Xplore with E

Xplore with E To see the unseen. It takes you on an adventure to new and exciting places!

21/02/2023

"ভাষার জন্য জীবন দেয়া" একমাত্র জাতী হিসেবে গর্ব করা বাঙালি ঠিক কোন এক অজানা কারণে কেনো যেনো ডজন ডজন অবাঙালী "মৌলিক" ভাষাকে স্বীকৃতি না দেয়ার ক্ষেত্রে উঠে পরে লেগে থাকে!

লাগালাগিতে মহামান্য "রাষ্ট্র" থাকে রেফারীর ভূমিকায় ।।

15/02/2023

ইউরোপের মার্কেট যেভাবে "মেড ইন ইন্ডিয়া", "মেড ইন পাকিস্তান", "মেড ইন শ্রীলঙ্কা", "মেড ইন তুর্কি" তে সয়লাব হচ্ছে, অদূর ভবিষ্যতে গার্মেন্টস সেক্টর নিয়ে আমাদের ঝুঁনঝুনানি বন্ধ হয়ে যাবে। এখন তো রিজার্ভের গুতনে পেমেন্ট করাই মুশকিল, অর্ডার বাতিল হতে হতে বেঁচে যাওয়া মার্কেট অন্য দিকে শিফট হতে বেশিদিন লাগার কথা না।

অথচ দুই বছর আগেও খুব অল্প কিছু আর্টিকেলে দেখা যেত "মেড ইন বাংলাদেশ" ছাড়া অন্য দেশের নাম।

Fact Check:নির্মম কিন্তু সুন্দর এই ছবিটা কাল থেকে অনেকবারই হয়ত আপনারা দেখে থাকবেন। তুরস্কের ভূমিকম্পের সময়ের ছবি বলে চা...
07/02/2023

Fact Check:
নির্মম কিন্তু সুন্দর এই ছবিটা কাল থেকে অনেকবারই হয়ত আপনারা দেখে থাকবেন। তুরস্কের ভূমিকম্পের সময়ের ছবি বলে চালিয়ে দেয়া হলেও মূলত কালকের ভূমিকম্পের সাথে এই ছবির কোন সম্পর্কই নেই।

Reverse Image Search এর মাধ্যমে খোঁজ করে দেখা গেছে এই ছবিটি ৪ জানুয়ারি ২০১৯ এ স্টক ফটো এজেন্সি Getty এর অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয় এবং এর লোকেশন হিসেবে আছে চেক প্রজতন্ত্রের নাম।



05/02/2023

কেউ যখন আপনাকে অনেক কেয়ার করে, অনেক রেস্পেক্ট করে কিংবা আপনাকে নিয়ে ভাবে, তখন বুঝা উচিৎ আপনি স্পেশাল। কারন এই স্বার্থপর পৃথিবীতে এখনো কেউ আপনাকে নিয়ে ভাবছে এমনটা দেখতে পাওয়া খুবই দুর্লভ। তাই আমাদেরও উচিৎ সেই মানুষদের গুরুত্ব দেওয়া। অতচ আমরা করি ঠিক উল্টোটা। যারা আমাদের কেয়ার করে, আমরা ঠিক তাদের সাথেই কেন যেনো খারাপ আচরণ বেশি করি।

দেখি কে কেমন সঠিক উত্তর দিতে পারেন!? মানুষ আংটি কোথায়  পরে?উত্তর:  মিডল ফিঙ্গারে!
12/01/2023

দেখি কে কেমন সঠিক উত্তর দিতে পারেন!?

মানুষ আংটি কোথায় পরে?
উত্তর: মিডল ফিঙ্গারে!

05/01/2023

২০০৮ বা এর পরে যারা জন্মাইছে, তাগো বয়স মোটামুটি ১২-১৪ বছর। যেই বয়সে দাদার লগে বইসা জাতীয় সংসদ অধিবেশন দেখছি, চাচার নির্বাচনী মিছিলে আমার ভাই তোমার ভাই স্লোগান দিছি, বিভিন্ন নির্বাচনে সকাল থেকে হুদাই কেন্দ্রের আশেপাশে ঘুরঘুর করছি। বেশি কিছু বুঝতামনা, শুধু জানতাম কেউ একজন জিতবে, একজন হারবে। এরপর আনন্দ মিছিল হবে ।

আর এখন যাদের ১৪ বা ১৫+ বয়স, তাদের বেশিরভাগই জানেনা নির্বাচনের দিন কি হয়, নির্বাচন কেমনে আবার উৎসব হয়?
নির্বাচন দেখলে তো জানবে!
আর সংসদ অধিবেশন দেখবে কি, শহরের অনেক পোলাপান সম্ভবত জানেইনা তার নির্বাচনী এলাকার এমপি কে 🤨

আবার ফিরে আসুক আমাদের হারিয়ে যাওয়া জাতীয় উৎসব ।

🙈
31/12/2022

🙈

20/12/2022

A short tour to Eifel National Park, Germany 🇩🇪

North Rhine-Westphalia, Rhineland-Palatinate and East Belgium are connected in the north of the Eifel by the transnational Hohes Venn Eifel Nature Park. Deep blue lakes and rivers, rippling streams and wide dams as well as densely wooded mountain ranges characterize the image of the nature park.

For better view in 4K:
https://youtu.be/dFbrBSANpGs

LIONEL MESSI HAS COMPLETED FOOTBALL 🐐
18/12/2022

LIONEL MESSI HAS COMPLETED FOOTBALL 🐐

18/12/2022

আর্জেন্টিনা -ফ্রান্সের বিশ্বকাপ ফাইনালে গোল সংখ্যা কতো হবে?


চট্টগ্রামের কাজির দেউরীর এপোলো শপিং সেন্টারের বিশিষ্ট মোবাইল ব্যাবসায়ী ভাই ওমর ফারুক ও তার বোনজামাইকে ঢাকায় বোনের বাড়ি থ...
17/12/2022

চট্টগ্রামের কাজির দেউরীর এপোলো শপিং সেন্টারের বিশিষ্ট মোবাইল ব্যাবসায়ী ভাই ওমর ফারুক ও তার বোনজামাইকে ঢাকায় বোনের বাড়ি থেকে সাদা পোষাকধারী কিছু লোক তুলে নিয়ে যায়।

৪ ডিসেম্বর চট্টগ্রামে শেখ হাসিনা আসায় কাজির দেউরীর সব মার্কেট ৩ দিনের জন্য বন্ধ দেয়। অনেক দিন পরে বন্ধ পাওয়াতে তিনি ঘুরতে যান পরিবার সহ ঢাকায়। ব্যাবসায়িক কারনে সম্পর্ক থাকাতে, মানুষটা ব্যাবসা নিয়ে কতটা বিজি থাকে এটা আমি ভালভাবেই জানি। উনার অন্য কিছু করার সময়টাও পাওয়ার কথা না।

আজ ১৩ দিন পার হয়ে গেলেও কোনো খোঁজ নেই। এমনকি কোর্ট অর্ডার নিয়ে গেলেও থানায় জিডি নিচ্ছেনা বলে জানা যায়।

যার যেমন সামর্থ্য আছে একটু প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেন। পোস্ট ভাইরাল হলে, পত্রিকায় আসলে হয়তো কিছুটা গতি হতে পারে। বাংলাদেশের বিচার ব্যাবস্থাটাই এখন ফেসবুকের উপর নির্ভর করে।
কপি করে পোস্ট দেন, উত্তম হয়।

ব্রেকিং নিউজঃ রবিবার আসন্ন বিশ্বকাপের ফাইনালকে ঘিরে নতুন করে কর্মসূচি ঘোষনা করে ব্রাজিল-পর্তুগাল ঐক্যজোট৷ নির্দলীয়, নিরপ...
15/12/2022

ব্রেকিং নিউজঃ
রবিবার আসন্ন বিশ্বকাপের ফাইনালকে ঘিরে নতুন করে কর্মসূচি ঘোষনা করে ব্রাজিল-পর্তুগাল ঐক্যজোট৷

নির্দলীয়, নিরপেক্ষ রেফারির আন্ডারে ম্যাচ পরিচালনার জন্য কোয়ার্টার ফাইনালের পর থেকেই আন্দোলন চালিয়ে আসছে তারা৷ আর্জেন্টিনার বিপক্ষে নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়াকে সাপোর্ট করা থেকে, আর্জেন্টিনার পেনাল্টি পাওয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরেই সরব অবস্থানে রয়েছে এই জোট৷ নাম প্রকাশ না করার শর্তে জোটের এক শীর্ষ কর্মকর্তা জানানঃ "আমাদের বেঞ্চ টিম ও আর্জেন্টিনার মেইন টিমের থেকে শক্তিশালী ছিলো, পাশাপাশি শাখা টিম পর্তুগাল ছিলো এই বিশ্বকাপের অন্যতম দাবিদার৷ কিন্তু ফিফা এবং আর্জেন্টিনা মিলে আমাদের বিপক্ষে রেফারি নিয়োগ করে আমাদের হাতে বাড়ি ফেরার টিকেট ধরিয়ে দেয়৷ এবং আর্জেন্টিনাকে ফাইনালে তুলে দেয়৷"
এছারা তারা অভিযোগ করে প্রতি ম্যাচে দলীয় রেফারি দ্বারা আর্জেন্টিনাকে অবৈধ পেনাল্টি দেয়া হয়৷ পাশাপাশি ফাইনালে নির্দলীয়, নিরপেক্ষ রেফারির অধীনে ফাইনাল ম্যাচ পরিচালনা না হলে তাদের জোট এবং সাধারন ফুটবল ফ্যান এই বিশ্বকাপ বর্জন করবে বলে হুশিয়ারি দেন এই নেতা৷ পাশাপাশি জার্মানী, ইংল্যান্ড এবং স্পেন কে তাদের এই কর্মসূচীতে যোগ দানের আহবান জানান এই নেতা৷

বিশ্বকাপ ফাইনালকে ঘিরে তার কর্মসূচি গুলো হলোঃ

১) জোটের বর্তমান সভাপতি লুকা মদ্রিচ কে অব্যাহতি দিয়ে নতুন সভাপতি হিসেবে কিলিয়ান এমবাপ্পে কে নিয়োগ দেয়৷

২) ১৮ তারিখ রাত ৯ টায় নিজ নিজ এলাকায় বড় পর্দা বা বাসার টিভির সামনে অবস্থান করে ফ্রান্স কে সর্মথন দেয়া৷

৩) আর্জেন্টিনা জিতলে তৎক্ষনাৎ বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করে ফিফার বিরুদ্ধে নিন্দা জানানো৷

৪) এবং সর্বশেষ ২০২৬ সালের বিশ্বকাপ ঐক্যজোটের পকেটেই যাবে এই উদ্দ্যেশ্যে পরবর্তী কর্মসূচি ঘোষনা করা৷

অপরদিকে আর্জেন্টিনার ফ্যানদের সাথে যোগাযোগ করে যানা যায়, ফ্রান্স কে কঠিন প্রতিপক্ষ মনে করলেও ফাইনালে জয়ের ব্যাপারে প্রত্যয়ী তারা৷ পাশাপাশি ব্রাজিলে সাবেক ফুটবালদের সর্মথন পেয়ে তারা ঐক্যজোটের কর্মসূচি নিয়ে মাথা ঘামাচ্ছেনা তারা৷ সাধারন ফুটবল ফ্যান তাদের সাথে আছে এবং ফুটবল ফ্যানরাদের সাথেই নিয়েই ঐক্যজোটের কর্মসূচিকে প্রতিহত করতে ফাইনালদের দিন মাঠে থাকবে বলে জানান তারা৷

[ডেস্ক রিপোর্ট]
প্রথম আলু 🐸

Netherlands!! You are next!!
04/12/2022

Netherlands!! You are next!!


03/12/2022

"ব্রাজিলের 🇧🇷 বেঞ্চ ওয়ার্ল্ডকাপ জিতার ক্ষমতা রাখে"

-- হার্ডিক পান্ডিয়া

ক্যামেরুন 🙈

24/11/2022

আজ দিবাগত রাতে ব্রাজিলের 🇧🇷 সাথে খেলবে,
সার্বিয়া,আর্জেন্টিনা, ও জার্মানি 🫡
৩ টা শক্তিশালী দল 🥱

Adresse

Düsseldorf

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Xplore with E erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Teilen

Kategorie