26/04/2024
'জান তুমি কোথায়।
'এইতো জান কলেজ বের হচ্ছি।
তুমি কোথায় সেইটা বলো আগে?
'আমি কলেজ এসেছি।
তুমি ও তারা-তারি এসো প্লিজজজজ।
'হুমম।
'শোননা কালতো আমার জন্মদিন আমাকে কি
উপহার দিব তুমি।
'আচ্ছা তুমি বলো কি উপহার পেলে
তুমি খুশি হবে।
'আমার এক গুচ্ছো গোলাপ।
আর তোমাকে চাই।
'আমি তো তোমারি আছি।
আর এক গুচ্ছো গোলাপ হলেই বুজি তুমি খুশি হবে।
'পাগল তুমি কি এখন চাকরি করো নাকি।
যেইটা চাবো তুমি সেটাই দিবে।
আগে প্রতিষ্টিত হও তর পরে চাইবো।
'তাই।
'হ্যা জানো তোমার কথা কালকে রাতে মাকে বলেছি।
'কি বললো।
'বলতেছে তোরা ভালো করে পরাশোনা কর।
তোদের এক করার দায়িত্ব আমার।
'বা-বা শাশুড়ি তাহলে
রাজি হয়েই গেলো।
'হবেনা আবার! তার হবু জামাইটা কম কিসে।
'ইশশ।
'আচ্ছা কতোদুর তুমি এখনো।
আরো কতো ওয়েট করবো।
'আরে আমি রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছি।
আর ১০ মিনিট লাগবে হয়তো।
'ওহ।
আসার সময় ৫ টাকা দিয়ে একটি আইসক্রিম নিয়ে
আসিও ভিষন গরম লাগতেছে।
'ঠিক আছে।
'ছেলেটি তার গার্লফ্রেন্ডের সঙ্গে এইভাবে কথা বলতে
বলতে কখন যে রাস্তার মাঝ খানে এসেছে নিজেই বুজতে পারেনি।
'এমনো মুহূর্তে একটি রানিং ট্রাক
এসে ছেলেটির উপর দিয়ে চলে যায়। আর সেখানেই ছেলেটির মৃত্যু হয়।
'তাই বলিকি
রাস্তা ঘাটে চলা ফেরা করতে গেলে
একটু সতর্কতার সাথে চলুন।
আপনার অসাবধানতা আপনার জীবন কেরে
নিতে পারে।
অনুগল্প: #অসাবধানতা
নিয়মিত এমন সব গল্প পেতে পেজটা ফলো দিয়ে রাখুন 👉 Writer Mr. ইশরাইল