Tuba's Sparkle

Tuba's Sparkle A free butterfly who does everything that she loves. This page is about my daily lifestyle, food and fashion.

লাইব্রেরিতে পড়তে গেলে এমন সুন্দর আকাশ দেখে পড়া বাদ দিয়ে তাকিয়ে থাকতাম💙তাই আপাতত এই নীলাকাশ ৬ মাসের  ছুটি নিয়েছে🥹অন্ধকারা...
28/11/2025

লাইব্রেরিতে পড়তে গেলে এমন সুন্দর আকাশ দেখে পড়া বাদ দিয়ে তাকিয়ে থাকতাম💙
তাই আপাতত এই নীলাকাশ ৬ মাসের ছুটি নিয়েছে🥹
অন্ধকারাচ্ছন্ন মেঘলা আকাশের দিনে স্বাগতম 🙃

বাইরে অনেক ঠান্ডা তাই এদের একটু ওয়ার্ম শাওয়ার করালাম🌿আর তাদের বেলকনিতে যাওয়া সম্পুর্ন নিষেধ 🥺
26/11/2025

বাইরে অনেক ঠান্ডা তাই এদের একটু ওয়ার্ম শাওয়ার করালাম🌿
আর তাদের বেলকনিতে যাওয়া সম্পুর্ন নিষেধ 🥺

প্রিয় পোজ: চোখ বন্ধ করে ছবি তোলা😑
25/11/2025

প্রিয় পোজ: চোখ বন্ধ করে ছবি তোলা😑

🌍Reflecting on an inspiring and insightful LCOY Germany 🇩🇪This year’s conference brought together passionate young peopl...
24/11/2025

🌍Reflecting on an inspiring and insightful LCOY Germany 🇩🇪

This year’s conference brought together passionate young people committed to driving climate action. I was honored to host a workshop on:
✅“Climate Risks and Planned Relocations in Bangladesh🇧🇩: Lessons for Global Climate Justice.”

We explored the realities of climate-vulnerable communities, the complexities of relocation as an adaptation strategy, and what global climate justice can learn from these experiences.

Thank you to everyone who joined the session and contributed to meaningful dialogue. And a big appreciation to the organizers and volunteers for creating a powerful platform for youth engagement.🙌

Excited to carry these conversations forward.🌿

আমার এক ইন্দোনেশিয়ান বান্ধবী তার নিজের বার্থডেতে নিজেকেই এই ইন্সট্যান্ট ক্যামেরাটা গিফট করেছে🤎।আইডিয়াটা ভীষণ সুন্দর🫰। নি...
24/11/2025

আমার এক ইন্দোনেশিয়ান বান্ধবী তার নিজের বার্থডেতে নিজেকেই এই ইন্সট্যান্ট ক্যামেরাটা গিফট করেছে🤎।
আইডিয়াটা ভীষণ সুন্দর🫰।
নিজেই নিজেকে স্পেশাল করানোর চেয়ে সুন্দর আর কিছু হয়না🥺। বেঁচে থাকলে আমার কোন এক বার্থডেতে আমিও সেইম জিনিস কিনে নিজেকে গিফট করবো😑

আমার পাকিস্তানি প্রতিবেশী আবারও আমাকে খাবার দিয়ে গেছে😇।ওরা যখনই ভালো কিছু রান্না করে আমাকে দেয়😍। আমি বলি তুমি যে দাও আমি...
22/11/2025

আমার পাকিস্তানি প্রতিবেশী আবারও আমাকে খাবার দিয়ে গেছে😇।
ওরা যখনই ভালো কিছু রান্না করে আমাকে দেয়😍। আমি বলি তুমি যে দাও আমি তো সবসময় দিতে পারিনা কারণ আমি একা থাকি তাই খুব ঘটা করে রান্না করিনা সবসময়🥺।
তখন ও খুব সুন্দর করে বলে, প্রতিবেশী তো পরিবারই, তোমাকে আমরা আমাদের পরিবার ভাবি🧡।
মাঝে মাঝে মনে হয় জীবন খুব সুন্দর। এমন কিছু ভালোবাসার জন্য অনেক বেশি সুন্দর 🤲

টেম্পারেচার -১ ডিগ্রি দেখে হ্যান্ড গ্লাভস, ভোম্বল জ্যাকেট পরে বের হবেন, এরপর ট্রেনের মধ্যে হিটার অন করে এরা ২০ ডিগ্রি বা...
20/11/2025

টেম্পারেচার -১ ডিগ্রি দেখে হ্যান্ড গ্লাভস, ভোম্বল জ্যাকেট পরে বের হবেন, এরপর ট্রেনের মধ্যে হিটার অন করে এরা ২০ ডিগ্রি বানায়ে রাখবে।
তারপর ইনার, গ্লাভস আর ভোম্বল জ্যাকেট পরে আপনার জান বের হয়ে যাওয়ার কায়দা হবে🥺
এটাই বাস্তব 🤣

আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামীকাল হবে আমার শিক্ষা জীবনের শেষ পরীক্ষা (যদি ৩য় বারের মতো মাস্টার্স না করি😁)এরপরে থিসিস, ইন্টার...
19/11/2025

আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামীকাল হবে আমার শিক্ষা জীবনের শেষ পরীক্ষা (যদি ৩য় বারের মতো মাস্টার্স না করি😁)
এরপরে থিসিস, ইন্টার্নশিপ, আর কপালে থাকলে পিএইচডি কিন্তু জার্মান সিস্টেমে লিখিত পরীক্ষার ইতি এখানেই🥲।
তাই মুহুর্তটা ধরে রাখা😇
সবাই দোয়া করবেন যাতে ইজ্জতের সাথে পাশ করতে পারি🤲

কী সহজে আমি এক কাজ থেকে ডেসট্রাক্ট হয়ে আন্য কাজে চলে যাই, এই ছবি তার জ্বলন্ত উদাহরণ🙃২ দিন পরে এক্সাম, নির্লজ্জের মতো অনে...
18/11/2025

কী সহজে আমি এক কাজ থেকে ডেসট্রাক্ট হয়ে আন্য কাজে চলে যাই, এই ছবি তার জ্বলন্ত উদাহরণ🙃

২ দিন পরে এক্সাম, নির্লজ্জের মতো অনেক্ষন রিলস দেখে পড়ার উদ্দেশ্যে উঠলাম🥴, তখন দেখি ফ্লোরে মোজা পড়ে আছে ধুতে দিতে হবে😐।

সেটা নিয়ে ওয়াশরুম গিয়ে দেখি ডিটারজেন্টটা বোতলে ঢালা হয়নাই🤔।
ডিটারজেন্ট বোতলে ঢালার জন্য বেসিনে রাখলাম। পরে নোটিশ করি বেসিন ক্লিন না🙄, তারপর বেসিন ক্লিন করা শুরু করে দিছি😑

জীবনে মানুষ আসে, মানুষ যায়। সমুদ্রের ঢেউয়ের মতো। কেউ এসে শান্ত করে, কেউ সুনামির মত ধ্বংস করে দিয়ে যায়। আগে খুব হতাশ হত...
16/11/2025

জীবনে মানুষ আসে, মানুষ যায়। সমুদ্রের ঢেউয়ের মতো। কেউ এসে শান্ত করে, কেউ সুনামির মত ধ্বংস করে দিয়ে যায়।

আগে খুব হতাশ হতাম। এখন ভাবি যারা গেছে, তারা বিরাট উপকার করেছে। জীবন থেকে কিছু বস্তা কমেছে যাদের অযথাই ঘাড়ে করে ঘুরে বেড়াতাম।

এরা জীবনের গতি শ্লথ করে দেয়া ছাড়া, ক্লান্ত, বিধ্বস্ত করা ছাড়া আর কোন কাজে আসেনি।

সৃষ্টিকর্তা মানুষকে একটা সুপার পাওয়ার দিয়েছেন। সেটা হলো, ফেলতে পারা, ভুলে যেতে পারা। জিনিস, ভয়, মানুষ, নেগেটিভিটি সব। একটু দেরিতে হলেও সেই পাওয়ার এখন এপলাই করা শিখেছি।

যে আমার জন্য না, যার সাথে আমি Grow করিনা, Glow করিনা, কিছু শিখিনা, তাকে আমি আর জীবনে রাখি না। অথবা নিজেই তাদের কাছ থেকে টুপ করে চলে যাই।

কারণ একটা সময়ের পর রিয়েলাইজ করেছি,

জীবন থেকে যে বা যা হারিয়ে গেছে,

তার বদলেই কেবল আমি আমাকে ফিরে পেয়েছি………❤️

Nahid🖤

ক্যান্টিনে খেতে গিয়ে জিজ্ঞেস করি ভেজিটারিয়ানিশ কি আছে!?বলে খুব মজার একটা স্যুপ আছে খাবে?বলি দাওতো দেখি কতো মজা!পরে এই স্...
16/11/2025

ক্যান্টিনে খেতে গিয়ে জিজ্ঞেস করি ভেজিটারিয়ানিশ কি আছে!?
বলে খুব মজার একটা স্যুপ আছে খাবে?
বলি দাওতো দেখি কতো মজা!
পরে এই স্যুপ দিলো, আলু আর ব্রোকলি দিয়ে বানানো, টপিংসে আবার গাজর, ফুলকপি🥰
খুব একটা খারাপ না😑
ওরা রান্নার পিছনে অনেক কম সময় ইনভেস্ট করে, ওদের খাওয়া ছাড়াও অনেক জরুরি কাজ আছে😐।
আমার কাছে খাওয়া সবার আগে তারপরে দুনিয়ায় যতো কাজ🙃

আমাকে এক আপু জিজ্ঞেস করেছিলেন, "আপু আপনার ছবি কে তুলে দেয়!?"আমি বলেছি আমি যা পাই তার উপরে ফোন রেখে টাইমার অন করে ছবি তুল...
15/11/2025

আমাকে এক আপু জিজ্ঞেস করেছিলেন, "আপু আপনার ছবি কে তুলে দেয়!?"
আমি বলেছি আমি যা পাই তার উপরে ফোন রেখে টাইমার অন করে ছবি তুলি😁
এই তার আরেকটা প্রমাণ 😑
স্টেশনের ডাস্টবিনের উপরে ফোন রেখে এই ছবি তোলা🤣

Adresse

Bonn

Telefon

+8801849317380

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Tuba's Sparkle erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Service Kontaktieren

Nachricht an Tuba's Sparkle senden:

Teilen

Kategorie