Islamic Forum of Cyprus

Islamic Forum of Cyprus This is Islamic Forum of Cyprus's Official page For hundreds of years Muslims have contributed to European culture, science, education and arts.

Over the last century Muslims from diverse backgrounds have settled in Western Europe; the majority, arriving with a basic understanding of Islam have had mixed fortunes. Some of the second and third generation are rapidly losing their identity - spiralling downwards towards crime and social degradation. Others are rediscovering Islam and are asserting an identity that is at ease with both Islam a

nd living in Britain and Europe. Furthermore, a host of her people are entering Islam and making it their way of Life. Islam offers a comprehensive system and the challenge to us all is to learn and embody the teachings of Islam and convey them to others in a wise, sensible and beautiful manner. Islamic Forum of Europe (IFE) helps to enable individuals to learn and apply the basic tools required to achieve this within a collective framework helping to develop the Muslim community and benefit the wider society. "Has not the time come for the hearts of those who believe to be affected by Allah's reminder and that which has been revealed of the truth..." (57.16)
Company Overview
WORK PRINCIPLES & ORGANISATIONAL STRUCTURE

IFE adheres to the Shariah while taking decisions and formulating policies and procedures. IFE is run by its elected president through consultation or Shoora. The leadership at all levels are chosen/elected on the basis of commitment to Islam, proven qualities and competence. IFE has forged links with one of the oldest youth groups in Britain, Young Muslim Organisation UK, and a pioneering organisation for sisters, Muslimaat UK. IFE also works very closely with other organisations that have a common understanding and purpose in developing an Islamic framework for Muslims in Europe. With its head office based in London IFE has branches in most of the European countries including: Austria, Belgium, Cyprus, Finland, France, Germany, Greece, Italy, Norway, Portugal, Spain, Sweden and Switzerland


REGULAR ACTIVITIES

IFE undertakes regular activities, such as: Individual and group Da'wah, Study Circles, courses in Tafsir, Hadith, Seerah and History Seminars, Conventions and Camps Islamic cultural exhibitions for non-Muslims and the annual Discover Islam Month, Arabic Language & Shariah courses, Insight and Discover Islam magazines, Local Radio stations (particularly in Ramadan), Developing Mosques, Schools and Islamic Centres, Raising funds for humanitarian relief, participating in local, national and global issues affecting the Ummah and humanity at large. PROJECTS & PARTNERSHIPS

Islam Awareness Project & Discover Islam Month, Al-Baseera Institute of Shariah & Arabic Language, Muslim Community Radio (MCR), Islamic Schools & Summer Shariah School, Women's social welfare projects, Youth & Community Development projects, Junior Muslim Circle (JMC)


SUPPORT IN DEVELOPING ISLAMIC WORK IN YOUR AREA

Muslims in Britain number around two-million, and are to be found in all of the major cities and towns. However many areas lack the infrastructure and organisation to support Muslims. Whether you want to organise a Study Circle, an Islamic School, bring about change in your community, or take part in inviting others to Islam, IFE can provide you with the support and resources to achieve your aspirations. Contact us today.

14/05/2025
01/01/2025
অনেক দিন পর সাইপ্রাসের বন্ধুদের সাথে কিছু সময়
12/12/2023

অনেক দিন পর সাইপ্রাসের বন্ধুদের সাথে কিছু সময়

25/04/2023
19/05/2020

বাসায় কিংবা ব্যারাকে ঈদুল ফিতরের নামায কিভাবে পড়বেন?


বিস্তারিত জানতে নিম্নের প্রবন্ধটি পাঠ করুন। এবং অন্যদের জানাতে শেয়ার করুন।
বক্ষমান প্রবন্ধে যেসব বিষয় আলোচনা করা হবে-
 ঈদ সুস্থ সংস্কৃতির বহিঃপ্রকাশ
 বাড়িতে ঈদের নামায পড়ার বিধান
 বাড়িতে ঈদের নামায আদায়ের পদ্ধতি
 বাড়িতে কি একা একা ঈদের নামায পড়া যাবে?
 বর্তমার পরিস্থিতিতে আমাদের করণীয়
 ঈদ সুস্থ সংস্কৃতির বহিঃপ্রকাশ
পৃথিবীবাসীকে সব ধরণের অপসংস্কৃতির উৎসব থেকে মুক্ত করতে সুস্থ সংস্কৃতির উৎসব ঈদের প্রচলন করেছেন প্রিয়নবী মুহাম্মাদ (সা.)। দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয় এবং একই বছর মহানবী (সা.) মুসলিম জাতির জন্য ঈদুল ফিতর ও ঈদুল আজহার প্রচলন করেন। নবীজি (সা.) কর্তৃক প্রবর্তিত ঈদ ইসলামের অন্যসব আনুষ্ঠানিকতার মতোই সম্পূর্ণ অশ্লীলতা ও অপসংস্কৃতিমুক্ত,অর্থবহ,সমৃদ্ধ,প্রাণসম্পন্ন ও কল্যাণমুখী।
তবে এ বছর বিশ্ব জুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে ঈদের নামায সেই আবেগ অনুভূতি নিয়ে বিশাল জামায়াতের সাথে আদায় করা সম্ভব হচ্ছে না। কারণ এটি এমন এক ভাইরাস যা পরস্পর সংক্রমণে ছড়িয়ে থাকে। এর প্রাদুর্ভার যেন না ছড়ায় সেজন্য এবছর বিশ্বের অনেক দেশে জুমুআ, তারাবীহ ও ঈদের নামায মসজিদে আদায় করা স্থগিত করেছে। তাই এ বছর ঈদের নামায বাসায় পড়তে হবে।
বিশ্বস্বাস্থ্য সংস্থাতার পণ্ডিতগণ ইঙ্গিত দিয়েছেন যে, এই মহামারী দীর্ঘকালীন হতে পারে, তাই আমাদের বহু শতাব্দী ধরে প্রচলিত রীতি-নীতি, খোলা ময়দানে বা বড় জামায়াতের সাথে এবছর ঈদুল ফিতরের নামায আদায় করা সম্ভব হবে না। সুতরাং ঘরের ভিতরে কিংবা কোম্পানীর ব্যারাকে আমরা ঈদুল ফিতরের নামায কিভাবে আদায় করবো? সেই বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করবো ইনশা আল্লাহ।
বাসায় ঈদের নামায আদায় করার পদ্ধতি ২০২০
দেশ এখন ব্যতিক্রমী পরিস্থিতিগুলির মধ্যে দিয়ে যাচ্ছে, ঈদ উদযাপনে বেশকিছু বিষয় আমাদের থেকে অনুপস্থিত থাকতে পারে,যার মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য ঈদের নামায,সুতরাং ঈদের নামায বাসায় আমরা কিভাবে আদায় করবো সেই বিষয়ে এখন আলোকপতা করবো। ইনশা আল্লাহ
ঘরে বা ব্যারাকে ঈদের নামাযের বিধান
ইসলামী বিদ্বান বা ফকীহগণের মতামত অনুসারে ঘরে বা ব্যারাকে ঈদের নামায বিধান আলোকপাত করা হলো-
প্রথমত: ঈদের নামাযের শরঈ বিধান
 ঈদের নামাযকে ইমাম আবু হানীফ ও আহমাদ বিন হাম্বল (রহ.) ছাড়া অন্যান্য ইমামগণ সুন্নাতে মুয়াক্কাদাহ বলেছেন। আর ইমাম আবু হানীফ (রহ.) মতে ওয়াজিব। এবং ইমাম আহমাদ বিন হাম্বলের মতে ঈদের নামায ফরযে কেফায়। এই নামায জামাআতের সাথে আদায় করতে হয়। কোন কারণে যদি জামাআতের সাথে আদায় করা সম্ভব না হয়, তবে একাকিও এই নামায আদায় করা যায়।
ঘরে ঈদের নামায আদায় করার বিষয়টা নতুন নয়। সাহাবায়ে কেরামদের যুগেও ঘরে ঈদের নামায পড়ার প্রমাণ হাদীসগ্রন্থগুলোতে পাওয়া যায়।
একবার হযরত আনাস (রাঃ) ঈদের নামাযের জামায়াতে শরীক হতে পারেননি। পরে তিনি ঘরে এসে পরিবারের সবাইকে নিয়ে -এমনকি দাস-দাসীদেরকে একত্রিত করে তাকবীর দিয়ে ঈদের জামায়াত করেছেন। তবে তিনি ঈদের খুতবা দেন নাই। (দেখুনঃ এরওয়াউল গালীল, আলবানী ৩/১২০), বুখারী হাদীস নং ৯৮৭, মুসান্নাফ ইবনে আবি শায়বা (হাদীস নং ৫৮০৩), সুনানে বায়হাকী (৬২৩৭)।
আইম্মায়ে কেরামদের দৃষ্টিতে ঘরে ঈদের নামাযের বিধান:
উপরের হাদীস বা সাহাবার আমলের ওপর ভিত্তি করে মালেকী, শাফেয়ী ও হাম্বলী মাজহাবে ঘরে ঈদের নামায আদায় করা যাবে বলে মতামত দেওয়া হয়েছে। (দেখুনঃ মুখতাসারুল ঊম্ম- মুযানী ৮/১২৫, শারহুল খারশী ২/১০৪)।
হানাফী মাজহাবে বলা হয়েছে যে যদি ইমামের সাথে ঈদের সালাত না আদায় করতে পারে তাহলে আলাদা বা একা তা আর আদায় করা যাবে না। (দেখুন আদ-দুররুল মোখতার ২/১৭৫)। এর পক্ষে হাদীসের কোন প্রমাণ না পাওয়া গেলেও যুক্তি হলো- ঈদ হলো ব্যাপক গোষ্ঠীয় ইবাদত, পারিবারিক নয়। ফলে, ঘরে তা আদায় করা যাবে না। ইমাম ইবনে তাইমিয়া (রঃ) ও ইবনে উসাইমিন হানাফীদের মতের পক্ষে মত দিয়েছেন। (দেখুনঃ আশশারহুল মুমতি ৫/১৫৬)।
সাউদী স্থায়ী ফতোয়া কমিটির ফতোয়া (৮/৩০৬) বলেছেন যে যদি কেউ ঈদের সালাতের জামায়াত না পায়, তিনি ঘরে বা অন্য কোথাও আবার আলাদা জামায়াত করতে পারবেন ঈদের অতিরিক্ত তাকবীর সহ।
কিন্তু এখানে সালাতের পর ঈদের খুতবা দিবেন না।
 ফকীহগণ ও বিদ্বানদের ফতোয়ার মতামতের ভিত্তিতে বর্তমান ইসলামী স্কলারগণ ঘরে বসে ঈদের নামায পড়ার ব্যাপারে একমত হয়েছেন এবং তারা নিশ্চিত করেছেন যে ঘরে বসে ঈদের সালাত বা নামায আদায় করা জায়েয, এটি জামাআতের সাথে আদায় করা সুন্নত।
ঈদের নামায আদায়ের জন্য নিম্নের পদক্ষেপদগুলো অনুসরণ করতে হবে
১। ঈদের নামায দুই রাকআত।
২।সিটি বা এলাকানুযায়ী সময় হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। সময় হলেই এই নামায পড়া শুরু করবে।
৩। ঈদের নামাযের সময়: সূর্যোদয়ের ১৫ মিনিট পর থেকে সূর্য পশ্চিমাকাশে ঢলে যাওয়া পর্যন্ত পড়া যাবে। অর্থাৎ জুহুর নামাযের আগ পর্যন্ত পড়া যাবে।
কুয়েতে ২০২০ সালে ঈদুল ফিতরের নামাযের সময় হলো-ভোর ৫টা ৭ মিনিটে।
৪। এই নামায ১২ তাকবীরের সাথে আদায় করতে হয়। কিন্তু ইমাম আবু হানীফ (রহ.)-এর মতে ৬ তাকবীরে পড়তে হয়।
৫। নামায পড়ার পদ্ধতি: প্রথম রাকআতে ছানা পড়ার পর ৭ তাকবীর, আর ইমাম আবু হানিফার মতে ৩ তাকবীর দিয়ে সূরা ফাতিহা পাঠ করবে, অতঃপর সূরা ক্বাফ অথবা সূরা আ‘লা পাঠ করবে। উপরে বর্ণিত সূরাগুলো মুখস্ত না থাকলে, যেগুলো মুখস্ত আছে, সেগুলো দিয়েই নামায আদায় করবেন।
অতঃপর রুকু, দুই সিজদা করে দাঁড়াবে। এবং ৫টি তাকবীর দিবে, সূরা ফাতিহা পড়ার পূর্বেই। তারপর সূরা ফাতিহা অতঃপর সূরা ক্বামার অথবা সূরা গাশিয়া পাঠ করবে। তারপর রুকু সিজদা করে অন্যান্য নামাযের মত ঈদের দুই রাকআত নামায শেষ করবে।
আর ইমাম আবু হানীফ (রহ.)-এর মতে ৩টি তাকবীর দিবে সূরা কিরাত শেষ করে রুকুতে যাওয়ার পূর্বে।
৬। ঈদের নামাযের কিরাত শব্দ করে পড়তে হয়।
৭। এই নামাযের পূর্বে কোন আযনা ও ইকামত নেই।
৮। ঈদের নামাযের পূর্বে অন্য কোন নামাযও পড়া যাবে না। ইশরাকের নামায অবশ্যই ঈদের নামায পড়ার পর পড়বেন।

ঈদের নামায একাকী পড়া বৈধ?
ইসলামী ফাতওয়া কমিটি এই বছর পরিষ্কার জানিয়ে দিয়েছে, যদি বিশ্ব পরিস্থিতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব অব্যাহত থাকে, তাহলে মসজিদ এবং ময়দানগুলিতে সমাবেশ ও নামায আদায় করা নিষিদ্ধ থাকবে- মহামারীর প্রাদুর্ভার রোধ করার জন্য। এমতাবস্থায় ঈদের নামায ঘরেই পড়তে হবে।
তবে নামাযের পরে কোন খুতবা দেওয়ার প্রয়োজন নাই। কেননা খুতবা শুধু মসজিদ অথবা ময়দানে নির্ধারিত ইমাম সাহেবগণের জন্য দেওয়ার বিধান রয়েছে। সুতরাং ঘরে ঈদের নামায আদায়কারীদের খুতবা দেওয়ার প্রয়োজন নাই।
 বর্তমার পরিস্থিতিতে আমাদের করণীয়
আমরা যারা বিভিন্ন দেশে মহামারী করোনা ভাইরাসের কারণে লকডাউনে ঘরে বসে আছি, আমরা এই ঈদের কী করবো? তার উত্তরে বলবো,
এখানে আপনাদের কাছে ভিন্নভিন্ন মত উপস্থাপন করা হলো। আপনারাই সিদ্ধান্ত নিবেন কোনটা আমল করবেন।
তবে, যেহেতু আনাস (রাঃ) নিজেই বাসায় পরিবারের লোকদেরকে নিয়ে ঈদের সালাত করেছেন বলে সহীহ হাদীসে প্রমাণ পাওয়া যায়, তাই আমরাও সে অনুযায়ী আমল করতে পারি। তাছাড়া এই আমলটি বছরে একবার ঘুরে আসে, আবার যেহেতু ঘরে পড়ার প্রমাণ পাওয়া যায় তাই আমি মনে করি ঘরে ঈদের নামাযটি আদায় করে নেওয়াই ভালো। আমরা ঘরে পড়বো ইনশা আল্লাহ। আপনারাও প্রস্তুতি নিন।
আর যদি আওক্বাফের পক্ষ থেকে এ সংক্রান্ত কোনো ঘোষণা আসে, তা আপনাদের জানিয়ে দেওয়া হবে ইনশা আল্লাহ।
এই নিবন্ধে, ঈদুল ফিতরের নামায পড়ার পদ্ধতি, বাড়িতে নামায পড়া যাবে কি না? এবং একাকী এই নামায পড়তে পারবে কি না ? এই বিষয়ে ফকীহগণের বিভিন্ন মতামতের আলোকে, বিস্তারিত আলোচনা করা হয়েছে।

01/05/2020
https://youtu.be/TtFaR6RQJJY
28/04/2020

https://youtu.be/TtFaR6RQJJY

হস্তপদাসন , হস্তপদাসন আপনার শরীরের পিছনের যে ব্যাক রয়েছে সে ব্যাক ঠিক করবে আপনার সঠিক ভাবে স্ট্রং করবে সঠিক ব্যথ....

https://youtu.be/Ic0DiaScu3M
07/04/2020

https://youtu.be/Ic0DiaScu3M

আপনি আপনার শরীরে করনা কে প্রতিরোধ করতে হলে জীবনীশক্তি বুষ্ট করা দরকার আমাদের এসপারেটি সিস্টেমে আমাদের ফুসফুসে আ....

08/10/2019

আসসালামু আলাইকুম,প্রিয় বাংলাদেশী ভাই ও বোনেরা, আগামী ১ ও ২ নভেম্বর বাংলাদেশ এম্বাসি থেকে লোকজন আসবে,সতরাং যারা রিফোজি নবং পাস পোট নবায়ন করতে চান তাহলে নিচের নাম্বার গুলোতে যোগাযোগ করুন.৷৷ লিমাসল-আলমগীর হোসেন-৯৯৭৭০২৭৮, আকমল হোসেন-৯৬৫৮৪০৮২,৷ পাপোস-৷ মাহাবুব হোসেন-৯৯০৭২০১১, আবু তালহা-৯৬৮২১০৬৯,৷ নিকোশিয়া-৷ ইউসুফ সানি-৯৬৩৫৫৪৪৭, সিরাজ মুহাম্মদ-৯৬৬২৭১৫৮, রাকিব তরফদার-৯৬৫৬৩৪৯০, লারনাকা- কাউছার কামরান-৯৬৭৫৫৮৭৮, রাশেদুল ইসলাম সুজন-৯৬৩৬৭৯০৯. স্থান- পাপোস ও নিকোশিয়া.

Address

Nicosia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Forum of Cyprus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic Forum of Cyprus:

Share