
21/02/2025
আমাদের ভাষা শুধু কথা বলার মাধ্যম নয়, এটি আমাদের আত্মপরিচয়, আমাদের সংস্কৃতি, আমাদের গর্ব। ভাষার জন্য যারা জীবন দিয়েছিলেন, তাদের আত্মত্যাগের পথ ধরেই আজ আমরা এগিয়ে চলেছি উন্নতির পথে।
শুধু ২১ ফেব্রুয়ারি নয়, বছরের প্রতিটা দিন আমাদের মাতৃভাষার মর্যাদা রক্ষা করতে হবে—মন থেকে, কাজে, আর ভালোবাসায়।
চলুন, বাংলা ভাষাকে বুকে ধারণ করে এগিয়ে যাই নতুন সম্ভাবনার পথে। 💙❤️
#আমারভাষা #বাংলা