05/01/2023
২০০৮ বা এর পরে যারা জন্মাইছে, তাগো বয়স মোটামুটি ১২-১৪ বছর। যেই বয়সে দাদার লগে বইসা জাতীয় সংসদ অধিবেশন দেখছি, চাচার নির্বাচনী মিছিলে আমার ভাই তোমার ভাই স্লোগান দিছি, বিভিন্ন নির্বাচনে সকাল থেকে হুদাই কেন্দ্রের আশেপাশে ঘুরঘুর করছি। বেশি কিছু বুঝতামনা, শুধু জানতাম কেউ একজন জিতবে, একজন হারবে। এরপর আনন্দ মিছিল হবে ।
আর এখন যাদের ১৪ বা ১৫+ বয়স, তাদের বেশিরভাগই জানেনা নির্বাচনের দিন কি হয়, নির্বাচন কেমনে আবার উৎসব হয়?
নির্বাচন দেখলে তো জানবে!
আর সংসদ অধিবেশন দেখবে কি, শহরের অনেক পোলাপান সম্ভবত জানেইনা তার নির্বাচনী এলাকার এমপি কে 🤨
আবার ফিরে আসুক আমাদের হারিয়ে যাওয়া জাতীয় উৎসব ।