
05/10/2025
রাত প্রায় ১১ টা ছুঁই ছুঁই! পুরো বাসে একমাত্র যাত্রী আমি।বাইরে ঝুম বৃষ্টি।বাস থেকে নেমে বাসায় পৌঁছাতে হাঁটতে হবে আরও মিনিট বিশেক। কিন্তু আমার এতটুকু ভয় বা দ্বিধা কাজ করছে না। দেশ ছাড়ার পর যে জিনিস আমাকে সবচেয়ে বেশি স্বস্তি দেয় তা হলো কোনো পুরুষ জঘন্যভাবে আমার দিকে তাকায় না।শত শত মানুষের ভীড়েও কেউ বাজেভাবে ছুঁয়ে দেয়ার চেষ্টা করে না।রাত বিরাতে কাজ শেষে বাসায় ফিরতে আনকম্ফোর্টএবল বা আনসেইফ ফিল হয় না।