Sister's Dream

Sister's Dream হরেক রকম খাবার আমাদের এই Sister's Dream এ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সাথে ব্লগ ও শেয়ার করবো ইনশাআল্লাহ❤
(2)

22/07/2025

যেই বাচ্চা টা পুড়ে একাই বের হয়ে হেঁটে যাচ্ছিলো ওই বাচ্চা টা সুস্থ আছে কি? ভীষণ জানতে ইচ্ছে করছে 😢

21/07/2025

আল্লাহ তুমি বাচ্চাগুলোকে হেফাজত কর আল্লাহ .. কোন মায়ের বুক তুমি খালি কইরো না । আমিন🤲

20/07/2025

যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, অসম্মানিত করে, সে সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিৎ। হোক সে বন্ধু, আত্মীয় কিংবা খুব কাছের প্রিয় কেউ !

আমরা অনেকেই বলে থাকি, সম্মান টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু বাস্তব জীবনে দেখা যায়, একজনকে সম্মান বা গুরুত্ব দেওয়া হয়ই টাক...
19/07/2025

আমরা অনেকেই বলে থাকি, সম্মান টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু বাস্তব জীবনে দেখা যায়, একজনকে সম্মান বা গুরুত্ব দেওয়া হয়ই টাকার কারণে। একজন দরিদ্র শিক্ষিত মানুষকে সমাজ অবহেলা করলেও, অর্থবিত্তবান অশিক্ষিত মানুষকেও যথেষ্ট সম্মান জানায়।

সমাজ তো পরের কথা পরিবারের ভিতরেও খেয়াল করলেই দেখতে পারবেন কি পরিমানে সম্পর্ক পরিবর্তিত হয় এই টাকাকে কেন্দ্র করে। অনেক পরিবারেই দেখা যায়, যার হাতে টাকা আছে, সেই ভাই, বোন বা আত্মীয়রই আদর, কদর, গুরুত্ব বেশি। কোনো অনুষ্ঠানের দাওয়াত, জন্মদিনের আয়োজন, বা বিয়ের নিমন্ত্রণ—সব ক্ষেত্রেই আগে খবরটা যায় সেই মানুষটিকে, যিনি ভালো গিফট দিতে পারবেন বা আর্থিকভাবে কিছু অবদান রাখতে পারেন। এমনকি সে যদি অহংকারী হয় বা পরিবারের অন্যদের অপমান করে, avoid করে, তবুও তার জন্য দরজা খোলা থাকে। কারণ, সে দামি মানুষ, তার কাছে হয়তো উপকার পাওয়া যাবে।

অন্যদিকে, যে সদস্যটা সবসময় পাশে থাকে, ফোন করে খোঁজ নেয়, প্রয়োজনে ছুটে আসে, কিন্তু টাকার দিক দিয়ে ততটা সামর্থ্যবান নয়—তার অস্তিত্ব যেন গুরুত্বহীন হয়ে যায়। এমন অনেকেই আছেন, যাদের আপন ভেবে ডাকা হলেও নিমন্ত্রণ বা দাওয়াত আসে না, আসে না ভালোবাসার প্রকাশ। কারণ তারা হয়তো দামি গিফট বা আয়োজনের পেছনে খরচ করতে পারে না।

আর্থ সামাজিক অবস্থার কারনে বাংলাদেশের অনেক মধ‍্যবিত্ত পরিবারের এমন পরনির্ভরশীল আচরনের কারনেই সম্পর্ক গুলোর মধ‍্য অর্থ সব থেকে গুরুত্বপূর্ণ role play করে, বিশ্বাস হচ্ছে না? এমন কয়টা পরিবার আছে বাংলাদেশে যাদের বাবার সম্পত্তি নিয়ে ভাই বোনের সম্পর্ক খারাপ হয় না?

আমাদের এই পরনির্ভরশীল মানসিকতার কারনে অন্যের উপার্জিত অর্থ দিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে চাই। আমরা চাই কেউ একজন ইনকাম করুক, আর আমরা ভাগ বসাই; দায়িত্বশীল হতে পারি না পারি , কিন্তু দাবি করতে পিছপা হই না।

যদি আমাদের মধ্যে নিজের টাকায় চলার সাহস, নিজের প্রয়োজন নিজে মেটানোর মানসিকতা গড়ে উঠত—তাহলে আজকের সম্পর্কগুলো এতটা স্বার্থপর, ঠুনকো আর দয়ার ওপর নির্ভরশীল হতো না। অন্যের ইনকাম দিয়ে নিজের জীবন চালাতে গেলে সম্পর্কের জায়গায় তৈরি হয় দাসত্ব, সম্মানের জায়গায় আসে নির্ভরতা।
©

কার হেল্প পেয়েছেন⁉️
13/07/2025

কার হেল্প পেয়েছেন⁉️

12/07/2025

"ঋণ"
রাসূল সা: বলেছেন,
মুমিন ব্যক্তির রুহ তার ঋণের কারণে ঝুলন্ত অবস্থায় থাকে, যতক্ষণ যাবৎ না তা পরিশোধ
করা হয়।

প্রেগ্ন্যান্সি আর আমাদের আশে পাশের মানুষের দৃষ্টিভঙ্গি-***তুমি প্রেগন্যান্ট?মোটা হও নাই তো!*** শেষের তিন মাস খুব সাবধানে...
11/07/2025

প্রেগ্ন্যান্সি আর আমাদের আশে পাশের মানুষের দৃষ্টিভঙ্গি-

***তুমি প্রেগন্যান্ট?মোটা হও নাই তো!
*** শেষের তিন মাস খুব সাবধানে খাওয়া দাওয়া করবা, ভাত বেশি খাবা না শরীর ভারি হয়ে যাবে।
**** তোমার পেট তো অত বুঝা যায় না!
**** পেট বেশি বড় হইলে অনেক কষ্ট, রাতে ঘুমের সময় পাশ ফিরতে অনেক কষ্ট হয়। তোমার অত কষ্ট হবে না।
**** মাশাল্লাহ ৮ মাস প্রেগন্যান্ট হয়েও কি ফিট তুমি! কত কাজ করতেসো! আমার ছেলের বউটা তো শুয়ে বসেই পার করে দিলো!
**** শুনো এত দৌড় ঝাপ কইরো না, এখন বেশি বেশি বিশ্রাম দরকার!
**** বাচ্চার জেন্ডার কি? ছেলে না মেয়ে? অবশ্য একটা সুস্থ বাচ্চা হলেই হলো, এর চেয়ে বেশি আর কোন চাওয়া নাই।
**** বাচ্চার জেন্ডার জানো? এখন তো নাকি হাস্পাতাল গুলোতে বলে না।
আমাদের ধর্মে জেন্ডার জানার ব্যাপারে মানা করা আছে।
**** কি চিন্তা করসো নরমাল ডেলিভারি করবা নাকি সিজার? নরমাল করতে পারলে ভালো কষ্ট কম।
**** তুমি নাকি নরমাল ডেলিভারি করাতে চাচ্ছো? অনেক কষ্ট, এত ব্যাথা সহ্য করতে পারবা? সিজার করো, কষ্ট কম।
**** তোমার ফিগার তো চিকন চাকন, তুমি নরমাল এর জন্য ট্রাই কইরো, বাকিটা আল্লাহ ভরসা!
**** আমার মেয়েকে ২৮ ঘন্টা লেবার পেইনে থাকতে হইসে, অনেক কষ্ট পাইসে, এখনকার মেয়েরা কি আর এত কষ্ট সহ্য করতে পারে? সিজার ই করাও। অজ্ঞ্যান হয়ে যাবা, পরে ঘুম ভাংলে দেখবা বাচ্চা হয়ে গেছে।

😑😑😑😑😑😑😑😑

বি:দ্র: সবার প্রেগ্ন্যান্সি একরকম না, সবার বডি স্ট্রাকচার একরকম না। কিন্তু সেটা কয়জন বোঝে!
এইদেশের প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে ডাক্তার এবং স্বভাবগতভাবে চ্যাটজিপিটি, যিনি কিনা সব জানেন।
©

গোসল করবেন না!... আপনার ছোট শিশুদের একা রাখবেন না, প্রয়োজনে আপনার সাথে বাথরুমে নিয়ে যান কিন্তু একা ছেড়ে দেবেন না।"তুমি...
11/07/2025

গোসল করবেন না!... আপনার ছোট শিশুদের একা রাখবেন না, প্রয়োজনে আপনার সাথে বাথরুমে নিয়ে যান কিন্তু একা ছেড়ে দেবেন না।

"তুমি কি আছো, ছোট্ট মেয়ে?"

ঘটনাটি মাত্র এক মাস আগের, কিন্তু ব্যথাটা এখনও এতটাই তাজা মনে হচ্ছে যেন গতকালই ঘটেছে।

সেদিন আমার স্বামী কাজের জন্য তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলেন। আমি আমাদের তিন বছরের মেয়েকে নিয়ে বাড়িতে একা ছিলাম। সে তার প্রিয় পুতুল আর খেলনা নিয়ে বসার ঘরে আনন্দে খেলছিল। আমি সারা সকাল গোসল করা থেকে বিরত ছিলাম, সঠিক মুহূর্তের অপেক্ষায়। অবশেষে, আমি ভাবলাম, "ও ঠিক আছে... মাত্র কয়েক মিনিট লাগবে।"

আমি তাকে আলতো করে বললাম, "মাম্মা তাড়াতাড়ি গোসল করে আসবে, সোনা। এখানেই থেকো আর খেলো, কেমন?" পুতুল সাজানোয় মগ্ন থাকায় সে তেমন মনোযোগ না দিয়েই মাথা নাড়ল।

আমি বাথরুমের দরজা খোলা রেখে জল ছেড়ে দিলাম। যখন আমার চারপাশে বাষ্প উঠতে লাগল, আমি ডেকে উঠলাম, "তুমি কি আছো, বেবি গার্ল?"

সে হাসিমুখে উত্তর দিল, "এখানে, খেলনা মাম্মা!"

আমি হাসলাম। ওর ছোট্ট কণ্ঠস্বর সবসময় আমার হৃদয়কে উষ্ণ করত। কয়েক মিনিট কেটে গেল এবং আমি আবার ডাকলাম, শুধু নিশ্চিত হওয়ার জন্য।

"তুমি কি এখনও আছো, বেবি গার্ল?"

আবারও সে কিচিরমিচির করে বলল, "এখানে, খেলনা মাম্মা!"

আমি জল আরও কিছুক্ষণ চলতে দিলাম, শান্তির এক বিরল মুহূর্ত উপভোগ করছিলাম। হয়তো আরও পাঁচ মিনিট কেটে গেল। তারপর আমি আবার ডাকলাম।

"তুমি কি আছো, বেবি গার্ল?"

কোনো উত্তর এলো না।

প্রথমদিকে, আমি ভাবলাম সে হয়তো খেলায় মগ্ন হয়ে গেছে। কিন্তু কিছু একটা আমাকে টেনে ধরল—এক মায়ের সহজাত প্রবৃত্তি। আমি দ্রুত জল বন্ধ করে, গায়ে তোয়ালে জড়িয়ে বাথরুম থেকে বেরিয়ে এলাম।

যা দেখলাম তা আমাকে চিরকাল তাড়া করে ফিরবে।

সে মেঝেতে শুয়ে ছিল, চোখ দুটি বড় বড় করে খোলা, সম্পূর্ণ স্থির। আমি বারবার তার নাম ধরে ডাকলাম, তাকে তুলে নিলাম, কাঁপতে কাঁপতে, চিৎকার করে, তাকে ঘুম থেকে ওঠার জন্য অনুনয় করতে লাগলাম। কিন্তু সে শ্বাস নিচ্ছিল না।

আতঙ্কিত হয়ে আমি ৯১১-এ ফোন করলাম। প্যারামেডিকরা দ্রুত চলে এলেন, কিন্তু তাদের কিছুই করার ছিল না। যখন তারা আমাকে বলল যে সে আর নেই, আমার পৃথিবী ভেঙে পড়ল।

পরের দিন, ময়নাতদন্তের সময়, তারা কারণটি খুঁজে পেল — সে দুর্ঘটনাবশত তার একটি পুতুলের ছোট স্যান্ডেল গিলে ফেলেছিল। এটি তার শ্বাসনালী বন্ধ করে দিয়েছিল। সে হয়তো পুতুলকে খাওয়ানোর ভান করছিল বা তার সাথে খেলছিল যেমনটা সে সবসময় করত।

আমার স্বামী এবং আমি বিধ্বস্ত হয়ে গেলাম। শোক ভালোবাসার উপর অদ্ভুত প্রভাব ফেলে। আমাদের মাঝে নীরবতা ভারী হয়ে উঠল, এবং অবশেষে, দোষারোপ, অপরাধবোধ আর দুঃখের ভারে আমরা দূরে সরে গেলাম।

এখন আমি একা থাকি। আমার থেরাপিস্ট আমাকে এটা লিখতে বললেন—ব্যথা মুক্তি দিতে, কোনো ধরনের আরোগ্য খুঁজে পেতে। কিন্তু আরোগ্য যেন একটি মিথ। প্রতিবার যখন আমি বাথরুমের দিকে যাই, আমি জমে যাই। জলের কথা, আবার সেই দরজার পিছনে থাকার চিন্তা আমাকে আতঙ্কিত করে তোলে।

তবুও, কখনও কখনও আমি সাহস সঞ্চয় করি, এবং যখন উষ্ণ জল আমার পিঠ বেয়ে নামে, আমার ভেতরের একটি অংশ সাহস করে জিজ্ঞেস করে:

"তুমি কি আছো, বেবি গার্ল?"

আর বাষ্প আর নীরবতার নিস্তব্ধতায়, আমি শপথ করে বলতে পারি, আমি এখনও তার ফিসফিস শুনতে পাই:

"এখানে, খেলনা মাম্মা।"
©

10/07/2025

হিংসুক মানুষের মনে শান্তি কম!
কারণ সে অন্যের শান্তি দেখে জ্বলতে জ্বলতে নিজে শান্তির জন্য শুকরিয়া করা বা অনুভব করার সময় পায়না 🖐️🖐️

10/07/2025

আমার বাচ্চা কে যে ভালোবাসবে সে আমার
শত্রু হলে ও আমি তাকে সম্মান করবো ভালোবাসবো ❤️
আর যে আমার সন্তান কে ভালোবাসবে না
তাকে আমি কখনোই ক্ষমা করবোনা ,,,
সে যেই হোক না কেন 🤔☺️
©

10/07/2025

নারীকে ভাঙা সহজ হলেও, জুড়ে দেয়া কিন্তু ততোটা সহজ নয়, কারণ তারা অন্যের দ্বারা ভাঙ্গে ঠিকই তবে অন্যের দ্বারা জুড়ে না, বরং ভেঙে যাওয়ার পর নিজের মতো বাঁচে, নীরবতায় একাকী নিঃসঙ্গতায় 🙂

বাসার সামনে রাস্তার পাশে ১ মিনিটের দূরত্বে এতো সুন্দর আঙ্গুর দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম।। এতোদিন নজরে একবার ও পরলো ...
09/07/2025

বাসার সামনে রাস্তার পাশে ১ মিনিটের দূরত্বে এতো সুন্দর আঙ্গুর দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম।। এতোদিন নজরে একবার ও পরলো না।। মাশাআল্লাহ অনেক আঙ্গুর ধরেছে💞 দেখতে কি সুন্দর লাগছিলো,, আর খেতে তো অসাধারণ🥰 টক, মিষ্টি মিক্সড🍇🍇🍇

Adresse

Koblenz

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Sister's Dream erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Teilen

Kategorie