14/11/2025
ইতিহাস বলে, কোনো সভ্যতার উত্থান কখনোই আকস্মিক নয়—আর পতনও নয় হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা। মুসলিম সাম্রাজ্যগুলোর ইতিহাসও এর ব্যতিক্রম নয়। একসময় যে মুসলমানরা বিজ্ঞান, দর্শন, চিকিৎসা, জ্যোতির্বিদ্যা, নৌবিজ্ঞান ও প্রশাসনের শীর্ষে ছিল, সেই বিশ্বশক্তির ধীরে ধীরে পিছিয়ে পড়ার পেছনে রয়েছে দীর্ঘ দিনের অভ্যন্তরীণ দুর্নীতি, ক্ষমতার লড়াই এবং বিলাসিতার দিকে অতিরিক্ত ঝোঁক। উমাইয়া থেকে আব্বাসি, সেলজুক থেকে ফাতেমি, আর অটোমান থেকে মোগল—প্রায় সব সাম্রাজ্যের পতনের বুনিয়াদ একই ধরনের ভুলে গঠিত।
ইতিহাস বলে, কোনো সভ্যতার উত্থান কখনোই আকস্মিক নয়—আর পতনও নয় হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা। মুসলিম সাম্রাজ্যগুলোর ইতিহ...