Handicrafts Flourish

Handicrafts Flourish আমরা যদি মোনাজাতে চেয়েও কাউকে না পাই, তাহলে বুঝতে হবে আমাদেরও কেউ মোনাজাতে চাচ্ছে। যার প্রার্থনা আরও গভীর আর জোরালো।

ননস্টিক প্যানে একটি সামান্য স্ক্র্যাচ থেকে ৯ হাজার বিষাক্ত মাইক্রো-প্লাস্টিক উন্মুক্ত হয়। আর প্রলেপ উঠে গেলে সে সংখ্যা প...
17/04/2025

ননস্টিক প্যানে একটি সামান্য স্ক্র্যাচ থেকে ৯ হাজার বিষাক্ত মাইক্রো-প্লাস্টিক উন্মুক্ত হয়। আর প্রলেপ উঠে গেলে সে সংখ্যা পৌঁছাতে পারে ২০ লাখে! যা প্রতিবার রান্নায় মেশে খাবারের সাথে।

ননস্টিক প্যান, খুন্তি— এসবে টেফলনের প্রলেপ দেওয়া হয়। টেফলন প্লাস্টিক জাতীয় পলিমার। সাধারণ প্লাস্টিক নয়, বরং এটি একটি 'ফরেভার কেমিক্যাল', যা কখনও নষ্ট করা যায় না। একে 'চিরস্থায়ী বিষ' বললেও ভুল হবে না।

এসব সরঞ্জাম একটু পুরনো হলেই খাবারের সাথে মিশতে থাকে এসব কেমিক্যাল, যা দীর্ঘ সময় ব্যবহারে নারী ও পুরুষ উভয়েরই বন্ধ্যাত্ব দেখা দিতে পারে! এমনকি শিশুর বিকাশ ও ক্যানসারের কারণও এসব কণা। হরমোনের ভারসাম্যহীনতারও সূত্রপাত এখান থেকেই। ৯৯% আমেরিকানের রক্তে বিভিন্ন মাত্রায় এই রাসায়নিক পাওয়া গেছে। ব্যাখ্যা: বিজ্ঞানপ্রিয়।

সূত্র: Science of the Total Environment (Comment).
Collected

10/04/2025

আমাদের পরবর্তী প্রজন্ম যখন গাজার মর্মান্তিক ইতিহাস পড়বে, তখন তারা অবাক হয়ে ভাববে সেই সময়ের মানুষেরা কিভাবে সেই হ'ত্যাকান্ড ঘটতে দিয়েছিল!
আমাদের এই লজ্জা মরার পড়েও থেকে যাবে।

সে একজন সাংবাদিককে খাবার দিচ্ছে, কারণ সে ভাবছে সেও তার মতো ক্ষুধার্ত!  🥺❤️‍🩹কিছু বলার ভাষা খুজে পাইনা আল্লাহ,,, তুমি তাদ...
09/04/2025

সে একজন সাংবাদিককে খাবার দিচ্ছে, কারণ সে ভাবছে সেও তার মতো ক্ষুধার্ত! 🥺❤️‍🩹

কিছু বলার ভাষা খুজে পাইনা আল্লাহ,,, তুমি তাদের হেফাজত করো,,আমিন

আপনি ভাইবেন না দাজ্জাল আপনার সামনে এসে বলবে, ‘আমারে অনুসরণ করো৷’ দাজ্জাল আসার পূর্বে ফেতনার মাধ্যমে প্রথমে আপনার চিন্তা ...
09/04/2025

আপনি ভাইবেন না দাজ্জাল আপনার সামনে এসে বলবে, ‘আমারে অনুসরণ করো৷’ দাজ্জাল আসার পূর্বে ফেতনার মাধ্যমে প্রথমে আপনার চিন্তা শক্তি ইসলাম থেকে দূরে সরাবে৷ চিন্তা শক্তি দূরে সরাতে না পারলেও ফেতনায় আপনার চারপাশে এমন এক পরিবেশ বানাবে, যে আপনি চাইলেও মুখ দিয়ে আল্লাহর নাম নিতে পারবেন না৷ আপনার দৈনন্দিন অভ্যাস চেঞ্জ করাবে৷ আপনার মতো হাজার হাজার, বিলিয়োন মানুষ যখন দাজ্জালের ফেতনায় ডুবে যাবে৷ তখন অই ফিলিস্তিনের আল আকসা ভেঙে যে টেম্পল বানানোর প্লান ইসরায়েলের, সেই টেম্পল দিয়ে আবির্ভাব ঘটবে দাজ্জালের৷

দাজ্জালের ফেতনা এত ভয়ানক যে আল্লাহর কাছে আপনি ক্ষমাও চাইতে পারবেন না কারণ আপনি তখন উঠে পড়ে যাবেন হারামকে হালালের জন্য, হালালকে হারামের জন্য৷ সমাজে হারাম, এমনভাবে হালাল হবে আপনি বুঝবেনও না কোনটা হারাম, কোনটা হালাল৷

আপনি জানবেনও না আপনি দাজ্জালকে কিভাবে অনুসরন করছেন, কিন্তু একনিষ্ঠভাবে দাজ্জালের সৈনিক হয়ে যাবেন৷ আপনার আল্লাহর নাম নিতে লজ্জা লাগবে৷ যে আল্লাহর নাম নিবে, তাকে আপনার ক্ষ্যাত মনে হবে৷ কোনো বন্ধু গ্রুপে আল্লাহ নিয়ে কথা হবে না৷ অস্বস্তি কাজ করবে সবার৷ আল্লাহ ও তার রাসুল যা মানা করেছে, সেসবে আপনার স্বস্তি কাজ করবে৷

নবীর ওয়ারিশ আলেম৷ আলেমদের প্রতি ঘৃণা তৈরি হবে৷ একশটা আলেমের মধ্যে দশটা জাহান্নামি আলেমের কারণে নব্বইটা আলেমকে দেখলেই নাক চেটকানো শুরো করবেন, গালাগালি করবেন৷ একদল উঠে পড়ে লাগবে আলেমদের দোষ ধরার পিছনে৷ এভাবে আস্তে আস্তে আলেমদের থেকে বিশ্বাস উঠিয়ে নিবে৷ আপনাকে বানাবে ধর্মীয় জ্ঞান শূন্য৷
আপনার ইসলাম থেকে চিন্তা শক্তি দূরে সরে যাবে৷

আপনাদের কি দাজ্জালের ফেতনা জোকস মনে হয়? দেবর ভাবির মতো পবিত্র একটা রিলেশন৷ এটা যে খারাপ এঙ্গেলে যাচ্ছে, গিয়েছে৷ এটা কি জোকস মনে হয়? স্টেপ ফাদার, মাদার ইসলামে বৈধ জিনিস যে ইয়াং জেনারেশনের ব্রেইনে সেক্সুয়েল ফান এর পর্যায়ে গেছে এটাকে কি জোকস মনে হয়?

দাজ্জালের ফেতনা আপনার জোকস মনে হয়? অথচ আপনি বুঝতে পারছেন না৷ আপনি হাসতে হাসতে, চেতনার নামে৷ আধুনিকতার নামে আপনার আল্লাহকে নিয়ে মস্করা করছেন৷ যে আল্লাহ আপনার রিযিকের ভাতের দানার পরিমানও লিখে রাখছে৷ আপনার জীবন সঙ্গী কে হবে লিখে রাখছে৷ আপনার মৃত্যু কবে হবে সেটা লিখে রাখছে৷ আপনার আজকের কর্মের কারণে দশ দিন পর বিপদে পড়বেন, অই বিপদ দেখেও যে আল্লাহ এটা অপেক্ষায় থাকে যে আমার বান্দা একটা ভালো কাজ করুক তার বিপদ আমি কাটায়ে দিব৷ দোয়াতে একবার বলুক বিপদ কাটায়ে দেয়ার জন্য, কাটায়ে দিব৷
কাজে, কর্মে কথায়, দুই লাইন ইংলিশ বলতে পেরে অই আল্লাকে অপমান করেন৷

দাজ্জালের ফেতনা আপনার জোকস মনে হয়? মস্করা করছেন সেই নবী (সা:) এর জন্য৷ যে মৃত্যুর আগ মুহূর্ত আপনার, আমার তার উম্মতের জন্য কেঁদে গেছে৷ সারাটাজীবন কষ্ট সহ্য করে গেছে৷ যে নবী হাসরের ময়দানে বলবে, আল্লাহ আমি আমার একটা উম্মতকে ছাড়াও জান্নাতে যাবো না৷ যে নবীকে অস্বীকার করলে জান্নাত হারাম! হারাম! হারাম!

আপনি খেয়াল করে দেখেন, দুনিয়াতে ১৯৩ দেশ৷ ৮০০ কোটি মানুষ৷ প্রতিটা দেশের প্রতিটা মানুষের পাপের সুতা এক জায়গায়৷ বাংলাদেশে দাজ্জালে ফেতনায় ডুবে থাকা মানুষের যে বৈশিষ্ট্য, চিন্তাধারা৷ বাংলাদেশের একদম অপজিটে, কালচারে, লাইফস্টাইলে সব আলাদা হলেও ওদেরও দাজ্জালের ফেতনায় ডুবে থাকাদের বৈশিষ্ট্য একই৷

প্রতিটা ঈমানদারদের সূতা এক জায়গায়, কুরআন এবং হাদীস, আল্লাহ এবং তার রাসুল৷
একটা কথা মাথায় রাইখেন, দাজ্জালের ফেতনা আপনার মস্তিষ্ক কন্ট্রল করে আপনার চিন্তা শক্তি দাজ্জাল তার দাস বানাবে৷ আপনি, আমি আমরা যে স্বাধীনতার কথা বলি, (রাস্ট্রীয় স্বাধীনতা বলিনি৷ ব্যক্তি স্বাধীনতা৷) এটা মূলত ইসলাম থেকে স্বাধীনতা চেয়ে দাজ্জালের মনস্তাত্ত্বিক দাস হইতে চাচ্ছি আমরা৷

এই ফেতনায় আপনার লাভ নাই৷ কোনো লাভ নাই৷
আল্লাহ চাইলেই দাজ্জাল আটকাতে পারতো৷ তা না করে বরং আরো সব গায়েবী শক্তি দিয়ে পাঠাবে৷ শুধু মাত্র আপনাকে, আমাকে পরীক্ষার জন্য৷

আল্লাহ রিযিক ফিক্সড করে দিয়েছে৷ আপনি আল্লাকে গালি দিলেও (নাউজুবিল্লাহ) খেয়ে পড়ে বাঁচবেন৷ আল্লাহ আপনার হাতে দিয়েছে চিন্তা শক্তি৷ আপনি কি চিন্তা করছেন এখানে আল্লাহর হাত নাই৷ আপনার চিন্তা শক্তিই আপনার পরীক্ষা৷ আর এই দাজ্জালের ফেতনা ঠিক আপনার এই চিন্তা শক্তিই দখল করে নিবে৷

আপনি কল্পনাও করতে পারবেন না দাজ্জালের ফেতনা কি৷ অথচ আপনার কল্পনার জগৎ ভরে যাবে দাজ্জালের ফেতনায়৷ আপনি বুঝতে পারবেন না কি কি ফেতনা আসতে যাচ্ছে৷

আমার নবী (সা:) জানতেন, বুঝতেন৷ আল্লাহ নবীজিকে জানিয়েছেন৷ দাজ্জালের ফেতনা কত ভয়ানক৷

হাদীসে কি আসছে জানেন? নবীজি এভাবে বলে গেছে, "এমন সময় আসবে৷ আমার উম্মত সকালে মুসলিম থাকবে৷ সন্ধ্যায় অমুসলিম হয়ে যাবে৷”

আপনি দাজ্জালের ফেতনা নিয়া মস্করা করেন৷ আর আমার নবী ডাইরেক্ট নির্দেশ দিয়েছে তার উম্মতদের, "তোমরা চারটা দোয়া ছাড়া নামাজে সালাম ফেরাবে না৷ শেষ বইঠকে, সালাম ফেরানোর আগে- ১. আল্লাহ তুমি আমাকে আমার কবরের আযাব থেকে মুক্ত রাইখো৷ ২. তোমার জাহান্নামের আযাব থেকে মুক্ত রাইখো৷ ৩. জীবন ও মৃত্যুর ফেতনা থেকে হেফাজতে রাইখো৷ ৪. দাজ্জালের ফেতনা থেকে আমারে হেফাজতে রাইখো৷”দাজ্জালের ফেতনা কোনো মস্করা না ভাই৷ এর ফেতনা ভয়বাহতা আমাদের কল্পনারো বাইরে৷ একবার শুধু চিন্তা করেন, যেই হারাম জিনিসে আপনার শরীর রি রি করে উঠে ঘেন্নায়৷ সেই জিনিস আপনার নেক্সট জেনারেশন হালাল মনে করলো! স্বাভাবিক হয়ে গেল সমাজে! দাজ্জালের ফেতনা কোনো জোকস না৷ আল্লাহ আমাদের ফেতনা থেকে হেফাজতে রাখুক৷ আমিন।
( হে মুমিনগন, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ্‌ ধৈর্যশীলদের সাথে আছেন !!)

{ সূরা আল বাকারা ১৫৩}

কিছু মানুষ প্যালেস্টাইন যাওয়ার সুযোগ পেলে, নিশ্চিত এই কাজ গুলোই করতেন ....!!!!😑😑
08/04/2025

কিছু মানুষ প্যালেস্টাইন যাওয়ার সুযোগ পেলে, নিশ্চিত এই কাজ গুলোই করতেন ....!!!!😑😑

ধিক্কার, ধিক্কার, ধিক্কার।🙂
08/04/2025

ধিক্কার, ধিক্কার, ধিক্কার।🙂

অনেকে ১ম ছবিটি পোস্ট দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন, বলছেন আল-আকসার বর্তমান অবস্থা,,, প্রথমত এটি  Al দিয়ে ক্রিয়েট করা দ্বি...
07/04/2025

অনেকে ১ম ছবিটি পোস্ট দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন, বলছেন আল-আকসার বর্তমান অবস্থা,,, প্রথমত এটি Al দিয়ে ক্রিয়েট করা দ্বিতীয়ত এটি আল- আকসা নয়,,এখনো ৮০-৯০ % মানুষ আল-আকসা ই চিনেনা।
১ম ছবিটি হলো ( Dome of the rock) যেটা বেশিরভাগ মানুষ আল-আকসা হিসেবে চেনে আর ২য় ছবিটি হলো আল-আকসা।ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না কেউ, সঠিক তথ্য জানুন তারপর অন্যকে জানান।
ধন্যবাদ🇵🇸

ফি লি স্তিনের নির্মমতা দেখে অনেকেই প্রশ্ন তুলছে  আসলেই সৃষ্টিকর্তা বলে কিছু আছে কিনা। উত্তর দিচ্ছি গান্ডুর দল পড়ে নেন৷ এ...
07/04/2025

ফি লি স্তিনের নির্মমতা দেখে অনেকেই প্রশ্ন তুলছে আসলেই সৃষ্টিকর্তা বলে কিছু আছে কিনা। উত্তর দিচ্ছি গান্ডুর দল পড়ে নেন৷

এমন ষ্টুপিড কথাবার্তা মগজে কিছু থাকলে কিভাবে বলতে পারে কেউ?

ধর্ম কী এতোই স্বাভাবিক একটা প্রশ্নের কাছে আটকা? ঈমান কি এতোই সহজ বিষয়?

গাধার দল..

অন্য ধর্মে কি বলে জানি না। তবে আমার ধর্ম ইসলাম বলে,

কুরআন ও হাদিসে স্পষ্ট করে বলা আছে দুনিয়ার সকল পাপীদের হিসাব হবে পরকালে। কুরআন শরীফের কোথাও উল্লেখ নাই যে, আল্লাহ তায়ালা দুনিয়াতে নেমে এসে বিচার করবেন এবং আল্লাহ তায়ালা বান্দাদের পাঠিয়েছেন কেবল পরীক্ষার জন্য।

কুরআনে আল্লাহ বলেন,

আর আমি তাদের দুনিয়াতে শাস্তি দিই না, তবে আমি তাদের পরীক্ষা করি, তাদের আস্থার পরীক্ষা নেওয়ার জন্য।
( সূরা আল-আনকাবুত )

আল্লাহ কুরআনে আরো বলেন,

আর আমি তাদের অবকাশ দেয়ার জন্য সময় দিচ্ছি, তাদের পরিণতি অবশ্যই খারাপ হবে।
(সূরা আলে ইমরান, ৩:১৮৫)

ইসলামিক শিক্ষায়, দুনিয়াতে সঠিক বিচার এবং শাস্তির ক্ষেত্রে আল্লাহর সৃষ্টির জন্য পরীক্ষা নির্ধারণ করা হয়। আল্লাহ ইচ্ছা করলে দুনিয়াতেই পাপীদের শাস্তি দিতে পারেন, তবে অনেক সময় আল্লাহ তাদের ক্ষমা করেন বা তাদের আরও সময় দেন। কখনও কখনও আল্লাহ তাদের আরো সময় দেন যেন তারা নিজের দোষ বুঝতে পারে এবং তওবা করে ফিরে আসতে পারে।

এছাড়া, অনেক পাপী বা জুলুমকারী হয়তো দুনিয়াতে শাস্তি পায় না, তবে ইসলামে বলা হয়েছে যে, একদিন সব সৃষ্টির বিচার হবে, যখন আল্লাহ তাদের সঠিক শাস্তি বা পুরস্কার দেবেন। সেই দিন হবে "ইয়াওমুদ্দিন" বা বিচার দিবস, যা নিশ্চিত।

কুরআনে বলা হয়েছে,

যে দিন আসমান ও পৃথিবী গুটিয়ে দেয়া হবে, সে দিন ন্যায়বিচার হবে।
(সূরা আ-যুমার, ৩৯:৬)

এমনকি নবী মোহাম্মদ (সা.) এর হাদীসেও বলা হয়েছে যে,

'কেউ যদি দুনিয়াতে শাস্তি না পায়, তার শাস্তি পরকালে আরও কঠিন হবে।'

এতো স্পষ্ট করে কুরআনে বলা আছে তবুও এমন আগাছা প্রশ্ন তৈরি করে তসলিমা নাসরিনের উত্তরসূরী হবেন না। পরিণাম ভালো হবে না৷

ঈমান এতো সহজ বিষয় না। আপনাদের মতো নপুংসক মানুষদের মস্তিস্কে এসব নাও ঢুকতে পারে।

ভালো কিছু ছড়াতে না পারলে মনগড়া নেগেটিভ কথাবার্তা ছড়াবেন না৷

আব্দুল্লাহ আল মামুন (কাইকর)
©

ক্ষমা করে দিস বোন, দোয়া ছাড়া, কিছুই করতে পারলাম না তোদের জন্য।😞🙏
07/04/2025

ক্ষমা করে দিস বোন, দোয়া ছাড়া, কিছুই করতে পারলাম না তোদের জন্য।😞🙏

*এই ভূমিতেই হাশরে মানুষ উঠবে 😭😭 এটাই সেই মসজিদ,যেখানে এক রাকাত নামাজের সওয়াব ৫০০ রাকাতের সমান।এটাই মুসলমানদের প্রথম কিবল...
07/04/2025

*এই ভূমিতেই হাশরে মানুষ উঠবে 😭😭 এটাই সেই মসজিদ,যেখানে এক রাকাত নামাজের সওয়াব ৫০০ রাকাতের সমান।

এটাই মুসলমানদের প্রথম কিবলা।
এটাই সেই পবিত্র ভূমি,যেখান থেকে প্রিয় নবী (সা.) মেরাজে গিয়েছিলেন।

এই মসজিদে নবী সুলায়মান (আ.) আল্লাহর হুকুমে জিনদের দিয়ে কাজ করিয়েছিলেন।
এর ইট-পাথর জিকির করে,বাতাসে ভেসে বেড়ায় ঈমানের ঘ্রাণ।

আজ এই মসজিদ রক্তে রঞ্জিত…
আর উম্মাহ নীরব…

এই মসজিদের পাশেই একদিন হযরত ঈসা আঃ ঈসরাইলের বংশধর দাজ্জালকে হত্যা করবেন.

এই ভূমিতেই হাশরের মানুষ উঠবে।

আল-আকসা কেবল ইতিহাস নয়,এটা কেয়ামতের নিদর্শন… ঈমানের চূড়ান্ত পরীক্ষা😭

রাসূল (সাঃ) বলেছেন—"খোরাসান দিক থেকে একদল মানুষ কালো পতাকা নিয়ে আগমন করবে। তারা এমনভাবে এগিয়ে আসবে যে, কেউ তাদেরকে থামাত...
06/04/2025

রাসূল (সাঃ) বলেছেন—"খোরাসান দিক থেকে একদল মানুষ কালো পতাকা নিয়ে আগমন করবে। তারা এমনভাবে এগিয়ে আসবে যে, কেউ তাদেরকে থামাতে পারবে না। শেষ পর্যন্ত তারা বায়তুল মুকাদ্দাসে (জেরুজালেম) পৌঁছাবে এবং সেখানে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবে।"আরেকটি হাদিসে এসেছে—"তোমরা যখন খোরাসান দিক থেকে কালো পতাকা আসতে দেখবে, তখন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের সঙ্গে যোগ দিও, কারণ তাদের মধ্যেই থাকবেন আল্লাহর
খলিফা ইমাম মাহদী...

©

অনেকেই বলছে আর কিছুক্ষণ পর গাজা একাবারেই শেষ হয়ে যাবে।কেনো এমন বলছেন? পবিত্র কোরআন এ আছে এই সম্প্রদায়ের মানুষজন একদিন স্...
06/04/2025

অনেকেই বলছে আর কিছুক্ষণ পর গাজা একাবারেই শেষ হয়ে যাবে।

কেনো এমন বলছেন? পবিত্র কোরআন এ আছে এই সম্প্রদায়ের মানুষজন একদিন স্বাধীন হবে,ইমাম মাহাদি আসবেন ঈসা (আঃ) আসবেন, তাই গা-জাবাসীদের মুছে দেওয়া সম্ভব নয়। গাজাবাসী কখনো মুছে যাবেনা। ধর্মীয় দৃষ্টিকোন থেকে দেখলে, বলতে হয়। গাজা বা ফিলিস্তিন কখনো মুছবেনা, কারণ ইমাম মাহদি আসা পর্যন্ত তারা স্ট্রাগল করে যাবে। আর হ্যা গাজাবাসীর ঈমান আপনার আমার থেকে অনেক শক্তিশালি। মনে রাখবেন মুমিনরা হতাশ হয়না। তারা আল্লাহর উপর ভরসা করে। আশা করি হতাশ হবেননা, গাজাবাসীর জন্য দোয়া করতে থাকুন। এবং তাদের দেখে শিক্ষা নিতে হবে। তাদের ধৈর্য তাদের ঈমানী পরীক্ষা সবকিছু দেখে আমাদেরকে শিখতে হবে।

গা'জাবাসীর জন্য সবাই দোয়া করুন আল্লাহতালা হেফাজত করুক তাদেরকে আমীন ।
©️

Adresse

København K

Telefon

+8801843869063

Internet side

Underretninger

Vær den første til at vide, og lad os sende dig en email, når Handicrafts Flourish sender nyheder og tilbud. Din e-mail-adresse vil ikke blive brugt til andre formål, og du kan til enhver tid afmelde dig.

Kontakt Virksomheden

Send en besked til Handicrafts Flourish:

Del