11/07/2025
চৌদ্দগ্রামে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, চৌদ্দগ্রাম। দৈনিক সাহসী কণ্ঠ
আজ শুক্রবার, ১১ জুলাই ২০২৫। কুমিল্লার চৌদ্দগ্রামের আমজাদের বাজারে মাদকের বিরুদ্ধে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণ, সমাজসেবক, সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধনটি এক ঐতিহাসিক রূপ নেয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম থানার ওসি, বিজিবির সদস্য, সমাজসেবক, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ। কুলিয়ারা এলাকার বিশিষ্ট ব্যক্তি অ্যাডভোকেট দুলাল বলেন, “যদি আমরা সমাজকে সঠিক পথে পরিচালিত করতে চাই, তাহলে মাদককে না বলতে হবে। মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে প্রশাসনের হাতে তুলে দিতে হবে।”
বক্তব্যে বেলাল বলেন, “৫ আগস্টের বিপ্লবে বহু মৌলিক সমস্যা সমাধান হলেও মাদকের সমাধান হচ্ছে না। কারণ, মাদকচক্রের সঙ্গে রাজনৈতিক নেতারাও জড়িত। মাদক কারবারি যেই হোক, আমরা তার বিরুদ্ধে সংবাদ ও প্রচারণার মাধ্যমে সোচ্চার থাকব।” তিনি আরও বলেন, “আমরা প্রেস ক্লাবে, থানায়, যেখানে পারি, মাদকের বিরুদ্ধে কথা বলছি—এই প্রচেষ্টা চালিয়ে যাব।”
সমাজসেবক আব্দুল কাইয়ুম মানিক বলেন, “মাদক আসে, সরকার যায়। আওয়ামী লীগ হোক বা বিএনপি—যারা মাদকচক্রকে রক্ষা করে, তাদেরকে ছাড় দেওয়া যাবে না।” তিনি আরও বলেন, “জলাবদ্ধতা ও শিক্ষা ব্যবস্থার দুর্বলতার সঙ্গেও মাদক সংশ্লিষ্ট। কুলিয়ারা স্কুলের অনেক শিক্ষার্থী ইতোমধ্যে মাদকে জড়িয়ে পড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।”
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও জামায়াত নেতা মোতাহের হোসেন মোল্লা। তিনি বলেন, “গত ৫ আগস্ট মাদক নিয়ে আমজাদের বাজারে দুটি ঘটনা ঘটে। কিছুদিন আগেও নানকরায় অভিযান চলাকালে হামলা হয়েছে। আমরা জানি কারা এসব মাদকের ব্যবসা করে। প্রশাসন ও জনসাধারণকে নিয়ে আমাদের প্রতিরোধ গড়তে হবে। যে-ই হোক, মাদক ব্যবসায়ীদের কোনো অবস্থাতেই রেহাই দেওয়া যাবে না।”
তিনি আরও বলেন, “নানকরা, বাতিসা, লুধিয়ারা, কালিকসারসহ বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার বাড়ছে। যেসব শিক্ষার্থী মাদকে জড়াচ্ছে, তাদের নিয়ে অভিভাবকদের দারুণ সচেতন হতে হবে।”
মানববন্ধন শেষে সকল বক্তারা দল-মত-নির্বিশেষে মাদকবিরোধী প্রচারণা জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং প্রশাসনকে সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ জানান।
ধন্যবাদ।