State Watch

State Watch News, opinion, analysis N/A

বিরিয়ানির ইতিহাস কেবল একটি রান্নার কাহিনি নয় বরং এটি দক্ষিণ এশিয়ার সংস্কৃতি, ঐতিহ্য এবং বহিরাগত প্রভাবের এক দীর্ঘ বিবর্ত...
25/09/2025

বিরিয়ানির ইতিহাস কেবল একটি রান্নার কাহিনি নয় বরং এটি দক্ষিণ এশিয়ার সংস্কৃতি, ঐতিহ্য এবং বহিরাগত প্রভাবের এক দীর্ঘ বিবর্তনের সাক্ষ্য। আজকে যে খাবারটি বিশ্বজুড়ে জনপ্রিয় এবং অভিজাত থেকে সাধারণ মানুষের টেবিলে সমানভাবে স্থান করে নিয়েছে, সেটির শেকড় খুঁজতে গেলে পৌঁছাতে হয় মুঘল দরবার থেকে বহু দূরের অতীতে, বৈদিক যুগ এবং দক্ষিণ ভারতের প্রাচীন রন্ধনশৈলীতে। বিরিয়ানির জন্ম, বিকাশ এবং বৈচিত্র্য এ অঞ্চলের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

বিরিয়ানির ইতিহাস কেবল একটি রান্নার কাহিনি নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার সংস্কৃতি, ঐতিহ্য এবং বহিরাগত প্রভাবের এক দীর.....

২০২৪ সালের গণ-অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতিতে নারীর উপস্থিতি নিশ্চিত করার সুবর্ণ সুযোগ তৈরি করেছিল। সেই সময় বেসরকারি ও স...
24/09/2025

২০২৪ সালের গণ-অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতিতে নারীর উপস্থিতি নিশ্চিত করার সুবর্ণ সুযোগ তৈরি করেছিল। সেই সময় বেসরকারি ও সরকারি বিশ্ববিদ্যালয়ের তরুণীরা, বিশেষ করে নারীরা, রাস্তায় নেমে ন্যায়বিচার ও অধিকার রক্ষার জন্য লড়াই করেছিলেন। কিন্তু হাসিনা-পরবর্তী সরকারের প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই প্রশাসনের অংশ হয়ে ওঠা পুরুষ সহযোদ্ধারা তাদের বাদ দিয়ে দিল। আন্দোলনের কৃতিত্ব, যা বিভিন্ন স্তরের মানুষ—শিক্ষার্থী, শ্রমিক, নারী ও রাজনৈতিক দলের কর্মী—দিয়ে গঠিত ছিল, তা যেন একদম উপেক্ষিত হয়ে গেল।

নারীরা কোথায় হারিয়ে গেল? বাংলাদেশের রাজনীতিতে, অর্থনীতি ও সমাজের সর্বস্তরে নারীর অবদানের কথা বললে দেখা যায়, তারা ....

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮৭ জন। এর মধ্যে ৯৪ জনের বয়স ত্রিশের নিচে। আক...
24/09/2025

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮৭ জন। এর মধ্যে ৯৪ জনের বয়স ত্রিশের নিচে। আক্রান্ত হয়েছেন ৪৩ হাজারেরও বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা ও বরিশাল বিভাগে। বিশেষজ্ঞরা বলছেন, ২১ থেকে ৩৫ বছর বয়সী তরুণরাই সবসময়ই ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে থাকেন। কারণ এই বয়সীরা চাকরি, ব্যবসা বা অন্যান্য কাজে প্রতিদিন বাইরে বের হন, যানবাহন ব্যবহার করেন, বাজার-ঘাটে যান, অনেক সময় নির্মাণস্থলে কাজ করেন। এ সব জায়গায় মশার কামড়ে তারা বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনায় থাকেন।

ডেঙ্গু এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় জনস্বাস্থ্য ঝুঁকিগুলোর একটি। প্রতি বছর বর্ষাকাল ও বর্ষা-পরবর্তী সময়ে এ র....

কলকাতায় নির্বাসিত আওয়ামী লীগ নেতাদের অবস্থান নিয়েও নানা আলোচনা। অনেকে বলছেন, সেখানে দলটি গোপনে একটি অফিস খুলেছে। যদিও আও...
24/09/2025

কলকাতায় নির্বাসিত আওয়ামী লীগ নেতাদের অবস্থান নিয়েও নানা আলোচনা। অনেকে বলছেন, সেখানে দলটি গোপনে একটি অফিস খুলেছে। যদিও আওয়ামী লীগ নেতারা সরাসরি তা অস্বীকার করছেন। তাদের বক্তব্য, কয়েকজন একসঙ্গে বসলে তাকে অফিস বলা যায় না। দলের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল উদাহরণ দিয়ে বলেছেন, কলকাতার একটি মলের কফিশপে মাঝে মধ্যে তারা বসেন, এটাকে অফিস বলা অতিরঞ্জন ছাড়া কিছু নয়। তবে বাস্তবতা হলো, তারা নিয়মিত যোগাযোগ রাখছেন। সীমান্তের এপারের কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করছেন, আবার দিল্লিতে গিয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করছেন। লক্ষ্য একটাই—২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনের আগেই দেশে ফেরা এবং নির্বাচনে অংশ নেওয়া।

আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর একটি। স্বাধীনতার নেতৃত্ব থেকে শুরু করে বিগত...

ভারতের রাজনীতিতে অভিবাসন এবং নাগরিকত্ব প্রশ্ন দীর্ঘদিন ধরেই তর্ক-বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে বিজেপি বারবার বাংলাদেশ ...
24/09/2025

ভারতের রাজনীতিতে অভিবাসন এবং নাগরিকত্ব প্রশ্ন দীর্ঘদিন ধরেই তর্ক-বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে বিজেপি বারবার বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের প্রসঙ্গ তুলে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস রাজনৈতিক স্বার্থে অবৈধ অনুপ্রবেশকে উৎসাহ দিচ্ছে। সীমান্ত এলাকায় ভোটারের সংখ্যা বেড়ে যাওয়াকে বিজেপি এই অভিযোগের ভিত্তি হিসেবে ব্যবহার করছে।

ভারত-বাংলাদেশ সীমান্ত দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও সামাজিক সংবেদনশীলতার কেন্দ্রবিন্দু। পশ্চিমবঙ্গ ও আসামের মতো রা....

বাংলাদেশ সব সময় অভিযোগ করেছে, আদানি আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দাম ধরে কয়লা সরবরাহ করছে। কয়লার দাম নির্ধারণে সাধ...
23/09/2025

বাংলাদেশ সব সময় অভিযোগ করেছে, আদানি আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দাম ধরে কয়লা সরবরাহ করছে। কয়লার দাম নির্ধারণে সাধারণত অস্ট্রেলিয়ার নিউক্যাসল ইনডেক্স ও ইন্দোনেশিয়ার সূচক বিবেচনায় নেওয়া হয়। কিন্তু সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের দাবি, ওই সূচকে উল্লিখিত দামের চেয়েও কম দামে বাজার থেকে কয়লা সংগ্রহ করা সম্ভব। যেমন বাংলাদেশের পায়রা বিদ্যুৎকেন্দ্র বা চট্টগ্রামের বাঁশখালীতে চীন ও এস আলম গ্রুপের যৌথ বিদ্যুৎকেন্দ্র বিশেষ ছাড়ে কয়লা সংগ্রহ করছে। ফলে তাদের উৎপাদন খরচ কম পড়ছে। কিন্তু আদানির ক্ষেত্রে বাংলাদেশ এই ছাড় পাচ্ছে না। এর ফলে একই মানের কয়লা হলেও টনপ্রতি ১৫ থেকে ২০ ডলারের পার্থক্য তৈরি হচ্ছে।

বাংলাদেশের বিদ্যুৎ খাতে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ইস্যু হলো ভারতের শিল্পগোষ্ঠী আদানি এবং বাংলাদেশ বিদ্যু....

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, তা একদিকে দলের প্রতীকের ...
23/09/2025

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, তা একদিকে দলের প্রতীকের প্রতি তাদের একগুঁয়েমির প্রকাশ, অন্যদিকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি সরাসরি চ্যালেঞ্জ।

বাংলাদেশের রাজনীতিতে প্রতীক নিয়ে লড়াই নতুন কিছু নয়। স্বাধীনতার পর থেকেই ভোটের মাঠে রাজনৈতিক দলগুলোর অস্তিত্বকে...

সাধারণত গাছকে আলোকিত করার জন্য বিজ্ঞানীরা জেনেটিক এডিটিং ব্যবহার করে থাকেন। সেই প্রক্রিয়ায় গাছ থেকে কেবল সবুজ আলো পাওয়া ...
23/09/2025

সাধারণত গাছকে আলোকিত করার জন্য বিজ্ঞানীরা জেনেটিক এডিটিং ব্যবহার করে থাকেন। সেই প্রক্রিয়ায় গাছ থেকে কেবল সবুজ আলো পাওয়া যায়। কিন্তু এই দলটি সম্পূর্ণ ভিন্ন একটি পদ্ধতি বেছে নিয়েছে। তারা ইচেভেরিয়া ‘মেবিনা’ নামের একটি গাছের পাতায় স্ট্রন্টিয়াম অ্যালুমিনেট নামের বিশেষ এক উপাদান ইনজেক্ট করেছেন। এই উপাদান সাধারণত খেলনা, ঘড়ি বা অন্য জিনিসে ব্যবহার করা হয় যা অল্প আলো শোষণ করে পরে ধীরে ধীরে তা নির্গত করে।

মানুষের কল্পনা আর বিজ্ঞানের মিলনেই জন্ম নেয় নতুন নতুন বিস্ময়কর আবিষ্কার। বহুদিন ধরে বিজ্ঞানীরা চেষ্টা করে যাচ্.....

সাইরাসের শাসনের সূত্রপাত হয় মিডস রাজ্যের রাজা অ্যাস্টিয়াজেস-এর বিরুদ্ধে বিদ্রোহের মাধ্যমে। মিডস তখন পারসিসের উপরে অধিকার...
23/09/2025

সাইরাসের শাসনের সূত্রপাত হয় মিডস রাজ্যের রাজা অ্যাস্টিয়াজেস-এর বিরুদ্ধে বিদ্রোহের মাধ্যমে। মিডস তখন পারসিসের উপরে অধিকার প্রতিষ্ঠা করেছিলো; পারসিসদের ভাগ্য ছিল মিডসের শাসনাধীন বলে ধরা। কিন্তু সাইরাস কেবল যুদ্ধের মাধ্যমেই নয়, রণনীতি, রাজনীতির চাতুর্য, এবং কূটনৈতিক কৌশলের মাধ্যমেও এগিয়ে গিয়েছিলেন। ঘনিষ্ঠ সীমান্তে গণনা ও যুদ্ধপ্রস্তুতি ছাড়া, তিনি মধ্যবর্তী শাসনব্যবস্থার বিষয়গুলো পরিবর্তন করেননি, বরং স্থানীয় শাসকদের ক্ষমতা ও সংস্কৃতিকে সম্মান করেন। এই নীতি তার রাজত্বকে স্থিতিশীল করে তোলে, কারণ যে জনগণ নতুন শাসকের অধীনে এসেছে তারা কিছুটাই পুরাতন রীতিতে স্বাচ্ছন্দ্য অনুভব করতে পারে।

খ্রিস্টপূর্ব সপ্তম ও ষষ্ঠ শতকের অন্ধকারের মাঝে পারসিস নামক একটি পাহাড়ি জনপদ, যেখানে মানুষ ছিল মূলত কৃষিজীবী এবং .....

ইসরায়েলি রাজনৈতিক ব্যক্তিত্ব মেইর মাসরি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘আজ কাতার, কাল তুরস্ক।’ এই মন্তব্য আঙ্কারায় ব্...
22/09/2025

ইসরায়েলি রাজনৈতিক ব্যক্তিত্ব মেইর মাসরি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘আজ কাতার, কাল তুরস্ক।’ এই মন্তব্য আঙ্কারায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। প্রেসিডেন্ট এরদোয়ানের জ্যেষ্ঠ উপদেষ্টা কঠোর ভাষায় জবাব দেন, ‘জায়োনিস্ট ইসরায়েলের কুকুর, শিগগিরই আপনারা মানচিত্র থেকে মুছে যাবেন। তখনই পৃথিবী শান্তি খুঁজে পাবে।’

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসী নীতি ও সামরিক হামলার পরিপ্রেক্ষিতে নতুন করে প্রশ্ন উঠেছে—পরবর্তী ল.....

এ বছরের রপ্তানি নিয়েও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও প্রশ্ন বাড়ছে—কীভাবে দেশের বাজারে পাইকারি দরে যে ইলিশ ১৭৮৮ টাকায় বিক্র...
22/09/2025

এ বছরের রপ্তানি নিয়েও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও প্রশ্ন বাড়ছে—কীভাবে দেশের বাজারে পাইকারি দরে যে ইলিশ ১৭৮৮ টাকায় বিক্রি হচ্ছে, সেটিই ভারতে রপ্তানি হচ্ছে ১৫২৫ টাকায়? এ বৈপরীত্যের আড়ালে চলছে কি কোনো অনিয়ম, নাকি অর্থপাচারের নতুন কৌশল—এ নিয়েই জোরালো আলোচনা।

বাংলাদেশের মানুষের আবেগ, সংস্কৃতি ও ভোজনের ইতিহাসে ইলিশ মাছের জায়গা একেবারেই আলাদা। বর্ষা-শরতে ঝাঁকে ঝাঁকে ইলিশ ...

Adresse

Immenbusch
Hamburg
22549

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von State Watch erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Service Kontaktieren

Nachricht an State Watch senden:

Teilen