Tuba Mariam

Tuba Mariam বন্ধ চোখে, অন্ধ নও তুমি! বরং বিশ্বাসী, আত্মবিশ্বাসী! ✍️

28/07/2024

সততা চির সবুজ!

আপনি যদি অকল্যাণের উত্তরসূরি হন!
কল্যাণকামী দলের শিকড়ও খুব গভীর!

নতুন ফুল সেদিনও ফুটেছিলো, ফুটছে, ফুটবেও ইনশাআল্লহ!

18/07/2024

সততা বিক্রির রাজপ্রাসাদে একদিন দম আটকে আসবে ইংশাআল্লহ! শান্তির নিদ্রা খুজতে গিয়ে চিরনিদ্রায় চলে যাবে! রুহে স্বস্তির বাতাস আর বইবে নাহ্। চারিদিকে অন্ধকার, বদদোয়া আর বদদোয়া!

এ জীবন গঠনের স্বপ্ন ছিলো? নাহ্ এমন তো হওয়ার কথা ছিলো না। মরিচীকা পিপাসু হওয়ার এতটুকুও আগ্রহ ছিলো না।

ছিলো গাঢ় সবুজ উদ্যানের স্বপ্ন। চিরস্থায়ী সেই উদ্যান।
সেখানে পৌঁছাতে শুভ্রতার চাদর (পবিত্র কাফন) মাখতে হয়।

মারিয়াম✍️

14/07/2024

#রাজাকার শব্দ টা কেমন সম্মানিত সম্মানিত মনে হচ্ছে। অন্তত আ/ছাত্র-লীগ বলে গালি দিতে পারে নি!

#লীগ👀

30/06/2024

♻️🤍
এ সময় শীগ্রই ফুরিয়ে যাবে, শুভ্রতার সজীবতায়, আমিন!

সূরহ আল-ইনশিরহ আল্লহ প্রদত্ত কল্যাণ কর হাদিয়া আমাদের সকলের জন্য সুব্বহানাআল্লহ, আলহামদুলিল্লাহ ✨

10/06/2024

এক মলিন বিকেলে, হঠাৎ সূর্য তীব্র আলো দিবে। আর সাথে সাথেই বিদঘুটে অন্ধকারে ছেয়ে যাবে অন্তর!

✨👣✨

#বিবেকের_আলো

মারিয়াম✍️

28/05/2024

যত বেশি অহেতুক কথা বলবেন, অন্তরের নূর নষ্ট হয়ে যাবে।

তবে অবশ্যই সকলের সাথে আল্লহর সন্তুষ্টির জন্য সুসম্পর্ক রাখতে হবে🤍। যারা উপকার করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, দোআ করতে হবে♻️।

11/05/2024

আপন মনে ভালোবাসা কুড়িয়ে, গুছিয়ে রাখুন।
আল্লহর সন্তুষ্টির জন্য ভালোবেসে, ছড়িয়ে দিন✨।

মারিয়াম✍️

30/03/2024

এ পথ দীর্ঘ, তবে পথ ফুরিয়ে আসছে, প্রতি মূহুর্তে!
মৃত্যুর দারপ্রান্তে পৌঁছে যাচ্ছি, আল্লহ তায়ালার সামনে কি নিয়ে হাজির হবো?!

সে দিন কি এতো অযুহাত কাজে আসবে? উনার ((আল্লহ তায়ালার)) করুণা ছাড়া বাঁচার উপায় আছে?!

28/02/2024

সময়!

আল্লহু সুবহানাহু ওয়াতাআ'লা সময়ের কসম দিয়ে আয়াত নাজিল করেছেন। প্রতিটা ব্যথিত অন্তরের খবর তিনি ((আল্লহ)) রাখেন!

সময়ের রাজত্ব শেষ হলেই, তিনি পাকড়াও করবেন ইংশাআল্লহ। তবে তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। উনার দয়ার প্রতি কখনো নিরাশ হওয়া যাবে না। তেমনি তিনি ন্যায় বিচারক, উত্তম প্রতিদান কারী🍃।

মারিয়াম✍️

28/02/2024

★ সূরহ আল হাক্কাহ।

তাফসীর/ অর্থ পড়ে নিবেন। ৬৯ নাম্বার সূরহ। আশা করছি এ-দুনিয়ার সমস্ত বাস্তব চিত্র ফুটে উঠবে এবং আপনার সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যাবে ইংশাআল্লহ, আমিন💚🍃

Adresse

Berlin

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Tuba Mariam erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Teilen

Kategorie