Sister's Dream

Sister's Dream হরেক রকম খাবার আমাদের এই Sister's Dream এ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সাথে ব্লগ ও শেয়ার করবো ইনশাআল্লাহ❤
(2)

মা বড় নাকি বউ? বিয়ের পর যদি একটি ছেলে বউয়ের থেকে তার মাকে গুরুত্ব বেশী দেয় তবে ভাঙনটা এখানেই শুরু হয়। সমান থাকাটায় বুদ্ধ...
07/08/2025

মা বড় নাকি বউ? বিয়ের পর যদি একটি ছেলে বউয়ের থেকে তার মাকে গুরুত্ব বেশী দেয় তবে ভাঙনটা এখানেই শুরু হয়। সমান থাকাটায় বুদ্ধিমানের কাজ। ১) মায়েরা চাই আমার ছেলের ভাগ আমি কাউকে দেবোনা, বউতো পরের মেয়ে বউয়ের কি আমার মত ভালোবাসা আছে ছেলের ওপর? আমি মা আমিই সব বুঝি আমার ছেলের! আমার ছেলে কি চাই না চাই আমি জানি বউ আবার কে? বাস্তব কথা ১০০% এ ৯৮% মায়েরা এটা মনে করে এবং এটাই সমস্যার মূল কারণ । যে ছেলেকে নিজে ভালোবাসা যত্ন দিয়ে এতো বড় করেছে, সেই ছেলের ভালোবাসার ভাগ পরের মেয়ে নিচ্ছে, যত্ন করছে এটা মায়েরা মেনে নিতে পারেনা। মেনে নিতে না পারায় ছেলের স্ত্রীকে খুঁচিয়ে কথা বলে এবং এমন কিছু আচরণ করে যে বউয়েরা বাধ্য হয় আলাদা হতে।

এখন আপনারা বলবেন তাহলে তো বউয়েরা খারাপ, কেননা আলাদা তো বউয়েরা হচ্ছে।
আচ্ছা বলুন ২ দিন বিয়ে হয়ে আসা একটি মেয়ে অপরিচিত একটি বাড়িতে আসে এবং ঐ বাড়ির মানুষ যদি তাকে খুঁচিয়ে কথা বলে তার পরিবার নিয়ে কথা বলে নতুন বউ আর ছেলেকে একান্ত সময় কাটাতে না দিয়ে বিয়ের ২দিন পরই রান্না ঘরে পাঠিয়ে দেয় তাহলে ঐমেয়ের মনোভাব কেমন হবে?
আমরা ছেলেরা সব সময় মায়েদের পক্ষ নি, যে মা মানেই ভুল হতেই পারেনা সব দোষ বউদের! দেখুন মা সেও মানুষ -তার মনেও হিংসা থাকবে এটাই নর্মাল। আমি আপনি মা বা বউ কেউই ফেরেস্তা না ভাই। মা যদি ভুল হয় তবে মায়ের ভুল মাকে ধরিয়ে দিন, আর বউ যদি ভুল হয় তবে বউয়ের ভুল বউকে ধরিয়ে দিন সম্মানের সাথে।
অনেক পুরুষ আছে মায়ের দোষ দেখেও চুপ থাকে, আর বউয়ের ওপর অবিচার করে তারা আবার বলেও- বউ গেলে বউ পাওয়া যায় কিন্তু মা গেলে মা পাওয়া যায়না🤣 কেন ভাই? হাজার টা বিয়ে করো প্রথম স্ত্রীর মত হওয়া সম্ভবনা। কেউ কারো মতো হতে পারেনা। তাই এসব ফাতরামি বাদ দেয়ায় বেটার।

আবার আমার পরিচিত এক বন্ধু দেখি তার বউয়ের ওপর অনেক *অ***ত্যা**চা***র করে, সে আমাকে কল দিয়ে সলিউশন চাই!সে আবার এটাও বলে যে আমি জানি দোষ আমার মায়ের কিন্তু মাকে তো কিছু বলতে পারবোনা তাই বউকেই ছেড়ে দেয়ার ডিসিশন নিলাম 🤣 আমি প্রশ্ন করলাম কেন মাকে কিছু বলতে পারবিনা? সে বলে মায়ের বয়স হয়েছে কয়দিনি বা বাজবে?

এই যে মানুষ কয়দিন বাজবে এই অযুহাতে সকল শাশুড়ী গন পাওয়ার পাই।
কথা হচ্ছে জন্ম মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, যেকোনো সময় ছোটো বড় যে কেউ চলে যেতে পারে। তাহলে কেন বয়স্ক বলে এতো পাওয়ার দেন আপনারা? দোষ যারই হোক প্রতিবাদ করুন। আবার বলে মা বোঝেনা, এতো বয়স হয়েও মায়েরা বোঝেনা, কখন কাকে কোন কথা বলবে হুস থাকেনা কিন্তু আশা করে নিজের হাটুর চেয়েও কম বয়সী বউ সব বুঝবে। বিষয়টা হাস্যকরনা?
ভাই আজ আপনি যদি দোষের প্রতিবাদ না করেন তবে এক সময় সবচেয়ে বড় কষ্ট আপনিই পাবেন। কেন? কারণ কাল আপনার সন্তান হবে আর তখন সে বাচ্চা যখন দেখবে তার মায়ের প্রতি অন্যায় অবিচার হচ্ছে তখন সে আপনাকে এবং তার ঠাকুমাকে ঘৃণা করবে যা আপনি সহ্য করতে পারবেনতো?

আরেকটা সব চেয়ে বড় ভন্ডামির কথা-
শাশুড়ী ছেলের বউকে মেয়ে মনে করতে হবে আর বউয়ের শাশুড়ীকে মা মনে করতে হবে আরে ভাই সিম্পল কথাটা কেন বোঝেন না যে পরের মেয়ে নিজের মেয়ে হয়না আর নিজের মায়ের মত আর কেউ হয়না। নিজের সন্তান আর অন্যের সন্তানের মধ্যে ভেদাভেদ থাকবেই। প্রমাণ চান?- আপনার স্ত্রীর বাচ্চা হওয়ার পর দেখেন আপনার মা কতটুকু করে আর আপনার স্ত্রীর মা কতটুকু করে।

বউ এবং মা দুজনেই গুরুত্বপূর্ণ। আপনি কি জানেন আপনি কেমন মানুষ সেটা আপনার মায়ের চেয়ে আপনার স্ত্রী বেশী ভালো জানে? কেননা প্রতিটি সন্তান তার বাবা মায়ের সামনে সবসময় ভালো মানুষের মুখোশ পরে থাকে কিন্তু স্ত্রীর সামনে কোনো মুখোশ থাকেনা।

বিয়ের পরো মায়েরা চাই আমার ছেলে আগের মতই থাকবে, কিন্তু এটাকি সম্ভব? বিয়ের পর একটি ছেলের জীবনে অনেক পরিবর্তন আসে দায়িত্ব এবং ভবিষ্যতের চিন্তা আসে, সব মিলে চাইলেও আগের মত থাকা যায়না। পরিবর্তন মানে বাবা মায়ের প্রতি ভালোবাসা কমে যাওয়ার কথা বলিনি, ছেলেটি আর আগের মত বেকার থাকেনা, ২৪ ঘন্টা বাড়িতে সময় দেয়া সম্ভব হয়না। সারাদিন কাজ শেষ করে বাড়ি এসে আর আগের মত মজা ঠাট্টা করার দিন থাকেনা।

অধিকাংশ পুরুষ আবার কি করে? মায়ের অন্যায় কাজের কথা যদি বউ বলে তবে উল্টা বউকেই পে**টা**য় বাহ👌
একটি মেয়ে সব ছেড়ে আপনার জীবনে আসে, আপনাকে ভরসা করে, আপনার পরিবার যদি তাকে আঘাত দিয়ে কথা বলে তখন সে তার কষ্টের কথা আপনাকে না বল্লে আর কাকে বলবে?
আপনার স্ত্রীর পরিবার যদি আপনাকে কখনো বাজে কথা বলতো খুঁচিয়ে কথা বলতো তাহলে আপনার স্ত্রী তাদের ছেড়ে দিতো। কেননা আপনার মূল্য তার কাছে বেশী, তাহলে স্ত্রীর মূল্য কেন কম?

বিয়ের পর পরিস্থিতি যায় হোক যদি বউকে উপযুক্ত সম্মান দিতে না পারেন, হাতটা শক্ত করে যদি ধরে রাখতে না পারেন, তবে দয়া করে বিয়ে করবেননা।

আমাদের পেজে অনেক ভাইয়েরা লেখা পাঠান যে সে দেখছে তার মা তার বউয়ের প্রতি অন্যায় করছে বউয়ের দোষ ছাড়ায় কিন্তু এরপরও মা বলে কিছু বলতে পারেনা।

মা এবং বউ দুজনেই মূলবান, বউয়ের সাথে অবিচার, অন্যায় করে যদি ভাবেন মায়ের পায়ের নিচে স্বর্গ তাহলে তো সব হারাবেন।

মাকে মায়ের সম্মান দিন বউকে বউয়ের সম্মান দিন কেননা বউ আপনার শেষ বয়সের লাঠি।

পোস্টকারী ভাইদের বলছি - আপনার স্ত্রী প্রেগন্যান্ট, জীবন মৃ**ত্যু মুখোমুখি হয়ে আপনার সন্তান সে জন্ম দেবে অথচ আপনি আপনার মায়ের ভয়ে চুপ থাকছেন আর আপনার মা আপনার স্ত্রীকে দিয়ে সারাদিন গাধার খাটুনি খাটাচ্ছে, ভারি কাজ করাচ্ছে।
আপনি মায়ের ভয়ে ৬ মাসের প্রেগন্যান্ট স্ত্রীকে ভালো খাবার টাও দিতে পারছেননা। লুকিয়ে আপনার স্ত্রীকে খাওয়াতে হয়। আহা নারী 🙂 নারী এতো অসহায় না, মুখবুজে সহ্য করাটা নারীর দূর্বলতা নয় নারীর আপনার প্রতি ভালোবাসা। মাকে বোঝান সে ভুল করছে, এরপরও না বুঝলে স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে যান, আলাদা হওয়া মানে এটা না যে সম্পর্ক রাখবেননা বা ঝগড়া করে আলাদা হবেন। সম্মানের সাথে মাকে তার ভুল গুলো ধরিয়ে দিন বোঝান যে -তোমার মেয়ের সাথে যদি তার শাশুড়ী এমন করে তাহলে তোমার কেমন লাগবে? ভুল ধরিয়ে দেয়ার পরও যদি সে না বোঝে তবে - বলুন যে এখন আলাদা হওয়া ছাড়া উপায় নেই।
আলাদা হবেন বলে বাবা মায়ের দায়িত্ব ভুলে যাবেননা। যতটুকু সম্ভব হয় মা বাবার ওপর দায়িত্ব পালন করুন তবে তা যেন এক তরফা না হয়। বউকে বউয়ের সম্মান দিন মাকে মায়ের সম্মান দিন। মা কে খুশি করতে গিয়ে নিজের স্ত্রী কে কষ্ট দিবেন না। স্ত্রী কে সময় দিন, সম্মান করুন। তাহলে জীবন সুন্দর।
©

স্বামীর ব্যবহারের উপরই নির্ভর করে স্ত্রীর চরিত্র কেমন হবে‎‎বিয়ে শুধু দুটি মানুষের সম্পর্ক নয়; এটি দুইটি আত্মার মিলন। স...
06/08/2025

স্বামীর ব্যবহারের উপরই নির্ভর করে স্ত্রীর চরিত্র কেমন হবে

‎বিয়ে শুধু দুটি মানুষের সম্পর্ক নয়; এটি দুইটি আত্মার মিলন। স্বামী-স্ত্রীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সম্মানই সংসারের ভিত্তি। বিশেষ করে স্বামীর ব্যবহার একটি স্ত্রীর মানসিকতা, আচরণ এবং চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

‎💠 স্বামীর ভালোবাসা ও সম্মান

‎যখন স্বামী তার স্ত্রীকে ভালোবাসা, যত্ন এবং সম্মান দিয়ে আগলে রাখে, তখন স্ত্রীও আত্মবিশ্বাসী এবং ইতিবাচক চরিত্রের অধিকারী হয়। সে তার স্বামীর প্রতি সম্পূর্ণ বিশ্বস্ত থাকে এবং সংসারকে সুখের নীড়ে পরিণত করতে সর্বোচ্চ চেষ্টা করে।

‎💠 অবহেলা ও কটূব্যবহার

‎অন্যদিকে, যদি স্বামী অবহেলা করে, অকারণে রাগারাগি করে বা স্ত্রীকে ছোট করে দেখে, তবে তার মধ্যে হতাশা জন্ম নেয়। সময়ের সাথে সাথে এই মানসিক চাপ তার স্বভাবকেও বদলে দেয়। সে হয়তো গুটিয়ে যায় অথবা অপ্রত্যাশিতভাবে প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে।

‎💠 পারস্পরিক বোঝাপড়া

‎স্ত্রীর চরিত্র গঠনে স্বামীর সবচেয়ে বড় ভূমিকা হলো বোঝাপড়া এবং সহানুভূতি। স্ত্রী যদি স্বামীর মধ্যে নিরাপত্তা, শ্রদ্ধা এবং সঙ্গীর মতো সমর্থন পায়, তবে তার ভেতরের সেরা গুণগুলো ফুটে ওঠে।

‎💠 সম্পর্কের শিক্ষণীয় বার্তা

‎একটি সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামীকে বুঝতে হবে—স্ত্রী কোনো বস্তু নয়, সে একজন মানুষ যারও অনুভূতি আছে। স্বামীর প্রতিটি আচরণ স্ত্রীর মনে প্রভাব ফেলে, যা শেষ পর্যন্ত তার চরিত্র এবং সংসারের পরিবেশকে গঠন করে। তাই সম্পর্ক বাঁচাতে এবং সুন্দর রাখতে সবার আগে প্রয়োজন ভালো ব্যবহার, সম্মান এবং ভালোবাসা।
‎---
©

আপনার সন্তানের কাছে আপনি তখনই একজন শ্রেষ্ঠ বাবা যখন আপনি আপনার সন্তানের মা কে তার প্রাপ্য সম্মান ও ভালোবাসা দিবেন...তাই ...
03/08/2025

আপনার সন্তানের কাছে আপনি তখনই একজন শ্রেষ্ঠ বাবা যখন আপনি আপনার সন্তানের মা কে তার প্রাপ্য সম্মান ও ভালোবাসা দিবেন...
তাই কখনোই সন্তানের সামনে তার মাকে অবহেলা বা অপমান করবেন না।

একটি সুখী পরিবার গড়তে চাইলে, আগে সন্তানের মায়ের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি ঠিক করুন। কারণ মা'কে সম্মান দেওয়া মানে, সন্তানের হৃদয়ে ভালোবাসার শিকড় গেঁথে দেওয়া।

বাবা হোন এমন, যাকে দেখে সন্তান শিখে—স্ত্রীকে ভালোবাসা আর সম্মান দেওয়াই হলো একজন সত্যিকারের পুরুষের পরিচয় 😍
©

ভালো মেয়েরাই কেন সবসময় বেশি ক'ষ্ট পায়?প্রত্যেকটা মেয়ের অবশ্যই একবার হলেও জানা উচিত!একটা জিনিস ভীষণ ভাল করে বুঝতেই পে...
02/08/2025

ভালো মেয়েরাই কেন সবসময় বেশি ক'ষ্ট পায়?
প্রত্যেকটা মেয়ের অবশ্যই একবার হলেও জানা উচিত!

একটা জিনিস ভীষণ ভাল করে বুঝতেই পেরেছি। বহু মেয়ে অবহেলিত শুধুমাত্র চাহিদা কম থাকার কারণে। কীরকম চাহিদা? মাছ ছাড়াও দিব্যি ভাত খেতে পারে। অর্থাৎ ওর মাছের প্রয়োজন নেই। ও তো চায়নি, তার মানে এটাই স্বাভাবিক। ওর সাজের জিনিসের প্রয়োজন নেই। কোনও দিন মুখ ফুটে বলে না তো, তাহলে ওর লাগে না।

কখনও কোনও অসুখে ও মাগো বাবাগো বলে শুয়ে না পড়া মেয়েদের যন্ত্রণা যে হতে পারে বা সত্যিই সে অসুস্থ বোধ করতে পারে সেটা তার কাছের মানুষের কাছে বিশ্বাসযোগ্যই নয়। ওই যে চাহিদা কম!
যে মেয়ে বাপের জন্মে হাত খরচ চায়নি আমি হলফ করে বলতে পারি তাকে কেউ হাতে তুলে দুটো টাকা হাত খরচ দেয়নি।

এক্ষেত্রে মেয়েদের বহু কাঙ্খিত জিনিসের চাহিদাই দাম পায় না। কারণ তারা চায় না দামি লিপস্টিক, সখের ফোন, প্রিয় চকলেট, দু দিনের উইকেন্ড, ব্র্যান্ডেড ফেসিয়াল, দামি হেয়ার কাট। এর জন্য কী হয় যখন সত্যিই কিছুর ভীষণ প্রয়োজন হয় ওটাও বাকিগুলোর মতো কদর পায় না। কারণ মেয়েটার তো কোনও ডিম্যান্ডই নেই।

এইসব মেয়েরা সবচেয়ে বেশি সাফার করে যারা বাবা ও স্বামীর কাছে নিজেকে দামি বলে প্রমাণ করেনি। এর ফলে এরা সকলের কাছেই মারাত্মক সহজলভ্য হয়ে পড়ে। এদের সখের জামা লাগে না, প্রয়োজনের জুতো লাগে না, অসুস্থতা হলে কেয়ার লাগে না, এমনকী যন্ত্রণা হলেও সেটা ভীষণ মেকি কারণ এরাই একটা সময় বুঝিয়েছে আমাদের যন্ত্রণা পর্যন্ত হয় না সহ্য করতে পারি।

যে মেয়েদের ডিম্যান্ড কম তাদের সময় দেওয়াটাও গুরুত্বহীন হয়ে পড়ে কারণ সঙ্গী ভাবে ও তো এমনিতেই থাকবে। আর আজকালকার যুগে ইন্ডিপেন্ডেন্ট মেয়েদের কথা আর বললামই না বেশিরভাগই পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে গিয়ে প্রাপ্তির খাতায় শূন্য থেকে যাচ্ছে, এদের জিনিসপত্র দেওয়া বা আবদার মেটানো তো দূর কি বাত এদের সামান্য কষ্টটাও পর্যন্ত মানতে নারাজ হচ্ছে সমাজ। কারণ এরা ক'ষ্ট হজম করতে পারে।

অন্যদিকে বাড়ির লালুনি পুষুনি মেয়েটা গদগদ হয়ে বাবা বা স্বামীর কাছে দামি আইফোন চাইলে নির্বিঘ্নে তা জুটে যায়। মাসের শেষে পার্লার খরচা কসমেটিক্স খরচা, জামা কাপড়ের খরচা বেশ মিলে যায়। এদের সখ মেটাতে আপত্তি হয় না কারও ওটা প্রয়োজনের মধ্যেই পড়ে। কারণ তাঁরা নিজেদের দাম বোঝাতে পেরেছে.... অন্যদিকে যে এইসব না চেয়ে সামান্য মানসিক শান্তি চেয়েছিল তাতেও জোটে শুধু তিরস্কার আর অপমান। হায় রে সমাজ! ত্যাগকে এরা সহজলভ্য বানিয়ে দিল।

Collected- from Anulekha.

কম চাহিদাওয়ালা মেয়েরাই কেন সবসময় বেশি কষ্ট পায়?.. প্রত্যেকটা মেয়ের অবশ্যই একবার হলেও জানা উচিত !একটা জিনিস ভীষণ ভাল ...
31/07/2025

কম চাহিদাওয়ালা মেয়েরাই কেন সবসময় বেশি কষ্ট পায়?.. প্রত্যেকটা মেয়ের অবশ্যই একবার হলেও জানা উচিত !

একটা জিনিস ভীষণ ভাল করে বুঝতেই পেরেছি। বহু মেয়ে অবহেলিত শুধুমাত্র চাহিদা কম থাকার কারণে। কীরকম চাহিদা? মাছ ছাড়াও দিব্যি ভাত খেতে পারে। অর্থাৎ ওর মাছ না হলেও চলে। ও তো চায়নি, তার মানে এটাই স্বাভাবিক। ওর সাজের জিনিসের প্রয়োজন নেই। কোনও দিন মুখ ফুটে বলে না তো, তাহলে ওর লাগে না।

কখনও কোনও অসুখে ও মাগো বাবাগো বলে শুয়ে না পড়া মেয়েদের যন্ত্রণা যে হতে পারে বা সত্যিই সে অসুস্থ বোধ করতে পারে সেটা তার কাছের মানুষের কাছে বিশ্বাসযোগ্যই নয়। ওই যে চাহিদা কম! অসুস্থ অবস্থায়ও সে দিব্যি সব কাজকর্ম করতে পারে,কেউ তাকে একটু কেয়ার করবে এটা আশাতেই রাখেনা।ফলে সবার ধারণা তার শরীরে অসুস্থতায় বাকিদের মতো কষ্ট হয়না।
যে মেয়ে বাপের জন্মে হাত খরচ চায়নি আমি হলফ করে বলতে পারি তাকে কেউ হাতে তুলে দুটো টাকা হাত খরচ দেয়নি।

এক্ষেত্রে মেয়েদের বহু কাঙ্খিত জিনিসের চাহিদাই দাম পায় না। কারণ তারা চায় না দামি লিপস্টিক, সখের ফোন, প্রিয় চকলেট, দু দিনের উইকেন্ড, ব্র্যান্ডেড ফেসিয়াল, দামি হেয়ার কাট। এর জন্য কী হয় যখন সত্যিই কিছুর ভীষণ প্রয়োজন হয় ওটাও বাকিগুলোর মতো কদর পায় না। কারণ মেয়েটার তো কোনও ডিম্যান্ডই নেই।

এইসব মেয়েরা সবচেয়ে বেশি সাফার করে যারা বাবা ও স্বামীর কাছে নিজেকে দামি বলে প্রমাণ করেনি। এর ফলে এরা সকলের কাছেই মারাত্মক সহজলভ্য হয়ে পড়ে। এদের সখের জামা লাগে না, প্রয়োজনের জুতো লাগে না, অসুস্থতা হলে কেয়ার লাগে না, এমনকী যন্ত্রণা হলেও সেটা ভীষণ মেকি কারণ এরাই একটা সময় বুঝিয়েছে আমাদের যন্ত্রণা পর্যন্ত হয় না সহ্য করতে পারি।

যে মেয়েদের ডিম্যান্ড কম তাদের সময় দেওয়াটাও গুরুত্বহীন হয়ে পড়ে কারণ সঙ্গী ভাবে ও তো এমনিতেই থাকবে। আর আজকালকার যুগে ইন্ডিপেন্ডেন্ট মেয়েদের কথা আর বললামই না বেশিরভাগই পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে গিয়ে প্রাপ্তির খাতায় শূন্য থেকে যাচ্ছে, এদের জিনিসপত্র দেওয়া বা আবদার মেটানো তো দূর কি বাত এদের সামান্য কষ্টটাও পর্যন্ত মানতে নারাজ হচ্ছে সমাজ। কারণ এরা কষ্ট হজম করতে পারে।

অন্যদিকে বাড়ির লালুনি পুষুনি মেয়েটা গদগদ হয়ে বাবা বা স্বামীর কাছে দামি আইফোন চাইলে নির্বিঘ্নে তা জুটে যায়। মাসের শেষে পার্লার খরচা কসমেটিক্স খরচা, জামা কাপড়ের খরচা বেশ মিলে যায়। এদের সখ মেটাতে আপত্তি হয় না কারও ওটা প্রয়োজনের মধ্যেই পড়ে। কারণ তাঁরা নিজেদের দাম বোঝাতে পেরেছে.... অন্যদিকে যে এইসব না চেয়ে সামান্য মানসিক শান্তি চেয়েছিল তাতেও জোটে শুধু তিরস্কার আর অপমান। হায় রে সমাজ! ত্যাগকে এরা সহজলভ্য বানিয়ে দিল !
__________________

Collected- from Anulekha.

কিছু কিছু পুরুষ আছে যারা বাইরে ভেজা বিড়াল, অথচ বাসায় এসেই হয়ে যায় রয়েল বেঙ্গল টাইগার । এরা অফিসের কলিগ, বস, ব্যবসায়িক পা...
30/07/2025

কিছু কিছু পুরুষ আছে যারা বাইরে ভেজা বিড়াল, অথচ বাসায় এসেই হয়ে যায় রয়েল বেঙ্গল টাইগার । এরা অফিসের কলিগ, বস, ব্যবসায়িক পার্টনার, বন্ধু,আত্মীয় সবার কাছেই হয়তো ভালো কিন্তু বাসায় এদের চরিত্র বিপরীত। রাজ্যের হতাশা, গ্লানি, ডিপ্রেশন, অপূর্ণতা আর ক্ষোভের ফায়ারওয়াল হিসেবে এরা নিজের স্ত্রীকেই বেছে নেয়!
আপনার স্ত্রী কিন্তু শুধুমাত্র আপনার স্ত্রী নন; তিনি আপনার পুরো সংসারের ম্যানেজার, আপনার সন্তানের জননী। আপনার সংসার আর বাচ্চা সামলাতে গিয়ে তাকেও দিনভর অনেককিছুর মধ্য দিয়ে পার হতে হয়। বিনিময়ে তারা কোন স্বীকৃতি চায়না, শুধু চায় একটু সহানুভূতি। সেটি নিশ্চিত করতে যদি আপনি ব্যর্থ হন তবে এরজন্য ভুক্তভোগী হবে আপনার সন্তান।মায়ের মন-মেজাজ ভালো না থাকলে তারা ঠিকমত বাচ্চার টেককেয়ার করতে পারেনা। স্বামীর অযাচিত আচরণ থেকে স্ত্রীর মনে যে হতাশা তৈরি হয়, তা তারা বাধ্য হয়েই সন্তানের ওপর প্রয়োগ করতে শুরু করেন। ফলশ্রুতিতে বাচ্চারাও সহিংস ও আগ্রাসী হয়ে ওঠে।
সন্তানের ভবিষ্যতের জন্য হলেও পারিবারিক এই দুষ্টচক্র থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।পরিবারের কর্ণধার হিসেবে পুরুষদের দায়িত্বই সবচেয়ে বেশি। স্বামীরা চাইলেই পরিবারে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারে। এক্ষেত্রে অবশ্য বাচ্চার মায়েদেরও উচিত স্বামীর মনমর্জি বুঝে চলা । দিনশেষে, আদরের সন্তানেরা যাতে একটা উপযোগী পরিবেশ পায় ~ এ দায়িত্ব মা-বাবা দুজনেরই।
______________________🌸
©

সন্তানকে যে কোনো দুর্ঘটনা ও বিপদ থেকে রক্ষা করার ৩টি  আমল,জেনে রাখুন প্রতিটা বাবা,মা🤲সন্তানের জন্য প্রতিদিন মাত্র কয়েক ম...
29/07/2025

সন্তানকে যে কোনো দুর্ঘটনা ও বিপদ থেকে রক্ষা করার ৩টি আমল,জেনে রাখুন প্রতিটা বাবা,মা🤲

সন্তানের জন্য প্রতিদিন মাত্র কয়েক মিনিট সময় বের করে নিচের ৩টি কুরআনিক আমল করুন। ইনশাআল্লাহ, আপনার সন্তান থাকবেন আল্লাহর রক্ষণাবেক্ষণে।

---
★১. সূরা ফালাক ও সূরা নাস – ‘দুই রক্ষাকবচ’

রাসূল ﷺ নিজ হাতে হাসান ও হুসাইন রা.-কে এই দুই সূরা পড়ে ফুঁ দিয়ে হেফাজতের দোয়া করতেন।

➡️ নিয়ম:

সকালে ও সন্ধ্যায় ৩ বার করে সূরা ফালাক ও সূরা নাস পড়ে সন্তানের উপর ফুঁ দিন।

না থাকলে দূর থেকেও পড়ে তাঁর জন্য নিয়ত করুন।

★২. আয়াতুল কুরসি – ২৪ ঘণ্টার পাহারা

হাদীসে আছে, কেউ আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তার জন্য একজন ফিরিশতা পাহারায় নিযুক্ত করেন।

➡️ নিয়ম:

সন্তান ঘর থেকে বের হওয়ার আগে আয়াতুল কুরসি পড়ে মাথায় হাত রেখে ফুঁ দিন।

ঘুমানোর সময়ও এই আয়াত পড়ে দিন।

★৩. ৬ দিক থেকে হেফাজতের দোয়া

এই দোয়াটি সন্তানের চারপাশের অজানা সব বিপদ থেকে হেফাজতের জন্য অনেক উলামা নিয়মিত পড়ার পরামর্শ দেন।

📖 দোয়া:
اللَّهُمَّ احْفَظْهُ مِنْ بَيْنِ يَدَيْهِ، وَمِنْ خَلْفِهِ، وَعَنْ يَمِينِهِ، وَعَنْ شِمَالِهِ، وَمِنْ فَوْقِهِ، وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ يُغْتَالَ مِنْ تَحْتِهِ
উচ্চারণ:
আল্লাহুম্মা ইহফাযহু মিম্বাইনি ইয়াদাইহি, ওয়া মিন খলফিহি, ওয়া আন ইয়ামিনিহি, ওয়া আন শিমালিহি, ওয়া মিন ফাওকিহি, ওয়া আ’উযু বি‘আজমাতিকা আন ইউঘতাালা মিন তাহতিহি।
অর্থ: হে আল্লাহ! আমার সন্তানকে সামনের, পেছনের, ডান, বাঁ, উপর ও নিচ থেকে সব বিপদ থেকে হেফাজত করুন।

➡️ নিয়ম:

সকালে বা রাতে সন্তানের জন্য এই দোয়াটি অন্তত একবার হলেও পড়ুন।🤲
©

বউ ছাড়া বেডা মানুষের কাছে সব বেডি গো মধু লাগে।  যেকোনো বয়সেই লাগে। কারন অন্য বেডিরা সংসারের প্রয়োজনীয়তা আলোচনা করে না। প...
29/07/2025

বউ ছাড়া বেডা মানুষের কাছে সব বেডি গো মধু লাগে। যেকোনো বয়সেই লাগে।
কারন অন্য বেডিরা সংসারের প্রয়োজনীয়তা আলোচনা করে না।
পোলাপানের পড়ালেখার কিভাবে কি করতে হবে সেই গুলা আলোচনা করে না।
পরিবারে কার কি লাগবে এই গুলা আলোচনা করে না।

বউ মানেই যন্ত্রনার বস্তা।

আর বাহিরের বেডি মানে খালি মজা আর মজা ,আনন্দ আর আনন্দ।

এই লোকের বউ স্টেডিয়ামের এই সিন দেখে সাথে সাথে ফেইসবুকের আইডি থেকে নিজের নামের সাথে থাকা হাসব্যান্ডের নামের অংশ মুছে দেন।

সবাই মুছতে পারে না। কেউ পারে না ফাইনান্সিলায় ক্রাইসিসের কারনে ,
কেউ পারে না সামাজিক সম্মানকে ভয় করে,
কেউ পারে না সন্তানের জন্য।

আবার অপু বুবলির মতো একদল পারে না পারসোনালিটির অভাবে।

ঘরের বউ ও ভালোবাসা চায়। রং ঢং তার ও করতে ইচ্ছা করে। সংসার সন্তানের দায়িত্ব আর হাজার অভিযোগে সে নিজেকে হারিয়ে ফেলে ।
©

27/07/2025

তাকদিরে যা নেই তা হিরা হলেও হারিয়ে যাবে;
আর যা লেখা আছে, তা ধুলো হলেও তোমার কাছে ফিরে আসবে।

22/07/2025

যেই বাচ্চা টা পুড়ে একাই বের হয়ে হেঁটে যাচ্ছিলো ওই বাচ্চা টা সুস্থ আছে কি? ভীষণ জানতে ইচ্ছে করছে 😢

21/07/2025

আল্লাহ তুমি বাচ্চাগুলোকে হেফাজত কর আল্লাহ .. কোন মায়ের বুক তুমি খালি কইরো না । আমিন🤲

20/07/2025

যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, অসম্মানিত করে, সে সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিৎ। হোক সে বন্ধু, আত্মীয় কিংবা খুব কাছের প্রিয় কেউ !

Adresse

Koblenz

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Sister's Dream erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Teilen

Kategorie