30/12/2025
শোকবার্তা
বাংলাদেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী, বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী
দেশনেত্রী বেগম খালেদা জিয়া
এর ইন্তেকালে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
তিনি ছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের ধারক, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অবিচল প্রতীক এবং আপামর জনতার আশা-আকাঙ্ক্ষার ঠিকানা। স্বৈরাচার, ফ্যাসিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
দেশনেত্রীর মৃত্যুতে জাতি এক মহান নেত্রীকে হারালো। তার শূন্যতা কোনোদিন পূরণ হবার নয়। আমরা জার্মানি বিএনপির পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।
— জার্মানি বিএনপি