Hasi&khusi

Hasi&khusi Live for today because…..

🖤
27/07/2025

🖤

26/07/2025

আমি কাউকে আনফ্রেন্ড, আনকাজিন, আনকো-ওয়ার্কার, আনফ্যামিলি যা কিছুই হোক না কেন এখন খুব দ্রুত করে ফেলতে পারি, যদি তার উপস্থিতি আমার মানসিক শান্তি কেড়ে নেয়, আগে পারতাম না। বয়সের সাথে মনে হয় নাটক সিনেমা দেখার অভ‍্যাসটা নষ্ট হয়ে যাচ্ছে ।

কারো টাইটেল আমার কাছে কোনো বিষয় নয়। যদি তার উপস্থিতি আমার মানসিক শান্তির দাম হয়ে যায়, তাহলে তিনি চলে যেতে পারেন। আমি আর অপরাধবোধ, পুরনো সম্পর্ক বা দায়িত্ববোধের কারণে কাউকে জীবনে ধরে রাখি না।

যদি আপনি সবকিছু নিজের নিয়ে ঘোরান…
যদি আপনার এনার্জি প্রতিবার রুমে ঢুকলেই ভারী হয়ে যায়…
যদি আপনার সঙ্গে কথা বলার পর আমি সমর্থন না পেয়ে বরং ক্লান্ত হই…
তাহলে বুঝে নিন, আপনি আমার মানুষ নন।

রক্তের সম্পর্ক মানেই না যে আপনার আমার জীবনে প্রবেশাধিকার থাকবে। বন্ধুত্ব মানেই এটা না, যে সেটা আজীবন চলবে। আর লয়ালটি মানে কখনোই এই না যে আমি আমার সীমারেখা ভাঙতে দেব,বার বার।

আমি জীবনে অনেকদিন নিজের চাওয়া-পাওয়াকে বিসর্জন দিয়েছি। কিন্তু এখন?
আমি শান্তি বেছে নিচ্ছি।
আমি উন্নতি বেছে নিচ্ছি।
আমি নিজেকে বেছে নিচ্ছি।

Because at the end of the day, protecting your peace is not selfish — it’s survival. And I choose to survive with dignity, clarity, and peace.

🤍🤍
25/07/2025

🤍🤍

🤍

25/07/2025
☺️☺️
24/07/2025

☺️☺️

স্বামী যখন স্ত্রী কে আগলে রাখে🙂
তখন পৃথিবীর কোনো আঘাত ওই নারীকে স্পর্শ করতে পারে না💜

24/07/2025

যদি কেউ আমাদেরকে আগে থেকে জানিয়ে দিতো 'এটাই হবে শেষ দেখা', আমরা সেই মানুষটার জন্যে ঠিক যা যা করতাম, কেন সেটা রোজকার জীবনে করতে পারিনা??

কত অভিমান, অভিযোগ, অজুহাত আমাদের!

অথচ কি ছোট্ট একটা জীবন আমাদের, রোজ যেখানে মৃত্যু পাশে হাঁটে!

চিরতরে হারিয়ে ফেললেই কি কেবল বোঝা যায় - কত টা ভালোবাসতাম?

(এটা ছিল মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন মিসের শেষ কথা যা তিনি তাঁর স্বামীকে বলে গিয়েছিলেন।

'ঘুমান মিস! নিশ্চয় আপনাদের আবার দেখা হবে! জান্নাতে ♥️)

23/07/2025

আরো একটা জুলাই মাস। ফেসবুকের নিউজ ফিডে কা-ন্না আর আ'হা'জা'রি 😥

23/07/2025
I think more then 500 😒
23/07/2025

I think more then 500 😒

23/07/2025

একই সাথে ৩ সন্তানকে দা-ফ-ন করতে হলো বাবাকে..এর থেকে কষ্টের আর কি হতে পারে 💔

দু:খ পেতে পেতে বড় ক্লান্ত জাতি ,গতরাতে মানুষের ঘুম হয়নি।
আমরা সবাই ট্রমাটাইজড হয়ে আছি।
অভিবাবকদের কি অবস্থা সন্তান হা'রিয়ে ভাববার সাহস নেই 😑

#মাইলস্টোন #উত্তরা #বিমান

22/07/2025

মাইলস্টোনের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় যাদের পাওয়া যাচ্ছে না-

১। সাইবা জাহান (ক্লাস ফোর, আইডি- ২২৭৬)
২। সাজিদ আহমেদ সানি (এইচএসসি ক্যান্ডিডেট)
৩। মাহতাব রহমান (ক্লাস সেভেন, আইডি- ১০১৪)
৪। নুসরাত জাহান আনিকা (ক্লাস থ্রি, মারা গেছে বাবুটা)
৫। এরিকসন (জাতীয় বার্ন ইন্সটিটিউটে আছে)
৬। নাজিহা (ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আছে)
৭। মোনতাহা তোয়া কর্নো (ক্লাস থ্রি, আইডি- ২০৩১)
৮। আফিয়া উম্মে মরিয়ম (ক্লাস থ্রি, বিভাগ- আকাশ)
৯। সোহান হাসান নিহাদ (খোঁজ পাওয়া গেছে, সুস্থ আছে)
১০। মুহতাসিম হক ফুয়াদ (ক্লাস এইট, সুস্থ আছে পাওয়া গেছে)
১১। আসমাউল হুসনা জায়রা (ক্লাস থ্রি, সুস্থ তবে অভিভাবক খোঁজা হচ্ছে)
১২। সাদ সালাহউদ্দিন (ক্লাস থ্রি)
১৩। লামিয়া আক্তার সোনিয়া (পোড়া রোগীর পকেট থেকে আইডি কার্ড পাওয়া গেছে)
১৪। রাফসি আক্তার রাফি (ক্লাস ফোর, আইডি- ২৩৫৭ ওর বাবা-মা'কে খুঁজছি)
১৫। সায়মা আক্তার (ক্লাস থ্রি, বিভাগ- ক্লাউড, সিএমএইচে মারা গেছে)
১৬। এমডি জিহাদ (কলেজ শিক্ষার্থী, সুস্থ আছে পাওয়া গেছে)
১৭। মেহনাজ আফরিন হুমাইরা (ক্লাস টু, আইডি-১৮২৫ বাবুটা মারা গেছে)
১৮। রাইসা (ক্লাস থ্রি, বার্ন ইনস্টিটিউটে পাওয়া গেছে)

(এই পোস্টটি আপডেট হতে থাকবে)

বার্ণ ইন্সটিটিউট, ঢাকা মেডিকেল কলেজ
– এ সর্বশেষ দগ্ধ রোগীদের ভর্তির তালিকা-

তালিকাভুক্ত দগ্ধরা হলেন:
1. শামীম ইউসুফ (১৪)
2. কাব্য (বয়স অনির্দিষ্ট)
3. আবিদূর রহমান (১০)
4. রুফিয়া বড়ুয়া (১০)
5. সায়েম ইউসুফ (১৪)
6. তানভির (বয়স অনির্দিষ্ট)
7. মুনতাহা (১০)
8. নাফি (৯)
9. মেহেনুর (১২)
10. আয়ান (১৪)
11. জায়মা (১৩)
12. লোরিন (৩০)
13. রোহান (১৪)
14. আবিদ (৯)
15. আশরাফ (৩৭)
16. ইউশা (১১)
17. পায়েল (১২)
18. আলবেরা (১০)
19. তাসমিয়া (১৫)
20. মাহিয়া (বয়স অনির্দিষ্ট)
21. সায়েবা (৯)
22. ফয়েজ (১৪)
23. মাসুমা (৩৮)
24. মাহাতাব (১৪)
25. শামীম (১৪)
26. জাকির (৫৫)
27. নিলয় (বয়স অনির্দিষ্ট)
28 . সায়রা (১০)
29. নাফিজ (বয়স অনির্দিষ্ট)
30. তৌফিক (১৩)
31. নিশি (২৮)
32. নুসরাত (১২)
33. আরিয়ান (১৩)
34. বাপ্পি (১০)
35. জুনায়েদ (১২)
36. তাসনুবা মাহবিন (১১)
37. ফারজানা ইয়াসমিন রিনা (৪৫)
38. মাকিন (১৫)
39. শ্রেয়া (৯)
40. ইরিকশন (১৩)
41. রাইসা (১১)

এই ৪২ জন রোগী বর্তমানে ভর্তি রয়েছেন। যাদের সন্তান নিখোঁজ, অনুগ্রহ করে নাম দেখে মিলিয়ে নিন এবং যত দ্রুত সম্ভব হাসপাতালের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো।

বিঃদ্রঃ- বিস্তারিত জানতে ও সহযোগিতার জন্য বার্ণ ইনস্টিটিউটে যোগাযোগ করুন।


22/07/2025

কিছু বলতে ইচ্ছা করেনা। লিখেও এত কিছু এক্সপ্রেস করার ক্ষমতা আল্লাহ আমাকে দেন নি। আমি আপাতত সংসারের জন্য লন্ডন অবস্থান করলেও মন পড়ে থাকে ঢাকাতে। আমার হাতঘড়িতে বাংলাদেশের টাইমে কাঁটা ঘোরে। ইচ্ছে করেই বদলাইনা। দেশের কিছু হলে ঘুমাতে পারিনা। কাল দিন গেল কোনোমতে, দেখব না দেখব না করে সবই চোখের সামনে দেখলাম ফিডে । রাতে আকাশ কুসুম কত কিছু ভাবলাম। বাচ্চাদের বাপ মা গুলা নিশ্চয়ই ঘুমায়নি। বেঁচে থাকতে এই জীবনে তাদের আর শান্তির ঘুম হবে? একটা দেশের সিস্টেম আগা টু গোড়া পচে গেলে যা হয়, আমাদের তাই অবস্থা। সবকিছুর মধ্যেই রাজ*নীতি, ব্যবসার ধান্দা। মানবিকতা আর ভদ্রতা কারো নাই, কিন্তু নিজেদের দাবি করি মুসলিম।
এখন লা* শ নিয়েও হবে পলি* টিক্স। সচিবালয়ে হচ্ছে মারামারি। সেখানেও এজেন্ডা আছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা কয়লা হচ্ছে, আমাদের ভিডিও বানানো কমেনা। সেখানে দাঁড়িয়ে কিভাবে হেল্প না করে, সূরা না পড়ে মোবাইল বের হয় দাঁত কেলিয়ে ? অনেকে দূর দূর থেকে ঘোমটা দিয়ে দেখতে এসেছেন বিমান, তাদের নববধূর মত লজ্জা পাওয়া ইন্টারভিউ দেখলাম। আমরা আসলে কি??

ক্ষমতার চেয়ারে যে বসে সেই কি ক্লাউন হয়ে যায়? এক্সিডেন্ট, হায়াত মউত কারো হাতে নাই কিন্তু সিস্টেম আমাদের হাতেই তৈরি। জবাবদিহিতা যে দেশে নাই, সে দেশে কলি*জা হাতে নিয়েই বাচ্চা বৃদ্ধ সবাইকে প্রতিদিন বের হতে হবে। এক শোক কাটতে না কাটতে আরেক নতুন শোক দেখতে হবে। এইভাবে কি চলে?

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasi&khusi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share