Khadizatul Kobra Sonya

Khadizatul Kobra Sonya Hey! Wanna hear a story?

04/10/2025

Solving the Cross: Beginner CFOP

04/10/2025

নিজের মানসিক শান্তি এবং অর্থনৈতিক নিরাপত্তার জন্য কখনোই অন্যের ওপর নির্ভরশীল হতে হয় না। হলে পস্তাবেন। সোজা হিসাব।

শখের বশে রুবিক্স কিউব মেলানো শিখলাম। নিজে শেখার পরে অন্যদের জন্যও একটা টিউটোরিয়াল বানালাম। হাজার হাজার মানুষ শিখল কীভাবে...
23/09/2025

শখের বশে রুবিক্স কিউব মেলানো শিখলাম। নিজে শেখার পরে অন্যদের জন্যও একটা টিউটোরিয়াল বানালাম। হাজার হাজার মানুষ শিখল কীভাবে কিউব মেলাতে হয়। আমার কিছু টাকা পয়সা আয় হলো। প্রায় ৩ হাজারের মতো মানুষ ওই এক ভিডিয়ো দেখেই সাবস্ক্রাইব করলো চ্যানেল। যতদিন ইউটিউব আছে মানুষ দেখবে, শিখবে, সাবস্ক্রাইব করবে।

এই ব্যাপারটা জোস— শেখা এবং শেখানো। যা শিখেছেন তা কোথাও একটা রেখে দেয়া অন্যদের জন্য। কোনো কিছু ভালোভাবে শেখার জন্য, শেখানোর কোনো বিকল্প নেই।

আমার মাঝেমধ্যে মনেহয় সবার শখের একটা চ্যানেল থাকা উচিত। সেখানে সে যা পারে, যা শিখে, যা ভালো লাগে— তা শেয়ার করবে। কারো দরকার হলে সে সেটা খুঁজে পাবে, দেখবে; দরকার না হলে দেখবে না।

কী জোস হতো ব্যাপারটা! তাই না?

পুনশ্চ: কেবল মনিটাইজেশনের জন্য চ্যানেলে আবর্জনা ডাম্প করা এর অন্তর্ভুক্ত নয়। কেবল স্কিল শেয়ার, আবর্জনা না।

22/09/2025

To whom it may concern:

You see someone talking sh*t about others, stay the heck away from that person.

18/09/2025

This is the app I use to send money home!

Well...they do!
14/08/2025

Well...they do!

10/08/2025

এই বইটা সাউথ এশিয়ার প্রত্যেকটা মানুষের একবার হলেও পড়া উচিত।

23/07/2025

কীভাবে ভালো কথা বলা যায় তার ওপর নানান কোর্স আছে। কোথাও যদি একটু চুপ থাকার কোর্স করানো হতো! একদম চুপ!
নিজে যা বুঝি না, জানি না, তা নিয়ে বিন্দুমাত্র উচ্চবাচ্য না করার একটা কোর্স! খুব দরকার জিনিসটার।

আমি এতদিনে বুঝতে পেরেছি বন্যার সময় টাকা তুলব না বলাতে মানুষ কেন জিনিসটা মানতে পারে নাই।  আমাদের Chief Adviser GOB টাকা চ...
22/07/2025

আমি এতদিনে বুঝতে পেরেছি বন্যার সময় টাকা তুলব না বলাতে মানুষ কেন জিনিসটা মানতে পারে নাই। আমাদের Chief Adviser GOB টাকা চাচ্ছে বাচ্চাদের চিকিৎসার জন্য! মাশা-আল্লাহ! আলহামদুলিল্লাহ!
আমার আসলেই আর কিছু বলার নাই।

ইদ মোবারাক, বাংলাদেশ!
07/06/2025

ইদ মোবারাক, বাংলাদেশ!

26/05/2025

How to make a terrarium!

23/05/2025

বাচ্চারা, IELTS দাও!
জার্মান, মেন্ডারিন, কোরিয়ান যেই ভাষা লাগে শেখো। দুনিয়াটা অতও ছোট না। ছড়াই ছিটাই যাও। নিজের এবং নিজের পরিবারের হাল ধরো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সস্তা পোস্ট দিয়ে দু-চারটা হাহা রিঅ্যাক্ট আসবে, প্লেটে ভাত আসবে না।

Adresse

Kassel

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Khadizatul Kobra Sonya erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Teilen

Kategorie