Viking Sailor

Viking Sailor ⚓ Sea is my hometown,
Ship is my home,Wave is my friend, Navigation is my Game.🛳
🌍World Traveler 🛳

27/11/2025

জার্মানির ঝলমলে ক্রিসমাস মার্কেট! খাবার, মজা আর হাজারো মানুষের আনন্দ | Germany Christmas Vlog

জার্মানির ক্রিসমাসকে এক কথায় বলা যায়—ঝলমলে আনন্দের শহর!
Food + Lights + Music = Pure Magic! 🎄✨
পুরো অভিজ্ঞতাটা ভিডিওতে দেখুন! ❤️


#জার্মানিরক্রিসমাস #সাজসজ্জারশহর

Christmas Lights in Germany 🎄✨”আগামীকাল আপলোড হবে ভিডিও      #জার্মানিরক্রিসমাস    #সাজসজ্জারশহর
26/11/2025

Christmas Lights in Germany 🎄✨”আগামীকাল আপলোড হবে ভিডিও





#জার্মানিরক্রিসমাস



#সাজসজ্জারশহর

25/11/2025

জার্মানির শীতে সকাল–বিকেল একইরকম অন্ধকার ❄️🌙🇩🇪||Viking Sailor🇩🇪⚓

জার্মানিতে শীত মানেই অদ্ভুত অন্ধকার… ❄️
সকাল ৮টা দেখতে ঠিক রাত ১২টার মতো,
আর বিকেল ৫টােও একই অন্ধকার নেমে আসে।
দুইটার একটাই মিল—
💡 রাস্তার লাইট
🚗 গাড়ির হেডলাইট
…এসবই শহরকে বাঁচিয়ে রাখে।
শীতের এই নীরব, অন্ধকার সময়টা
জার্মানির আলাদা একটা অনুভূতি এনে দেয়। 🇩🇪✨

#জার্মানিরশীত


🇩🇪

15/11/2025

জার্মানির প্রতিটি রাস্তা আজ মরা পাতায় ভরে গেছে 🍁🇩🇪

জার্মানির এই সময়ে ভেতরের রাস্তাগুলো পুরোপুরি মরা পাতায় ভরে যায়… 🍂
বাড়ির মালিকেরা বারবার পরিষ্কার করলেও
কয়েক মিনিট পর পর আবার বাতাসে উড়ে এসে রাস্তাজুড়ে জমে যায় নতুন পাতা।
শরতের শেষে এমন দৃশ্য জার্মানিতে খুব সাধারণ—
তবুও প্রতিবার মনে হয়, যেন সোনালী কার্পেট বিছানো আছে শহরজুড়ে। 💛✨
👇 তোমাদের আশেপাশেও কি এমন হয়?

#জার্মানিরজীবন

#জার্মানিরশরৎ
🇩🇪

Thank you so much বন্ধু। অনেক বছর পর খাইলাম , আমার প্রিয় একটা খাবার।😋😋আপনাদেরও কি পছন্দ?  জিরা গুড়ার চেয়ে এটা পেয়ে খুশি ...
11/11/2025

Thank you so much বন্ধু।
অনেক বছর পর খাইলাম , আমার প্রিয় একটা খাবার।😋😋
আপনাদেরও কি পছন্দ?

জিরা গুড়ার চেয়ে এটা পেয়ে খুশি হয়েছি।
🫶🫶

#ইউরোপ #রুচিডাল

08/11/2025

End of Autumn… 🍁🌬️
জার্মানির সব জায়গায় এখন শুধু সোনালী ঝরা পাতা।
সবুজের রং হারিয়ে গেছে, রাস্তা–ঘাট, পার্ক, গাছের সারি—
সবকিছুই হলুদাভ হয়ে একদম ছবির মতো লাগছে।
পাতা ঝরার মরমরে শব্দ আর ঠাণ্ডা বাতাস মিলিয়ে
জার্মানির এই সময়টা যেন অন্যরকম শান্তি এনে দেয়। 🇩🇪✨
👇 তোমাদের দেশে এখন Autumn কেমন?

#জার্মানিরশরৎ


🇩🇪
#জার্মানি #ইউরোপ

German Sky After Rain — Magical Rainbow 🌦️🌈আজকের জার্মানির আকাশে দেখা মিলল এক অসাধারণ রংধনু 🌈বৃষ্টি শেষে সূর্যের আলো যখন...
01/11/2025

German Sky After Rain — Magical Rainbow 🌦️🌈

আজকের জার্মানির আকাশে দেখা মিলল এক অসাধারণ রংধনু 🌈
বৃষ্টি শেষে সূর্যের আলো যখন ফুটে উঠলো,
প্রকৃতি যেন নিজের হাতে রঙ দিয়ে আকাশটা সাজিয়ে দিলো।
জার্মানিতে এমন শান্ত, রঙিন মুহূর্তগুলো সত্যিই মন ভরে দেয় 🇩🇪✨
👇 তোমরা কি রংধনু দেখলে ছবি তুলতে ভুলো?

#জার্মানিরআকাশ
🇩🇪 #জার্মানিজীবন

29/10/2025

জার্মানির নদী বন্দরের রাত ✨⛵
রঙিন লাইটে সাজানো পুরো নদীর দুই পাড় 🌙|Viking Sailor 🇩🇪⚓

রাতের জার্মানির নদী বন্দর সত্যিই অন্যরকম ✨🌙
সব ইয়ট একসাথে ভিড়ানো, শান্ত নদীর জলে লাইটের সুন্দর প্রতিফলন…
দুই পাড়ের দোকানগুলো বন্ধ, কিন্তু রঙিন লাইটে সাজানো রেস্টুরেন্টগুলো
এখনো রাতটাকে জীবন্ত করে রেখেছে 💡⛵
এই নীরব আলো-ঝলমলে পরিবেশে হাঁটলে
মনটা যেন একদম শান্ত হয়ে যায়… 🇩🇪✨
👇 তুমি কি এমন রাতের নদীপাড়ে হাঁটতে পছন্দ করো?

#জার্মানিরাত
🇩🇪


28/10/2025

ঝরে পড়া পাতায় ঢেকে গেছে জার্মানির রাস্তা 🍂🇩🇪
হলুদ পাতার পথে আসছে শীতের আগমন ❄️||Viking Sailor 🇩🇪⚓

ঝরে পড়া পাতায় ভরে গেছে পথ, পাশে সুন্দর হাঁটার রাস্তা 🌿
সব বাড়িগুলো যেন ছবির মতো সাজানো 🏡✨
জার্মানির বাতাসে এখন হালকা ঠান্ডা, আর পাতার রঙ বলে দিচ্ছে —
শীত এসে যাচ্ছে ধীরে ধীরে… ❄️🍁
প্রকৃতির এই পরিবর্তন যেন এক নীরব কবিতা 🇩🇪💛
👇 তোমার শহরেও কি এমন শরৎের রঙ দেখা যায়? 🍂

#জার্মানিশরৎ #ঝরাপাতা
🇩🇪

#শীতেরআগমন #জার্মানি

25/10/2025

জার্মানির শরৎকাল 🇩🇪🍂
হলুদ পাতায় ঢেকে গেছে পথ, মনে বাজছে ‘শুকনো পাতার মরমরে’ 🎶

জার্মানির শরৎ যেন প্রকৃতির কবিতা 🍂💛
গাছের সব পাতা ঝরে পড়ছে, রাস্তা ভরে গেছে সোনালী রঙে…
হাওয়া হালকা ঠান্ডা, সূর্যের আলো মিশে আছে পাতার রঙে ✨
মনটা যেন ফিরে যায় সেই গানের লাইনে —
“শুকনো পাতার মরমরে…” 🎵
🇩🇪 Place: Germany
🎶 Feeling: Calm, Peaceful, Nostalgic
👇 বলো তো, তোমার প্রিয় ঋতু কোনটা — শরৎ না বসন্ত? 🌤️

#জার্মানিশরৎ #ঝরাপাতা
🇩🇪

#শুকনোপাতারমরমরে #জার্মানি #ইউরোপ

23/10/2025

প্রায় ১০ মাস পর আবার জার্মানির পাবলিক বাসে 🚌🇩🇪
পুরো বাস ফাঁকা, নিস্তব্ধ শান্ত এক যাত্রা! 😌||Viking Sailor 🇩🇪⚓

এমন শান্ত পরিবেশে যাত্রা যেন নিজের সাথেই কথা বলা…
কখনো কখনো নীরবতাও অনেক সুন্দর লাগে ❤️✨
📍 Location: Germany 🇩🇪
🕒 Feeling: Calm, peaceful & refreshing
👇 কমেন্টে লিখো তো, তুমি কি একা ভ্রমণ পছন্দ করো? 😌

#জার্মানিপাবলিকবাস
🇩🇪
#জার্মানিভ্রমণ

19/10/2025

Speed competition চলছে আমার আর ট্রেনের মাঝে 😄🇩🇪
বলো তো, এই ট্রেনটা কী বহন করছে? 🚂💨 ||Viking Sailor 🇩🇪⚓

জার্মানির রাস্তায় চলছি আমি, আর পাশে ছুটছে বিশাল এক কার্গো ট্রেন! 💨
মনে হচ্ছে যেন দুজনের মাঝে চলছে স্পিড প্রতিযোগিতা 😄
দেখে মনে হচ্ছে এই ট্রেনটা কিছু ভারি জিনিস বহন করছে…
তোমার কি মনে হয়, এর ভেতরে কী থাকতে পারে? 🤔
কমেন্টে লিখে জানাও 👇

#জার্মানিট্রেন #কার্গোট্রেন

🇩🇪 #রেলভ্রমণ
#ট্রেনপ্রেমী

Adresse

Hamburg

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Viking Sailor erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Teilen

Kategorie