K M Khalid Saifullah

K M Khalid Saifullah আমি জার্মানিতে উচ্চশিক্ষা, একজন ছাত্রের ইউরোপ ভ্রমণ এমন বিষয়ের অভিজ্ঞতা শেয়ার করি।

প্রকৃতির মাঝে নীরব সংযোগ—মানুষ ও পাখির মেলবন্ধন।”
07/10/2024

প্রকৃতির মাঝে নীরব সংযোগ—মানুষ ও পাখির মেলবন্ধন।”

05/08/2024

হাসিনা পালিয়ে যাচ্ছে, ওকে কিছুতেই দেশ ছাড়তে দেওয়া যাবে না। কিছুক্ষণ আগে তাকে গনভবন থেকে বিএমএফ ঘাঁটি কুর্মিটোলাতে নিয়ে যাওয়া হয়েছে।

05/08/2024
03/08/2024

দড়ি ধরে মারো টান রাণী হবে খান খান।কেবল তো শুরু....
📍লোকেশন- কার্জন হল,ঢাবি।

03/08/2024

অসহযোগ আন্দোলন সফল করতে মুক্তিকামী ছাত্র-জনতার প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি নির্দেশনাঃ

১। কেউ কোন ধরণের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না।

২। বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিলসহ কোন ধরণের বিল পরিশোধ করবেন না।

৩। সকল ধরণের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস আদালত ও কল কারখানা বন্ধ থাকবে। আপনারা কেউ অফিসে যাবেন না, মাস শেষে বেতন তুলবেন।

৪। শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম বন্ধ থাকবে।

৫। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোন ধরণের রেমিটেন্স দেশে পাঠাবেন না।

৬। সকল ধরণের সরকারি সভা, সেমিনার, আয়োজন বর্জন করবেন।

৭। বন্দরের কর্মীরা কাজে যোগ দিবেন না! কোন ধরণের পণ্য খালাস করবেন না।

৮। দেশের কোন কলকারখানা চলবেনা, গার্মেন্টসকর্মী ভাই বোনেরা কাজে যাবেন না!

৯। গণপরিবহন বন্ধ থাকবে, শ্রমিকরা কেউ কাজে যাবেন না।

১০। জরুরি ব্যাক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহের রবিবারে ব্যাংকগুলো খোলা থাকবে।

১১। পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যাতিত কোন ধরণের প্রটোকল ডিউটি, রায়ট ডিউটি ও প্রটেস্ট ডিউটিতে যাবেন না। শুধু মাত্র থানা পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক করবে।

১২। দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয়, সকল অফশোর ট্রান্জেকশন বন্ধ থাকবে।

১৩। বিজিবি ও নৌবাহিনী ব্যাতিত অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবে না। বিজিবি ও নৌবাহিনী ব্যারাক ও কোস্টাল এলাকায় থাকবে।

১৪। আমলারা সচিবালয়ে যাবেন না, ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না।

১৫। বিলাস দ্রব্যের দোকান, শো রুম, বিপনী-বিতান, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট বন্ধ থাকবে।

★হাসপাতাল, ফার্মেসি, জরুরি পরিবহন সেবা যেমন-ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহণ, অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহণ, জরুরি ইন্টারনেট সেবা, জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাতে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারী পরিবহণ সেবা চালু থাকবে।

★নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা ১১-১টা পর্যন্ত খোলা থাকবে!

আসিফ মাহমুদ
সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

01/08/2024

হাসিনা যাকে শত্রু মনে করবে, তারাই প্রকৃত বন্ধু আমাদের✊

🚨OnceMore_share🚨🚨২৪ ঘন্টা পার হয়ে গেলেও সামরানের খোজ দিচ্ছে না পুলিশ।Ahmed Samran ও তার বাবা কে  গতকাল(২৮ জুলাই) রাতে উত...
29/07/2024

🚨OnceMore_share🚨

🚨২৪ ঘন্টা পার হয়ে গেলেও সামরানের খোজ দিচ্ছে না পুলিশ।

Ahmed Samran ও তার বাবা কে গতকাল(২৮ জুলাই) রাতে উত্তরা নিজ বাসা থেকে একি সাথে তুলে নিয়ে গেলেও । পুলিশ শুধুমাত্র তার বাবাকে গ্রেফতার দেখিয়ে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

কিন্তু ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ এবং ডিবি , সামরানের কোনো খোজ দেই নি।

রাত ১২ টার পর তাকে থানা থেকে বের করে নিয়ে যেতে দেখা যায়। কিন্তু তারা সামরান কে আটকের বিষয় টি সম্পূর্ণ অস্বীকার করছে।

আমরা সামরানের জন্য অনেক চিন্তিত এবং ভয়ের মধ্যে আছি। আমরা আশঙ্কা করছি তাকে গুম করা হতে পারে।

🚨আমরা তার বন্ধু ও পরিবারের পক্ষ আপনাদের কাছে সাহায্য চাই। আপনারা সবাই সামরানের জন্য আওয়াজ তুলুন। কথা বলুন। তার সন্ধান এবং মুক্তির দাবি তুলুন।

আমাদের কথা বলা এখন সামরান কে বাচাতে পারে।

25/07/2024

বাসায় বাসায় অভিযান চালিয়ে যুবক দের ধরে নিয়ে যাচ্ছে।
হয়তো গ্রেফতার নয় গুম করে ফেলবে। সবাই সাবধানে থাকেন।

লোকেশন - UTTARA ,DHAKA

ঢাকায় এখনো ইন্টারনেট চালু আছে। ফেসবুক ব্যাবহার করা যাচ্ছে তবে VPN দিয়ে। জার্মান টাইম রাত ১০.৩০ এর সময়ে ঢাকার বাড্ডার একজ...
23/07/2024

ঢাকায় এখনো ইন্টারনেট চালু আছে। ফেসবুক ব্যাবহার করা যাচ্ছে তবে VPN দিয়ে। জার্মান টাইম রাত ১০.৩০ এর সময়ে ঢাকার বাড্ডার একজনের সাথে কথা হয়েছে। আপনার পরিচিতদেরকে এই ভিপিএন ব্যবহার করতে বলুন।
‼️VPN Super Unlimited proxy ‼️

দেশের সম্পদ বিক্রি করে হয়তো নিরাপত্তা চাচ্ছে তাদের কাছে।আমাদের শত্রুকে এখনো আমরা চিনি না। গতকাল জার্মানির বন শহরে জাতিসং...
23/07/2024

দেশের সম্পদ বিক্রি করে হয়তো নিরাপত্তা চাচ্ছে তাদের কাছে।আমাদের শত্রুকে এখনো আমরা চিনি না। গতকাল জার্মানির বন শহরে জাতিসংঘের কার্যালয়ের সামনে স্লোগান দেওয়ার সময়ে একজন বলছে আমরা যেন অন্য দেশ নিয়ে না বলি এটা তাদের জন্য






#কোটাসংস্কারচাই
#বাংলাদেশকোটাআন্দোলন
#কোটাআন্দোলন২০২৪









22/07/2024

জাতিসংঘের সামনে জার্মানির বন শহর থেকে স্বেরা*চারী, খু*নি হাসিনা ও তার পোষ্য-বাহিনীর নি র্মম গনহ*ত্যার প্রতিবাদে আজ আমরা






#কোটাসংস্কারচাই
#বাংলাদেশকোটাআন্দোলন
#কোটাআন্দোলন২০২৪












Adresse

Neudorferstraße 128
Duisburg
47057

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von K M Khalid Saifullah erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Teilen

Kategorie