উদ্যোক্তা Uddokta

উদ্যোক্তা Uddokta উন্নত বাংলাদেশ গড়তে কাজে লাগাতে হবে তরুন উদ্যোক্তাদের ।

যুবকরাই আমাদের আগামীর ভবিষ্যৎ। যাদের উপর নির্ভর করে আগামীর অর্থনীতি আগামীর পথ চলা। তাই যুবকদের সচেতন হিসেবে তৈরি করা আমাদের নৈতিক দায়িত্ব। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে বিশ^ চতুর্থ শিল্প বিপ্লবের দিকে ধাবিত হচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লবের ক্ষেত্রে রোবটিক সিস্টেমের পাশাপাশি প্রযুক্তির ব্যবহারই সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। আর এই যুবকদের আগামী অর্থনীতিতে নেতৃত্ব দিতে বাংলাদেশের অর্থনীতিতে বর্তমানে যারা

নেতৃত্ব দিচ্ছে তাদের কর্মময় জীবনের বাস্তবধর্মী জ্ঞান জানা একান্ত দরকার। বিষয়টিকে বিবেচনায় নিয়ে আমাদের পত্রিকার স্লোগান নির্ধারণ করা হয়েছে “ সুন্দর আগামী ”।

24/07/2025
23/07/2025

আন্দোলনের নামে মাঝেমধ্যেই উত্ত্যক্ত হয়ে পড়ছে দেশের সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। সচিবালয়, রাষ্ট্রীয় বাসভবন সহ গুরুত্বপূর্ণ কার্যালয়ে দেখা যাচ্ছে বিক্ষোভের মত ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের প্রবণতা শুধু আইনের শাসনকেই চ্যালেঞ্জ করছে না, পাশাপাশি দেশের অর্থনীতি ও ভবিষ্যৎ রাজনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
গত কয়েক মাস ধরেই দেখা যাচ্ছে, কিছু রাজনৈতিক দল বা সংগঠন তাদের দাবিদাওয়া আদায়ে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ঘেরাও, বিক্ষোভ বা অবরোধ কর্মসূচি পালন করছে। এসব কর্মসূচিতে প্রায়ই বাধাগ্রস্ত হচ্ছে প্রশাসনিক কার্যক্রম, নষ্ট হচ্ছে জনসাধারণের কর্মঘণ্টা এবং থমকে যাচ্ছে স্বাভাবিক অর্থনৈতিক গতি।

#আন্দোলন #রাষ্ট্রীয়প্রতিষ্ঠান #স্থিতিশীলতা #সংকট #রাজনীতি #বাংলাদেশ #সমাজ #অধিকার #জনগণ #নাগরিকত্ব #শান্তি #অগ্রগতি #সংগ্রাম #বিপ্লব #সামাজিকন্যায় #রাষ্ট্র #নির্বাচন #গণতন্ত্র #অর্থনীতি #শিক্ষা #স্বাধীনতা #মানবাধিকার #সুশাসন #রাজনৈতিকঅস্থিরতা #সমস্যা #সমাধান #জনমত #আলোচনা #নেতৃত্ব #ভবিষ্যৎ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. এম জুবায়দুর রহমান। আজ ২৩ জুলাই ২০২৫ বুধবার ব্যাংকে...
23/07/2025

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. এম জুবায়দুর রহমান। আজ ২৩ জুলাই ২০২৫ বুধবার ব্যাংকের বোর্ড সভায় তিনি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে ফিন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক-এ অধ্যাপক, ইতালির ইউনিভার্সিটি অব বোকোনিতে ভিজিটিং প্রফেসর, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয়, আরবানা শ্যাম্পেইন এবং রাশিয়ার মস্কো স্টেট ইউনিভার্সিটিতে ভিজিটিং স্কলার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকার জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস (জুমস)-এর প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর।
বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা প্রফেসর রহমান উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির দেশসমূহে বিভিন্ন কোম্পানি, সরকারি এবং আন্তর্জাতিক সংস্থার একজন অভিজ্ঞ স্বতন্ত্র উপদেষ্টা। তিনি কৌশলগত পরামর্শ এবং পরিবর্তন ব্যবস্থাপনা প্রক্রিয়া নিয়ে কাজ করে থাকেন। আর্থিক জবাবদিহিতা এবং কর্পোরেট গভর্ন্যান্স বিষয়ক ব্যবস্থাপনায় তাঁর দক্ষতা রয়েছে। তাঁর কাজের কেন্দ্রবিন্দু ছিল প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিমূলক কার্যক্রম, যার মাধ্যমে বিশ্ব ব্যাংকের সদস্য দেশগুলোকে আর্থিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গভর্ন্যান্সের ভিত্তি শক্তিশালী করতে সহায়তা করা। তাঁর কার্যক্রম সংশ্লিষ্ট অনেক দেশে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলেছে।
বিশ্বব্যাংকে থাকাকালীন, প্রফেসর রহমান আন্তর্জাতিক আর্থিক কাঠামোকে শক্তিশালী করতে ‘স্ট্যান্ডার্ডস অ্যান্ড কোডস ইনিশিয়েটিভ’ নামে একটি কর্মসূচি ডিজাইন ও বাস্তবায়নে নেতৃত্ব দেন। এ কার্যক্রমের আওতায় তিনি বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে নীতিনির্ধারণী সংলাপে অংশগ্রহণ করেন, বিভিন্ন অভ্যন্তরীণ ও বাইরের অংশীজনদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলেন এবং প্রতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
প্রফেসর রহমান রাশিয়া, কাজাখস্তান ও উজবেকিস্তানে ডেলোয়েট (Deloitte) নামক আন্তর্জাতিক পেশাদারী প্রতিষ্ঠানের কার্যক্রম প্রতিষ্ঠা ও পরিচালনায় নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করেন। এসব দেশে তিনি বাজার অর্থনীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বিশ্বের সকল মহাদেশের বহু দেশে তার কাজের পরিধি বিস্তৃত রয়েছে।

Adresse

Ammi Moussa

Téléphone

+8801712828791

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque উদ্যোক্তা Uddokta publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à উদ্যোক্তা Uddokta:

Partager

Type