Blue Brush Story

Blue Brush Story "In three words I can sum up everything I've learned about life: It goes on."

রাত প্রায় ১১ টা ছুঁই ছুঁই! পুরো বাসে একমাত্র যাত্রী আমি।বাইরে ঝুম বৃষ্টি।বাস থেকে নেমে বাসায় পৌঁছাতে হাঁটতে হবে আরও মিনি...
05/10/2025

রাত প্রায় ১১ টা ছুঁই ছুঁই! পুরো বাসে একমাত্র যাত্রী আমি।বাইরে ঝুম বৃষ্টি।বাস থেকে নেমে বাসায় পৌঁছাতে হাঁটতে হবে আরও মিনিট বিশেক। কিন্তু আমার এতটুকু ভয় বা দ্বিধা কাজ করছে না। দেশ ছাড়ার পর যে জিনিস আমাকে সবচেয়ে বেশি স্বস্তি দেয় তা হলো কোনো পুরুষ জঘন্যভাবে আমার দিকে তাকায় না।শত শত মানুষের ভীড়েও কেউ বাজেভাবে ছুঁয়ে দেয়ার চেষ্টা করে না।রাত বিরাতে কাজ শেষে বাসায় ফিরতে আনকম্ফোর্টএবল বা আনসেইফ ফিল হয় না।


05/10/2025

Believe in Miracles😇

03/10/2025

Fall breeze and Autumn leaves 🍁🍂

আমার ওয়ার্কপ্লেইস থেকে আজ এই ফুলগুলো গিফট পেয়েছি।কাজ করছিলাম,হঠাৎ আমার এমপ্লয়ার এসে বললেন " Sadia, I bought you some flo...
10/09/2025

আমার ওয়ার্কপ্লেইস থেকে আজ এই ফুলগুলো গিফট পেয়েছি।কাজ করছিলাম,হঠাৎ আমার এমপ্লয়ার এসে বললেন " Sadia, I bought you some flowers. May I put this by the side of your bag?" আমি খুবই অবাক হয়ে বললাম, "For me?!" সে বললো, "Yes, I just wanted to Thank You for all your help."
এমন না যে,আমি ফ্রী তে দয়াপরবশ হয়ে তাকে কাজ করে দিচ্ছি।সে ভালো একটা পেমেন্ট আমাকে দিচ্ছে তাও আমার কাজের অ্যাপ্রিসিয়েশনে তার কোনো কার্পণ্য নেই। কিন্তু আমাদের দেশে কর্মক্ষেত্রে কাজ করতে করতে আপনি কাহিল হয়ে গেলেও কোনো অ্যাপ্রিসিয়েশন তো পাবেন'ই না উল্টো আপনার করা কাজের "বাহবা" অন্য কেউ নিয়ে যাবে তাও আপনার চোখের সামনে! এত্তো এত্তো পলিটিক্স মনে হয় খোদ রাজনীতিতেও হয় না যতোটা পলিটিক্স আমাদের দেশের কর্মক্ষেত্রে হয়!

22/07/2025

দুনিয়াতে একটা মানুষের মূল্য কেবল ততক্ষণ, যতক্ষণ তার নি:শ্বাস চলমান। নি:শ্বাস ফুরানোর সাথে সাথে সব সম্পর্ক,মায়া,ভালোবাসা ছিন্ন হয়ে যায়। আমি বার বার আমার স্বামী আর বাচ্চাদের বলি, এই জীবনটাই শেষ সুযোগ। এরপর আমাদের সবার আর কখনোই,কোনোদিন একসাথে দেখা হবে না। বিষয়টা ভাবলেই অন্তরাত্মা কেঁপে উঠে। যাদের ছাড়া জীবন কল্পনা'ই করা যায় না,তাদের সাথে আমাদের দুনিয়াবি জীবন দুনিয়াতেই শেষ হয়ে যাবে। আমরা জানিনা কার সাথে,কখন আমাদের শেষ দেখা হয়ে যাচ্ছে। কখনো কেউ কারও মনে কষ্ট না দেই। কখনো কারও সাথে যদি এতোটুকু অন্যায় - অবিচার করে থাকি তার জন্য যেনো ক্ষমা চাই,অনুতপ্ত হই।কারও বিশ্বাসভঙ্গের কারণ না হই।মৃত্যু সবার জন্যই চিরন্তন সত্য,কিন্তু কাছের মানুষের সান্নিধ্য ছাড়া কারও অপমৃত্যু না হোক।

Exploring 🇩🇰
21/06/2025

Exploring 🇩🇰

Please 2025, be easier 🤍
31/12/2024

Please 2025, be easier 🤍

Adresse

Aarhus

Internet side

Underretninger

Vær den første til at vide, og lad os sende dig en email, når Blue Brush Story sender nyheder og tilbud. Din e-mail-adresse vil ikke blive brugt til andre formål, og du kan til enhver tid afmelde dig.

Del