20/04/2025
ডেনমার্কে ব্যাচেলর -সেপ্টেম্বর ২০২৬ ইনটেকের ফুল রোডম্যাপ!
২০২৫ (এপ্রিল–ডিসেম্বর) এই পুরোটা সময় নিতে হবে নিজেকে প্রস্তুত করার জন্য।
এপ্রিল–আগস্ট ২০২৫:
নিজেকে রেডি করা শুরু করেন। পাসপোর্ট যদি না থাকে, এখনি করে ফেলেন।
ইংরেজিতে নিজের দুর্বলতা খুজে বের করে সমাধান খুজতে থাকেন। কিভাবে দক্ষতা বাড়ানো যায় সেটা নিয়ে কাজ করেন।
ইউনিভার্সিটি ও কোর্স রিসার্চ শুরু করেন (Niels Brock, SDU, IBA, Aalborg ইত্যাদি)।
জুলাই থেকে নভেম্বর ২০২৫ এই সময়ে যে কাজ গুলো করতেই হবে।
IELTS পরীক্ষার জন্য প্রিপারেশন নেন।
যদি সম্ভব হয়, আগস্ট-নভেম্বরে IELTS পরীক্ষা দিয়ে ফেলেন। মনে রাখবেন ৬.০–৬.৫ ব্যান্ড তুলতেই হবে সেটা যেভাবেই হোক।
SOP (Statement of Purpose) লেখার প্র্যাকটিস শুরু করেন। ইউটিউব, গুগল সব জায়গায় স্যাম্পল দেখেন। নিজের শিক্ষা জীবনের সাথে মিলিয়ে কল্পনা করেন কি কি লেখা যায়।
ডিসেম্বর ২০২৫:
যারা Early Application করতে চান, Niels Brock-এর জন্য প্রস্তুত থাকেন। (বর্তমান নিয়ম গুলো ভালোভাবে পড়ে তারপর আবেদনের সিদ্ধান্ত নিবেন)
পছন্দের ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট ফলো করে রাখেন। তারা কবে অ্যাপ্লিকেশন খুলবে সেটা দেখেন।
২০২৬ (জানুয়ারি থেকে ডিসেম্বর): আবেদন ও প্রসেসিং এর বছর এটা। এই বছরেই আপনার স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ।
জানুয়ারি ২০২৬:
Niels Brock-এর Early Application সাবমিট করেন। (ডেডলাইন: ১৩ জানুয়ারি ২০২৬)।
IELTS রেজাল্ট আপলোড করেন।
ফেব্রুয়ারি থেকে মার্চ ২০২৬:
বাকী ইউনিভার্সিটিতে (IBA, SDU, Aalborg, DTU, KU, AU) অ্যাপ্লাই করা শুরু করেন।
আবেদনের শুরুঃ
১ ফেব্রুয়ারী, ২০২৬
আবেদনের শেষ সময়ঃ
IBA: ১ মার্চ ২০২৬
বাকী ইউনিভার্সিটিগুলো: ১৫ মার্চ ২০২৬
মার্চ–জুন ২০২৬:
Conditional Offer Letter আসবে।
অফার পেলে ফান্ডের প্রস্তুতি শুরু করেন। কিভাবে টিউশন ফি দিবেন। কোন ব্যাংক থেকে দিলে খরচ কম হবে। এসব নিয়ে প্রস্তুতি রাখেন। সবকিছু ঠিকঠাক থাকলে ১ম সেমিস্টার টিউশন ফি পে করে দিবেন।
জুলাই–আগস্ট ২০২৬:
Final Acceptance Letter (Admission Letter) সংগ্রহ করেন। ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস সংগ্রহ করেন। সবকিছু গুছিয়ে রাখেন। কোথাও থেকে সত্যায়িত করা লাগলে, অনুবাদ করা লাগলে সেগুলো করে রাখেন। ST1 ফর্ম ইউনিভার্সিটি যখন দিবে তখন সুন্দর করে দেখেশুনে পূরণ করে তারপর প্রয়োজনীয় কাগজপত্র পিডিএফ করে ভিসা আবেদন করতে বসে যান।
ভিএফএস এ গিয়ে ভিসা আবেদন জমা দেন।
সেপ্টেম্বর–অক্টোবর ২০২৬:
ভিসা ইন্টারভিউ কল করলে সুন্দর করে ইন্টারভিউ দিবেন। কঠিন কিছু না। আপনার পুরো জার্নি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে একদম সহজ মনে হবে।
ভিসা রেজাল্ট আসবে। এখানে কিছুটা ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এর মধ্যেই বাসা খুজতে থাকেন। ডেনমার্কে এসে কোথায় থাকবেন সেসব ম্যানেজ করার চেষ্টা করতে থাকেন।
ফ্লাইট বুক করার প্রস্তুতি নেন। প্রয়োজনীয় কাগজপত্র, জামাকাপড় সবকিছু গুছানো শুরু করেন।
Orientation Guide পড়েন (কিভাবে Denmark এ Student Life শুরু করতে হয়)। ওরিয়েন্টেশন এর আগে ডেনমার্কে থাকার চেষ্টা করেন।
ডেনমার্কে পৌছানোর সাথে সাথেই CPR এর জন্য আবেদন করে ফেলেন। এখানে CPR ছাড়া আপনি কিছুই করতে পারবেন না৷
Student Residence Permit Collect করেন।
এটাই ছিল ফুল প্রাক্টিক্যাল রোডম্যাপ — ডেনমার্কে ব্যাচেলর ২০২৬ ইনটেকের জন্য।