Zul's Life

Zul's Life It's Zulfikar and it's all about my exciting life in China. Think of a Change maker in some shadowed space. Could you imagine someone? if yes! That's me.

Trying to make a change in my shadowed life throughout my journey in China and my dream education- Aerospace Engineering.

দুঃখিত এখনকার মতো একটা পরিস্থিতিতে এই পোস্ট করার জন্য। ল্যাপটপ টি বিক্রির জন্য পোস্ট।ASUS ROG Zephyrus G14 2022CPU - Ryz...
01/08/2024

দুঃখিত এখনকার মতো একটা পরিস্থিতিতে এই পোস্ট করার জন্য।

ল্যাপটপ টি বিক্রির জন্য পোস্ট।

ASUS ROG Zephyrus G14 2022

CPU - Ryzen 7 6800HS
GPU - Radeon RX 6700s
RAM - 16GB
SSD - 512GB
Display - 14" 120hz QHD ROG Nebula Display
Body - Magnesium- Aluminium Alloy

Personal Experience - Extremely Beast machine, very portable for student, office or gaming purpose, optimized valorant FPS about 250-450

Extremely favorite of mine. Just have to sell it for money.

Feel the thunder in your own hand.

Inbox or Call for Details... 01537655323 / 01846637135

লা হসপিটাল নাকি লা হপিটাল? কতই না তর্ক বিতর্ক হইছে এই লা হসপিটাল আর লা হপিটাল নিয়ে। আর বরাবরই শিক্ষকরা হয়ত বলেছেন, জানা ...
27/01/2024

লা হসপিটাল নাকি লা হপিটাল?

কতই না তর্ক বিতর্ক হইছে এই লা হসপিটাল আর লা হপিটাল নিয়ে। আর বরাবরই শিক্ষকরা হয়ত বলেছেন, জানা লাগবে না পড়ো। অথবা কিছু শিক্ষক বলেছেন এর পিছনের কাহিনি।

চায়না তে এসে ক্যালকুলাস এর একটা ক্লাসে আমাদের এই ফ্রেন্স শিক্ষিকা বললেন এই হসপিটাল এর কাহিনি। মুলত ব্যাপার টা হচ্ছে উনারা যেভাবে O^ লেখেন, তাতে উচ্চারণের সময় তার সাথে স ( S) উচ্চারিত হয়। তাই আসলে জিনিসটাকে হসপিটাল বলা আর হপিটাল বলা উভয়ই সমান। শুধু জিনিসটা বুঝলেই বেশি ফায়দা হবে।

উনি ফ্রেন্স শিক্ষিকা, আর উনি যখন বলেছেন। সঠিক ই বলেছেন।

মনে আছে? ছোটবেলায় আমাদের এমন কিছু শিক্ষক থাকতো যাদের ক্লাস সবথেকে বেশি মজা হইতো। উনারা কখনো কোন কিছু বলতো না, আর হোম ওয়া...
25/01/2024

মনে আছে?

ছোটবেলায় আমাদের এমন কিছু শিক্ষক থাকতো যাদের ক্লাস সবথেকে বেশি মজা হইতো। উনারা কখনো কোন কিছু বলতো না, আর হোম ওয়ার্ক তো নাই ই।।।

ইনি আমাদের সেই শিক্ষক। খুবই ভদ্র লোক, নিজেদের মত করে পড়ার সুযোগ দেয় এবং কখনো পেরা দেয় না। উনি আমাদের মেকানিকাল ড্রয়িং এর শিক্ষক।

উনার নাম- কাই ঝুপেং ।

শিক্ষক - শব্দটা যেমন সম্মানের, তেমনিই আদরের ও। বাংলাদেশে অনেক শিক্ষকই একটু রাগি হয়। আবার অনেকে অনেক ভালবাসেও। আমাদের দেশ...
23/01/2024

শিক্ষক - শব্দটা যেমন সম্মানের, তেমনিই আদরের ও।

বাংলাদেশে অনেক শিক্ষকই একটু রাগি হয়। আবার অনেকে অনেক ভালবাসেও। আমাদের দেশি শিক্ষকগণ একেকজন আদর্শ।

বিদেশে আশা করেছিলাম, হয়ত রাগি, মেজাজি ধরনের শিক্ষক পাবো। তবে আশ্চর্য হলেও সত্য, আমাদের শিক্ষকগণ খুবই মিশুক।

ছবিতে আছেন, আমাদের চাইনিজ কালচার কোর্সের শিক্ষিকা ( OLIVIA )। আমাদের চাইনিজ চা পড়ানোর দিনে উনি বাসা থেকে নিজের চা এর জিনিস পত্র নিয়ে এসেছেন এবং ক্লাস এর সবাইকে টেস্ট করতে দিয়েছেন।

আমি সত্যিই খুব আনন্দিত উনার মত ভাল এবং মিশুক শিক্ষিকা পেয়ে।

20/01/2024

বিদেশে তো আর বাবার হোটেলের খাবার পাই না।

হয় নিজে রান্না করে খেতে হয় অথবা ক্যান্টিনে। আজকে বার্গার খেতে ক্যান্টিনে গেলে দেখি এক বন্ধু খাচ্ছে। তাই আর মজা নিতে দেরি করলাম না।

শুধু মজা নয়, আবদুল্লাহ আজকে কিছু নতুন তথ্য ও দিল আমাদেরকে, খাবার নিয়ে।

আপনারা যারা বিদেশে যাবার চিন্তা করতেছেন, এখন থেকেই টুকটাক রান্না শিখে নিন। ডিম ভাজা, নুডুলস রান্না করা, খিচুড়ি রান্না করা, ভাত, ডাল, ভর্তা আর সাথে কিছু বেসিক তরকারি রান্না শিখে নিলে তো ভালই।

মাইর খাওয়ার কোন বয়স নাই, শেখার কোন শেষ নাই। 😁

Shafi's Moment x China

Feels like... I am at Home.🥰 বিরিয়ানি - আব্বুর হাতের বিরিয়ানির স্বাদ ই আলাদা। চায়না তে এসে কয়েকবার চেষ্টা করছি। খুব ...
19/01/2024

Feels like... I am at Home.🥰

বিরিয়ানি - আব্বুর হাতের বিরিয়ানির স্বাদ ই আলাদা। চায়না তে এসে কয়েকবার চেষ্টা করছি। খুব একটা ভালো হয় নি। তবে এবার অসাধারণ হয়েছে।

আমার সাথে আমার বন্ধুরাও ছিল। অসাধারণ একটা ডিনার।😋

Shafi's Moment x China

HelloIt's me Zulfikar, Studying at NPU, China. If you need any help regarding scholarships, education, or lifestyle- jus...
18/01/2024

Hello
It's me Zulfikar, Studying at NPU, China. If you need any help regarding scholarships, education, or lifestyle- just inbox.

See you soon.

18/01/2024

বাংলাদেশে এখন প্রচণ্ড শীত।

শীতের ছোঁয়া লেগেছে চায়নাতে ও। এখানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে প্রায় সময়। এবং সবথেকে সুন্দর বিষয় হচ্ছে, এখানে বরফ পরে। এটা দেখতে যেমন মনোরম তেমনি এটা সবাই খুব উপভোগ ও করে।

আমার এ পর্যন্ত দুইবার স্নো ফল দেখার সৌভাগ্য হয়েছে। তারই একটি দিনের কিছু খণ্ডচিত্র দেখে নেওয়া যাক।

এছাড়াও চায়নাতে পড়াশোনা এবং জীবনযাপন নিয়ে যেকোন ধরনের প্রশ্ন থাকলে কমেন্টে অথবা ইনবক্সে জানাবেন।😊

13/01/2024

যেকেউ বিদেশে আসার সময় সর্বোচ্চ চেষ্টা করে যেন তার ভার্সিটি একটা ভাল ভার্সিটি হয়। আমিও আসার প্রায় ১ বছর আগে থেকে অনেক রিসার্চ করেছি আমার ভার্সিটি নিয়ে।

আমার যেহেতু এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন ছিল তাই আমি এই ডিপার্ট্মেন্টের ভাল ভার্সিটি গুলো খুজে বের করি। এর মধ্যে সবথেকে উপযুক্ত ছিল Northwestern Polytechnical University.

আসার আগে শুধু র‍্যাঙ্কিং সম্পর্কে ধারনা থাকলেও এখন বুঝতেছি ভার্সিটি টা কত ভাল। এখানে একটা শিক্ষার্থী সর্বোচ্চ পরিমান শিক্ষাগত সুবিধা পেতে পারে।

তাই আমার ভার্সিটি নিয়ে ছোট্ট একটা ভিডিও সবার জন্য।

বিদ্রঃ এটি আমার নিজের করা ভিডিও নয়, ভার্সিটির অফিসিয়াল ভিডিও।

আমি চায়না এসেছি আজ প্রায় ৪ মাস এর বেশি হবে। আসার জার্নি টা মোটেও সহজ ছিল না। নিজের পছন্দের ভার্সিটি খুজে বের করা সেখানে ...
11/01/2024

আমি চায়না এসেছি আজ প্রায় ৪ মাস এর বেশি হবে।

আসার জার্নি টা মোটেও সহজ ছিল না। নিজের পছন্দের ভার্সিটি খুজে বের করা সেখানে এপ্লাই করা এবং এসেও অনেক কিছুই একা হাতে নিজেকে গুছিয়ে নিতে হয়েছে। অনেক কিছুই জানতাম না। আর এই না জানার কারনে প্রতারিত ও হতে হয়েছে। কিন্তু কিছুই করার নেই সব মেনে নিয়েছি। এবং এতে শেখাটা যেমন হয়েছে তেমনই কষ্ট ও হয়েছে প্রথম দিকে। আফসোস যদি পরিচিত কেউ থাকতো।

আমার মত অন্য কোন শিক্ষার্থীর যেন এরকম হেনস্তা না হতে হয় সেজন্যই আমি ভার্সিটিতে যথাসময়ে আবেদন করেছি স্টুডেন্ট এম্বাস্যাডর হবার জন্য। এবং ভার্সিটি ইন্টারভিউ এ বাছাই করে ট্রেনিং করানোর পরে আমাকে এই সার্টিফিকেট টি দিয়েছে।

এটা শুধু আমার একটি প্রচেষ্টার সাফল্য নয়। এটাই হতে পারে অন্য আরো কিছু স্টুডেন্টদের হয়রানি মুক্তির সনদ।

সবার কাছে দোয়া প্রার্থী, যেন আমি আমার দায়িত্ব সফলতার সাথে পালন করতে পারি। এবং চায়না আসার জন্য আগ্রহী সবাইকে পর্যাপ্ত সহায়তা করতে পারি।

যদি কোনভাবে আপনাদের কারো উপকার করতে পারি, দয়া করে ইনবক্স করবেন।

Address

Northwestern Polytechnical University
Xi'an
710100

Alerts

Be the first to know and let us send you an email when Zul's Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zul's Life:

Share