Rajib Vlogs

Rajib Vlogs DSSS(Dream,Sraggle,Scholarship,Success)নিয়ে ভিডিও দেই। ধন্যবাদ, আমাকে সাপোর্ট দেয়ার জন্য।

  করলে কী কী সুবিধা পাবেন?★★অনেকেই মনে করেন, "এখন তো বিদেশ যাবো না, পাসপোর্ট করে কী হবে?"শুধুমাত্র বিদেশ যাবার প্রসেস হল...
16/10/2024

করলে কী কী সুবিধা পাবেন?
★★অনেকেই মনে করেন, "এখন তো বিদেশ যাবো না, পাসপোর্ট করে কী হবে?"
শুধুমাত্র বিদেশ যাবার প্রসেস হলেই পাসপোর্ট করবেন, এমন না।
একজন সচেতন নাগরিক হিসেবে আপনার পাসপোর্ট থাকাটা খুবই জরুরি। পাসপোর্ট থাকলে আপনি বিভিন্ন সুবিধা পাবেন, যেটা পাসপোর্ট ছাড়া সম্ভব না।
পাসপোর্ট থাকলে কী কী সুবিধা পাবেন? আসুন দেখে নিই:⤵️
১.ভিসা-ফ্রি দেশে যাবার সুবিধা:
★★বাংলাদেশী পাসপোর্ট দিয়ে প্রায় ৪০টি দেশে ভিসা-ফ্রি বা অন-এরাইভাল সুবিধা পাওয়া যায়। সেসব দেশে খুব সহজেই ভ্রমণ করতে পারবেন আপনার যদি একটা পাসপোর্ট থাকে।
★★অর্থাৎ, শুধুমাত্র লন্ডন-আমেরিকা যাবার জন্যই পাসপোর্ট না। ঐসব দেশ ছাড়াও অনেক দেশে পাসপোর্ট ছাড়া যাওয়া যায়।
২.ইমার্জেন্সি চিকিৎসা সুবিধা:
★★আপনার যদি হঠাৎ এমন কোনো অসুখ হয় যেটার চিকিৎসার জন্য বিদেশ যেতে হবে, সেক্ষেত্রে আপনার পাসপোর্ট থাকা আবশ্যক। সেই মুহূর্তে সময়ের অনেক মূল্য। ইমার্জেন্সি পাসপোর্ট করতে যতোদিন সময় লাগবে, এতোদিনে আপনার চিকিৎসা হবে না। এজন্য পাসপোর্ট থাকা দরকার।
৩.পাসপোর্ট হলো ইন্টারন্যাশনাল আইডেন্টিটি কার্ড:
★★আপনার ভোটার আইডি কার্ড বা যেটাকে ন্যাশনাল আইডি কার্ড বলা হয়, এটা দেশের মধ্যেই ব্যবহার করতে পারবেন। কিন্তু, বিদেশের কোনো কিছু করতে গেলে আপনার পাসপোর্ট লাগবে। এমনকি আপনি দেশে থেকে বিদেশে ব্যবসা করতে গেলে, অনেক কোম্পানিতে জব করতে গেলে আপনার পাসপোর্ট লাগতে পারে।
৪.স্কলারশিপের আবেদন, কনফারেন্সে যাবার সুযোগ:
★★বেশিরভাগ ভার্সিটিতে আবেদনের সময় পাসপোর্ট লাগে। শুধু তাই না, বিদেশী অনেক ভার্সিটিতে বিভিন্ন প্রোগ্রাম থাকে যেখানে ফ্রি-তে যাবার সুযোগ থাকে। অনেকসময় আপনি যে কলেজ-ভার্সিটিতে পড়েন, সেখানকার উদ্যোগেও ঐসব কনফারেন্সে যাবার সুযোগ মিলে।
এরকম শর্ট-নোটিশে যেতে চাইলে পাসপোর্ট থাকতে হয়।
অনেকেই আছে যাদের শুধুমাত্র পাসপোর্ট না থাকার কারণে অনেক কনফারেন্সে সুযোগ থাকা সত্ত্বেও তারা অংশগ্রহণ করতে পারেনি।
৫.পরীক্ষা দিতে পাসপোর্ট প্রয়োজন:
★★বাংলাদেশে থেকেও বিভিন্ন পরীক্ষা দিতে চাইলে পাসপোর্ট প্রয়োজন। যেমন: IELTS, GRE, GMAT, SAT, TOEFL ইত্যাদি।
৬. ডুয়েল কারেন্সী ডেবিট কার্ড:
দেশের বাহিরে অনলাইনে ই-কমার্স বা ইন্টারন্যাশনাল ট্রাঞ্জেকশন করতে অবশ্যই বাংলাদেশের ব্যাংকের কার্ড পাসপোর্ট দিয়ে ডলার এন্ডোর্স্মেন্ট করে নিতে হবে।
এক্ষেত্রেও পাসপোর্ট লাগবে।
যারা পাসপোর্ট করবেন তারা আগে সার্টিফিকেট,এনআইডি কার্ড, পিতা-মাতার এনআইডি কার্ডে আপনার নাম,পিতা/মাতার নাম যেনো একই থাকে লক্ষ্য রাখবেন যদি অমিল থাকে আগে সব কিছু ঠিক করবেন তারপর পাসপোর্ট করবেন অন্যথায় ভোগান্তিতে পড়বেন❤❤️

15/10/2024

Mymensingh Board পাশের হার 63.22%.

13/10/2024

১৫ তারিখ HSC-24 ফলাফল প্রকাশিত হবে। সবার জন্য রইলো শুভকামনা।

NJUPT world ranking 2024 published.
09/10/2024

NJUPT world ranking 2024 published.

09/10/2024

বিশ্বের সেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ঢাবি-বুয়েট

আল্লাহর রহমত আর তোমার ধৈর্যের জন্য ,তুমি তোমার লক্ষ্যে পৌছাতে পেরেছ। তোমার স্বপন পূরণে সহযোগী হতে পেরে অনেক ভাল লাগছে। আ...
05/10/2024

আল্লাহর রহমত আর তোমার ধৈর্যের জন্য ,তুমি তোমার লক্ষ্যে পৌছাতে পেরেছ। তোমার স্বপন পূরণে সহযোগী হতে পেরে অনেক ভাল লাগছে। আগামী দিনের জন্য রইল অনেক অনেক শুভকামনা।
Md Imrul Kayes Chowdhury
Zilla: Trishal, Mymensingh.
Collage: Mymensingh Govt. Collage, Mymensingh
https://www.facebook.com/imrulbin.ishak
Present University: Studied Faculty of Computer Science and Artificial Intelligence (AI) at Sichuan University.

Bangladesh VS ScotlandWin Bangladesh. Congratulations Bangladesh Women Cricket Team.
03/10/2024

Bangladesh VS Scotland
Win Bangladesh. Congratulations Bangladesh Women Cricket Team.

02/10/2024

এখন আবেদন করে সেপ্টেম্বর ইন্টেকে আসার সুযোগ নাই। মার্চ ইন্টেক শুরু হচ্ছে , ইয়ার গ্যাপ না দিতে চাইলে এই ইন্টেকের জন্য আবেদন কর।

চীনে ছাত্ররাজনীতি নাই। চীনের ছেলে-মেয়েরা দুনিয়া দখল করে নিচ্ছে। আমেরিকা-জাপান, জার্মানী কিংবা কানাডায়—চীনের ছেলে-মেয়েদের...
27/09/2024

চীনে ছাত্ররাজনীতি নাই। চীনের ছেলে-মেয়েরা দুনিয়া দখল করে নিচ্ছে। আমেরিকা-জাপান, জার্মানী কিংবা কানাডায়—চীনের ছেলে-মেয়েদের জয়জয়কার।
দুনিয়ার এমন কোন সেরা বিশ্ববিদ‍্যালয় নেই যেখানে তারা নাই। সারা পৃথিবীতে তারা এখন টপার। এমন গবেষণা প্রতিষ্ঠান দুনিয়াতে খুব কম যেখানে চীনের ছেলে-মেয়েদের প্রভাব নাই। ছাত্রদের যেটা কাজ, যেটা দায়িত্ব, ওরা সেটাই করছে। অন‍্যকিছু করে সময় নষ্ট করলে নিজে যেমন বিশ্বদৌঁড়ে পিছিয়ে যেতো, তেমনি ওদের দেশও পিছিয়ে পড়তো।
ইউরোপের বিশ্ববিদ‍্যালয়ে কোন দলীয় দাসত্বের ছাত্ররাজনীতি নাই। আমেরিকায় নাই। কানাডায় নাই। জাপানে নাই। দক্ষিণ কোরিয়া নাই। সিঙ্গাপুরে নাই।
ওরা চাঁদে যাচ্ছে। মঙ্গলে যাচ্ছে। ওরা পৃথিবীর সকল মহামারিতে ওষুধ, ভ‍্যকসিন নিয়ে হাজির হচ্ছে। প্রযুক্তি নিয়ে হাজির হচ্ছে।
কোয়ান্টাম কম্পিউটার তৈরি করছে। বুলেট ট্রেইন তৈরি করেছে। কি না করছে!
কিন্তু ছাত্ররাজনীতি লাগবে বাংলাদেশে। দলের দাস হয়ে থাকতে হবে। নেতার পাছার পেছনে স্লোগান দিতে হবে। ক‍্যাম্পাসে মারামারি হবে। ছাত্র খুন হবে। হল থেকে অস্ত্র পাওয়া যাবে। ছাত্ররা রাজনীতি করবে—নেতা হবে। শিক্ষকরা রাজনীতি করবে—নেতা হবে।
ফলে আমরা ৫৩ বছরে কি চুলটা ছিঁড়েছি? —আমাদের দৌঁড় হলো মধ‍্যপ্রাচ‍্যের শ্রমিক হওয়া পর্যন্ত!
গ্লোবাল ইনোভেটিভ কালচারে আমাদের অবদান শূণ‍্য! দুনিয়ার তালিকা তো বহু দূর, দক্ষিণ এশিয়ার তালিকাতেই দেশের একটা পাবলিক ইউনিভার্সিটি শীর্ষে থাকতে পারে না। আর যেসব স্টুডেন্টদের সামর্থ‍্য থাকবে কিংবা যোগ‍্যতা থাকবে—তারা দেশ ছাড়বে, আর ফিরবে না।
যে জাতি সময় থাকতে, চোখ খুলে অন‍্যের কাছ থেকে শিখে না, তাকে শেখানো কঠিন!
অন‍্যজাতির দাস হওয়া কিংবা মাইর খাওয়া ছাড়া এমনসব জাতির বিকল্প পথ থাকে না।
©MD Pavel Chowdhury

Dr Yunus is a awesome person in the worldwide. Zhengzhou University, China এই  university তে  Software Engineering Depar...
07/08/2024

Dr Yunus is a awesome person in the worldwide. Zhengzhou University, China এই university তে Software Engineering Department আসার জন্য নিজর প্রস্তুতিকে সমকোণে ঘুরিয়ে দেয় NJUPT থেকে offer latter পাওয়ার পর। ওই University গেলে সরাসরি দেখা হয়ে যেত।
Zhengzhou University biggest university in China.

একটাই কথা বাঙলী যোগ্যতাকে বরণ করে নিতে শিখ, এখনি উপযোক্ত সময় নয়তো বারবার রক্ত দিতে হবে।

05/08/2024

সংখ্যালঘু হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বী ভাইবোনদের বাড়িতে কোনো সহিংসতা করবেন না।
ওরা আমাদের ভাই-বোন এটায় বাংলাদেশ।
শান্তির দেশ 🇧🇩

ALHAMDULILLAH 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲.
05/08/2024

ALHAMDULILLAH 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲.

Address

Nanjing

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajib Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rajib Vlogs:

Share