22/11/2025
সাবেক ও বর্তমান সদস্যদের স্বেচ্ছাদান, সংগঠনের আর্থিক ভরসা: শিবির সভাপতি
নিজস্ব প্রতিনিধি, রাজশাহী | দৈনিক সাহসী কন্ঠ আপডেট: ২২ নভেম্বর ২০২৫
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কোনো বাহ্যিক বা গোপন উৎসের টাকায় নয়, বরং সাবেক ও বর্তমান সদস্যদের স্বেচ্ছাদানেই পরিচালিত হয় বলে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি দাবি করেন, সংগঠনের আর্থিক লেনদেনে কঠোর স্বচ্ছতা বজায় রাখা হয়।
শনিবার (২২ নভেম্বর) রাজশাহী কলেজ মাঠে অনার্স ও এইচএসসি নবীন শিক্ষার্থীদের বরণ এবং ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, “ছাত্রদের ব্যক্তিগত আয় না থাকলেও অল্প অল্প সঞ্চয় করে ভালো কাজে ব্যয় করার মানসিকতাই শিবিরের ভিত্তি। শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ কর্মী—সবাই নিজের সামর্থ্য অনুযায়ী নিয়মিত অনুদান দেন, যা সংগঠনের প্রধান আর্থিক ভরসা।”
তিনি আরও বলেন, দেশে ও বিদেশে গুরুত্বপূর্ণ পদে থাকা সাবেক সদস্যরাও নিয়মিত সংগঠনকে সহায়তা করেন। আর্থিক স্বচ্ছতার উদাহরণ দিয়ে তিনি বলেন, “অন্য অনেক জায়গায় বরাদ্দকৃত অর্থ হারিয়ে যায়, কিন্তু শিবিরের ক্ষেত্রে ১০ টাকা বরাদ্দ থাকলে দায়িত্বশীলরা নিজেদের পকেট থেকে আরও খরচ করে কাজের মান বাড়ান।”
অনুষ্ঠানে রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি এবং রাজশাহী কলেজ ও মহানগর শিবিরের নেতারা উপস্থিত ছিলেন।
ধন্যবাদ।