11/11/2024
ক্লাসের ব্রেকে বাইরে গিয়ে কফি খেতে থাকি। তখনই এক ইটালিয়ান ক্লাসমেটের সাথে দেখা। জব, কালচার, আর মানুষ নিয়ে কথা বলতে বলতে আমাকে বলে - " তুমি ভুল বুঝো না, কিন্তু তোমাকে একটা কথা বলি। আমার ইটালির বাসার আশে পাশে অনেক বাঙালি থাকে। ওরা সভ্য না এবং অনেক ন্যারো মাইন্ডেড। ওরা কোনো নিয়ম মানতে চায় না। ওরা ভাষা শেখা আর ভালো জব নিয়েও চিন্তিত না। কেউ ভালো করতে চাইলে তাকে নিয়ে হাসি তামাশা করে। তুমি মন খারাপ করো না। বন্ধু বলে তোমার সাথে শেয়ার করলাম।"
গ্লোবাল মার্কেটিং-এ মাস্টার্স পড়া এক বাঙালি মেয়ের সাথে গ্রুপ করা লাগে একটা কোর্সে। ওই গ্রুপে ইটালিয়ান আর ড্যানিস গ্রুপমেটও ছিল। এসাইনমেন্টের ডেডলাইন শেষ পর্যায় হওয়ার পরও বাঙালি মেয়েটা এসাইনমেন্টের কাজ জমা দিচ্ছিল না। অনেক চাপাচাপি করার পর যখন জমা দিল তখন দেখলাম কোনো রেফারেন্স সাইটেশন ছাড়া লেখা। যারা জানেন না তাদের জন্য বলে রাখি সাইটেশন ছাড়া লেখা এই দেশে ক্রাইমের পর্যায় পড়ে এবং জেলেও যাওয়া লাগতে পারে প্ল্যাজারিজমের কারণে। যখন তাকে জিজ্ঞাসা করা হলো কেন সাইটেশন নেই তার উত্তর ছিল সে জানে না সাইটেশন কি। তাকে নাকি তার বাংলাদেশের ইউনিভার্সিটি শিখায়নি। অন্যান্য গ্রুপমেট আমাকে জিজ্ঞাসা করে যে এটা তো ব্যাচেলরের প্রথম সেমিস্টারে শেখায়। আমি উত্তর দিতে পারি না কারণ আমার ইউনিভার্সিটি আমাকে শিখিয়েছে, সব ভার্সিটিই শেখায় বলে জানি। যখন ঠিক করতে বলা হলো তখন ওই মেয়ে আমাদেরকে ওর জন্য লিখে দিতে বলে কারণ এর চেয়ে ভালো সে লিখতে পারবে না। একেকজনের চেহারা দেখার মতো ছিল। এই মেয়েকে আমরা কখনো ক্লাসে দেখিনি আর তার চেহারাও আমরা কখনো দেখিনি।
পাবলিক প্লেসে ব্রে স্ট ফি ডিং এখানে নরমাল বিষয় এবং কেউ তাকায় না। কারা তাকায় জানেন? এতক্ষনে বুঝে যাওয়া উচিত। রাস্তায় কোনো ছেলে মেয়ে কি স করলে হা করে তাকিয়ে থাকে! তাদের ভাষ্য মতে ওরা পাবলিকলি করতে পারলে আমি কেন দেখতে পারবো না? বাঙালিরা এই কাজগুলো করে অনেক প্রাউড।
গল্প শেষ। মূল শিক্ষা হচ্ছে গু যেখানেই যাবে গন্ধ ছড়াবে। এই কিছু গু -এর জন্য সব বাঙালির নাম খারাপ হয়। এরা কখনোও ঠিক হবে কিনা তা জানা নাই কিন্তু সারাজীবন ভালো বাঙালিদের এদের জন্য অপমান সহ্য করে যেতে হবে।