Zahid & Sanjeda

Zahid & Sanjeda We want to help Bangladeshi students who are seeking admission in Denmark.

07/06/2025

বাংলাদেশে টাকা পাঠানোর সবচেয়ে সহজ উপায় হলো Taptap send দিয়ে টাকা পাঠানো। মাত্র‍ 𝟏.𝟑𝟖 𝐝𝐤𝐤 সেন্ড করলে বাংলাদেশে পাবে 𝟐,𝟕𝟒𝟗 টাকা প্রথমবার ইউজ করার সময় আমার দেয়া প্রমো কোডটি ইউজ করুন। প্রোমো কোড ছাড়া এই বোনাস পাওয়া যাবে না। এক মিনিটের মধ্যে বাংলাদেশে টাকা পেয়ে যাবে।

প্রোমো কোড : 𝗭𝗔𝗛𝗜𝗗𝗨𝗟𝟰𝟬𝟴

Freedom..36th July,2024
09/08/2024

Freedom..
36th July,2024


08/08/2024

আজকাল নিউজফিড আর রিলস দেখে কলিজাটা ঠান্ডা হয়ে যায়.. এই GEN-Z এর যতই দেখি ততই মুগ্ধ হই। এখন থেকে তারা অনেক বেশি ব্যস্ত হয়ে পরবে কারণ পড়ালেখার পাশাপাশি যখনই সুযোগ পাবে তারা রাস্তায় নেমে পরবে দেশ থেকে অরাজকতা দূর করতে.. এরাই তো বাবা মায়ের সেই সোনার টুকরাগুলো ,যারা ভয়ে পিছু হটে না বরং পিছু হাটায়!!!

অনেক দূর এগিয়ে যাও ,তোমাদের থেকেই আমাদের সবার অনেক কিছু শিখার আছে.... দেশটা এখন তোমাদের! বাকি নেতারা সব পুতুল ,যেমনে নাচায় তেমনে নাচে.......


08/08/2024

১. বিকল্প আছে? বা বিকল্প দেখান!
উত্তর: বিকল্প তৈরি হচ্ছে। সময় হলে দেখতে পাবেন। বিকল্প তৈরি হওয়া ছাড়া কোন উপায় নেই।

২. সব একই।
উত্তর: সব এক নয়। অতীতে যা হয়েছে, বর্তমান ও ভবিষ্যতে তা হবে না বা হতে দেওয়া উচিত হবে না।

৩. এক দল খেয়েছে ১৭ বছর আর আরেক দল খাবে ১৭ বছর।
উত্তর: সেই সুযোগ আর দেয়া হবে না বা হতে দেওয়া উচিত হবে না।

৪. আগেই তো ভালো ছিল।
উত্তর: আগের ভালোটা শুধুমাত্র সুবিধাভোগীদের জন্য ছিল। আপনি কি তাদের মধ্যে একজন?

৫. এইজন্যই কি দেশ স্বাধীন করলাম?
উত্তর: দেশ স্বাধীন করা হয়েছে ন্যায় ও অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন ও সংস্কারের জন্য। এটা রাতারাতি হয় না, সময় লাগে। ১৫ বছর ধরে স্বৈরাচারের শাসন সহ্য করেছেন, সংস্কারের জন্য কিছু সময় ধৈর্য ধরুন।

৬. জাতি হিসেবে আমরা অসভ্যই থেকে গেলাম!
উত্তর: প্রতিটি জাতির মধ্যে কিছু অসভ্য মানুষ থাকে। কিন্তু এর জন্য পুরো জাতি অসভ্য হয় না। আমাদের সমাজে হয়তো অসভ্য বেশি, কিন্তু এর দায়ভার পূর্ববর্তী শাসকদের, যারা সমাজকে উন্নত করতে পারেনি। নতুনদের মাধ্যমে পরিবর্তন আসছে, আসতেই হবে, অন্য কোন অপশান নাই।

আপনার সব প্রশ্ন ও শঙ্কার উত্তর হচ্ছে: একটু ধৈর্য ধরুন, সময় দিন। পরিবর্তনে বিশ্বাস করুন এবং সহযোগিতা করুন। একটা পজিটিভ পরিবর্তন খুব একটা সহজ নয়। শুরুটা করুন নিজের মন-মানসিকতার পরিবর্তন দিয়ে।

The change starts from You.Stop being conventional and thinking the conventional way of supporting the symbol...that's called a CULT. দেশকে আরও ৫০-১০০ বছর পিছাবেন না........সামনের দিকে হাটেন...... পিছনের রাস্তায় পচা গোবর.....গায়ে লেগে যাবে।

(সংগৃহীত ও সংশোধিত)

05/08/2024

আপনারা একটু হাসুন প্রাণ খুলে 😂🤣

30/07/2024
02/05/2024

যারা বেবিসহ VFS এ ফাইল জমা দিবেন তারা বেবির 3R সাইজের ছবি সাথে রাখবেন। বেবি যদি ছবি তুলতে না চায় তখন তারা ছবি চাইবে।

𝐒𝐡𝐨𝐩𝐩𝐢𝐧𝐠 𝐋𝐢𝐬𝐭
18/04/2024

𝐒𝐡𝐨𝐩𝐩𝐢𝐧𝐠 𝐋𝐢𝐬𝐭

𝗩𝗮𝗰𝗰𝗶𝗻𝗲 𝗖𝗮𝗿𝗱 𝗼𝗳 𝗕𝗮𝗯𝘆
15/04/2024

𝗩𝗮𝗰𝗰𝗶𝗻𝗲 𝗖𝗮𝗿𝗱 𝗼𝗳 𝗕𝗮𝗯𝘆

𝗩𝗔𝗖𝗖𝗜𝗡𝗘 𝗖𝗔𝗥𝗗 𝗢𝗙 𝗕𝗔𝗕𝗬

সবাইকে ঈদ মুবারক
09/04/2024

সবাইকে ঈদ মুবারক

ডেনমার্কে আসতে একজন স্টুডেন্ট, বেবি এবং স্পাউজের এর জন্য কত টাকা বাজেট রাখা উচিৎ? এমন প্রশ্ন যারা করেন তাদের জন্য এই পোস...
26/03/2024

ডেনমার্কে আসতে একজন স্টুডেন্ট, বেবি এবং স্পাউজের এর জন্য কত টাকা বাজেট রাখা উচিৎ? এমন প্রশ্ন যারা করেন তাদের জন্য এই পোস্টটি।

ধরে নিচ্ছি আপনার প্রতি সেমিস্টারের টিউশন ফি ৫০০০ ইউরো।

ছবিতে দেয়া হিসাবটা দেখুন।

Adresse

Solrød

Telefon

+4571817096

Internet side

Underretninger

Vær den første til at vide, og lad os sende dig en email, når Zahid & Sanjeda sender nyheder og tilbud. Din e-mail-adresse vil ikke blive brugt til andre formål, og du kan til enhver tid afmelde dig.

Kontakt Virksomheden

Send en besked til Zahid & Sanjeda:

Del