26/07/2024
আজকে এলাকার মসজিদের হুজুর রিসেন্ট ইস্যুতে অনেক কথা বললেন। এর মধ্যে দুটো হাদিস খুব সিগ্নিফিক্যান্ট মনে হলো।
১. এক ব্যক্তি মুহাম্মদ(স) এর কাছে আসলো এবং জানতে চাইলো, "কেউ যদি আমার হক বা অধিকার ছিনিয়ে নেয়, তাহলে আমার করণীয় কি?" নবী(স) উত্তর দিলেন, "তাহলে তার সাথে লড়াই করবা"। লোকটি আবার জিজ্ঞাসা করলো, "এই কাজ করতে গিয়ে যদি আমি মারা যাই?" নবী(স) জানালেন, "তাহলে তুমি শহীদের মর্যাদা পাবে, এবং জান্নাতে প্রবেশ করবে।" এরপর লোকটি আবার জিজ্ঞাসা করলো, "যদি এই কাজ করতে গিয়ে আমি লোকটাকে মেরে ফেলি?" নবী (স) উত্তর দিলেন, "তাহলে ওই লোকটা জাহান্নামে যাবে।"(সহীহ মুসলিম, হাদিস ২৫৭)
২. কেয়ামতের দিন এক শ্রেণির লোক থাকবে যারা দুনিয়াতে অনেক আমল করবে, নামাজ কালাম করবে, কিন্তু হাশরের দিন আমল নামা খুলে দেখবে তার মধ্যে অসংখ্য হত্যাযজ্ঞের কথা লেখা আছে। লোকগুলো তখন আল্লাহ কে জিজ্ঞাসা করবে, "হে আল্লাহ আমরা তো দুনিয়াতে কোনো মানুষ কে হত্যা করিনি।" তখন আল্লাহ জানাবেন, "দুনিয়াতে যখন জালেম রা মানুষ হত্যা করছিল, তখন তোমরা চুপ থাকতা, বা মৌন সমর্থন করতা, যেই কারণে জালেম রা আরো বেশি করে জুলুম, হত্যা করার সুযোগ পেয়েছে। এইজন্য জালেমের সমস্ত হত্যাযজ্ঞের পাপ তোমাদের ঘাড়েও যোগ করা হয়েছে।"
©️Tanvir Mahtab