
07/08/2025
সকালে আমার মেয়ে তার ভেনিটি এর সামনে বসে কিছু একটা করছে চুপচাপ. সে অনেক সময় ধরে চুপ থাকার মানে সে কিছু একটা খুব মনোযোগ দিয়ে করছে এছাড়া তাকে চুপ থাকা দেখা অসম্ভব।
আমি: কি করো তুমি মাম্মাম!!
আরু: আমি সাজুগুজু করি মাম্মাম ,আমার বাসায় আজকে গেস্ট আসবে 😊
আমি: গেস্ট আসলে তো আগে রান্না করতে হয় পরে সাজুগুজু করতে হয়
সে: আমি পরে রান্না করবো আগে সাজুগুজু শেষ করে নি।
আমি: ওকে তাহলে কি রান্না করবে আজকে?
সে: এটা তো বাবা গেস্ট আসবে মাম্মাম।
আমি: ওকে তাহলে বাবাকে জিজ্ঞেস করো বাবা কি খেতে চায়!!
সে: আমি যা রান্না করবো তাই খেতে হবে ওকে!! (একটু ঝারি খেয়ে ফেলেছি সকাল সকাল কিন্তু বেপার না 😛)
এখন কথা হচ্ছে একটু পর সে আমাকে ও গেস্ট এর লিস্ট এ এড করেছে। শুনে খুশি হয়ে উঠার আগেই তার বাবা বললো যাও এখন গিফট নিয়ে আসো।
আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম মানে?!
তার বাবা খুব উতসাহ নিয়ে মেয়ের হয়ে উত্তর দিলো আমাকে টেনে তুলেছে মাত্র গিফট নিয়ে আসতে হবে। তুমি এখন গেস্ট তোমার ও গিফট নিয়ে আসতে হবে যাও। আমি মেয়েকে বললাম মা আমার কাজ আছে মা আজকে বাবাই তোমার গেস্ট আমি কাজে চলে যাই। সুন্দর করে আমাকে তার রুম থেকে হাত ধরে আমার রুমে দিয়ে গেলো রেডি হয়ে কাজে যেতে যেহেতু তার গেস্ট লিস্টে নিজের নাম টা লিখিনি আজকে।
ভাবতেছি এই জীবনে এতো বড় অপমান কখনো কেউ করার সাহস পায়নি আজকে নিজের মেয়ে সামান্য গিফট এর জন্য যেইভাবে অপমান টা করলো। 😂😂
She is Growing Ma sha Allah Alhamdulillah 🫰🏻🤲🏻
প্রতি মুহূর্তে আমি তার মাঝে আমার ছোট্ট সামান্তা কে খুজে পাই 🫠