Natallia & Habib : Go Live

Natallia & Habib : Go Live বিদেশিনী ও বাংলাদেশী ছেলে জুটির বসবাস জার্মানিতে, মনমুগ্ধকর জায়গা ও খাওয়া, ব্যায়াম, শপিং,হাসি কান্না

অস্ট্রিয়ার মজার হলিডের পর আমাদের পাখি দুইটাকে খাঁচায় ভরে আবারো কিন্ডারগার্টেনে দিয়ে আসলাম, আলহামদুলিল্লাহ আমরা সহি সালাম...
07/09/2025

অস্ট্রিয়ার মজার হলিডের পর আমাদের পাখি দুইটাকে খাঁচায় ভরে আবারো কিন্ডারগার্টেনে দিয়ে আসলাম, আলহামদুলিল্লাহ আমরা সহি সালামতে একটি দীর্ঘ পথ প্রায় ৮ ঘন্টা ড্রাইভ করে ঘরে ফিরলাম!

অস্ট্রিয়ার হোটেলে আমাদের থাকার সময় সকাল-রাতের খাবার অন্তর্ভুক্ত ছিল। প্রতিদিন আমাদের সার্ভ করতেন কিছু দারুণ ভালো মানুষ—...
05/09/2025

অস্ট্রিয়ার হোটেলে আমাদের থাকার সময় সকাল-রাতের খাবার অন্তর্ভুক্ত ছিল। প্রতিদিন আমাদের সার্ভ করতেন কিছু দারুণ ভালো মানুষ—তাদের মধ্যে ছিলেন স্পেনের ডিলন আর স্লোভাকিয়ার নাতালিয়া।
কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো, বিদায় নেয়ার আগে তারা বলল, “আমরা তোমাদের দুজনকে না, তোমাদের দুই সন্তান—নাদিয়া আর নিভানকে খুব মিস করবো!” কারণ তারা দুজন যেখানে যায়, সেখানে এক টুকরো ভালোবাসা রেখে আসে।
এই ছবিগুলো সেই সুন্দর মুহূর্তের কিছু স্মৃতি মাত্র।

আমরা সবসময়ই চেষ্টা করি আমাদের পরিবার-ভিত্তিক ট্যুরের মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে — কারণ পরিবারই আমাদের সবচেয়ে ব...
05/09/2025

আমরা সবসময়ই চেষ্টা করি আমাদের পরিবার-ভিত্তিক ট্যুরের মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে — কারণ পরিবারই আমাদের সবচেয়ে বড় শক্তি।
আপনাদেরও যদি এমন কোন ফ্যামিলি ট্রিপের ছবি থাকে, ইনবক্সে পাঠিয়ে দিন, আমরা পোস্ট করে দিবো! আমরা চাই আমাদের পেজ থেকে আরও অনেক পরিবারকে অনুপ্রাণিত করতে।

আমার বেলারুশের শ্বশুর বাড়ি থেকে ছবি পাঠিয়েছে এই টমেটো গুলোর, একদম টাটকা টমেটো এমনি তেই কামড়ে খাওয়া যায়, গত ৩ বছর আমরা যে...
04/09/2025

আমার বেলারুশের শ্বশুর বাড়ি থেকে ছবি পাঠিয়েছে এই টমেটো গুলোর, একদম টাটকা টমেটো এমনি তেই কামড়ে খাওয়া যায়, গত ৩ বছর আমরা যেতে পারি নাই নানা জটিলতায়, এইবার ভেবেছিলাম যাবো, শেষ মুহূর্তে নতুন চাকুরী থেকে ২ সপ্তাহ ছুটি দিতে রাজি হয় নাই বস, তাই আমরা চলে আসলাম অস্ট্রিয়া! তবে আপনারা যারা বেলারুশের সেই খামারবাড়ির ভ্লগ গুলো দেখেন নাই, আমাদের ইউটিউবে গেলেই সহজে পেয়ে যাবেন, আমার শশুর শাশুড়ি একটুকরা শান্তির বাসস্থান বানিয়েছেন সেই খানে!

কালো চুলের মেয়ে নাদিয়া রহমান যেই খানে যায় অনেকে বন্ধু বান্ধবী বানিয়ে ফেলে, সব বাচ্চা হোটেলে এসে আমাকে একা দেখলে বলে, নাদ...
04/09/2025

কালো চুলের মেয়ে নাদিয়া রহমান যেই খানে যায়
অনেকে বন্ধু বান্ধবী বানিয়ে ফেলে, সব বাচ্চা হোটেলে এসে আমাকে একা দেখলে বলে, নাদিয়া কোথায়? তার মানে সে বাচ্চাদের কাছে বেশ জনপ্রিয়।
অস্ট্রিয়ান বাচ্চাগুলো ও জার্মান ভাষায় কথা বলে, নাদিয়া তাদের সাথে বেশ মানিয়ে নিতে পারছে!
তবে একটা জিনিস খেয়াল করলাম, নাদিয়া প্ল্যান করে কে কি করবে, সবাই সেটা ফলো করছে, সে লিড দেয় বাচ্চাদের, ব্যাপারটি আমি মজা ফেলাম!

New reels video coming soon
03/09/2025

New reels video coming soon

সন্তানদের জন্য ইউরোপে এখনো বলার মতে কোন ধন সম্পত্তি করতে পারি নি, তবে তাদের শৈশবে অনেক মধুর স্মৃতি দিয়ে যাচ্ছি, ব্যাপারট...
03/09/2025

সন্তানদের জন্য ইউরোপে এখনো বলার মতে কোন ধন সম্পত্তি করতে পারি নি, তবে তাদের শৈশবে অনেক মধুর স্মৃতি দিয়ে যাচ্ছি, ব্যাপারটি কেমন হচ্ছে জানাবেন!
আমরা যারা টাকা পিছে ছুটে ছুটে সন্তানদের সময় দি না, সন্তানের ভবিষ্যৎ ভালোর জন্য ফ্লাট গাড়ি করতে করতে তাদেরই শৈশবে তাদের বড় হওয়া খেয়াল করি না, সেই ব্যাপারটি কেমন? আপনারা কোনটা করেন বা সাপোর্ট করেন, জানাবেন?

নিভান যখন বেবি হয়ে যায় বেশ খুশি হোটেলে খেলনা পেয়ে
02/09/2025

নিভান যখন বেবি হয়ে যায়
বেশ খুশি হোটেলে খেলনা পেয়ে

ভাই বোন মানেই তো সব সময় হাত ধরে একে অপরকে সাহায্য করা, পর্বতে উঠতে কষ্ট হচ্ছে দেখে নিভানকে সাহায্য করছে নাদিয়া। অসাধারণ ...
02/09/2025

ভাই বোন মানেই তো সব সময় হাত ধরে একে অপরকে সাহায্য করা, পর্বতে উঠতে কষ্ট হচ্ছে দেখে নিভানকে সাহায্য করছে নাদিয়া। অসাধারণ ভিউ সাথে আরেকটি সেরা দিন!

❗সতর্কতা ও সচেতনতা বার্তা, পারলে শেয়ার করে দিয়েন কারো না কারো উপকার হবে❗সম্প্রতি আমি লক্ষ্য করছি যে, কিছু প্রতারক আমার ছ...
01/09/2025

❗সতর্কতা ও সচেতনতা বার্তা, পারলে শেয়ার করে দিয়েন কারো না কারো উপকার হবে❗

সম্প্রতি আমি লক্ষ্য করছি যে, কিছু প্রতারক আমার ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া বিজ্ঞাপন দিচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে যে আমি ইউরোপ, জার্মানি, আমেরিকা বা অন্য কোনো দেশে যাওয়ার সুযোগ করে দিচ্ছি।

আমি কোনো ধরনের এজেন্সি, ভিসা প্রসেসিং কোম্পানি বা বিদেশ পাঠানোর প্রতিষ্ঠান-এর সঙ্গে জড়িত নই! আমি একজন ইঞ্জিনিয়ার, আর কন্টেন্ট ক্রিয়েশন আমার শখ।

প্লিজ, এই ধরনের পোস্ট দেখে বিশ্বাস করবেন না এবং কারো সাথে প্রতারিত হবেন না।

আমার কোনো অফিশিয়াল তথ্য বা পোস্ট পেতে হলে শুধুমাত্র এই পেইজ “Natallia & Habib” ফলো করুন।

ধন্যবাদ সবাইকে।

৬ হাজার ফিট উপরে অস্ট্রিয়ার পর্বতে স্মরণীয় দিন
01/09/2025

৬ হাজার ফিট উপরে অস্ট্রিয়ার পর্বতে স্মরণীয় দিন

New song reels coming soon.
31/08/2025

New song reels coming soon.

Adresse

Chemnitz

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Natallia & Habib : Go Live erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Service Kontaktieren

Nachricht an Natallia & Habib : Go Live senden:

Teilen

Kategorie