Natallia & Habib : Go Live

Natallia & Habib : Go Live বিদেশিনী ও বাংলাদেশী ছেলে জুটির বসবাস জার্মানিতে, মনমুগ্ধকর জায়গা ও খাওয়া, ব্যায়াম, শপিং,হাসি কান্না

একটা বিকেল পরিবারের সাথে, আবার ফিরলাম নাদিয়ার শৈশবের সেই খেলার মাঠে।এই খেলাগুলোতেই বেড়ে উঠেছে ও, আজ নিভান চেষ্টা করছে সে...
29/07/2025

একটা বিকেল পরিবারের সাথে, আবার ফিরলাম নাদিয়ার শৈশবের সেই খেলার মাঠে।
এই খেলাগুলোতেই বেড়ে উঠেছে ও, আজ নিভান চেষ্টা করছে সেগুলো করতে—যেগুলো একসময় নাদিয়া করত।
একই মাঠ, নতুন স্মৃতি, নতুন প্রজন্ম… সময় যেন থেমে থাকে না, শুধু গল্প তৈরি করে। 💛

শুভ সকাল সবাইকে জার্মানি থেকে পরিবারের সাথে মনোরম পরিবেশে বারান্দায় সকালের স্বাস্থ্যকর নাস্তা দিনের বেস্ট শুরু❤️
29/07/2025

শুভ সকাল সবাইকে জার্মানি থেকে
পরিবারের সাথে মনোরম পরিবেশে বারান্দায়
সকালের স্বাস্থ্যকর নাস্তা দিনের বেস্ট শুরু❤️

বাংলাদেশি মেয়ে নাদিয়া আমার প্রিয় ছবি গুলো 🥰
28/07/2025

বাংলাদেশি মেয়ে নাদিয়া
আমার প্রিয় ছবি গুলো 🥰

21/07/2025

নাদিয়ার দাঁতের কাহিনি 🦷 | ইঞ্জিনিয়ার বাবার ভয়ংকর মিশন 😂 | প্রথম দাঁত তুলল আব্বু!
নাদিয়ার প্রথম দাত ফালানো নিয়ে শুরু হলো এলাহী কাণ্ড!
চিকিৎসকের মতো সিরিয়াস বাবার হাতে দাঁত তুলতে গিয়ে নাদিয়ার ভয়ে চিৎকার 😱
শেষমেশ দাঁত উঠলো… কিন্তু কে কাঁদলো বেশি? নাদিয়া না বাবা? 😂
পুরো ঘটনাটা দেখে নিন — হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে!

04/05/2025
একটি দেশে সবাই ধনী হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত, যাহাই সকল সমস্যার মূল। অথচ যদি এমন হতো সবাই সৎ হওয়ার প্রতিযোগিতা করতো, সৎ ল...
26/12/2024

একটি দেশে সবাই ধনী হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত, যাহাই সকল সমস্যার মূল। অথচ যদি এমন হতো সবাই সৎ হওয়ার প্রতিযোগিতা করতো, সৎ লোককে সামাজিক ভাবে পুরুস্কৃত করা হতো, সবাই পারিবারিক ভাবে সুখ খুঁজতো, তাহলে বাংলাদেশের চেহারা পাল্টে যেত।
দেশে যেমন রাষ্ট্রব্যবস্থায় সংস্কার প্রয়োজন, তেমনি মানুষের মন মানুষিকতা পরিবর্তন হওয়া ও প্রয়োজন, সেই জায়গায় আমি ও আমাদের পেইজ কাজ করছে। আশা করি সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়বো।

ছবিটি ২০১৫ সালে তোলা সেই বছরই প্রথমবার আমি বাংলাদেশে গিয়েছিলাম প্রবাস থেকে। প্রেমিকা নাতালিয়ার জন্য উপহার স্বরূপ বাংলা...
25/12/2024

ছবিটি ২০১৫ সালে তোলা সেই বছরই প্রথমবার আমি বাংলাদেশে গিয়েছিলাম প্রবাস থেকে।
প্রেমিকা নাতালিয়ার জন্য উপহার স্বরূপ বাংলাদেশী ঐতিহ্যবাহী কাছের চুড়ি ও হাতের কিছু অর্নামেন্ট ও সেলোয়ার কামিজ নিয়ে এসেছিলাম, যাহা পরে সে খুবই খুশি।
কেমন লাগছে বলুন আপনারা, বিদেশীনিকে প্রথমবার বাংলাদেশে ঐতিহ্যবাহী সাজে!

19/12/2024

লন্ডনে বাংলা গান ❤️🇧🇩🇧🇾

Adresse

Chemnitz

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Natallia & Habib : Go Live erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Service Kontaktieren

Nachricht an Natallia & Habib : Go Live senden:

Teilen

Kategorie