
07/08/2025
মা বড় নাকি বউ? বিয়ের পর যদি একটি ছেলে বউয়ের থেকে তার মাকে গুরুত্ব বেশী দেয় তবে ভাঙনটা এখানেই শুরু হয়। সমান থাকাটায় বুদ্ধিমানের কাজ। ১) মায়েরা চাই আমার ছেলের ভাগ আমি কাউকে দেবোনা, বউতো পরের মেয়ে বউয়ের কি আমার মত ভালোবাসা আছে ছেলের ওপর? আমি মা আমিই সব বুঝি আমার ছেলের! আমার ছেলে কি চাই না চাই আমি জানি বউ আবার কে? বাস্তব কথা ১০০% এ ৯৮% মায়েরা এটা মনে করে এবং এটাই সমস্যার মূল কারণ । যে ছেলেকে নিজে ভালোবাসা যত্ন দিয়ে এতো বড় করেছে, সেই ছেলের ভালোবাসার ভাগ পরের মেয়ে নিচ্ছে, যত্ন করছে এটা মায়েরা মেনে নিতে পারেনা। মেনে নিতে না পারায় ছেলের স্ত্রীকে খুঁচিয়ে কথা বলে এবং এমন কিছু আচরণ করে যে বউয়েরা বাধ্য হয় আলাদা হতে।
এখন আপনারা বলবেন তাহলে তো বউয়েরা খারাপ, কেননা আলাদা তো বউয়েরা হচ্ছে।
আচ্ছা বলুন ২ দিন বিয়ে হয়ে আসা একটি মেয়ে অপরিচিত একটি বাড়িতে আসে এবং ঐ বাড়ির মানুষ যদি তাকে খুঁচিয়ে কথা বলে তার পরিবার নিয়ে কথা বলে নতুন বউ আর ছেলেকে একান্ত সময় কাটাতে না দিয়ে বিয়ের ২দিন পরই রান্না ঘরে পাঠিয়ে দেয় তাহলে ঐমেয়ের মনোভাব কেমন হবে?
আমরা ছেলেরা সব সময় মায়েদের পক্ষ নি, যে মা মানেই ভুল হতেই পারেনা সব দোষ বউদের! দেখুন মা সেও মানুষ -তার মনেও হিংসা থাকবে এটাই নর্মাল। আমি আপনি মা বা বউ কেউই ফেরেস্তা না ভাই। মা যদি ভুল হয় তবে মায়ের ভুল মাকে ধরিয়ে দিন, আর বউ যদি ভুল হয় তবে বউয়ের ভুল বউকে ধরিয়ে দিন সম্মানের সাথে।
অনেক পুরুষ আছে মায়ের দোষ দেখেও চুপ থাকে, আর বউয়ের ওপর অবিচার করে তারা আবার বলেও- বউ গেলে বউ পাওয়া যায় কিন্তু মা গেলে মা পাওয়া যায়না🤣 কেন ভাই? হাজার টা বিয়ে করো প্রথম স্ত্রীর মত হওয়া সম্ভবনা। কেউ কারো মতো হতে পারেনা। তাই এসব ফাতরামি বাদ দেয়ায় বেটার।
আবার আমার পরিচিত এক বন্ধু দেখি তার বউয়ের ওপর অনেক *অ***ত্যা**চা***র করে, সে আমাকে কল দিয়ে সলিউশন চাই!সে আবার এটাও বলে যে আমি জানি দোষ আমার মায়ের কিন্তু মাকে তো কিছু বলতে পারবোনা তাই বউকেই ছেড়ে দেয়ার ডিসিশন নিলাম 🤣 আমি প্রশ্ন করলাম কেন মাকে কিছু বলতে পারবিনা? সে বলে মায়ের বয়স হয়েছে কয়দিনি বা বাজবে?
এই যে মানুষ কয়দিন বাজবে এই অযুহাতে সকল শাশুড়ী গন পাওয়ার পাই।
কথা হচ্ছে জন্ম মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, যেকোনো সময় ছোটো বড় যে কেউ চলে যেতে পারে। তাহলে কেন বয়স্ক বলে এতো পাওয়ার দেন আপনারা? দোষ যারই হোক প্রতিবাদ করুন। আবার বলে মা বোঝেনা, এতো বয়স হয়েও মায়েরা বোঝেনা, কখন কাকে কোন কথা বলবে হুস থাকেনা কিন্তু আশা করে নিজের হাটুর চেয়েও কম বয়সী বউ সব বুঝবে। বিষয়টা হাস্যকরনা?
ভাই আজ আপনি যদি দোষের প্রতিবাদ না করেন তবে এক সময় সবচেয়ে বড় কষ্ট আপনিই পাবেন। কেন? কারণ কাল আপনার সন্তান হবে আর তখন সে বাচ্চা যখন দেখবে তার মায়ের প্রতি অন্যায় অবিচার হচ্ছে তখন সে আপনাকে এবং তার ঠাকুমাকে ঘৃণা করবে যা আপনি সহ্য করতে পারবেনতো?
আরেকটা সব চেয়ে বড় ভন্ডামির কথা-
শাশুড়ী ছেলের বউকে মেয়ে মনে করতে হবে আর বউয়ের শাশুড়ীকে মা মনে করতে হবে আরে ভাই সিম্পল কথাটা কেন বোঝেন না যে পরের মেয়ে নিজের মেয়ে হয়না আর নিজের মায়ের মত আর কেউ হয়না। নিজের সন্তান আর অন্যের সন্তানের মধ্যে ভেদাভেদ থাকবেই। প্রমাণ চান?- আপনার স্ত্রীর বাচ্চা হওয়ার পর দেখেন আপনার মা কতটুকু করে আর আপনার স্ত্রীর মা কতটুকু করে।
বউ এবং মা দুজনেই গুরুত্বপূর্ণ। আপনি কি জানেন আপনি কেমন মানুষ সেটা আপনার মায়ের চেয়ে আপনার স্ত্রী বেশী ভালো জানে? কেননা প্রতিটি সন্তান তার বাবা মায়ের সামনে সবসময় ভালো মানুষের মুখোশ পরে থাকে কিন্তু স্ত্রীর সামনে কোনো মুখোশ থাকেনা।
বিয়ের পরো মায়েরা চাই আমার ছেলে আগের মতই থাকবে, কিন্তু এটাকি সম্ভব? বিয়ের পর একটি ছেলের জীবনে অনেক পরিবর্তন আসে দায়িত্ব এবং ভবিষ্যতের চিন্তা আসে, সব মিলে চাইলেও আগের মত থাকা যায়না। পরিবর্তন মানে বাবা মায়ের প্রতি ভালোবাসা কমে যাওয়ার কথা বলিনি, ছেলেটি আর আগের মত বেকার থাকেনা, ২৪ ঘন্টা বাড়িতে সময় দেয়া সম্ভব হয়না। সারাদিন কাজ শেষ করে বাড়ি এসে আর আগের মত মজা ঠাট্টা করার দিন থাকেনা।
অধিকাংশ পুরুষ আবার কি করে? মায়ের অন্যায় কাজের কথা যদি বউ বলে তবে উল্টা বউকেই পে**টা**য় বাহ👌
একটি মেয়ে সব ছেড়ে আপনার জীবনে আসে, আপনাকে ভরসা করে, আপনার পরিবার যদি তাকে আঘাত দিয়ে কথা বলে তখন সে তার কষ্টের কথা আপনাকে না বল্লে আর কাকে বলবে?
আপনার স্ত্রীর পরিবার যদি আপনাকে কখনো বাজে কথা বলতো খুঁচিয়ে কথা বলতো তাহলে আপনার স্ত্রী তাদের ছেড়ে দিতো। কেননা আপনার মূল্য তার কাছে বেশী, তাহলে স্ত্রীর মূল্য কেন কম?
বিয়ের পর পরিস্থিতি যায় হোক যদি বউকে উপযুক্ত সম্মান দিতে না পারেন, হাতটা শক্ত করে যদি ধরে রাখতে না পারেন, তবে দয়া করে বিয়ে করবেননা।
আমাদের পেজে অনেক ভাইয়েরা লেখা পাঠান যে সে দেখছে তার মা তার বউয়ের প্রতি অন্যায় করছে বউয়ের দোষ ছাড়ায় কিন্তু এরপরও মা বলে কিছু বলতে পারেনা।
মা এবং বউ দুজনেই মূলবান, বউয়ের সাথে অবিচার, অন্যায় করে যদি ভাবেন মায়ের পায়ের নিচে স্বর্গ তাহলে তো সব হারাবেন।
মাকে মায়ের সম্মান দিন বউকে বউয়ের সম্মান দিন কেননা বউ আপনার শেষ বয়সের লাঠি।
পোস্টকারী ভাইদের বলছি - আপনার স্ত্রী প্রেগন্যান্ট, জীবন মৃ**ত্যু মুখোমুখি হয়ে আপনার সন্তান সে জন্ম দেবে অথচ আপনি আপনার মায়ের ভয়ে চুপ থাকছেন আর আপনার মা আপনার স্ত্রীকে দিয়ে সারাদিন গাধার খাটুনি খাটাচ্ছে, ভারি কাজ করাচ্ছে।
আপনি মায়ের ভয়ে ৬ মাসের প্রেগন্যান্ট স্ত্রীকে ভালো খাবার টাও দিতে পারছেননা। লুকিয়ে আপনার স্ত্রীকে খাওয়াতে হয়। আহা নারী 🙂 নারী এতো অসহায় না, মুখবুজে সহ্য করাটা নারীর দূর্বলতা নয় নারীর আপনার প্রতি ভালোবাসা। মাকে বোঝান সে ভুল করছে, এরপরও না বুঝলে স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে যান, আলাদা হওয়া মানে এটা না যে সম্পর্ক রাখবেননা বা ঝগড়া করে আলাদা হবেন। সম্মানের সাথে মাকে তার ভুল গুলো ধরিয়ে দিন বোঝান যে -তোমার মেয়ের সাথে যদি তার শাশুড়ী এমন করে তাহলে তোমার কেমন লাগবে? ভুল ধরিয়ে দেয়ার পরও যদি সে না বোঝে তবে - বলুন যে এখন আলাদা হওয়া ছাড়া উপায় নেই।
আলাদা হবেন বলে বাবা মায়ের দায়িত্ব ভুলে যাবেননা। যতটুকু সম্ভব হয় মা বাবার ওপর দায়িত্ব পালন করুন তবে তা যেন এক তরফা না হয়। বউকে বউয়ের সম্মান দিন মাকে মায়ের সম্মান দিন। মা কে খুশি করতে গিয়ে নিজের স্ত্রী কে কষ্ট দিবেন না। স্ত্রী কে সময় দিন, সম্মান করুন। তাহলে জীবন সুন্দর।
©