
08/10/2025
💕💕💕
বাচ্চার মায়েরা কেনো সারাদিন এলোমেলো থাকে বা খিটখিটে থাকে এটা নিয়ে প্রায় অনেকেরই প্রশ্ন থাকে। তারা খিটখিটে হয় সাধারণত কিছু কারণে ,যেমন:
১. তারা সারাদিন বাচ্চার পেছনে সময় দিতে যেয়ে নিজের জন্য হয়তো একটু সময় ও বের করতে পারে না।
২.ঘরের কাজের সাথে সাথে বাচ্চার কাজ গুলো ও তাদের কাজের তালিকায় যুক্ত হয় কিন্তু তবু্ও খুব কম সময় তারা তাদের কাজের জন্য যথার্থ মূল্যায়ন বা প্রশংসা পায় যেখানে বেশিরভাগ মায়েরাই হয়তো সারাদিনের ব্যাস্ততায় শান্তি তে খেতে বা ঘুম টাও এক টানা শেষ করতে পারে না দিনের পর দিন।
৩. এতো কিছুর পরও হয়তো তাদের আশেপাশের কাছের মানুষ তাদেরকে তাদের প্রতিটা কাজ বা কথার জন্য জাজ করা শুরু করে যেটা তার মধ্যে একধরনের রাগ তৈরি করে যেটা সে প্রকাশ করতে পারে না।
ফলাফল :
খিটখিটে মেজাজ,সারাক্ষন ক্লান্তি আর সবকিছুর মধ্যেই অনিহা।
একটা বাচ্চার সাথে সাথে তার মায়ের ও যথেষ্ট যত্ন ,ভালবাসা আর কেয়ার এর প্রয়োজন।
মনে রাখতে হবে একটা হাসিখুশী বাচ্চা চাইলে সবার আগে বাচ্চার মা কে হাসিখুশী রাখাটা জরুরী।
কিভাবে বাচ্চার মাকে খুশি রাখতে বা তার মা হওয়ার এই যাত্রায় তাকে আপনি সাহায্য করতে পারেন তার জন্য সবকিছু একটু সহজ করতে পারেন তা অন্য পোস্ট এ লিখবো যাতে পোস্ট বেশি বড় না হয়ে যায় ❤️
© Effat Samanta
Life of Ru & Mom