Nomadic Arafat - On The Go

Nomadic Arafat - On The Go Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nomadic Arafat - On The Go, Digital creator, Wuhan.

⛳ ভ্রমণ মানেই গল্প বলা। আর আমি বলি সেই গল্প। যেখানে সৌন্দর্য, ইতিহাস ও কল্পনার মিলন। যেখানে আছে দেশ বিদেশের আলো, রঙ আর অনুভূতির ছোঁয়া।

দেশ ও বিদেশের দর্শনীয় স্থানগুলোকে তুলে ধরি গল্প, ইতিহাস আর সংস্কৃতির ছোঁয়ায় নতুন এক অভিজ্ঞতার আলোকে। 🇧🇩✈️🌎

04/08/2025

রাতের উহান শহর ঘুরে দেখা – আমার ইউনিভার্সিটির আশপাশের আলো ঝলমলে রাত!

আজ রাতের উহান শহরের আলো ঝলমলে পরিবেশ আপনাদের দেখাবো আমার বিশ্ববিদ্যালয়ের বাহিরে থেকে। চীনের রাতের জীবন কতটা প্রাণবন্ত, রাস্তাগুলো কেমন, চারপাশে কেমন আয়োজন—সবকিছু রিয়েল টাইমে শেয়ার করবো আপনাদের সাথে।

আপনি যদি চিনে স্টুডেন্ট লাইফ বা রাতের শহরের সৌন্দর্য দেখতে আগ্রহী হন, তাহলে এখনই ভিডিওতে থাকুন! চলুন একসাথে ঘুরে দেখি রাতের উহান 🌃🇨🇳















04/08/2025

Wuhan এর Real Supermarket Experience 🔴 লাইভে চলুন ঘুরে দেখি! 🇨🇳








#চীনেরবাজার











03/08/2025

🎬 উহানের গরমে টিকে থাকা দায়! শহরের ভেতর রিয়েল লাইফ অভিজ্ঞতা 🔥

আজ আমি আপনাদের দেখাচ্ছি চীনের উহান সিটির ভয়াবহ গরমের বাস্তব চিত্র। শহরের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস — রীতিমতো তাপদাহ চলছে। চারপাশে শুধু দালান আর দালান, নেই কোনো ছায়া বা গাছের ঠান্ডা বাতাস। এমন একটা গরম পরিবেশে চলাফেরা করা কতোটা কঠিন হতে পারে, তা এই ভিডিওতে তুলে ধরেছি।

আকাশ থেকে যেন আগুন ঝরছে — অনুভব করুন আমার ক্যামেরার চোখে উহানের গরমের রিয়েল অভিজ্ঞতা!

🌡️ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না!

📍 শহর: Wuhan, China
সময়: ০৩ আগস্ট, ২০২৫

#চীনেরগরম #বাংলাVlog

আলহামদুলিল্লাহ! আপনাদের সাপোর্ট ছাড়া সম্ভব ছিলো না। আগামিতেও পাশে থাকবেন সবসময়।
02/08/2025

আলহামদুলিল্লাহ! আপনাদের সাপোর্ট ছাড়া সম্ভব ছিলো না। আগামিতেও পাশে থাকবেন সবসময়।

01/08/2025

🎥 চীনের ধর্মীয় বৈচিত্র্য | ধর্ম নিয়ে চীনের বাস্তবতা

চীনে শুধু প্রযুক্তি আর উন্নয়নই নয়, রয়েছে নানা ধর্মের মানুষের সহাবস্থান। ইসলাম, বৌদ্ধ, খ্রিষ্টান, তাওবাদসহ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ এখানে বসবাস করে।
আজকের ভিডিওতে তুলে ধরেছি —

✅ চীনে প্রধান কোন কোন ধর্ম প্রচলিত
✅ মুসলিমদের সংখ্যা ও তাদের জীবনধারা
✅ ধর্ম পালনে স্বাধীনতা ও সীমাবদ্ধতা
✅ এবং চীনা সমাজে ধর্মের বাস্তব চিত্র

যারা চীনের সংস্কৃতি, সমাজ ও বাস্তবতা জানতে চান, তাদের জন্য এই ভিডিওটি খুবই তথ্যবহুল হতে পারে।

🔔 পুরো ভিডিওটি দেখে মতামত জানাতে ভুলবেন না।
❤️ লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন।

***ir #চীন #ধর্মচিত্র #চীনেরধর্ম

31/07/2025

🎥 সরাসরি চীনের উহান সিটি থেকে লাইভে যুক্ত হয়েছি। আজকের আলোচ্য বিষয়ঃ চীনে অধ্যায়নরত বাংলাদেশি ছাত্র ছাত্রীদের খাবারের গল্প ও হালাল খাবারের খোঁজে... 🍽️🇧🇩🇨🇳🌏

একটু নড়েসরে এককাপ চা নিয়ে বসে পড়ুন, আর চলে আসুন লাইভে। চলুন গল্প করি একটু নিজের মতো করে...❤️

আপনারা অনেকেই জানতে চান, চীনে থাকা বাংলাদেশি ছাত্র ছাত্রীরা আসলে কী খায়? সবকিছু কি খাওয়া যায়? হালাল খাবার কি সহজে পাওয়া যায়?

আজকের এই সরাসরি লাইভে আমি শেয়ার করবো আমার চোখে দেখা বাস্তব অভিজ্ঞতা।

🕌 মুসলিম রেস্টুরেন্ট কি রয়েছে?
🍛 কোন ধরনের খাবার খাওয়া হয়?
🤔 হালাল নিশ্চিত করি কীভাবে?
😊 আর আমাদের নিজেদের রান্না করা খাবারের গল্পও থাকবে!

যারা চীনে পড়তে আসতে চান বা প্রবাসে মুসলিম হিসেবে খাবার নিয়ে ভাবছেন, তাদের জন্য আজকের লাইভ হতে পারে খুবই উপকারী।

📍 লাইভ লোকেশন: Wuhan, China 🇨🇳
🔴 আপনিও প্রশ্ন করতে পারবেন সরাসরি!




















#চীনেরছাত্রজীবন
#হালালখাবারচীন
#বাংলাদেশিচাত্র
#প্রবাসজীবন
#লাইভগল্প
#খাবারেরগল্প

30/07/2025

📦 চীনের কুরিয়ার পার্সেল কালেকশন প্রসেস দেখে নিন আজকের ভিডিওতে!
চীনে থাকলে পার্সেল বা অনলাইন শপিং করা যেন একদম ডেইলি রুটিন। কিন্তু জানেন কি, এখানে কুরিয়ার পার্সেল কিভাবে কালেক্ট করা হয়? কতটা নিরাপদ এই সিস্টেম?

আজকের ভিডিওতে আমি দেখাবো –
✅ কিভাবে কুরিয়ার পার্সেল পৌঁছায়
✅ আমরা কোথা থেকে সেটা রিসিভ করি
✅ এবং কতটা সেফটি মেইনটেইন করা হয়

চীনের স্মার্ট ও অর্গানাইজড কুরিয়ার সিস্টেম আপনাকে অবাক করবেই!
🎥 পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন এবং জানতে থাকুন চীনের লাইফস্টাইল সম্পর্কে।

📲 আপনার মতামত জানাতে কমেন্ট করুন
❤️ ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না

#চীনের_জীবন #চীনের_ডেলিভারি

29/07/2025

🌃 রাতের চীন – এক সোনালী স্মৃতি 🌃

২০২৩ সালে গ্র্যাজুয়েশন শেষ করার পর বন্ধুদের সঙ্গে কাটানো এক অপূর্ব রাতের স্মৃতি এটি। শহরের আলোর ঝলকানি, ঠাণ্ডা বাতাস আর প্রাণবন্ত তরুণ ইঞ্জিনিয়ারদের আড্ডা—সব মিলিয়ে এক স্বপ্নময় রাত ছিলো আমাদের জন্য।

ভিডিওতে যাদের দেখছেন, সবাই আমার কাছের বন্ধু। আজ তারা সবাই চীনের বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ে MSc in Engineering-এ অধ্যয়নরত। সময় বয়ে গেছে, কিন্তু বন্ধুত্বের এই মুহূর্তগুলো আজও হৃদয়ে গেঁথে আছে।

ইনশাআল্লাহ ২০২৬ সালে আমরা আবার একসাথে হবো—নতুন গল্প, নতুন সাফল্য আর পুরোনো বন্ধুত্ব নিয়ে। সেই অপেক্ষায় রইলাম ❤️

🌍 রিয়েল-টাইম ট্র্যাভেল আপডেট, ছবি, ভিডিও আর গল্পের জন্য ফলো করুন আমাকে –
📘 Facebook: https://www.facebook.com/nomadicarafatworld

📷 Instagram: https://www.instagram.com/nomadicarafatworld/

▶️ YouTube: https://www.youtube.com/

✍️ Threads: https://www.threads.com/

⛳ ভ্রমণ মানেই গল্প বলা। আর আমি বলি সেই গল্প। যেখানে সৌন্দর্য, ইতিহাস ও কল্পনার মিলন। যেখানে আছে দেশ বিদেশের আলো, রঙ আর অনুভূতির ছোঁয়া।

দেশ ও বিদেশের দর্শনীয় স্থানগুলোকে তুলে ধরি গল্প, ইতিহাস আর সংস্কৃতির ছোঁয়ায় নতুন এক অভিজ্ঞতার আলোকে। 🇧🇩✈️🌎

👉 ট্র্যাভেল | সংস্কৃতি | অ্যাডভেঞ্চার | স্মৃতি
🌟 একসাথে ঘুরি, শিখি, উপভোগ করি!

#青春的夜晚

28/07/2025

⏰ আজকে আপনাদের নিয়ে চলেছি চীনে আমার বিশ্ববিদ্যালয়ের Clock Tower এর চারপাশে ঘুরে দেখাতে!

এটি শুধু একটি ঘড়ির টাওয়ার নয়, বরং সময়ের স্মারক, বিশ্ববিদ্যালয়ের গর্ব এবং ছাত্রছাত্রীদের প্রেরণার প্রতীক।

চমৎকার স্থাপত্য, সবুজে ঘেরা প্রশান্ত পরিবেশ, আর শিক্ষার আবহ—সব মিলিয়ে যেন এক স্বপ্নপুরী।

চলুন, ক্যামেরার চোখে দেখে নেই এই স্থানের সৌন্দর্য, শুনে নেই দেয়ালের নীরব গল্পগুলো।

📍 কি থাকছে ভিডিওতে:

Clock Tower এর অসাধারণ দৃশ্য

ক্যাম্পাসের শীতল সবুজ পরিবেশ

শিক্ষার্থীদের চলাফেরা ও বাস্তব চিত্র

ক্যাম্পাস জীবনের ছোঁয়া

🎥 এটি শুধুই এক ক্যাম্পাস ট্যুর নয়, বরং সময়, স্থাপত্য এবং ছাত্রজীবনের এক অপূর্ব মিলনমেলা।

🔔 ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না!

আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। আপনাদের কথাই আমার অনুপ্রেরণা।



#চীনেরবিশ্ববিদ্যালয় #ভ্লগ #ঘড়িরটাওয়ার #চীনেভ্রমণ










26/07/2025

স্বাগতম নতুন আরেকটি vlog এ। আজকে আপনাদের নিয়ে এসেছি আমার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। দেখাবো আমরা কোথায় ক্লাস করি, কেমন আমাদের ক্লাসরুম, আর কেমন একটা শিক্ষামূলক পরিবেশে আমরা প্রতিদিন সময় কাটাই।

সকালের মিষ্টি আলোয় যখন ক্যাম্পাসে পা রাখি, তখন মনটা ভরে যায় প্রশান্তিতে। চারপাশে সবুজ গাছপালা, শিক্ষার্থীদের ব্যস্ত হাঁটাচলা, আর পরিচ্ছন্ন পরিবেশ সব মিলিয়ে ক্যাম্পাস যেন এক টুকরো শান্তির জায়গা। এই ভিডিওতে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো আমাদের ক্লাসরুম, বিল্ডিং, করিডোর, বসার জায়গা এবং আরও কিছু চমৎকার মুহূর্ত।

যারা বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে আগ্রহী, কিংবা ভবিষ্যতে এখানে ভর্তি হতে চান তাদের জন্য এই ভিডিওটা অনেক তথ্যবহুল এবং উপভোগ্য হবে আশা করি। চলেন, ঘুরে দেখা যাক আমার প্রিয় ক্যাম্পাস!

🏫💙 ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার অনুভূতি জানান, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।

#বাংলাVlog

26/07/2025

YouTube Channel থেকে ঘুরে আসার অনুরোধ রইলো। Subscribe করতে ভুলবেন না। একটা ক্লিক মাত্র।

লিংক: https://youtu.be/Ac3xKYCjgro?si=ihNRB7dE4RC3Q1hQ























30/10/2024

অতিরিক্ত ম্যাচুরিটি দেখাতে গিয়ে জীবনে হাসি আনন্দ হারিয়ে ফেলবেন না। আপনার করা বাচ্চামি গুলো সুন্দর!❤️

Address

Wuhan
430000

Telephone

+8801862378009

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nomadic Arafat - On The Go posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nomadic Arafat - On The Go:

Share