21/07/2025
একটা প্রশিক্ষণ বিমান ঢাকার আকাশে কেন উড়বে? ঢাকার মতো একটা জনবহুল শহরে যেখানে ফাকা জায়গা পাওয়াই যায় না সেখানে প্রশিক্ষণ বিমান কি করছে?
স্কুলের মতো নিরাপদ একটা জায়গাও নিরাপদ না।
আর আমরা কতোটা নিচে নেমে গেছি। ভিউ, সোশ্যাল মিডিয়া আমাদের কতোটা নিচে নামিয়ে দিয়েছে দেখলাম বাচ্চারা আগুনে পুড়ে এদিক সেদিক দৌড়াদুড়ি করছে আর মানুষ ব্যস্ত ভিডিও করতে। ছি ছি
আমরা মানুষ হিসেবে লজ্জিত।
আহারে! এগুলো কি চোখে দেখা যায়!
আল্লাহ ক্ষতিগ্রস্ত মানুষগুলোর ফ্যামিলির ধৈর্যশক্তি বাড়িয়ে দিন৷ আমিন।