22/07/2025
আপনারা যারা পুড়ে যাওয়া বাচ্চা গুলো কে নিয়ে গান লাগিয়ে ভিডিও বানিয়ে ভাইরাল হবার নেশায় মেতেছেন তারা আসলে কি দিয়ে তৈরি? আল্লাহ আপনাদেরকে কি দিয়ে বানিয়েছে? আপনারা একবার ভেবেছেন যেই বাচ্চা গুলো জান্নাতের পাখি হয়ে গেছে বা এই কবল থেকে বেচে ফিরেছে তাদের বাবা মা কে আপনারা কতো বড় আঘাত দিচ্ছেন?!
আমি কেউ না ওই বাচ্চা গুলোর। দেশ থেকে হাজার হাজার মাইল দুরে থেকে আমিও ট্রমা থেকে বের হতে পারছি না।চোখ বন্ধ করলে ভিডিও গুলো চোখের সামনে ভাসে।ঘুমাতে পারছি না খেতে পারছিনা বাচ্চা গুলোর ছটফটানি মানতে পারছি না। আর ভিডিও তে যেই বাচ্চা গুলো কে দেখাচ্ছে তাদের বাবা মা একবার এই ভিডিও দেখার পরে এই জীবনে তা ভুলে স্বাভাবিক জীবন এ আসতে পারবে?? তাদের বেচে থাকা টা কেনো আপনারা নরক বানিয়ে দিচ্ছেন?! এসব থামান প্লিজ!!!
বাংলাদেশ আসলে পচে গেছে!!! আপনারা একেকটা দুর্গন্ধ দেশের জন্য। বিবেকহীন কীট আপনারা!!!
ছিহ