রয়োজনীয়তা (HSK):
চীনা ভাষায় পড়ানো প্রোগ্রামগুলোর জন্য সাধারণত ন্যূনতম HSK Level 4 Certificate এর প্রয়োজন হয় (কিছু বিজ্ঞান বা প্রকৌশল প্রোগ্রামে HSK 3 গ্রহণ করা হতে পারে,HSK 4 টাই Target করুন)। আপনার HSK পরীক্ষার প্রস্তুতি এখনই শুরু করুন। আপনার যদি HSK সার্টিফিকেট না থাকে, আপনি আপনার মূল বিষয় করার আগে স্কলারশিপের আওতায় ১ বছরের চীনা ভাষা প্রিপারেটরি কোর্স-এর জন্য আবেদন করতে পারেন।

📌 কিভাবে আবেদন করবেন (ধাপে ধাপে):
1. প্রোগ্রাম ও বিশ্ববিদ্যালয় খুঁজুন: CSC ওয়েবসাইটে available programs এ গিয়ে আপনার পছন্দ মতো Program এ বিশ্ববিদ্যালয় Research করুন এবং বাছাই করুন।
2. ডকুমেন্ট প্রস্তুত করুন: এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার প্রয়োজন হবে:
* CSC'র Online আবেদন Form (তাদের ওয়েবসাইট থেকে)
* সকল একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্টের Notarized-কপি
* Study-Plan Research Proposal (স্নাতকের জন্য Personal-Statement)
* দুটি Recommendation-Letter (Professor/Associate-Professor-দের-কাছ থেকে)
* পাসপোর্টের কপি
* Physical-Examination-Form (Foreigner-Physical-Examination-Form)
* HSK-সার্টিফিকেট (যাদি থাকে)
* Pre-Admission-Letter (Professor দের কাছ থেকে পাওয়া গেলে ভালো হয়, আর না হলে বাধ্যতামূলক নয়)
3. অনলাইনে আবেদন জমা দিন: CSC-Online-Application-System-এ-আবেদন-পুরো-করুন।
4. দূতাবাসের মাধ্যমে আবেদন (টাইপ-এ-এর-জন্য): অনলাইনে আবেদন করার পর, আবেদনের তারিখের মধ্যে আপনার ডকুমেন্ট বাংলাদেশে চীনা দূতাবাসের সাংস্কৃতিক শাখায় জমা দিতে হবে।

⏰ আবেদনের সময়সীমা:
আবেদনের সময়সীমা সাধারণত ডিসেম্বর থেকে এপ্রিলের শুরু পর্যন্ত থাকে। এখনই আপনার কাগজপত্র প্রস্তুত করা শুরু করুন!

🔗 Useful-লিংক:
CSC স্কলারশিপ পোর্টাল: [http://www.campuschina.org/](http://www.campuschina.org/)
বাংলাদেশে চীনা দূতাবাস: [http://bd.china-embassy.gov.cn/](http://bd.china-embassy.gov.cn/)

চীনের সমৃদ্ধ সংস্কৃতি experience এ world class নিতে অসাধারণ সুযোগ হাত চাড়া না যাক!

#স্কলারশিপ #বাংলাদেশি_শিক্ষার্থী #ফুল_ফান্ডেড_স্কলারশিপ #বিদেশে_পড়াশোনা #চীন #মাস্টার্স #পিএইচডি #ব্যাচেলর

🚆 চায়নায় সহজে চলাচলের গাইড: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য! 🇨🇳হ্যালো ভবিষ্যতের স্কলাররা! 🌟 চায়নায় পড়তে যাচ্ছো কিন্তু কীভাব...
18/08/2025

🚆 চায়নায় সহজে চলাচলের গাইড: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য! 🇨🇳
হ্যালো ভবিষ্যতের স্কলাররা! 🌟 চায়নায় পড়তে যাচ্ছো কিন্তু কীভাবে চলাচল করবে তা নিয়ে চিন্তিত? চিন্তা করো না—চায়নার পরিবহন ব্যবস্থা অত্যন্ত সুবিধাজনক, আর এখানে রয়েছে কিভাবে তুমি এটিকে আয়ত্ত করতে পারো!

🚖 DiDi (চীনের Uber)
দ্রুত গাড়ি চাই? DiDi Chuxing তোমার জন্য! অ্যাপটি ডাউনলোড করে AliPay বা WeChat Pay এর সাথে লিংক করো, আর সেকেন্ডের মধ্যে গাড়ি বুক করো। প্রো টিপ: চীনা ভাষা শেখার সময় ইংরেজি ভার্সন ব্যবহার করো!

🚇মেট্রো – দ্রুত ও সাশ্রয়ী
চায়নার বড় শহরগুলোর কার্যকরী মেট্রো সিস্টেম রয়েছে ইংরেজি সাইন সহ। একটি ট্রান্সপোর্ট কার্ড নাও (বা আলিপের "Transport" ফিচার ব্যবহার করো) সহজেই প্রবেশ/প্রস্থান করতে। কোন ঝামেলা নেই, কোন লাইন নেই!

🚌 পাবলিক বাস – সস্তা ও নির্ভরযোগ্য
বাস সব জায়গায় পাওয়া যায়, আর ভাড়া অত্যন্ত কম (মাত্র ১-২ RMB!)। রিয়েল-টাইম রুট চেক করতে AMap (高德地图) বা Baidu Maps ব্যবহার করো। বোর্ডিং করার সময় তোমার আলিপে/উইচ্যাট কিউআর কোড স্ক্যান করো—নগদ টাকার দরকার নেই!

💳 AliPay/WeChat Pay– ক্যাশলেস পেমেন্ট
নগদ টাকা বহন করতে ভুলে যাও! আলিপে বা উইচ্যাট পে তোমার পাসপোর্ট ও ব্যাংক কার্ড দিয়ে সেট আপ করো। তুমি ডিডি, মেট্রো, বাস, WeChat বাইক ও দ্রুত স্ক্যান করে পেমেন্ট করতে পারবে!

🗺️ AMap/Baidu Maps – তোমার নেভিগেশন বাডি
গুগল ম্যাপস এখানে ভালো কাজ করে না, তাই AMap (高德地图) বা Baidu Maps (百度地图) ডাউনলোড করো। এগুলো রিয়েল-টাইম বাস/মেট্রো আপডেট দেয়, এমনকি হাঁটার দিকনির্দেশনাও দেখায়!

প্রো টিপস:
✔ ফোন সবসময় চার্জ রাখো (পেমেন্ট ও ম্যাপের জন্য দরকার হবে)।
✔ ভিড় এড়াতে রাশ আওয়ার (সকাল ৭-৯টা ও সন্ধ্যা ৫-৭টা) এড়িয়ে চলো।
✔ কিছু বেসিক ম্যান্ডারিন বাক্য শেখো যেমন “哪里坐地铁? (Nǎlǐ zuò dìtiě) (মেট্রো কোথায়?)

চায়নার পরিবহন ব্যবস্থা প্রথমে একটু জটিল মনে হতে পারে, কিন্তু একবার রপ্ত করে ফেললে তুমি স্থানীয়দের মতই চলাফেরা করতে পারবে! 🚀

কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাও! 👇 #চায়নায়_পড়াশোনা #বাংলাদেশি_শিক্ষার্থী #ট্রাভেল_টিপস

✅ Visa Interview Process:  আমি পোস্টে পুরো প্রসেস টা শেয়ার করবো। ✅ এপ্লিকেশন সাবমিট করার পর সবাই ই আশা করি পোর্টাল থেকে ...
25/07/2025

✅ Visa Interview Process:
আমি পোস্টে পুরো প্রসেস টা শেয়ার করবো।
✅ এপ্লিকেশন সাবমিট করার পর সবাই ই আশা করি পোর্টাল থেকে এপয়েনমেন্ট নিয়েছেন। না নিয়ে থাকলে পোর্টাল থেকে প্রথমে এপয়েনমেন্ট নিয়ে নেন।
✅এপয়েনমেন্ট নেওয়া না থাকলে পোর্টালের মাই একাউন্ট থেকে একদম ডান দিকে অপশন পেয়ে যাবেন। সেখান থেকে এপয়েনমেন্ট বুক করুন।

✅ নির্ধারিত দিনে সরাসরি এম্বাসি চলে যান। নির্ধারিত সময়ে পোর্টালে আপনার সিরিয়াল দেওয়া হবে।
❓কিভাবে সিরিয়াল দেখবেন❓
'my account -> operation' এই সেগমেন্টে তিনটি অপশন শো করবে। সেখান থেকে 'video queue hall' সিলেক্ট করলে সিরিয়াল এর একটি ট্যাব ওপেন হবে।

✅ প্রথমেই আপনাকে আপনার সিরিয়াল টি দেখাবে। তারপর আপনার আগে আর কতজন আছে সেটা দেখাবে। একজন করে ইন্টারভিউ শেষ হলে নাম্বার টি কমতে থাকবে। ট্যাব টি অটো রিফ্রেশ হবে, আপনাকে কিছু করতে হবে না, জাস্ট ট্যাব টি ক্লোজ করবেন না।
"Click here for Test" এ ক্লিক করার প্রয়োজন নেই।

✅ তারা সিরিয়াল অনুযায়ী লাইনে দাঁড়াতে বলবে। তবে যেহেতু ট্যাবে আপনাকে শো করবে আপনার আগে আরো কয় জন আছে, তাই কষ্ট করে লাইনে না দাঁড়িয়ে বসে অপেক্ষা করুন। আপনার আগে 2/3জন যখন থাকবে তখন সামনে এগিয়ে লাইনে দাঁড়ান।

✅ ইন্টারভিউ এর সময় কোনো পেপারস লাগবে না। শুধু আপনার পাসপোর্ট নিয়ে ঢুকবেন।
খুবই অল্প সময় ইন্টারভিউ নিবে (এক/দেড় মিনিট)। ব্যাসিক প্রশ্ন জিজ্ঞেস করবে, লাইক- কোন ইউনিভার্সিটি ,কোন সাবজেক্ট, স্কলারশিপ আছে কিনা, না থাকলে স্পনসর কে! এগুলোই।

🔴 এখন আসি ইন্টারভিউ পরবর্তী প্রসেস 🔴

খুবই ইজি প্রসেস। ইন্টারভিউ শেষ হওয়ার পর আপনার সিরিয়াল ট্যাব থেকে QUIT করুন। এরপর আপনাকে একটি ইমেইল করা হবে। ইমেইলে যে ফর্ম টি দিবে সেটা প্রিন্ট করে বনানীর চায়না ভিসা এপ্লিকেশন সেন্টারে চলে যাবেন। সেখানে গিয়ে ফর্ম শো করলে আপনাকে টোকেন দেয়া হবে। আপনার টোকেন সিরিয়াল অনুযায়ী আপনাকে ডাকা হবে। পেপারস জমা নিবে, বায়োমেট্রিক নিবে। এরপর পেমেন্টের জন্য আরেকটি টোকেন দিবে।
টাকা জমা হলে কাজ শেষ।

❓ভিসা সেন্টারে কি কি পেপারস লাগবে❓
1) এপ্লিকেশন ফর্ম
2) এডমিশন লেটার
3) JW ফর্ম।
4) পাসপোর্ট এর একটা কপি।

🔴বি:দ্র: দুপুর 3 টার মাঝেই ইমেইল চলে আসবে। আপনি চাইলে সেদিনই ভিসা সেন্টারের কাজ শেষ করতে পারেন। আর যদি ইমেইল 3 টার মাঝে না আসে পরের দিন সকালে গিয়েও জমা দিতে পারবেন। সো ইমেইল না আসলে প্যানিকড হওয়ার কিছু নেই। এমনকি ইমেইল আসলেও আপনি পরের দিন জমা দিতে পারবেন। 9am - 3pm জমা দেওয়ার সময়।

🎓 চীনের স্টুডেন্ট ভিসার জন্য Bank Statement ও Bank Solvency Certificate—একটি পূর্ণাঙ্গ গাইডঅনেকেই জানেন না বা বুঝে না, চ...
22/07/2025

🎓 চীনের স্টুডেন্ট ভিসার জন্য Bank Statement ও Bank Solvency Certificate—একটি পূর্ণাঙ্গ গাইড

অনেকেই জানেন না বা বুঝে না, চীনে পড়াশোনা করতে গেলে ভিসার জন্য "Financial Proof" কতটা গুরুত্বপূর্ণ। চীনের ভিসা অফিসাররা চাইবেন আপনি আর্থিকভাবে কতটা প্রস্তুত তা দেখতে। তাই নিচে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিত ব্যাখ্যা করা হলো:

✅ ১. Bank Statement:

📌 কি এটা?
Bank Statement হলো ৬ মাসের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ট্রানজেকশন হিস্টোরি, যা প্রমাণ করে আপনি বা আপনার স্পনসর আর্থিকভাবে স্থিতিশীল।

📌 কেন প্রয়োজন?
চীনে পড়াশোনার সময় আপনার টিউশন ফি, হোস্টেল খরচ, দৈনন্দিন ব্যয় মেটাতে যেন আপনার কাছে পর্যাপ্ত টাকা থাকে—তা দেখাতে হয়।

🔰সর্বশেষ ৬ মাসের হিস্টোরি

🔰অ্যাকাউন্ট হোল্ডারের নাম ও ঠিকানা

🔰অ্যাকাউন্ট নম্বর

🔰প্রতিমাসে লেনদেন (ডিপোজিট ও উইথড্রল)

🔰ব্যালেন্স যেন হঠাৎ করে না ঢোকে; পর্যায়ক্রমে টাকা থাকা ভালো

🔰ব্যাংকের লেটারহেডে প্রিন্ট করা

🔰ব্যাংক অফিসারের স্বাক্ষর ও অফিসিয়াল স্ট্যাম্প

✅ ২. Bank Solvency Certificate:

📌 কি এটা?
Solvency Certificate হলো ব্যাংক থেকে দেওয়া একটি অফিসিয়াল সার্টিফিকেট, যা বলে যে আপনি বা আপনার স্পনসর “financially solvent”—অর্থাৎ চীনে পড়াশোনার খরচ বহন করতে সক্ষম।

📌 এতে যা থাকে:

🔰ব্যাংকের নাম, ব্রাঞ্চ

🔰অ্যাকাউন্ট হোল্ডারের নাম

🔰বর্তমান ব্যালেন্স বা মোট জমার পরিমাণ

🔰"He/She is financially capable to support higher education abroad" এরকম বাক্য

🔰ব্যাংক ম্যানেজারের স্বাক্ষর ও সিল

🔰অবশ্যই ব্যাংকের অফিসিয়াল লেটার হেডে হতে হবে

📌 কার থেকে নেওয়া যাবে?
যে ব্যাংকে আপনার বা স্পনসরের অ্যাকাউন্ট আছে, সেখান থেকেই নিতে হবে।

✅ ৩. কে হতে পারেন স্পনসর?

🎯 নিম্নলিখিত কেউ হতে পারে:

🔰বাবা / মা

🔰ভাই / বোন

🔰আত্মীয় (আঙ্কেল, আন্টি ইত্যাদি)

🔰আপনি নিজে, যদি ইনকাম থাকে

📌 স্পনসরের ডকুমেন্টস লাগবে:

🔰NID/Passport কপি

🔰Sponsorship Letter (Affidavit বা Self-written declaration)

🔰Relationship proof (যেমন জন্ম সনদ)

✅ ৪. কিছু গুরুত্বপূর্ণ টিপস:

🔹 হঠাৎ করে বড় অঙ্কের টাকা অ্যাকাউন্টে ঢোকাবেন না—দূতাবাস সন্দেহ করতে পারে
🔹 ফ্রেশ অ্যাকাউন্ট না খুলে পুরোনো বা চলমান অ্যাকাউন্ট ব্যবহার করুন
🔹 স্পনসরের ইনকাম প্রমাণ থাকলে ভালো (Salary Certificate, Business Trade License ইত্যাদি)
🔹 Bank solvency ও statement—দুটোই ইংরেজিতে নেওয়া বাধ্যতামূলক
🔹 ভিসা আবেদন করার ১ মাসের মধ্যে ইস্যু করা ডকুমেন্ট দিন

যদি বাবা-মা ছাড়া অন্য কেউ (যেমন: মামা, খালু, চাচা, ফুপা, বড় ভাই, বা আত্মীয়) আপনার স্পনসর হতে চায়, তাহলে ভিসা ফাইলের সাথে কিছু অতিরিক্ত ও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যুক্ত করতে হবে—যা বাবা-মার ক্ষেত্রে বাধ্যতামূলক না।

🧾 ✅ স্পনসর যদি বাবা-মা নয়, তাহলে লাগবে নিচের ডকুমেন্টস:

1️⃣ Sponsorship Declaration Letter (Handwritten বা Notarized)

স্পনসরকে লিখতে হবে:

> “I, [Sponsor's Name], hereby declare that I will fully sponsor [Your Name] for his/her studies in China, including tuition fees, living expenses, and travel.”

📌 এটাতে:

🔰স্পনসরের নাম, ঠিকানা, সই

🔰আপনার নাম উল্লেখ

🔰তারিখসহ দেওয়া লাগবে

🔰সম্ভব হলে নোটারি পাবলিক দিয়ে সত্যায়িত করা ভালো

2️⃣ Relationship Proof (যেহেতু first blood না)

✅ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়—দূতাবাস বুঝতে চায় যে তোমার সাথে তার সম্পর্ক কতটা ঘনিষ্ঠ বা বাস্তবিক।

🔹 যা দেওয়া যায়:

🔰Family tree লিখে declaration (নিজে তৈরি করে)

🔰যদি জাতীয় পরিচয়পত্রে (NID) আপনার বাবার নাম আর আপনার চাচার বাবার নাম মিলে যায়, সেটাও যুক্ত করা যায়

🔰পরিবার প্রধান (বাবা বা মা) এর declaration —
যেমন:

> “I, father of the applicant, confirm that my elder brother [Chacha/Mama's Name] will sponsor my son/daughter.”

📌 অতিরিক্তভাবে Birth Certificate, Family Certificate বা Union থেকে দেওয়া affidavit দেওয়া যেতে পারে।

3️⃣ Sponsor-এর NID/Passport কপি

অবশ্যই ইংরেজিতে বা অনুবাদসহ।

4️⃣ Sponsor-এর Bank Statement ও Solvency Certificate

যেটা সাধারণত প্রয়োজন হয়

5️⃣ Optional but Strong Support:

🔸 স্পনসরের ইনকাম সোর্স (Salary Certificate বা Trade License)
🔸 নিজ হাতে লেখা Sponsor Letter + Your Letter of Acceptance একসাথে

🔴 কিছু বিষয় জেনে রাখা দরকার, যেমনঃ

First blood না হলে দূতাবাস একটু বেশি ডিটেইল চায়, কারণ অর্থনৈতিক সম্পর্কটা তারা যাচাই করে দেখতে চায়।

চাইলে আপনি আপনার বাবা/মায়ের লিখিত সম্মতিও যুক্ত করতে পারেন (Just 1 page signed statement)(যদিও দরকার হয় না)

✍️ সংক্ষেপে দরকার হবে:

✅ Sponsorship Letter
✅ Relationship Explanation
✅ Sponsor's NID/Passport
✅ Bank Statement + Solvency
✅ Optional: বাবা/মায়ের Written Permission

🔖

🎓🇨🇳 CSC স্কলারশিপ পেতে চাইলে আপনাকে কী কী করতে হবে? কোন ভাষায় পড়বেন—ইংরেজি না চাইনিজ? সব প্রশ্নের উত্তর এক পোস্টে! প্রতি...
19/07/2025

🎓🇨🇳 CSC স্কলারশিপ পেতে চাইলে আপনাকে কী কী করতে হবে? কোন ভাষায় পড়বেন—ইংরেজি না চাইনিজ? সব প্রশ্নের উত্তর এক পোস্টে!

প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থীর সপ্ন থাকে CSC Scholarship নিয়ে পড়ার তবে বেশিরভাগ শিক্ষার্থী জানে না— CSC Scholarship পেতে হলে কোন ভাষায় পড়তে হবে এবং কীভাবে প্রস্তুতি নিতে হবে?

চলুন এক নজরে জেনে নিই CSC স্কলারশিপের জন্য ভাষা ও প্রস্তুতি কেমন হওয়া উচিত!

CSC স্কলারশিপে কোন ভাষায় পড়া যায়?🤔

⭐ CSC স্কলারশিপে আপনি ২টা ভাষায় পড়তে পারেন:

1. English Medium
2. Chinese Medium (Mandarin)

ইংরেজি মাধ্যমে পড়তে চাইলে যেটা লাগবে:
1. IELTS (সাধারণত 6.0 score বা তার বেশি)
2. Duolingo (সাধারণত 110+ score)

⭐ অনেক ইউনিভার্সিটি English Proficiency certificate দিলেই গ্রহণ করে (বিশেষ করে Type B)

👉 ইংরেজি মাধ্যমে সাধারণত ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, মেডিকেল, আইটি, ইন্টারন্যাশনাল রিলেশনস এসব বিষয়ে কোর্স পাওয়া যায়।

⭐ চাইনিজ মাধ্যমে পড়তে চাইলে যেটা লাগবে:

1. HSK 4: Chinese language test – (অন্তত 180 স্কোর দরকার)
2. ভালো রেজাল্ট

👉 চাইনিজ মাধ্যমে পড়লে চায়না সরকারের চোখে আপনি সিরিয়াস ছাত্র, তাই স্কলারশিপের চ্যান্স আরও বেড়ে যায়!

তাহলে কোনটা ভালো – English না Chinese?

২ টা language এই আপনি ভালো ফিউচার গড়তে পারবেন। English language এ কোর্স বুঝতে সহজ হয়। আবার Chinese language এ চান্স পাওয়া সহজ হয় সাথে আপনি চাইনিজ ভাষায় মাস্টার্স হয়ে উঠতে পারবেন।

যদি আপনার IELTS/Duolingo না থাকে – তবে এখনই HSK 4 এর প্রস্তুতি নিন!

এখনই ঠিক করুন আপনি English Medium নেবেন নাকি Chinese Medium?

CSC স্কলারশিপে পড়াশোনা আর বিদেশে ক্যারিয়ার গড়ার সুযোগ হাতছাড়া করবেন না!

জানতে চাইলে বা পার্সোনাল গাইড পেতে কমেন্ট বা ইনবক্স করুন😊

চাইনিজ ভিসা কি এমনি এমনি রিজেক্ট হয় নাকি? আসল কারণগুলো জেনে নিন!চীন যাবেন ভাবছেন? পড়াশোনা বা ঘুরতে? ভিসার জন্য আবেদনও কর...
16/07/2025

চাইনিজ ভিসা কি এমনি এমনি রিজেক্ট হয় নাকি? আসল কারণগুলো জেনে নিন!

চীন যাবেন ভাবছেন? পড়াশোনা বা ঘুরতে? ভিসার জন্য আবেদনও করে ফেলেছেন? কিন্তু মনের মধ্যে একটা খচখচানি, "যদি ভিসা রিজেক্ট হয়ে যায়?" হ্যাঁ ভাই, চাইনিজ ভিসা রিজেক্ট হতে পারে, এটা কোনো অবাক করা ব্যাপার না। অন্য দেশের ভিসার মতো এখানেও কিছু নিয়মকানুন আছে।

তো চলুন, জেনে নিই ঠিক কী কী কারণে আপনার সাধের চাইনিজ ভিসাটা বাতিল হতে পারে আর কীভাবে এই সমস্যাগুলো এড়িয়ে যাবেন??

চাইনিজ ভিসা কেন রিজেক্ট হয়? সহজ ভাষায় জেনে নিন!
ভিসা রিজেক্ট হওয়ার কারণগুলো জানলে আপনি নিজেই সতর্ক থাকতে পারবেন আর ভিসা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে অনেক গুণ:

১. আবেদন ফর্মে ভুল বা কিছু বাদ পড়া:
📌তথ্য দিতে ভুলে গেছেন: আবেদন ফর্মে এমন কিছু ঘর আছে, যা পূরণ করা একদম জরুরি। যদি ভুল করে কোনোটা বাদ দিয়ে দেন, তাহলেই বিপদ!
📌ভুলভাল তথ্য দেওয়া: নাম, ঠিকানা, জন্মতারিখ... ছোটখাটো ভুলও অনেক সময় বড় হয়ে দেখা দেয়। আবার আবেদন ফরম আর অন্যান্য ডকুমেন্টের তথ্যে গরমিল থাকলে তো কথাই নেই, সোজাসুজি রিজেক্ট।

২. কাগজপত্র ঠিকঠাক না দেওয়া:
📌দরকারি ডকুমেন্ট নেই: পাসপোর্ট, ইনভাইটেশন লেটার, প্লেনের টিকিট, হোটেলের রিজার্ভেশন, ব্যাংক স্টেটমেন্ট, আগের ভিসার কপি – এগুলো সবই কিন্তু গুরুত্বপূর্ণ। যদি একটাও মিসিং হয়, ফাইল আটকে যেতে পারে।
📌নকল বা মেয়াদোত্তীর্ণ ডকুমেন্ট: যেসব কাগজ জমা দিচ্ছেন, সেগুলো আসল আর সচল তো? ফটোকপি স্পষ্ট না হলে, বা ব্যাংক স্টেটমেন্টে যদি পর্যাপ্ত টাকা না দেখায়, তাহলে কিন্তু ভিসা হবে না। আর ভুয়া কাগজপত্র জমা দিলে তো মহা বিপদ! ভিসা তো বাতিল হবেই, ভবিষ্যতে চীনে ঢোকার পথও বন্ধ হয়ে যেতে পারে।

৩. টাকার অভাব দেখানো:
📌চীনে গিয়ে যে কয়দিন থাকবেন, সেই কয়দিনের থাকা-খাওয়া আর ঘোরার খরচ চালানোর মতো পর্যাপ্ত টাকা আপনার আছে, এটা প্রমাণ করতে হবে।
📌ব্যাংকে পর্যাপ্ত ব্যালেন্স নেই: ব্যাংক স্টেটমেন্টে যদি আপনার খরচের তুলনায় টাকা কম দেখায়।
📌হঠাৎ করে অনেক টাকা জমা: যদি হঠাৎ করে ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা জমা পড়ে, আর আপনি তার কারণ বোঝাতে না পারেন, তাহলে সন্দেহ তৈরি হতে পারে।

৪. কেন চীন যাবেন, সেটা পরিষ্কার না করা:
📎উদ্দেশ্য অস্পষ্ট: আপনি কেন চীনে যেতে চান, সেটা স্পষ্টভাবে জানাতে হবে। ঘুরতে যাচ্ছেন নাকি পড়াশোনা করতে, নাকি ব্যবসা? এই উদ্দেশ্যটা ভিসার ধরণের সাথে মিলতে হবে।
📎ভ্রমণ পরিকল্পনা অস্পষ্ট: কোথায় যাবেন, কী করবেন, কোথায় থাকবেন – এসবের কোনো নির্দিষ্ট প্ল্যান না থাকলে।
📎কথার সাথে কাজের অমিল: যদি ইন্টারভিউতে (যদি ইন্টারভিউ হয়) আপনার বলা কথা আর ডকুমেন্টের তথ্যে কোনো গরমিল পাওয়া যায়।
📎বেশিদিন থাকার সন্দেহ: ভিসা অফিসারের যদি মনে হয় আপনি ভিসা নিয়ে গিয়ে বেশিদিন থাকার ধান্দায় আছেন বা অবৈধভাবে কাজ করতে চান।

৫. আগের ভিসায় গণ্ডগোল করা:
📌আগে কখনো চীন বা অন্য কোনো দেশে গিয়ে ভিসার নিয়ম ভেঙেছেন? তাহলে কিন্তু এবারের ভিসার উপর তার প্রভাব পড়তে পারে।
📌আগের ভিসার মেয়াদ পার করে থাকা: আগে চীনে গিয়ে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যদি আপনি সেখানে থেকে থাকেন।
📌ভিসার শর্ত না মানা: ট্যুরিস্ট ভিসায় গিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে সেটা ভিসার শর্ত ভঙ্গ করা।
📌দেশ থেকে বিতাড়িত হওয়ার রেকর্ড: কোনো দেশ থেকে যদি আপনাকে বিতাড়িত (deported) করা হয়ে থাকে, তাহলে সেটা বড় সমস্যা।

৬. ক্রিমিনাল রেকর্ড:
📎আপনার নিজের দেশে বা অন্য কোথাও যদি কোনো গুরুতর অপরাধের রেকর্ড থাকে, তাহলে ভিসা পাওয়ার আশা প্রায় নেই বললেই চলে।

৭. স্বাস্থ্য সমস্যা:
📌কিছু কিছু ক্ষেত্রে বা নির্দিষ্ট ভিসার জন্য, যদি আপনার এমন কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যা থাকে যা চীনে জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে।

৮. নিরাপত্তা নিয়ে সন্দেহ:
🚩চীনা কর্তৃপক্ষের যদি মনে হয় আপনি দেশের নিরাপত্তার জন্য হুমকি, তাহলে আপনার ভিসা বাতিল হয়ে যাবে। এটা আপনার আগের কার্যকলাপ বা কোনো তথ্যের ভিত্তিতে হতে পারে।

৯. আমন্ত্রণকারীর সমস্যা (কিছু ভিসার ক্ষেত্রে):
📎যদি আপনি ব্যবসা বা পারিবারিক ভিসার জন্য আবেদন করেন, তাহলে যিনি আপনাকে আমন্ত্রণ করছেন, সেই সংস্থা বা ব্যক্তির বিশ্বাসযোগ্যতাও কিন্তু দেখা হয়।
📌কোম্পানির নিবন্ধন: আমন্ত্রণকারী কোম্পানি যদি চীনে ঠিকমতো রেজিস্টার্ড না থাকে।
📌সন্দেহজনক আমন্ত্রণপত্র: আমন্ত্রণপত্রে যদি প্রয়োজনীয় তথ্য না থাকে বা সেটা যদি নকল মনে হয়।

⏩তাহলে কী করবেন যাতে ভিসা রিজেক্ট না হয়?
সবকিছু নিখুঁতভাবে চেক করুন: আবেদনপত্রের প্রত্যেকটা তথ্য দু'বার, তিনবার দেখে নিন।

⏩ডকুমেন্ট গোছানো রাখুন: সব কাগজপত্র আছে তো? সবগুলো আসল আর পরিষ্কার তো? সেগুলো গুছিয়ে ফাইল করে জমা দিন।

⏩টাকার হিসাব পরিষ্কার রাখুন: ব্যাংক স্টেটমেন্টে যেন পর্যাপ্ত টাকা থাকে আর সব লেনদেন স্পষ্ট বোঝা যায়।

⏩কেন যাবেন, সেটা স্পষ্ট করে বলুন: আপনার চীন ভ্রমণের উদ্দেশ্য আর বিস্তারিত পরিকল্পনা খুব পরিষ্কার করে বলুন।

⏩সৎ থাকুন: ভুলেও মিথ্যা তথ্য বা নকল ডকুমেন্ট দেবেন না।

ভিসা রিজেক্ট হওয়ার ভয় না পেয়ে, এসব কারণ সম্পর্কে জেনে সতর্ক থাকলে আর ভালোভাবে প্রস্তুতি নিলে আপনার চাইনিজ ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।

এই রিলেটেড আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।
🇨🇳❤️🇧🇩

চায়না এম্বাসিতে ইন্টারভিউঃঅনেকেই জানতে চাচ্ছিলেন চায়না এম্বাসিতে ইন্টারভিউ দেওয়ার অভিজ্ঞতা কেমন ছিল, তাই আমি আমার অভিজ্ঞ...
15/07/2025

চায়না এম্বাসিতে ইন্টারভিউঃ

অনেকেই জানতে চাচ্ছিলেন চায়না এম্বাসিতে ইন্টারভিউ দেওয়ার অভিজ্ঞতা কেমন ছিল, তাই আমি আমার অভিজ্ঞতা এখানে শেয়ার করছি, যাতে আপনাদের উপকার হয়।

প্রথমে আপনি নির্ধারিত ইন্টারভিউ ডেট ও অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী এম্বাসিতে গিয়ে সিরিয়াল নিবেন। ইন্টারভিউর সময় অবশ্যই পাসপোর্ট সাথে রাখবেন, যদিও মাঝে মাঝে সেটা প্রয়োজন না-ও হতে পারে।

ইন্টারভিউতে কী কী প্রশ্ন করা হয়?

ইন্টারভিউ অনেক সহজ এবং বেসিক হয়। সাধারণত নিচের প্রশ্নগুলো করা হয়:

আপনার ইউনিভার্সিটির নাম কী?

আপনার পড়াশোনার খরচ কে বহন করবে?

আপনার বাবার নাম কী?

আপনি কি কোনো স্কলারশিপ পেয়েছেন?

এই ধরনের সহজ প্রশ্নের উত্তর দিলেই হয়।

ইন্টারভিউর পরে করণীয়

ইন্টারভিউ দেওয়ার প্রায় ৩০ মিনিট পর আপনার ইমেইলে একটি অ্যাপ্রুভাল মেইল আসবে। ওই মেইলটির প্রিন্ট কপি সংগ্রহ করে নিয়ে যেতে হবে:

Visa Centre Office
3rd Floor, Prasaad Trade Centre,
6 Kemal Ataturk Avenue,
Banani, Dhaka, Bangladesh.

ভিসা সেন্টারে যা হবে:

আপনার বায়োমেট্রিক (ফিঙ্গারপ্রিন্ট) নেওয়া হবে

ছবি তোলা হবে

এবং প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে

প্রয়োজনীয় ডকুমেন্টস:

1. Admission Letter (স্বাক্ষর করা)

2. JW202/JW201 ফর্ম

3. Visa Application Form (স্বাক্ষর করা)

4. Passport এবং Passport-এর একটি ফটোকপি

5. ইন্টারভিউ শেষে আসা অ্যাপ্রুভাল মেইলের প্রিন্ট কপি

6. ভিসা ফি: ৬৮৯০ টাকা (ক্যাশে প্রদান করতে হয়)

অন্যান্য ডকুমেন্টস (ঐচ্ছিক, তবে রাখা ভালো):

সকল একাডেমিক সার্টিফিকেট

পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট

ফিজিক্যাল ফিটনেস ফর্ম

জাতীয় পরিচয়পত্র (NID) এবং জন্মনিবন্ধন সনদ

আশা করি আমার অভিজ্ঞতা আপনাদের কাজে আসবে। ইন্টারভিউ নিয়ে দুশ্চিন্তা না করে আত্মবিশ্বাসের সাথে যান। সব প্রশ্নই খুব সাধারণ, চিন্তার কিছু নেই।

আপনার আরও কোনো প্রশ্ন থাকলে, নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন।

🎓 ইউনিভার্সিটিতে আসার সাথে সাথেই যেগুলো না করলেই বিপদ! নতুন স্টুডেন্টদের জন্য চীনে আসার পর জরুরি কাজের চেকলিস্ট👇Top 10 M...
13/07/2025

🎓 ইউনিভার্সিটিতে আসার সাথে সাথেই যেগুলো না করলেই বিপদ!

নতুন স্টুডেন্টদের জন্য চীনে আসার পর জরুরি কাজের চেকলিস্ট👇

Top 10 Must Do List – ইউনিভার্সিটিতে আসার পরপরই:

1. Room Allotment & Registration:

ভর্তি অফিসে গিয়ে স্টুডেন্ট আইডি, রুম কী, ক্লাস লিস্ট নিতে ভুলবেন না।

2. পাসপোর্ট জমা ও রেসিডেন্স রেজিস্ট্রেশন:

৪৮ ঘণ্টার মধ্যে লোকাল থানায় রেজিস্ট্রেশন না করলে জরিমানা হতে পারে!

3. SIM Card কিনুন (China Mobile/Unicom):

ইন্টারনেট চালু করা ছাড়া আপনি একদম ব্লক হয়ে যাবেন। Alipay, VPN কিছুই কাজ করবে না।

4. Bank Account খুলুন (ICBC, Bank of China):

WeChat/Alipay চালাতে ও টাকা পাঠাতে এটা খুব জরুরি।

5. WeChat & Alipay Active করুন:

চীনে ক্যাশ নাই বললেই চলে! সব কিছুই এই ২টা অ্যাপ দিয়ে হয়।

6. VPN ইনস্টল করুন (পূর্বে করে আসুন):

Google, YouTube, Facebook চালাতে লাগবেই। অথেনটিক ও সেফ VPN নিন।

7. Canteen Card/QR Code বানান:

ডাইনিং হলের খাবার নিতে হলে নিজস্ব QR বা কার্ড চাই।

8. Class Schedule ও Course Registration চেক করুন:

কোন সাবজেক্ট কখন, কোন রুমে, কোন টিচার – আগে থেকেই জেনে রাখুন।

9. Wechat Groups Join করুন:

বিশ্ববিদ্যালয়, বিভাগ, ক্লাস, বাংলাদেশি স্টুডেন্ট গ্রুপ – সবখানে অ্যাক্টিভ থাকুন।

10. Health Check-up & Insurance:

অনেক জায়গায় মেডিকেল টেস্ট বাধ্যতামূলক। ইউনিভার্সিটির গাইডলাইন ফলো করুন।

গুরুত্বপূর্ণ কিছু টিপস:
১. প্রথম কয়েক দিন Senior দের সঙ্গে বন্ধুত্ব করুন
২. বাংলাদেশি কমিউনিটিতে অ্যাক্টিভ থাকলে অনেক হেল্প পাবেন
৩. নতুন Foreign বন্ধু বানাতে ভয় পাবেন না এটিই শুরু আপনার নতুন জীবনের!

দীর্ঘদিন পর দেশে আসার কারণে ব্যক্তিগত সকল কাজ বন্ধ রেখেছিলাম। ইতোমধ্যে, Admission নিয়ে কাজ শুরু করেছি। যাদের ফাইল রেডি হ...
03/01/2025

দীর্ঘদিন পর দেশে আসার কারণে
ব্যক্তিগত সকল কাজ বন্ধ রেখেছিলাম।
ইতোমধ্যে, Admission নিয়ে কাজ শুরু করেছি।
যাদের ফাইল রেডি হয়েছে আমার কাছে পাঠিয়ে দিবেন আর ইতিমধ্যে যারা পাঠিয়েছেন তাদের দ্রুত সময়ের মধ্যেই আপডেট দিবো ইনশাআল্লাহ।

04/12/2024

চীনের বিশ্ববিদ্যালয়ঃ Nanjing University of Information Science and Technology এর স্কলারশিপ কন্ডিশন নিয়ে কিছু তথ্য। আমিও এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী।

Address

Nanjing

Website

Alerts

Be the first to know and let us send you an email when China Admission Helpline posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share