Aysha's Recipe

Aysha's Recipe বাংলাদেশী নিত্য নতুন সহজ ও সুস্বাদু রান্নার রেসিপি - Bangladeshi Recipes - Bangla Recipes by Aysha Siddika.
(303)

🌟 নলেন গুড়ের মসলা দুধ চা – মিষ্টি, ঘ্রাণে ভরপুর আর একদম কমফোর্টিং শীতের সকালে এক কাপ গরম নলেন গুড়ের চা যেন মুহূর্তেই ম...
14/11/2025

🌟 নলেন গুড়ের মসলা দুধ চা – মিষ্টি, ঘ্রাণে ভরপুর আর একদম কমফোর্টিং শীতের সকালে এক কাপ গরম নলেন গুড়ের চা যেন মুহূর্তেই মন ভালো করে দেয়। দুধ, মসলা আর খেজুর গুড়ের ঘ্রাণে তৈরি এই চা একদম অন্যরকম স্বাদ দেবে।

👇 যেভাবে বানাবেন

উপকরণ:
পানি – ১ কাপ
দুধ – ১ কাপ
চা পাতা – ১ টেবিল চামচ
খেজুর গুড় – ১ ও ½ টেবিল চামচ
এলাচ – ১টি
লবঙ্গ – ১টি
আদা – ১ ছোট টুকরো (হালকা চেঁচানো)

প্রস্তুত প্রণালী:
- একটি প্যানে পানি, এলাচ, লবঙ্গ ও আদা দিয়ে ফুটিয়ে নিন।
- পানি ফুটে উঠলে তাতে চা পাতা দিন এবং ১–২ মিনিট জ্বাল দিন যাতে মসলা ও চায়ের ঘ্রাণ ভালোভাবে মিশে যায়।
- এবার দুধ ঢেলে মাঝারি আঁচে আরও কিছুক্ষণ ফুটান।
- যখন রঙ ও ঘ্রাণ ঠিকমতো হবে, চুলা বন্ধ করে চা ছেঁকে নিন।
- শেষে খেজুর গুড় মিশিয়ে ভালোভাবে নাড়ুন (গুড়টা গলে যাওয়া পর্যন্ত)।

👉 গরম গরম পরিবেশন করুন – নলেন গুড়ের মিষ্টি আর মসলার ঘ্রাণে তৈরি এই চা একবার খেলেই মন ভরে যাবে।

14/11/2025

সুস্বাদু মোঘলাই চিকেন/ মোগলাই চিকেন মাসালা


13/11/2025

নরম-গরম চিতই পিঠা....
শীতের অন্যতম একটা খাবার। কিসের সাথে খেতে সবথেকে বেশি ভালোলাগে আপনার ?
আমি পছন্দ করি আলু-মাংসের ঝোলের সাথে ....আর আপনি ?
যে যার সাথেই পছন্দ করেন না কেন আগে তো বানাতে হবে, তাই না ? প্রতি শীতেই আপনাদের সুবিধার জন্য আলাদা রেসিপিতে এই চিতই এর ভিডিও শেয়ার করি আমি। আজ আধুনিকতম একটা রেসিপি শেয়ার করছি , ইনশাআল্লাহ আপনাদের কাজে আসবে।

উপকরণ :
আতপ চাল (বাসমতি/পোলাও বা অন্য কোন জাতের ) - ১ কাপ + ১/৩ কাপ
ভাত - ১/২ কাপ
লবন - ৩/৪ থেকে ১ চা চামচ
তেল - দেড় চা চামচ
বেকিং পাউডার - ১/২ চা চামচ
নরমাল পানি - ১ কাপ +২ টেবিল চামচ

** এই পরিমাপে আপনার ১২ থেকে ১৫ টি পিঠা হবে। চাইলে সমানুপাতে সবকিছুর পরিমান বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন।

গুঁড়োদুধ দিয়েই বানিয়ে ফেলুন নরম, মোলায়েম মালাই চমচম। চিনি সিরা আর মালাই ঘ্রাণে ভরপুর এই মিষ্টি খেলে মনে হবে দোকানের চে...
13/11/2025

গুঁড়োদুধ দিয়েই বানিয়ে ফেলুন নরম, মোলায়েম মালাই চমচম। চিনি সিরা আর মালাই ঘ্রাণে ভরপুর এই মিষ্টি খেলে মনে হবে দোকানের চেয়েও ভালো!

রেসিপি লিংক কমেন্টে ⬇️

#চমচম #মালাইচমচম

13/11/2025

আজকের রেসিপি হলো ''স্পেশাল রস পাকান / নারকেল পুলি পিঠা''

পুলি পিঠা নানারকম হয়....আর এই পিঠার ভিন্নতা হয় বিশেষ করে এর ভেতরের পুরের কারণে।
যেমন , ক্ষীরপুলি, ছানাপুলি, দুধপুলি, নারকেলের ভাজা পুলি , সেদ্ধ পুলি , সেঁকা পুলি ইত্যাদি।

আমাদের এলাকায় মানে মাগুরাতে এই নারকেলের ভাজা পুলিটাকে বলে পাকান পিঠা। এই পাকান পিঠা আবার ২ ভাবে বানানো হয়...
একটা চিনি বা গুড় দিয়ে নাড়ুর মত নারকেলের পুর বানিয়ে করা হয়।
অন্যটা সরাসরি কাঁচা নারকেল কোরার সাথে চিনি মিলিয়ে পুর হিসেবে ব্যবহার করা হয়। এটাতে পুর বানাতে কোনো ঝক্কি পোহাতে হয় না।

আর এই ভাবে সরাসরি চিনি নারকেল পিঠার ভেতর দেয়া হয় বলে ভাজার সময় তেলের গরমে পিঠার ভেতর চিনিটা গোলে একটা সিরার মতো হয়ে যায়। যেকারণে , খাওয়ার সময় মুখে নরম সিরা দিয়ে ভর্তি হয়ে যায়। কি যে অসাধারণ খেতে সেটা না খেলে বোঝানো যাবে না।

13/11/2025

একবছর আগের ভিডিও.....রাতে ঘুমানোর সময় সাহিল আর তার মায়ের কথোপকথন....!

অন্ধকার রুম তাই কিছু দেখা যাবে না, শুনলে মন ভালো হতে পারে..😁

কমেন্টে সাহিলের ওই সময়ের একটা ছবি দিয়ে দিচ্ছি!

শর্মা হাউজের মতো ক্রিমি, ঘন আর স্পেশাল সেই সস এখন ঘরেই বানিয়ে ফেলুন। বার্গার, রোল বা ফ্রাই সব কিছুর সঙ্গেই জমবে দারুনভাব...
13/11/2025

শর্মা হাউজের মতো ক্রিমি, ঘন আর স্পেশাল সেই সস এখন ঘরেই বানিয়ে ফেলুন। বার্গার, রোল বা ফ্রাই সব কিছুর সঙ্গেই জমবে দারুনভাবে! 🥙

রেসিপি লিংক কমেন্টে ⬇️

#শর্মাসস

আপনি বেগুন ভর্তা কিভাবে করেন ....ভেজে, পুড়িয়ে নাকি সেদ্ধ করে? 🍆🍆
13/11/2025

আপনি বেগুন ভর্তা কিভাবে করেন ....ভেজে, পুড়িয়ে নাকি সেদ্ধ করে? 🍆🍆

৪টি ভিন্ন স্বাদের বিরিয়ানি রেসিপি - কাচ্চি বিরিয়ানি- পাক্কি বিরিয়ানি- রাইস কুকারে মাটন বিরিয়ানি- চিকেন বিরিয়ানিপ্রতিটি র...
13/11/2025

৪টি ভিন্ন স্বাদের বিরিয়ানি রেসিপি

- কাচ্চি বিরিয়ানি
- পাক্কি বিরিয়ানি
- রাইস কুকারে মাটন বিরিয়ানি
- চিকেন বিরিয়ানি

প্রতিটি রেসিপিই ভিন্ন স্বাদের, সহজ উপায়ে তৈরি, আর দারুণ সুগন্ধি ও মজাদার

এক ভিডিওতেই চার রকম বিরিয়ানি রেসিপি
রেসিপি লিংক কমেন্টে

13/11/2025

আপনাদের জন্য আমার আজকের আয়োজন বাংলা হোটেল স্টাইলে সকালের নাস্তার সবজি ভাজি/ডাল ভাজি, সকালের নাস্তায় পরোটা/রুটি/লুচির সাথে জাস্ট জমে যাবে

তান্দুর ছাড়াই চুলায় বানানো পারফেক্ট তান্দুরী চিকেন! প্যাকেট মশলাতেই হবে দারুন রঙ, ঘ্রাণ আর স্বাদ রেস্টুরেন্টে না গিয়েও ঘ...
13/11/2025

তান্দুর ছাড়াই চুলায় বানানো পারফেক্ট তান্দুরী চিকেন! প্যাকেট মশলাতেই হবে দারুন রঙ, ঘ্রাণ আর স্বাদ রেস্টুরেন্টে না গিয়েও ঘরেই পাবেন সেই মজা। 🍗🔥
রেসিপি লিংক কমেন্টে ⬇️
#তান্দুরীচিকেন

12/11/2025

আলু এমন একটা সবজি যা ভর্তা-নিরামিষ থেকে শুরু করে মাছের ঝোল, চচ্চড়ি, মাংস সব কিছুর সাথে চমৎকার ভাবে মানিয়ে যায়।
আর আলু দিয়ে নানারকম মুখরোচক স্ন্যাকসের কথা তো কারো অজানা নয়। আমার চ্যানেলে আগে থেকেই আলুর তৈরী অনেকগুলো নাস্তার রেসিপি দেয়া আছে, আজ থাকলো মজাদার আলু পরোটার রেসিপি।

চলুন দেখে নেই আমাদের কি কি লাগবে....

ময়দা - ১ কাপ
লবন - ১/৪ চা চামচ
চিনি - ১/২ চা চামচ
তেল - ১ টেবিল চামচ
কুসুম গরম পানি, প্রয়োজনমত

মাঝারি সাইজের সেদ্ধ আলু - ২ টি
স্বাদমত....
পেঁয়াজ বেরেস্তা
রসুন কুচি ভাজা
শুকনা মরিচ ভাজা
ধনেপাতা কুচি
কাঁচামরিচ কুচি
আমচুর পাউডার
লবন।

***এছাড়া আপনারা চাইলে এতে আচারের মশলা, ভাজা জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া বা আপনার পছন্দমতো যে কোনো মশলা মেশাতে পারেন।

Adresse

Hanover

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Aysha's Recipe erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Service Kontaktieren

Nachricht an Aysha's Recipe senden:

Teilen