22/07/2025
দুনিয়াতে একটা মানুষের মূল্য কেবল ততক্ষণ, যতক্ষণ তার নি:শ্বাস চলমান। নি:শ্বাস ফুরানোর সাথে সাথে সব সম্পর্ক,মায়া,ভালোবাসা ছিন্ন হয়ে যায়। আমি বার বার আমার স্বামী আর বাচ্চাদের বলি, এই জীবনটাই শেষ সুযোগ। এরপর আমাদের সবার আর কখনোই,কোনোদিন একসাথে দেখা হবে না। বিষয়টা ভাবলেই অন্তরাত্মা কেঁপে উঠে। যাদের ছাড়া জীবন কল্পনা'ই করা যায় না,তাদের সাথে আমাদের দুনিয়াবি জীবন দুনিয়াতেই শেষ হয়ে যাবে। আমরা জানিনা কার সাথে,কখন আমাদের শেষ দেখা হয়ে যাচ্ছে। কখনো কেউ কারও মনে কষ্ট না দেই। কখনো কারও সাথে যদি এতোটুকু অন্যায় - অবিচার করে থাকি তার জন্য যেনো ক্ষমা চাই,অনুতপ্ত হই।কারও বিশ্বাসভঙ্গের কারণ না হই।মৃত্যু সবার জন্যই চিরন্তন সত্য,কিন্তু কাছের মানুষের সান্নিধ্য ছাড়া কারও অপমৃত্যু না হোক।