
01/05/2025
জরুরী তথ্য! ২রা মে ২০২৫ থেকে যারা ডেনর্মাকের নেইলস ব্রুক অথবা আইবিএ কলেজে ব্যচেলর্স অথবা মাস্টার্সে ভর্তি অথবা এপ্লাইয়ের প্ল্যান করছেন তাদের জন্য তিনটি জিনিস মনে রাখা জরুরী ~
১. স্টুডেন্ট কোনো কাজ করতে পারবে না।
২. স্পাউস নিয়ে আসা যাবে না।
৩. ভিসার মেয়াদ স্টাডি টাইমের মধ্যে সীমাবদ্ধ। কাজ খোজার জন্য ভিসা দেয়া হবে না। পড়াশোনা শেষে দেশে ফেরত আসতে হবে।
যারা অলরেডি ভর্তি আছেন অথবা ভিসার এপ্লাই করেছেন তারা এই আঈনের আওতায় পরবে না। তাই যারা এইসব প্রাইভেট কলেজে পড়ার চিন্তা করছিলেন তারা আরও ২ বার ভাবুন। এই আঈন কালকে থেকে চালু হবে।