Natallia & Habib

Natallia & Habib A Bangladeshi-Belarusian couple in Germany sharing love, laughter & life with our kids Nadia & Nivan.

Real moments, real smiles — join Natallia & Habib’s joyful journey! জার্মানিতে বসবাস বেলারুশের নাতালিয়া ও বাংলাদেশি হাবিবের, সাথে আছে রাজকন্যা নাদিয়া (৩.৫ বছর) ও রাজপুত্র নিভান (১ মাস), এই মিশ্র দম্পতির জীবন ডায়েরি, পরিবারে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা, ভ্রমন, হাসি কান্না রাগ অভিমান, সব মিলে একটি পজিটিভ জীবনধারা দেখতে ফলো করুন নাতালিয়া এন্ড হাবিব পেইজ

New song reels video coming soon
27/07/2025

New song reels video coming soon

ছোট শহরের এক স্বপ্নবাজ তরুণ থেকে ইউরোপের শীর্ষস্থানীয় ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে সিনিয়র ইঞ্জিনিয়ার — এই পথচলা সহজ ছিল না।বা...
26/07/2025

ছোট শহরের এক স্বপ্নবাজ তরুণ থেকে ইউরোপের শীর্ষস্থানীয় ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে সিনিয়র ইঞ্জিনিয়ার — এই পথচলা সহজ ছিল না।
বাংলাদেশের রুয়েটের শিক্ষা, সেই সংগ্রামের দিনগুলো, আর পরিবারের ভালোবাসা — আজকের অবস্থানে পৌঁছাতে প্রতিটি অংশই ছিল গুরুত্বপূর্ণ।
এই ক্যাসমেট, ক্লাসরুম, আর ক্যাম্পাসের পথ হয়তো অনেকেই ভুলে যায়, কিন্তু আমি সবসময় মনে রাখি আমি কোথা থেকে এসেছি।
সবার প্রতি কৃতজ্ঞতা। এ পথচলা এখনো চলছে…

26/07/2025

গুরুত্বপূর্ণ আলোচনা with Live well with Liton Germany

26/07/2025

“পৃথিবীটা একটি রঙ্গমঞ্চ” বাংলা” দেশ তার সদর দপ্তর

ইঞ্জিনিয়ার বাবা অফিস থেকে ফিরলো, নাদিয়া বললো – ‘ঘর বানাও!’১২ ঘন্টার মিটিং শেষে চোখ বন্ধ হয়ে আসছিল, কিন্তু খেলতে না নাম...
26/07/2025

ইঞ্জিনিয়ার বাবা অফিস থেকে ফিরলো, নাদিয়া বললো – ‘ঘর বানাও!’
১২ ঘন্টার মিটিং শেষে চোখ বন্ধ হয়ে আসছিল, কিন্তু খেলতে না নামলে ‘বাবা’ পদবীটাই মিথ্যা হয়ে যেত! 😅
সব বাবাদের বলছি — বাসায় ফিরে কিছুক্ষণ হলেও বাচ্চাদের সাথে খেলুন। ওদের হাসিই আপনার আসল সাফল্য। ❤️
শেষমেশ নাদিয়া আর নিভান মিলে পুরো প্রাসাদ বানিয়ে ফেললো আমাদের থাকার জন্য!
এই পোস্টের ছবি দেখেই বুঝবেন, কে আসলে আসল ইঞ্জিনিয়ার! 🏗️🏡

26/07/2025

বাচ্চা ফেলে সকালে মা চলে গেল কোথায় ?

আমাদের নিভান রহমান, মাশাআল্লাহ!
26/07/2025

আমাদের নিভান রহমান, মাশাআল্লাহ!

প্রবাস জীবন ফেরারি জীবন মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে ছুড়ে ফিরে আসি মাতৃভূমিতে নিভৃতে আমাদের কান্না কেউ শুনে না
25/07/2025

প্রবাস জীবন ফেরারি জীবন
মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে ছুড়ে
ফিরে আসি মাতৃভূমিতে
নিভৃতে আমাদের কান্না
কেউ শুনে না

সুন্দুরীর হাতে জাদু আছে বেলারুশের হয়েও জাপানিজ সুস্বাদু খাবার মাশাল্লাহ! খাবারের নাম কি, কে কে বলতে পারবেন?
25/07/2025

সুন্দুরীর হাতে জাদু আছে
বেলারুশের হয়েও জাপানিজ সুস্বাদু খাবার
মাশাল্লাহ!
খাবারের নাম কি, কে কে বলতে পারবেন?

ভালোবাসা মানে শুধু সুন্দর ছবি তোলা না, শুধু ‘ভালোবাসি’ বলা না।আমি হাবিব, প্রতিদিন ১০-১২ ঘণ্টা কাজ করি। আর প্রতিদিন বাসায়...
25/07/2025

ভালোবাসা মানে শুধু সুন্দর ছবি তোলা না, শুধু ‘ভালোবাসি’ বলা না।
আমি হাবিব, প্রতিদিন ১০-১২ ঘণ্টা কাজ করি। আর প্রতিদিন বাসায় ফিরে দেখি, আমার স্ত্রীও সারাদিন বাচ্চাদের নিয়ে, বাসার সবকিছু সামলে ক্লান্ত হয়ে আছে।

সেদিন বাসায় ফিরে বললাম,
👉 “তুমি একটু বসো, আমি করতেছি।”
একটা বাসন, একটা কাপ ধুয়ে দিতে পারলে যদি ওর একটু হাসি ফোটে, তাহলে সেটাই তো ভালোবাসা।

ভালোবাসা মানে শুধু উপহার দেওয়া না, টাকা আনা না — বরং দায়িত্ব ভাগ করে নেওয়া, পাশে দাঁড়ানো, ছোট ছোট কাজে নিজের মানুষটাকে শান্তি দেওয়াই আসল ভালোবাসা।

আমার জন্য এটা শুধু সম্পর্ক না — এটা আমার দায়িত্ব, আমার ভালোবাসা, আমার অহংকার।

📸 ১৬ বছর আগের একটি স্মরণীয় মুহূর্ত…২০০৯ সালের জুলাই মাস, ঢাকায় এক বিয়ের অনুষ্ঠানে এই ছবিটি তোলা হয়েছিল। আমার পাশে যিনি, ...
25/07/2025

📸 ১৬ বছর আগের একটি স্মরণীয় মুহূর্ত…

২০০৯ সালের জুলাই মাস, ঢাকায় এক বিয়ের অনুষ্ঠানে এই ছবিটি তোলা হয়েছিল। আমার পাশে যিনি, তিনি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী Nusrat Imrose Tisha। তখন তিনি অবিবাহিতা ছিলেন। এটি ছিল তার ভাইয়ের বিয়ের অনুষ্ঠান।

আমি তখন সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করে ঢাকায় নতুন চাকরিতে যোগ দিয়েছি। আমার বস ছিলেন এক সিভিল কনস্ট্রাকশন ফার্মের Shofik Traders মালিক – Mr. Shofik । তিনি তিশার পরিবারের খুব কাছের অভিভাবকতুল্য একজন মানুষ ছিলেন। সেই সূত্রে আমি এই অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়েছিলাম।

পরে তিশা বিয়ে করেন বাংলাদেশের খ্যাতনামা নির্মাতা এবং বর্তমান সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে।

আজ এত বছর পর ফেসবুকের সৌজন্যে ছবিটি আবার চোখে পড়লো।

এটাই আমার শ্বশুরবাড়ির কান্ট্রি হাউজ, বেলারুশে। শ্বশুর-শাশুড়ি দুজনেই ৭১ বছর বয়সী, দুজনেই ডাক্তার ছিলেন, এখন অবসর জীবন ক...
25/07/2025

এটাই আমার শ্বশুরবাড়ির কান্ট্রি হাউজ, বেলারুশে। শ্বশুর-শাশুড়ি দুজনেই ৭১ বছর বয়সী, দুজনেই ডাক্তার ছিলেন, এখন অবসর জীবন কাটাচ্ছেন এই গ্রামবাড়িতে। গাছ, ফুল, প্রাকৃতিক পরিবেশ আর শান্তিপূর্ণ দিন। মাঝে মাঝে ভাবি — আমি কি পারবো এমন কোনো জায়গায় আমার বার্ধক্য কাটাতে?

আমাদের অনেকের জীবনই হয়তো শহরের কোলাহলে আটকে থাকবে। কিন্তু মনের এক কোণায় শান্ত, প্রকৃতির কাছাকাছি এমন একটা দিনের স্বপ্ন থেকে যাবে।

আপনি কোথায় থাকতে চান আপনার বৃদ্ধ বয়সে? শহরের ভিড়ে? নাকি এমন এক সবুজে ঘেরা মনের বাড়িতে?

Adresse

Chemnitz

Telefon

+8801676163205

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Natallia & Habib erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Service Kontaktieren

Nachricht an Natallia & Habib senden:

Teilen

Kategorie