Jacky Your’s ❤️‍🩹🖤 Hi I Am "Jacky", Wellcome & please also like, follow and share my page. In this page, I create those containing like- Any Kinds of content.

30/07/2025

31-07-2025
📍 DUET,Gazipur

বাড়ছে ভাইরাস জ্বরের ভয়াবহতা!বর্ষাকাল এলেই জ্বর-সর্দির বাড়াবাড়ি যেন নিয়ম হয়ে দাঁড়ায়। কিন্তু এবারের পরিস্থিতি একটু ভিন্ন, ...
25/07/2025

বাড়ছে ভাইরাস জ্বরের ভয়াবহতা!

বর্ষাকাল এলেই জ্বর-সর্দির বাড়াবাড়ি যেন নিয়ম হয়ে দাঁড়ায়। কিন্তু এবারের পরিস্থিতি একটু ভিন্ন, বর্তমানে বাংলাদেশে একাধিক ভাইরাস ডেঙ্গু, চিকুনগুনিয়া, কোভিড-১৯ ও ফ্লুরোনা (Flu + Covid) একসাথে ছড়িয়ে পড়ছে। একাধিক ভাইরাস একসঙ্গে ছড়িয়ে পড়ায় উপসর্গ একে অপরের সাথে মিশে যাচ্ছে। ফলে সাধারণ জ্বর ও হতে পারে বিপজ্জনক।

লক্ষণসমূহ:
●হঠাৎ তীব্র জ্বর (১০৩°F–১০৪°F পর্যন্ত)
●পিঠ, কোমর, হাঁটু, চোখের চারপাশে ব্যথা
●প্রচণ্ড দুর্বলতা, বিছানা থেকে উঠা কঠিন
●মাথা ঘোরা বা রক্তচাপ কমে যাওয়া
●বমি ভাব/বমি, র‍্যাশ, হালকা কাশি
●অনেক ক্ষেত্রে সব রিপোর্ট নেগেটিভ, তবুও উপসর্গ থাকে

আপনার করণীয়:
●জ্বর শুরুতেই Paracetamol 500 mg সেবন করুন (ডাক্তারের পরামর্শে)
●পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ করুন
●বিশ্রামে থাকুন
●টেস্ট করুন: CBC, Platelet, NS1, IgM, IgG, RT-PCR (কোভিড এবং চিকঙ্গুনিয়া)
●৪–৫ দিনের বেশি জ্বর থাকলে দেরি না করে চিকিৎসক দেখান। কোন অচেনা বা অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।

প্রতিরোধে যা করবেন:
●জমে থাকা পানি সরিয়ে মশা নিয়ন্ত্রণ করুন
●ঠান্ডা লাগানো ও ভিজে যাওয়া এড়িয়ে চলুন
●মাস্ক ব্যবহার করুন ও হাত ধুয়ে ফেলুন
●ভিড় এড়িয়ে চলুন, পরিচ্ছন্ন থাকুন

এখনই সময় একটু বেশি সচেতন হওয়ার। নিজের পাশাপাশি পরিবার-পরিজনের সুস্থতার জন্য দায়িত্বশীল হোন। মনে রাখবেন, দেরিতে শনাক্ত হলে ক্ষতি হতে পারে বড়। উপসর্গ দেখলেই দেরি না করে পরীক্ষা করুন, চিকিৎসকের পরামর্শ নিন, এবং সবার সঙ্গে সচেতন আচরণ করুন।

সচেতন থাকুন, সুস্থ থাকুন।
জ্বর মানেই ফ্লু নয় – পরীক্ষা ছাড়া কিছুই নিশ্চিত নয়।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় দগ্ধ অসংখ্য শিক্ষার্থীর জন্য এখন স্কিন ডোনেশন অত্যন্ত জরুরি হয়ে ...
22/07/2025

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় দগ্ধ অসংখ্য শিক্ষার্থীর জন্য এখন স্কিন ডোনেশন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।

🩹 Burn Unit-এর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. মাহবুব হাসান (Room No: 345) জানিয়েছেন—

🔹 স্কিন ডোনেশন এখনই প্রয়োজন।
🔹 যাদের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে, তাদের বাঁচাতে স্কিন গ্রাফটিং একমাত্র উপায়।
🔹 সাধারণত উরুর (thigh) অংশ থেকে স্কিন নেয়া হয়।
🔹 ১৪ দিনের মধ্যে ডোনারের সেই অংশে রিকভারি হয়ে যায়।
🔹 সামান্য স্কার (দাগ) থাকতে পারে, তবে কোনো বড় শারীরিক ক্ষতি হয় না।

📋 প্রক্রিয়া সংক্ষেপে:

1. প্রথম দিন শুধু রক্ত পরীক্ষা (screening) করে বাড়ি ফিরে যাবেন।

2. রিপোর্ট ঠিক থাকলে ২ দিনের মধ্যে কল করে আপনাকে ডেকে ডোনেশন নেওয়া হবে।

3. সেদিনই ডে কেয়ারে পর্যবেক্ষণে রেখে রাতে ছেড়ে দেওয়া হবে।

❤️ আপনার দেওয়া স্কিন একটি প্রাণ বাঁচাতে পারে।
📞 দয়া করে আগ্রহী হলে দ্রুত যোগাযোগ করুন সংশ্লিষ্ট ইউনিটে। সময় খুবই সংকটাপন্ন।

আসুন, একসাথে দাঁড়াই এই মানবিক বিপর্যয়ের সময়ে।
আমাদের ছোট্ট এক পদক্ষেপ, কারো জন্য নতুন জীবন।

সংগৃহীত

20/07/2025

From "Moho" to "Matir Roud" Aftermath Bangladesh resonates within our hearts.Their music is like a pure shot of adrenaline pumping through our veins !!

14/07/2025

Bangla Band Music ক্ষেত না ব্রো!🤍

ধন্যবাদ প্রথম আলো ❤️‍🔥Odd Signature
14/07/2025

ধন্যবাদ প্রথম আলো ❤️‍🔥Odd Signature

14/07/2025

"If there's only one argument left between you and the world I'll always choose you"

11/07/2025

দয়া করে আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। এতটা অকৃতজ্ঞ, অমানবিক হবেন না।।
লিখার আগে ভাবুন।
লিখতেসেন যাকে নিয়ে, তার অবদানের কথা মনে রাখবেন।
লেখার আগে আপনার হাত কাঁপে না?
কেন লিখছেন?
লেখার কী দরকার?
লিখছেন?
ব্যবহার করছেন যারা তারা কি মানুষ??
এসব লেখা বন্ধ করুন।
কারণ,
লিখলে আপনারা সফল হবেন ভাবছেন?
লিখে আপনারা কখনোই সফল হবেন না।
ব্যবহার করতে দেখলেই এখন থেকে ব্লক করবো।
লেখার শখ বোঝায় দিব।
যারা ব্যবহার করছেন তারা আমাকে আনফ্রেন্ড করুন।
কিছু হলেই কেন লিখতে হবে?
Stop Using
No more hashtag
আমি কোনো দলের লোক না, আমার মনে হলো ব্যবহার করা উচিত হচ্ছেনা, আমি আমার কথা বললাম, ব্যাস।
(♾️)

Adresse

Ammi Moussa

Téléphone

+8801740280767

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Jacky publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager