Dream comes true

Dream comes true

11/07/2025

The reason behind the war on the middle east.

Some of beautiful cities in Germany
29/06/2025

Some of beautiful cities in Germany

16/06/2025

ইরানি মুসাতের এজেন্ট সবচেয়েবেশী বিশ্বাসঘাতক

Israel is jamming the communication of the Freedom Flotilla and threatening it for merely trying to deliver food, water,...
09/06/2025

Israel is jamming the communication of the Freedom Flotilla and threatening it for merely trying to deliver food, water, and flour to Gaza.

What kind of depraved world order allows for the criminalization of delivering food but not bombs?

Also, remember Lindsey Graham casually joking about murdering Greta Thunberg? Pathetic criminals laid bare for the actual civilized world to see.

02/06/2025

“I believe Israel has committed war crimes.”

Matthew Miller, the former US State Department spokesperson under the Biden administration, told Sky News he believes Israel has “committed war crimes” despite denying it during press conferences he held.

He insisted that he could not have officially voiced such an opinion during his time in government: “When you’re at the podium you’re not expressing your personal opinion, you’re expressing the conclusions of the United States government.” #

Sikandar Raza Travel from one City to another to get a flight and then took Economy Class as no Business Class Seat Avai...
27/05/2025

Sikandar Raza Travel from one City to another to get a flight and then took Economy Class as no Business Class Seat Available.He love for Game and Qalandars is beyond Imagination ❤️❤️❤️

27/05/2025

Most productive 24 Hours ,
Valuable answer From a small young

26/05/2025

He is doing really well . Summer☀️🌈 vibes in Berlin

20/09/2024

Bangladesh a Row ar Agent silo,hier is the truth.
Nothing to say..Bangladesh(people) don't forget it.

কেনিয়ার হয়ে দৌড়চ্ছিলেন আবেল মুতাই। খুব ভাল দৌড়চ্ছিল, সবাইকে পিছনে ফেলে প্রায় পৌঁছে গেছেন শেষ ল্যাপে।তার পেছন পেছনই ধেয়ে ...
14/08/2024

কেনিয়ার হয়ে দৌড়চ্ছিলেন আবেল মুতাই। খুব ভাল দৌড়চ্ছিল, সবাইকে পিছনে ফেলে প্রায় পৌঁছে গেছেন শেষ ল্যাপে।

তার পেছন পেছনই ধেয়ে আসছেন স্প্যানিশ অ্যাথলেট ইভান ফার্নান্ডেজ।

শেষ সীমানার অল্প একটু আগে পৌঁছে বিভ্রান্ত হয়ে পড়লেন আবেল মুতাই, তিনি ফিনিশিং লাইন বুঝতে না পেরে ভাবলেন তিনি জিতে গেছেন আর দৌড়ের গতি কমিয়ে দিলেন।

তার পেছনে থাকা স্প্যানিশ অ্যাথলেট ইভান ফার্নান্ডেজ আন্দাজ করে ফেললেন আবেল মুতাইয়ের কনফিউশানের ব্যাপারটা, আর সাথে সাথেই স্প্যানিশ ভাষায় চিৎকার করে আবেলকে বলতে শুরু করলেন, "দৌড় শেষ হয়নি, তুমি দৌড়তে থাকো।"

আবেল স্প্যানিশ ভাষা না বুঝে আরো বিভ্রান্ত হয়ে পড়ে। ইভান বুঝতে পারে আর কোনো উপায় নেই... সে আবেলের কাছাকাছি এসে একরকম ধাক্কা মেরে ভিক্ট্রি লাইন পার করে জিতিয়ে দেয় আবেল মুতাইকে...!

দৌড় শেষ হবার পর সাংবাদিকরা ঘিরে ধরে ইভানকে। প্রশ্ন একটাই, তুমি এইরকম কেন করলে..?

ইভান ফার্নান্ডেজ বললেন, "আমি একটি সামাজিক পৃথিবী চাই যেখানে আমরা সবাই সবাইকে সাহায্য করব।"

সাংবাদিকরা সন্তুষ্ট হয় না এই জবাবে, আবার প্রশ্ন করে, "কিন্তু তুমি না জিতে ওকে জিতিয়ে দিলে কেন..?"

ইভান ফার্নান্ডেজ বললেন, "জয়টা আমার প্রাপ্য ছিল না, যার প্রাপ্য ছিলো আমি তাকে সাহায্য করেছি মাত্র। আর এমন জয় দিয়ে কি পাবো, একটা মেডেল...?
যেখানে নৈতিকতা থাকবে না... আমার মা আমাকে সে শিক্ষা দেয়নি....।"

এই কাহিনীটা পড়ে এক অন্যরকম অনুভুতি হলো... আমাদের পরিবার-সমাজ, আমাদের শিক্ষা-সংস্কৃতি শুধুমাত্র আমাদেরকে জিততেই শেখাচ্ছে, কাউকে জেতাতে শেখায়নি কখনো।

আমাদের শুধু জেতা প্রয়োজন, সফল হওয়া প্রয়োজন। সেটা যেভাবেই হোক যে কোন মাধ্যমেই হোক। কাউকে জেতানোর মধ্যেও জিতে যাওয়া থাকতে পারে। কাউকে সাহায্য করার মধ্যেও সফলতা থাকতে পারে।

এ এক আশ্চর্য মানুষ, সুন্দর সমাজ গড়ার কারিগর ইভান ফার্নান্ডেজ। তোমাকে স্যালুট 💞💞

প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন 🙏🙏 পেজটি প্রথম দেখলে একটা ফলো দিয়ে পরবর্তী প্রতিবেদন লিখতে উৎসাহিত করবেন 💞💞 ধন্যবাদ 🙏




Adresse

Aronsstraße 77
Weissensee
12057

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Dream comes true erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Service Kontaktieren

Nachricht an Dream comes true senden:

Teilen

Kategorie