23/06/2025
❤️ ভালোবাসা তখনই সফল হয়
যখন দুজন মানুষ একে অপরের সব খারাপ দিক মেনে নিয়েও একসাথে থাকতে চায়।
ভালোবাসা মানে শুধু হাত ধরা নয়,
ভালোবাসা মানে একে অপরের পাশে থাকা—সব পরিস্থিতিতে, সব কষ্টে।
যেখানে বিশ্বাস, সম্মান আর বোঝাপড়া থাকে,
সেখানেই ভালোবাসা হয়ে ওঠে সত্যিকারের সুন্দর ও সফল। ❤️
゚viralシfypシ゚viralシalシ