Effat Samanta

Effat Samanta ♡ Makeover ♡ Skincare ♡ Lifestyle ♡ Cooking ♡ Daily life ♡ Vlog ♡ Creativity ♡

Denmark Qualified Makeup Artist
Eyelash Stylist
Youtube Content creator
Entrepreneur
Please subscribe to my YouTube Channel www.youtube.com/effatsamanta
Cooking channel www.youtube.com/channel/UCcQuwy5BjlkwGAVrA6PKSPw

22/07/2025

আপনারা যারা পুড়ে যাওয়া বাচ্চা গুলো কে নিয়ে গান লাগিয়ে ভিডিও বানিয়ে ভাইরাল হবার নেশায় মেতেছেন তারা আসলে কি দিয়ে তৈরি? আল্লাহ আপনাদেরকে কি দিয়ে বানিয়েছে? আপনারা একবার ভেবেছেন যেই বাচ্চা গুলো জান্নাতের পাখি হয়ে গেছে বা এই কবল থেকে বেচে ফিরেছে তাদের বাবা মা কে আপনারা কতো বড় আঘাত দিচ্ছেন?!
আমি কেউ না ওই বাচ্চা গুলোর। দেশ থেকে হাজার হাজার মাইল দুরে থেকে আমিও ট্রমা থেকে বের হতে পারছি না।চোখ বন্ধ করলে ভিডিও গুলো চোখের সামনে ভাসে।ঘুমাতে পারছি না খেতে পারছিনা বাচ্চা গুলোর ছটফটানি মানতে পারছি না। আর ভিডিও তে যেই বাচ্চা গুলো কে দেখাচ্ছে তাদের বাবা মা একবার এই ভিডিও দেখার পরে এই জীবনে তা ভুলে স্বাভাবিক জীবন এ আসতে পারবে?? তাদের বেচে থাকা টা কেনো আপনারা নরক বানিয়ে দিচ্ছেন?! এসব থামান প্লিজ!!!
বাংলাদেশ আসলে পচে গেছে!!! আপনারা একেকটা দুর্গন্ধ দেশের জন্য। বিবেকহীন কীট আপনারা!!!
ছিহ

21/07/2025

যারা এখনো ঘরে বসে আছেন প্লিজ উত্তরা যান ভিডিও বানান। ভাইরাল কনটেন্ট বানানোর এখনি সময়।
আমরা আসলে মানুষ না অমানুষ হয়ে গেছি।ভাইরাল হবার নেশা আমাদের কে অমানুষ বানিয়ে দিয়েছে। ভিডিও গুলো দেখে তাই মনে হইলো। বাচ্চা গুলো চোখের সামনে ছটফট করতেছে হেল্প না করে ভিডিও বানানো নিয়ে ব্যাস্ত। মেয়ে বাচ্চা গুলো কে আপনারা যেভাবে সেভাবে ভিডিও করছেন!!
সেখানে আপনার বোন বা আপনার বাচ্চা থাকলেও কি তাই করতেন আপনারা!!!
সরি আমি এভাবে কখনও রিয়েক্ট করিনা কিন্তু ভিডিও গুলো দেখে আমি অসুস্থ হয়ে গেছি। দয়া করে রাস্তা ফাকা রাখেন প্লিজ!!!
Be human please 🙏🏻

ইহা একটি বাঙালি ইমোশন ❤️🫠 IYKYK
17/07/2025

ইহা একটি বাঙালি ইমোশন ❤️🫠
IYKYK

Guess কিসের প্রস্তুতি চলছে?!  🤤🤤🤤
12/07/2025

Guess কিসের প্রস্তুতি চলছে?!
🤤🤤🤤

মানুষকে ভালবাসা বা ভালবাসতে পারা,আপন করে নেয়া টা অনেক বড় একটা গুণ আমার মনে হয়। যেটা সবাই পারে না। কিছু মানুষকে আমরা কেনো...
11/07/2025

মানুষকে ভালবাসা বা ভালবাসতে পারা,আপন করে নেয়া টা অনেক বড় একটা গুণ আমার মনে হয়। যেটা সবাই পারে না। কিছু মানুষকে আমরা কেনো ভালবাসি আমরা নিজেরাই হয়তো জানি না।
আমি আমার বাবার কাছ থেকে একটা বাজে জিনিস পেয়েছি সেটা হচ্ছে কেউ যদি একটু আবেগ নিয়ে ডাকে তাহলেই হলো আরকি!!
মনেহয় কলিজা টা খুলে তাকে ভুনা করে দেই। হয়তো চেষ্টাও করি। নিজের সাধ্যের মধ্যে যতটা পারা যায় তাকে করার চেষ্টা করি।

কিন্তু যখন ওই মানুষটা সেই ভালবাসা টাকে আমার দুর্বলতা ভেবে ছোট করে দেখা শুরু করে একটা সময় খুব খারাপ লাগা কাজ করতো। একটা সময় অনেক কান্নাও করতাম। এখন অনেক টা বয়স পার করে বুঝতে শিখেছি সেটা তার ব্যার্থতা সে আমার ভালবাসা বুঝে নি। আমার আদর মমতা বা আমার মন বুঝার মতো হয়তো তার মন নেই তাই বুঝে নি তাতে আমার দোষ কোথায়??

আমি কেনো নিজের এই গুণ টাকে হারাবো!! কেনো অন্য কারো জন্য আমার ব্যাক্তিত্বে আমি পরিবর্তন করতে চাইবো!! আমি এমনি। একটু ছটফট টাইপ ,অনেক পকপক করি,সবাইকে আপন ভাবি,সবাই কে মন থেকে ভালবাসি কারণ ভালো সবাই বাসতে পারে না। আপন করে সবাই নিতে পারে না। আমি পারি সেটা আমার অহংকার আলহামদুলিল্লাহ। তাই এখন কষ্ট কম পাই। কারো উপর রাগও হয়না এখন। যেটা আমি সেটা আমি দিন শেষে এটাই আমার শান্তি। নিজের কাছে পরিষ্কার থাকা টা অনেক মুল্যবান। মানুষের কাজ আপনাকে নিয়ে ভাবা তারা তাদের মতো করে ভাববেই।সেটা আপনি থামাতে পারবেন না তাই দিননা তাদের কে তাদের মতো করে ভাবতে আর আপনি এককাপ চা নিয়ে রিল দেখুন আর চিল করুণ। জীবন শান্তিময়। ✌️

মোরাল অফ দ্য স্টোরি : আপনি যদি দোষের কিছু না করে থাকেন তবে কারো কথায় বা কাজে কষ্ট পেয়ে কখনও নিজেকে পরিবর্তন করতে যাবেন না। কষ্ট ও পাবেন না। আপনি আপনার যায়গা থেকে সেটাই করবেন যেটা আপনার ব্যাক্তিত্বের পরিচয় বহন করে। আপনাকে সবার থেকে আলাদা করে। দেখবেন ঘুমটা অন্তত শান্তির হবে।

© Effat Samanta

বিদেশে আসার সময় বাংলাদেশ থেকে কি নিয়ে আসা উচিৎ এই প্রশ্ন টা আমি প্রায়ই পাই... তাদের জন্য বলছি সবার আগে ব্রিফকেসে এই জিনি...
05/07/2025

বিদেশে আসার সময় বাংলাদেশ থেকে কি নিয়ে আসা উচিৎ এই প্রশ্ন টা আমি প্রায়ই পাই... তাদের জন্য বলছি সবার আগে ব্রিফকেসে এই জিনিস টা নিবেন। যদিও এটা বাংলাদেশের মায়েদের মতো অতিব জরুরী কাজে ব্যবহার করতে পারবেন না তবে বিছানা বা সোফা গুছানোর জন্য এটা মহা মুল্যবান জিনিস যা আপনি বিদেশের মাটিতে পা দিয়েই মিস করতে থাকবেন।

তবে আপনি চাইলে এটা বাংলাদেশের বউ দের মতন ও ব্যবহার করতে পারেন মাঝেমধ্যে সেটা একান্ত আপনার ব্যাপার ,যেহেতু আমি লক্ষি বউ তাই এসব উপদেশ দিতে পারছিনা। 😁

এরকম জরুরি উপদেশ পেতে আমার পেজে লাইক কমেন্ট দিয়ে সাথে থাকার অনুরোধ করতে পারবো না নিজ দায়িত্ব থেকে দিয়ে দিয়েন 🫣😬

© Effat Samanta

শাড়ি আর চা!! A perfect combination of Bengali girls emotions!!❤️🖤🤎
29/06/2025

শাড়ি আর চা!!

A perfect combination of Bengali girls emotions!!
❤️🖤🤎

🫰🏻🫰🏻🫰🏻
21/06/2025

🫰🏻🫰🏻🫰🏻

বিদেশে সবচেয়ে বেশি মিস করবেন কি জানেন?!  সারাদিন কাজ করে বাসায় এসে যখন দেখবেন মা আপনার পছন্দের খাবার নিয়ে বসে নেই বরং ক্...
21/06/2025

বিদেশে সবচেয়ে বেশি মিস করবেন কি জানেন?!

সারাদিন কাজ করে বাসায় এসে যখন দেখবেন মা আপনার পছন্দের খাবার নিয়ে বসে নেই বরং ক্লান্ত শরীর নিয়ে বাসায় ঢুকেই আগে রান্না ঘরে ঢু মারতে হবে যে আজকে কি রান্না করা যায় তখন মায়ের সেই ছোট্ট মেয়ে হওয়া টা ভিশন মিস করবেন যে কিনা নানান পদের খাবার সামনে দেখেও মাকে গাল ফুলিয়ে অভিযোগ করতো তার পছন্দের খাবার একটাও হয়নি আজকে 🙂

যাইহোক কাজ শেষ করে এসে আম্মুর হাতের খাবার আমি প্রায় ই মিস করি আজকেও তাই। তাই আম্মুর হাতের ভাজা চালকুমড়া ছিলো ফ্রিজ এ আর সাথে ছিলো আম্মুর দেয়া চিংড়ি মাছ দুইটা মিলিয়ে আজকের রান্না। ভিশন পছন্দের একটা খাবার আমার এটা সবসময় তাই আম্মু প্রসেস করে দিয়ে দিয়েছিলো তা দিয়েই শখ মিটিয়ে নিয়েছি আজকের মতো।

মেয়েরা বড় হয়,মেয়েরা মা হয় , দায়িত্ব নেয়া শেখে তবে কতটা বড় হলে আসলে মা কে মিস করা বন্ধ করতে পারে জানেন কেউ? আরও কতো বড় হতে হবে!

©Effat Samanta

আপনি যখন কারো জন্য নিজের রাস্তা ছেড়ে দিবেন দেখবেন আল্লাহ আপনার জন্য হাজার টা রাস্তা খুলে দিবে....আবার আপনি যখন কারো কষ্ট...
17/06/2025

আপনি যখন কারো জন্য নিজের রাস্তা ছেড়ে দিবেন দেখবেন আল্লাহ আপনার জন্য হাজার টা রাস্তা খুলে দিবে....
আবার আপনি যখন কারো কষ্ট করে বানানো রাস্তা দখল করতে চাইবেন বা বন্ধ করতে চাইবেন আল্লাহ হয়তো আপনার একমাত্র রাস্তা টাও বন্ধ করে দিবেন...

এই কথাটা আমি প্রচন্ড ভাবে মানি। অন্যের জন্য রাস্তা ছেড়ে দিতে যাতে ভয় না পাই সেই শিক্ষা আব্বু ছোট্ট বয়স থেকেই দিয়ে এসেছে।
আর বড় হয়ে শিখেছি কিভাবে অন্য কেউ আমার কষ্টের রাস্তা বন্ধ করতে চাইলে সেখান থেকে হাসি মুখে সরে আসতে হয় আল্লাহর উপর ভরসা করে...

এবং আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কখনও নিরাশ করেননি।
🤲🏻💕🫠

Adresse

Frederiksberg
<<NOT-APPLICABLE>>

Underretninger

Vær den første til at vide, og lad os sende dig en email, når Effat Samanta sender nyheder og tilbud. Din e-mail-adresse vil ikke blive brugt til andre formål, og du kan til enhver tid afmelde dig.

Kontakt Virksomheden

Send en besked til Effat Samanta:

Del