Shawkat

Shawkat আমি বিশ্বাস করি আর করতাম - আল্লাহ আমাকে কখনো নিরাশ করবেন না, হ্যাঁ আল্লাহ আমাকে কখনো নিরাশ করেন নি।

01/01/2025
They are enjoying beer 🍺
28/12/2024

They are enjoying beer 🍺

24/12/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

19/05/2024

বাঙালী যেখানে থাকবে সেখানে পলিটিক্সের মারপেঁচ থাকবেই, হোক সেটা বিনোদনের জগত বা রাজনীতির মাঠ
কিংবা
খেলার মাঠ

01/04/2024

#ছাত্রলীগ #জীবনবৃত্তান্ত
#টুম #জার্মানি
টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিখ (TUM) টুমে ছাত্রলীগের রাজনীতি করতে ইচ্ছুক সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পদ প্রত্যাশীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত আহবান করা হচ্ছে।
ছাত্রলীগ ছাড়া এই ইউনিভার্সিটি কিভাবে বিশ্বে ৩০ নম্বর অবস্থান করছে তা নিয়ে আমার সন্দেহ আছে।
ছাত্রলীগকে বিশ্ব দরবারে আরো প্রগতিশীল করার লক্ষ্যে তোমরা যারা কাজ করতে আগ্রহী তারা জীবন বৃত্তান্ত DhL বা পোস্টের মাধ্যমে নিম্নের ঠিকানায় পাঠানোর জন্য আহবান করা হচ্ছে।

তোমাদের সকলের প্রিয় অভিভাবক
আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা
মিউনিখ সংসদ আসন-০০০০
মিউনিখ, জার্মানি

25/03/2024

#বিয়েকে__সহজ_করুন
পাত্র হিসেবে আপনার লম্বা ছেলে পছন্দ পাত্রী হিসেবে আমারও সুদর্শনা কাউকে পছন্দ হবে প্রথমটার নাম দিয়েছেন 'চয়েস' আর দ্বিতীয়টা 'রেসিজম'।

টাক মাথা ছেলে দেখলে আপনার মুখ গোমড়া হয়ে যায় আপনি চান মাথা ভর্তি চুল অথচ আমি লম্বা চুলের কোনো মেয়েকে চাইলেই দোষ! পছন্দ শুধু আপনারই থাকবে আমার নয়?

বিয়ে করতে গেলে আপনি বিসিএস ক্যাডার বা সরকারি চাকরিজীবী ছেলেকে প্রাধান্য দেন এইটা হচ্ছে আপনার 'ডিমান্ড', অথচ আমি বড়লোক বাপের মেয়ে চাইলেই হয়ে যাই 'লোভী'!

ভুঁড়ি ওয়ালা ছেলে আপনার পছন্দ না আপনি খোঁজেন ঋত্বিক এর মতো ফিট বডি এটা হচ্ছে আপনার স্মার্টনেস, অথচ আমি স্লিম ফিগারের মেয়ে চাইলেই, দেখছো- ছেলেটা মনে করে মেয়েরা পণ্য! মানুষ বুঝি মোটা হয় না?

আপনি সুন্দর হ্যান্ডসাম চাপদাড়ি ওয়ালা ছেলে চান, অথচ আমি অল্প বয়সী মেয়ে খুঁজলেই 'এতো কচি মেয়ে খোঁজা ক্যান'? টাইপ খোঁচা দিতে ছাড়েন না।

নিজের ভাইয়ের বিয়ের সময় আপনি সবসময় নিট এন্ড ক্লিন একটা মেয়ে খোঁজেন রিলেশন থাকা যাবে না, ফর্সা, সুন্দরী, ধার্মিক, সংসারী, রান্না জানে ইত্যাদি।

কিন্তু আপনাকে দেখতে গিয়ে কেউ যদি বলে রিলেশন ছিল কি না? ধর্ম কর্ম করো কী না? রান্না পারো কী না? তাইলে ওরা হচ্ছে ব'দ অশিক্ষিত!

আপনি যদি কোনো কারণ দেখিয়ে রিলেশন ব্রেকআপ করেন তাহলে আপনি হলেন বুদ্ধিমতী মেয়ে, আর কোনো ছেলে করলে সে হচ্ছে চি'টার বাট'পার!

আপনি যদি বয়ফেন্ড ছেড়ে ভালো ক্যারিয়ার ওয়ালা ছেলেকে বিয়ে করেন তাহলে আপনি হলেন প্রজ্ঞা সম্পূর্ণ মহিলা, আর আমি যদি সেম কাজ করি, আমি হলাম চরি'ত্রহীন কাপুরুষ!

আপনার ভাইয়ের বিয়েতে শ্বশুরবাড়ি থেকে প্রচুর জিনিস দিলে সেইটা হচ্ছে 'উপহার' এগুলো নিতে আপনার কোনো আপত্তি নাই, একই কাজ আপনার বিয়েতে হলে সেইটা 'যৌতুক' আর তারা অমানুষ!

আপনি চান দশ লক্ষ টাকা কাবিন এটা আপনার 'সিকিউরিটি' অথচ আমি ভা'র্জিন কখনও প্রেম করেনি এমন মেয়ে চাইলেই সেকেলে গোঁ'ড়া ব'র্বর!

ভালবাসা আর সৌন্দর্যের জায়গাটা অনেক বড়, সেখানে ভালোবেসে অসুন্দরী কালো মেয়েকে নিয়েও কেউ সারাজীবন কাটিয়ে দিতে পারে তেমনই গরিব অল্প আয়ের ছেলেকে ভালোবেসেও একটা মেয়ে সংসার করতে পারে।

সমস্যা আপনার কালো চেহারায় নয়, সমস্যা নয় ছেলের ক্যারিয়ার টাকা পয়সায়, সমস্যা হচ্ছে আমাদের হীনমন্যতায়!

যেটা আমাদের শিখিয়েছে ফর্সা মানেই সুন্দর আর টাকা ওয়ালা ছেলে মানেই সুখী সংসার।

23/03/2024

20/03/2024


কখনো যদি মনে হয় মাস শেষে বেতনের টাকায় অনেকদিন ধরে মনের ভেতর পুষে রাখা বস্তুটা কেনা উচিত তাহলে অবশ্যই সেটা কেনা উচিত।

হাতে টাকা নেই।বাইরে খেতে ইচ্ছে করছে।
ধার করে বাইরে খেতে যান। তাও সেই মুহূর্তে আপনার সেই ইচ্ছেটা পূরণ করুন। টাকা একসময় পরিশোধ হয়ে যাবে। কিন্ত এই মুহূর্তটা আর নাও আসতে পারে।

কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে। ঘুরতে চলে যান। সাথে কেউ না যেতে চাইলেও চলে যান। এই ঘুরতে যাবার ইচ্ছাটা আপনার একটা সময় নাও থাকতে পারে।

অন্যের উপর ইনভেস্ট করার পাশাপাশি নিজের উপরও ইনভেস্ট করুন। আপনার যতটুকু আছে তা দিয়েই করুন। যখন যা ইচ্ছা করে সেটা করার চেষ্টা করুন।

নিজের ইচ্ছা আর স্বপ্নগুলো প্রতিনিয়ত ভাঙতে দিলে একটা সময় আফসোস ছাড়া জীবনে আর কিছুই থাকবে না। ছোট্ট এই জীবনে নিজেকে নিজের মত বাঁচিয়ে রাখুন। জীবনে সবকিছুর ব্যালেন্স রাখুন।

বেশিরভাগ মানুষ নিজেদের স্বপ্নগুলো বিসর্জন দিয়ে নিজেদের মেরে ফেলে। একটা সময় একরাশ আফসোস নিয়ে বেঁচে থাকে। জীবনে সময়, অর্থ শখ সব একসাথে নাও পেতে পারেন। যখন যতটুকু যা আছে তা দিয়েই সেটা পূরণ করুন।

Yeh Jawaani hai deewani মুভিতে একটা সুন্দর ডায়লগ আছে। লাইনটা এমন যে- "No matter how much you try you will always miss out on something in life, so let's just enjoy the moment."!

20/03/2024

#বিশ্বাস
মাঝে মাঝে এমনকিছু পর্যায়ে এসে জীবন থামে, যখন তারপরের পথটুকু খুব দীর্ঘ বলে মনে হয়৷ শরীরের প্রতিটা কোষ যেন বিদ্রোহ করে বলে—এই পথ পাড়ি দেওয়া অসম্ভব৷ এই যাত্রার আর কোনো আশা নেই৷ এখানেই সবকিছু থেমে যাবে।

একটা সময় এরকম পরিস্থিতির মুখোমুখি হয়ে খুব ঘাবড়ে যেতাম। কিন্তু, তাকদির জিনিসটাকে গভীরভাবে বোঝার পর থেকে আর ঘাবড়াই না৷ আশা আর ভরসার এরকম অনেকগুলো শেষ বিন্দুতে দাঁড়িয়ে নিজেকে নিজে বলি—তাকদিরে যা লেখা আছে তা ঘটবেই৷ এটাকে আমি খণ্ডাতে পারবো না৷ আমার কাজ শুধু সর্বশেষ বিন্দুটাকেও নেড়ে দেখা। কোনো বিন্দুকে ‘অসম্ভব’, ‘হবে না’ ভেবে বাদ করে না দেওয়া৷ Leaving no stone unturned.

জীবনের এরকম মুহূর্তগুলোর জন্যে একটা দুআ আছে—رَبِِّي يَسِِّرْ وَلاَ تُعَسِِّرْ وَتَمِِّمْ بِالْخَیْر

দুয়াটার অর্থটা এতো সুন্দর যা ভাষায় প্রকাশ করার মতো না। এই দুয়াটায় আমরা বলি— ‘ইয়া রব, আপতিত বিষয়টাকে আপনি সহজ করে দিন, কঠিন করে দিবেন না৷ আর, এটাকে একটা সুন্দর পরিসমাপ্তি দিন’।

এই দুয়া আমার কতো কতো মুহূর্তের যে সঙ্গী হলো এবং হয় তা কল্পনাতীত৷ এবং বিস্ময়করভাবে— ‘কোনোভাবেই আর সম্ভব না’ বলে ভেবেছিলাম যে ঘটনাগুলোকে, সেই ঘটনাগুলোর এতো সহজ সমাধান পরে পেয়ে যেতাম যে, নিজের কাছেই অবিশ্বাস্য ঠেকতো।

Where there is Allah, there is hope 💚
© আরিফ আজাদ

19/03/2024

#জীবন
#প্রায়োরটি
প্রায়োরেটি বুঝো? অগ্রাধিকার দেয়া। ওইটা না দিলে কারোর লাইগা আমি আমার মূল্যবান এনার্জি নষ্ট করি না, এবার সে আমার যতোই কাছের লোক হোক। আমার কাছে প্রায়োরিটি অনেক গুরুত্বপূর্ণ। হাজারটা সমাধান, হাজারটা আইডিয়া, গলা অব্দি ডুবে যাওয়া কাদার কুয়ো থেকে বেরোবার হাজারটা পথ জানা থাকলেও সবার সাথে তা আমি শেয়ার করি না।

আমি প্রথমে ছোট ছোট বিষয় দিয়ে আশপাশের মানুষের গুরুত্বের বিষয়টা যাছাই করি। প্রতিদান আশা করি আমি। উহুঁ, আমি যা দিতেছি তার চেয়ে একচিমটিও বেশি না। আমি যা ইনভেস্ট করি তার সিকিভাগ হলেও ফেরৎ যদি কেউ না দেয়, কৃতজ্ঞতাবোধ না দেখায়, তাইলে তার পিছনে আমার সময় ব্যায় করার প্রয়োজনবোধ মনে করি না। হোক সেটা শ্রম, মেধা, সুযোগ, পরামর্শ, অর্থ, অথব মানুসিক সাপোর্ট দিয়ে।

যখন দেখি কারোর পিছনে নিজের এনার্জি নষ্ট করার পর বিপরীতে দিকের লোকটার সামান্য পরিমান সিরিয়েসনেসের মাঝে, গুরুত্বের মাঝে, এটেনশানের মাঝে, প্রায়োরেটির কোন অংশে আমি থাকি না। তখন সে স্থান আমি ত্যাগ করি। ওটা আমার প্লাটফর্ম না।

নূন্যতম কৃতজ্ঞতাবোধ আশা করা খারাপ কিছু না। সেই সমান্য কৃতজ্ঞতাও যদি ফেরৎ না পাই তাহলে তাদের পিছনে শ্রম, সময় ব্যায় করার কোন মানে নাই। যারা আমার এর্ফোটকে সম্মান দেয়, মূল্য দেয় শুধু তাদের জন্যেই আমি আমার এনার্জি নষ্ট করি। যাদের ভিতরে উপকারীর জন্য কৃতজ্ঞতাবোধ আছে, তাদের জন্য গলা অব্দি জলে নামতেও আমার কোন আপত্তি নাই।
©

 #রমজান_মোবারক #জার্মানি পবিত্র রমজান উপলক্ষে জার্মানি বিভিন্ন শহরের রাস্তাগুলোকে এইভাবে সাজানো হয়েছে। বিভিন্ন সুপারমার্...
11/03/2024

#রমজান_মোবারক
#জার্মানি
পবিত্র রমজান উপলক্ষে জার্মানি বিভিন্ন শহরের রাস্তাগুলোকে এইভাবে সাজানো হয়েছে। বিভিন্ন সুপারমার্কেটে রমজান উপলক্ষে জিনিসপত্রের দাম কমিয়ে দিছে, এবং ডিসকাউন্টও চলতেছে। একটা অমুসলিম দেশ কতটা সভ্য হলে প্রতিটা ধর্মকে এইভাবে সম্মান করতে পারে।
বাংলাদেশে ৯০% এর বেশি মানুষ মুসলামান হওয়ার পরও রমজান আসলে সিন্ডিকেট মিলে আপনারা যেভাবে জিনিসপত্রের দাম বাড়ায় দিয়ে সাধারণ মানুষগুলোকে এইভাবে কষ্ট দিচ্ছেন, আল্লাহ পাক কি আপনাদের ক্ষমা করবেন??

Adresse

Heiglhofstraße
Munich
81377

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Shawkat erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Teilen

Kategorie