
19/08/2025
আচ্ছা আমার জায়গায় আপনি থাকলে কি করতেন?🫤
মনে করেন আপনার এক আত্মীয় যে নাকি আপনাকে খুব ভালোবাসে। আপনিও তাকে অনেক ভালোবাসেন আর সম্মান করেন। ওই আত্মীয় উনার নিজের যা দায়িত্ব ও কর্তব্য তার উর্ধে যেয়ে আপনার জন্য করেছেন, যে ঋণ শত করেও পরিশোধ করা যাবে না। কিন্তু, ইদানিং প্রতিনিয়ত আপনার মনকে বিভিন্নভাবে আঘাত করে যাচ্ছে, আপনাকে অপমানিত করে যাচ্ছে। কেন এমন ব্যবহার করছে তা জানা চেষ্টা করেও বোঝা যাচ্ছে না এমন ব্যবহারের কারন কি!!!
যেহেতু আপনিও ওনাকে ভালোবাসেন, পছন্দ করেন তাই এইসবে আপনি চরম কষ্ট পাচ্ছেন, এমন পরিস্থিতি কি করা উচিৎ???
নাকি আমার "আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি" বলে তাকে NALA app এ কিছু টাকা পাঠিয়ে বলা উচিৎ "Thank you, যাও রেস্টুরেন্টে কিছু খেয়ে আসো 🙄"। আপনিও NALA app এর মাধ্যমে "LOVEBD" code ব্যবহার করে BD তে টাকা পাঠিয়ে €25 বোনাস পেতে পারেন।