13/04/2025
যারা একা একা দেশের বাইরে থাকে স্পেশালি যারা নিজের সুন্দর একটা ভবিষ্যতের আশায় দেশের বাইরে পড়ালেখা করতে যায় মিডেল ক্লাস ফ্যামিলির হলে তো কথাই নেই ১৪ গুষ্টির কথা শুনে অনেক চড়াই উতরাই পার করে আসতে হয়,,যারা আসে জব করতে সে সারাদিন এর কাজ শেষে খাবার রান্না করে খেয়ে একটা শান্তির ঘুম দিতে পারে এট লিস্ট কিন্তু যারা স্টুডেন্ট সারাদিনের ক্লাস শেষে এসে রেডিমেড খাবার নাই নিজেকে রান্না করে খেতে হয়,, রান্না করে খেয়েই দিন শেষ না আবার প্রতিদিন এর পড়ালেখা ও ঠিক মতো করতে হয়,,আবার পরের দিন যাও সকাল ৮ টা বাজে ক্লাস করতে,, না আছে ঘুম রুটিন মতো না আছে খাওয়া টাইম মতো তবুও দিন শেষে যেইদিন পড়ালেখা শেষ করে নিজের পায়ে দারাবো বাবা-মায়ের মুখ উজ্জ্বল করবো সব থেকে বড় কথা নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারব সেইদিন সবথেকে ভাগ্যবতী বলে মনে হবে নিজেকে,, ফল মিষ্টি চাইলে অপেক্ষা আর চেষ্টা তো করতেই হবে,,লাফ মেরে সাফল্যের হাত ধরতে চাইনা,, কষ্ট করে সাফল্য পেতে চাই তাহলে সেই সাফল্যের মূল্য আমি মনে করি সঠিক ভাবে দিতে পারব,,আল্লাহর কাছে সব সময় এটাই চাওয়া কখনো ভেঙে পড়লে যাতে আবার নিজে নিজে উঠে দাড়াতে পারি যাতে আত্মনির্ভরশীল হয়ে বাচতে পারি সারাজীবন,, সবাই আমার জন্য এবং সকল প্রবাসী শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন সবাই সবার লক্ষ্যে পৌঁছাক🥰