Denmark Tales by Tanjil & Soha

Denmark Tales by Tanjil & Soha "Adventurous soul with an insatiable love for exploring new horizons!" https://www.youtube.com/channel/UCavJUzPlvAENUJ5gi_5h0QA

19/09/2025

Odense vs Fredericia

10/09/2025

Coriander Chicken!

09/09/2025

জগন্নাথ হলের ফলাফল শোনার পর আপনার মাথায় কি কাজ করে নাই কিছু? আমি দুঃখিত এখন যা বলবো তার জন্য। দিল্লির প্রেসক্রিপশনে থাকা কোনো বিধর্মী গুষ্ঠি নিশ্চিতভাবেই শিবিরকে ভোট দিবে না? ওদের কাছে এটা ডাকসু ছিলো না। ওদের কাছে বাংলাদেশ বনাম ভারত প্রতিযোগিতা ছিলো। বিএনপি যেহেতু দিল্লিপন্থী তারা ওইদিকেই গেছে। ফলাফল কাটাছেঁড়া করেন আমার সাথে একমত হবেন। মুসলমান বনাম দিল্লি ছিলো। দিল্লি বনাম বাংলাদেশ ছিলো। আমি জানি এটা বলার পর আমার রিগ্রেট করতে হতে পারে তাও আমি বলছি। পুরো ডিজেস্টার হইয়া গেছে এই হলে শিবিরের। এই ভোট আগামী জাতীয় নির্বাচনে সংখ্যালঘুদের ভোট কোনদিকে যাবে সেটার সুস্পষ্ট ইংগিত দিয়ে দিলো।

05/09/2025
কংগ্রাচুলেশনস বেটা! সিনিয়র হিসেবে কতটা ইনফ্লুয়েন্স করতে পারছি তোরে অথবা সহযোগিতা করতে পারছি জানি না কিন্তু আমি দেখেছি তু...
04/09/2025

কংগ্রাচুলেশনস বেটা! সিনিয়র হিসেবে কতটা ইনফ্লুয়েন্স করতে পারছি তোরে অথবা সহযোগিতা করতে পারছি জানি না কিন্তু আমি দেখেছি তুই নিজেরে নিজে কতটা ইনফ্লুয়েন্স করছিস। রাত ২টা, ৩টার দিকে নক দিয়ে যখন বলতি ভাই আমার IElTS এই জায়গায় সমস্যা হচ্ছে আমাকে হেল্প করেন। ভাই এই দেশ কেমন হবে? ওইটা কেমন হবে? আমি তখন ভাবতাম এই পোলা কি ঘুমায় না? আমি জানি বিদেশ যাওয়ার নেশা সবচেয়ে বড় নেশা, একবার ধরলে ছাড়ে না। আমি সবচেয়ে বেশি খুশি এইজন্য যে, অন্তত গ্রামের পোলাপান গুলো ভাবতে শিখবে যে লিবিয়া দিয়ে জীবনের ঝুঁকি না নিয়ে যোগ্যতা দিয়েও ইউরোপে যাওয়া যায়। অতি সাধারণ একজন ছাত্র হয়েও অসাধারণের গল্প লেখা যায়। আমার ডেনমার্কে আসায় খুব বেশি পোলাপান মোটিভেটেড হয়নি কারণ ওরা হয়তো ভাবতো তানজিল ভাইয়ের বিষয় আলাদা, উনার যোগ্যতা আলাদা। কিন্তু তোর হাংগিরির ভিসা পাওয়ায় গ্রামের পোলাপান গুলো ইনফ্লুয়েন্সড হবে নিশ্চিত। কারণ ওরা তোর সাথে নিজেদের রিলেট করতে পারবে। ওরা শিখবে কিভাবে একটা এইচএসসি পাশ ছেলে কি করবে ভেবে না পেয়ে দুই একজন ভাই-ব্রাদারের বিদেশ যাওয়া দেখে IElTS এবং ইউরোপ নামক সমুদ্রে নেমে পরেছিলো। আমি সবসময় চাই পোলাপান দেশ ছাড়ুক। না হলে জীবনের সংকীর্ণতা থেকে বের হতে পারবে না। আমি কিভাবে ভাই-ব্রাদার গুলোকে সংকীর্ণতায় পড়ে থাকতে বলতে পারি? ঘুমা, ঘুমা, শান্তিতে ঘুমা। কারণ শান্তির খুব একটা ঘুমাতে পারবি না। জীবন যুদ্ধ শুরু হবে। তবে এ এক এমন যুদ্ধ যা সবাই শুরু করতে চায় কিন্তু পারে না। এই কয়টা দিন দেশে যে সময় পার করবি এটাই জীবনের শ্রেষ্ঠ সময়। হাংগিরির ভাই-ব্রাদার রেডি আছে পেইন নিস না।

04/09/2025

চলেন শুটকি রান্না করি। কামকাজ নাই যেহেতু।

Fishing
03/09/2025

Fishing

14/05/2025

A Day at My Danish University | SDU Campus Tour

21/04/2025

ডেনমার্কে ব্যাচেলর ও মাস্টার্স প্রোগ্রামে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কলারশিপ রয়েছে। নিচে ডেনমার্কের প্রধান বিশ্ববিদ্যালয়গুলোর স্কলারশিপ প্রোগ্রাম ও আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং লিংক প্রদান করা হলো:

🇩🇰 ডেনমার্কের সরকারি স্কলারশিপ:
ডেনমার্কের সরকার প্রতি বছর কিছু সংখ্যক স্কলারশিপ প্রদান করে যা সাধারণত টিউশন ফি মওকুফ এবং/অথবা জীবনযাত্রার খরচের জন্য আর্থিক সহায়তা হিসেবে দেয়া হয়। এই স্কলারশিপগুলো শুধুমাত্র ইউরোপের বাইরের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। আবেদনের জন্য আলাদা কোনো ফর্ম পূরণ করতে হয় না; বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করার সময় স্বয়ংক্রিয়ভাবে স্কলারশিপের জন্য বিবেচনা করা হয়। ​

🎓 বিশ্ববিদ্যালয়ভিত্তিক স্কলারশিপ
1. University of Copenhagen (UCPH)

Danish Government Scholarships: UCPH বিভিন্ন অনুষদের মাধ্যমে সীমিত সংখ্যক স্কলারশিপ প্রদান করে, যা সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ এবং/অথবা জীবনযাত্রার খরচের জন্য আর্থিক সহায়তা হিসেবে দেয়া হয়।

আবেদন প্রক্রিয়া: আলাদা কোনো স্কলারশিপ আবেদন করতে হয় না; মাস্টার্স প্রোগ্রামে ভর্তি আবেদন করার সময় স্বয়ংক্রিয়ভাবে বিবেচনা করা হয়।​

বিস্তারিত তথ্য: UCPH Scholarships

2. Aarhus University (AU)

Danish State Scholarships: শুধুমাত্র ইউরোপের বাইরের শিক্ষার্থীদের জন্য সীমিত সংখ্যক স্কলারশিপ প্রদান করে, যা সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ এবং কিছু ক্ষেত্রে মাসিক ভাতা অন্তর্ভুক্ত করে। ​

আবেদন প্রক্রিয়া: মাস্টার্স প্রোগ্রামে ভর্তি আবেদন করার সময় স্বয়ংক্রিয়ভাবে স্কলারশিপের জন্য বিবেচনা করা হয়।​

আবেদনের সময়সীমা: গ্রীষ্মকালীন ভর্তি - ১৫ জানুয়ারি, শীতকালীন ভর্তি - ১৫ সেপ্টেম্বর।
বিস্তারিত তথ্য: AU Scholarship

3. University of Southern Denmark (SDU)

Danish Government Scholarships: শুধুমাত্র ইউরোপের বাইরের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ টিউশন ফি মওকুফ এবং কিছু ক্ষেত্রে জীবনযাত্রার খরচের জন্য আর্থিক সহায়তা প্রদান করে। ​

আবেদনের সময়সীমা: প্রতি বছর ১ ফেব্রুয়ারি।​

বিস্তারিত তথ্য: SDU Scholarships

4. অন্যান্য বিশ্ববিদ্যালয়

ডেনমার্কের অন্যান্য বিশ্ববিদ্যালয় যেমন:​

Technical University of Denmark (DTU)​
secardo.org

Aalborg University (AAU)​
secardo.org

Roskilde University (RUC)​
secardo.org

Copenhagen Business School (CBS)​
secardo.org

IT University of Copenhagen (ITU)​

এগুলোও বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রাম অফার করে। বিস্তারিত জানতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।​

🌍 অন্যান্য আন্তর্জাতিক স্কলারশিপ
Erasmus Mundus Joint Master Degrees: EU এবং non-EU শিক্ষার্থীদের জন্য যৌথ মাস্টার্স প্রোগ্রামে স্কলারশিপ প্রদান করে। ​
Study in Denmark

20/04/2025

ডেনমার্কে ব্যাচেলর -সেপ্টেম্বর ২০২৬ ইনটেকের ফুল রোডম্যাপ!
২০২৫ (এপ্রিল–ডিসেম্বর) এই পুরোটা সময় নিতে হবে নিজেকে প্রস্তুত করার জন্য।

এপ্রিল–আগস্ট ২০২৫:

নিজেকে রেডি করা শুরু করেন। পাসপোর্ট যদি না থাকে, এখনি করে ফেলেন।

ইংরেজিতে নিজের দুর্বলতা খুজে বের করে সমাধান খুজতে থাকেন। কিভাবে দক্ষতা বাড়ানো যায় সেটা নিয়ে কাজ করেন।

ইউনিভার্সিটি ও কোর্স রিসার্চ শুরু করেন (Niels Brock, SDU, IBA, Aalborg ইত্যাদি)।

জুলাই থেকে নভেম্বর ২০২৫ এই সময়ে যে কাজ গুলো করতেই হবে।

IELTS পরীক্ষার জন্য প্রিপারেশন নেন।
যদি সম্ভব হয়, আগস্ট-নভেম্বরে IELTS পরীক্ষা দিয়ে ফেলেন। মনে রাখবেন ৬.০–৬.৫ ব্যান্ড তুলতেই হবে সেটা যেভাবেই হোক।

SOP (Statement of Purpose) লেখার প্র্যাকটিস শুরু করেন। ইউটিউব, গুগল সব জায়গায় স্যাম্পল দেখেন। নিজের শিক্ষা জীবনের সাথে মিলিয়ে কল্পনা করেন কি কি লেখা যায়।

ডিসেম্বর ২০২৫:

যারা Early Application করতে চান, Niels Brock-এর জন্য প্রস্তুত থাকেন। (বর্তমান নিয়ম গুলো ভালোভাবে পড়ে তারপর আবেদনের সিদ্ধান্ত নিবেন)
পছন্দের ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট ফলো করে রাখেন। তারা কবে অ্যাপ্লিকেশন খুলবে সেটা দেখেন।

২০২৬ (জানুয়ারি থেকে ডিসেম্বর): আবেদন ও প্রসেসিং এর বছর এটা। এই বছরেই আপনার স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ।

জানুয়ারি ২০২৬:

Niels Brock-এর Early Application সাবমিট করেন। (ডেডলাইন: ১৩ জানুয়ারি ২০২৬)।

IELTS রেজাল্ট আপলোড করেন।

ফেব্রুয়ারি থেকে মার্চ ২০২৬:

বাকী ইউনিভার্সিটিতে (IBA, SDU, Aalborg, DTU, KU, AU) অ্যাপ্লাই করা শুরু করেন।

আবেদনের শুরুঃ

১ ফেব্রুয়ারী, ২০২৬

আবেদনের শেষ সময়ঃ

IBA: ১ মার্চ ২০২৬
বাকী ইউনিভার্সিটিগুলো: ১৫ মার্চ ২০২৬

মার্চ–জুন ২০২৬:

Conditional Offer Letter আসবে।

অফার পেলে ফান্ডের প্রস্তুতি শুরু করেন। কিভাবে টিউশন ফি দিবেন। কোন ব্যাংক থেকে দিলে খরচ কম হবে। এসব নিয়ে প্রস্তুতি রাখেন। সবকিছু ঠিকঠাক থাকলে ১ম সেমিস্টার টিউশন ফি পে করে দিবেন।

জুলাই–আগস্ট ২০২৬:

Final Acceptance Letter (Admission Letter) সংগ্রহ করেন। ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস সংগ্রহ করেন। সবকিছু গুছিয়ে রাখেন। কোথাও থেকে সত্যায়িত করা লাগলে, অনুবাদ করা লাগলে সেগুলো করে রাখেন। ST1 ফর্ম ইউনিভার্সিটি যখন দিবে তখন সুন্দর করে দেখেশুনে পূরণ করে তারপর প্রয়োজনীয় কাগজপত্র পিডিএফ করে ভিসা আবেদন করতে বসে যান।

ভিএফএস এ গিয়ে ভিসা আবেদন জমা দেন।

সেপ্টেম্বর–অক্টোবর ২০২৬:

ভিসা ইন্টারভিউ কল করলে সুন্দর করে ইন্টারভিউ দিবেন। কঠিন কিছু না। আপনার পুরো জার্নি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে একদম সহজ মনে হবে।

ভিসা রেজাল্ট আসবে। এখানে কিছুটা ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এর মধ্যেই বাসা খুজতে থাকেন। ডেনমার্কে এসে কোথায় থাকবেন সেসব ম্যানেজ করার চেষ্টা করতে থাকেন।

ফ্লাইট বুক করার প্রস্তুতি নেন। প্রয়োজনীয় কাগজপত্র, জামাকাপড় সবকিছু গুছানো শুরু করেন।

Orientation Guide পড়েন (কিভাবে Denmark এ Student Life শুরু করতে হয়)। ওরিয়েন্টেশন এর আগে ডেনমার্কে থাকার চেষ্টা করেন।

ডেনমার্কে পৌছানোর সাথে সাথেই CPR এর জন্য আবেদন করে ফেলেন। এখানে CPR ছাড়া আপনি কিছুই করতে পারবেন না৷

Student Residence Permit Collect করেন।

এটাই ছিল ফুল প্রাক্টিক্যাল রোডম্যাপ — ডেনমার্কে ব্যাচেলর ২০২৬ ইনটেকের জন্য।

05/04/2025

অফ ডে, অন ডে নাই সবসময়ই আমি লাকি। 🥰

Adresse

Odense

Internet side

Underretninger

Vær den første til at vide, og lad os sende dig en email, når Denmark Tales by Tanjil & Soha sender nyheder og tilbud. Din e-mail-adresse vil ikke blive brugt til andre formål, og du kan til enhver tid afmelde dig.

Kontakt Virksomheden

Send en besked til Denmark Tales by Tanjil & Soha:

Del