Meet With Tamjid

Meet With Tamjid Welcome to the 'Meet With Tamjid' official page. Welcome to the 'Meet With Tamjid' YouTube channel.

Everyone watch to my video and like, comments, share and don't forget to follow/like
my page - Meet With Tamjid Everyone watch to my video and like, comments, share and don't forget to subscribe to my channel - Meet With Tamjid

I Love To Making Videos About My Lifestyle, Travel, Riding Bike, Etc Whatever I
I Love To Vlog My Full Life Cause Only Video Can Save My Childhood Memories Properly. CONN

ECT WITH ME:
YOUTUBE: https://www.youtube.com//
FACEBOOK: https://www.facebook.com/meetwithtamjid/
INSTAGRAM: https://www.instagram.com/meetwithtamjid/
TIKTOK: https://www.tiktok.com//

Thank you 😎

বিশ্বের একমাত্র পরমাণু শক্তিকেন্দ্র, যেটা পরমাণুর চেয়ে বেশি বিখ্যাত সেখানকার ক্যান্টিনের খাবারের জন্য।
22/06/2025

বিশ্বের একমাত্র পরমাণু শক্তিকেন্দ্র, যেটা পরমাণুর চেয়ে বেশি বিখ্যাত সেখানকার ক্যান্টিনের খাবারের জন্য।

কিছু মানুষের কারণে মেট্রোরেলে আজকাল ভোগান্তি জেনো বেড়েই চলেছে। মেট্রোরেল মতিঝিল আসার পরও দেখলাম উনি বসেই আছেন। সবচেয়ে দ...
16/06/2025

কিছু মানুষের কারণে মেট্রোরেলে আজকাল ভোগান্তি জেনো বেড়েই চলেছে। মেট্রোরেল মতিঝিল আসার পরও দেখলাম উনি বসেই আছেন। সবচেয়ে দুঃখের বিষয় হলো তার সামনে একজন ৬০ উর্ধ্বো বয়স্ক পুরুষ ছিলো এসব যেন তাদের চোখেই পড়ে না। আরো একটি বিষয় হলো আগে মেট্রোতে উঠলে কিছু নির্দেশনা ছিল যেমন গর্ভবতী মহিলা, বয়স্ক এবং প্রতিবন্ধীদের বসার সিটের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার কিন্তু বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের পোষ্টেরের কাছে সব নিয়ম কানুন হার মেনেছে।

16/06/2025

অনেক ট্রাফিক জ্যাম থাকার পরও যখন সঠিক সময়ে অফিসে পৌছানোর চেস্টা থাকে !

26/05/2025

এই ব্যস্ত শহরে মানুষের কোলাহলের মাঝে দৈনিক জীবন যাত্রা

03/04/2025

জীবনে প্রচুর খাওয়া দাওয়া করতে হবে

01/04/2025

ইসলামে জায়েজ যে জিনিস, নিয়ম সামনের কাতার পূরণ করে দাড়ানো সেখানে সেটা নিয়ে কেন ট্রোল হবে?

যুবক, উপদেষ্টা, রিক্সাওয়ালা, ধনী, গরীব যে কেউ কাতার পূরণ করতে এগিয়ে সামনের কাতারে যাবে। সবাই চেয়েছে আশপাশের তাই সে এগিয়ে গিয়েছে। এখানে ভুলটা কি আমার জানার ইচ্ছা? তাকে ডিসক্রেডিট করে ঈদ উৎসবকে ডিসক্রেডিট করার ধান্দা কার?

আসিফ মাহমুদকে আপনার পছন্দ নাই হতে পারে সবাই যে সবাইকে পছন্দ করবে না এটাই স্বাভাবিক তাই বলে প্রপাকান্ড ছড়িয়ে একটা ক্রপড ভিডিও দিয়ে তাকে ট্রল করতে হবে এতটা খারাপ দিন আপনাদের চলছে?

বিশেষ দ্রষ্টব্য: এখানে অন্য কোন নিয়ম-কানুন থাকলে বা কিছু ভুল থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন তাহলে সেখান থেকে নিজের ভুলটাও শুধরে নিব। ধন্যবাদ

গন্তব্য একই, শুধু ধরণ আলাদা আলাদা।
01/04/2025

গন্তব্য একই, শুধু ধরণ আলাদা আলাদা।

31/03/2025

রাজশাহীতে সকাল ৮ টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হযরত শাহ মখদুম রুপোষ (রহঃ) কেন্দ্রয়ী ঈদগাহ্ ময়দানে। জামাতে শরীকহন বিভাগীয় কমিশনার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, মহানগর জামায়াতের আমিরসহ হাজারো সাধারন মানুষ। ঈদের প্রধান জামাতে ইমামতি করেন, ড. মো.কাউসার হোসেন।

এছাড়াও ঈদের দ্বিতীয় প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয় নগরীর টিকাপাড়া মোহাম্মদপুর ঈদগাহ্ ময়দানে। সকাল সোয়া ৮ টায় মহানগরীর তৃতীয় বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় সাহেববাজার বড় মসজিদ সংলগ্ন সাহেব বাজার জিরোপয়েন্টে। রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় ১৫০টির মতো ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে মুসলিম ইম্মাহ্, দেশ ও জাতীর মঙ্গল কামনা করে অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। সকল ভেদাভেদ ভুলে সকলে যেনো এক কাতারে সামিল হতে পারি, অসাম্প্রদায়িক দেশ গঠন করতে পারি, সেই প্রার্থনা করেন মুসল্লিরা।

নিজে এতগুলো টায়ার বহন করেও তার বিপদের সময় একটি টায়ারও কাজে আসতেছে না তার।ঠিক তেমনি জীবনে চলার পথে আত্মীয়-স্বজন, বন্ধ...
26/03/2025

নিজে এতগুলো টায়ার বহন করেও তার বিপদের সময় একটি টায়ারও কাজে আসতেছে না তার।

ঠিক তেমনি জীবনে চলার পথে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব অনেক থাকবে কিন্তু খা'রাপ সময়ে খুব কম মানুষকেই কাছে পাবেন।

আপনার অবদান কী ছিল তা কেউ মনে রাখবে না, বরং আপনি তাদের থেকে কী নিয়েছেন, সেটা বিভিন্ন ভাবে ফেরত নেয়ার চেষ্টা করবে মানুষ।

তেমনি পৃথিবীতে মানুষ চিনতে পারা অনেক কঠিন। জীবন নাটকের চেয়ে না'টকীয়।

তামিম ইকবালের সুস্থতা কামনা করছি।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসা বিভাগের প্রধান জানিয়েছেন, তামিমের দুইবার হার্...
24/03/2025

তামিম ইকবালের সুস্থতা কামনা করছি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসা বিভাগের প্রধান জানিয়েছেন, তামিমের দুইবার হার্ট অ্যাটাক হয়েছিল। সব বিপদ কাটিয়ে ফিরে আসুন আমাদের মাঝে।

দেশের বর্তমান পরিস্থিতিতে এই রকম সব বাড়িতে থাকা দরকার।
27/02/2025

দেশের বর্তমান পরিস্থিতিতে এই রকম সব বাড়িতে থাকা দরকার।

23/02/2025

মেয়েদের জন্য বিশেষ সতর্কবার্তা ⚠️
নিজের নিরাপত্তার জন্য সর্বদা সতর্ক থাকুন!
🔴 স্কুল-কলেজ বা কোচিংয়ে আসা-যাওয়ার সময় জনসমাগমপূর্ণ রাস্তা ব্যবহার করুন। পরিবারকে জানান কোন রুটে যাচ্ছেন।
🔴 সন্ধ্যার পর একা বাইরে বের হওয়া এড়িয়ে চলুন। খুব জরুরি হলে পরিবারের কাউকে সঙ্গে রাখুন।
🔴 রিকশা, অটো, সিএনজি বা বাসে ওঠার আগে নিশ্চিত করুন সেখানে অন্য নারী যাত্রী আছেন কিনা। একা হলে অন্য যানবাহন নিন।
🔴 মোবাইল ফোন ব্যবহার সীমিত করুন। রাস্তায় হাঁটার সময় বা বাহনে বসে মোবাইল স্ক্রিনে না তাকিয়ে চারপাশে খেয়াল রাখুন।
🔴 নিজেকে রক্ষার জন্য প্রস্তুত থাকুন। আত্মরক্ষার জন্য ব্যাগে কিছু রাখুন। প্রয়োজনে আত্মরক্ষার জন্য দ্রুত ব্যবস্থা নিন।
🔴 অপরিচিত স্থানে একা যাওয়া থেকে বিরত থাকুন। প্রয়োজন ছাড়া ঘোরাঘুরি বন্ধ রাখুন।
🔴 পরিবার ও কাছের মানুষদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন। বিপদে দ্রুত সহায়তা পাওয়া সহজ হবে।
✅ নিজেকে সুরক্ষিত রাখুন, আত্মবিশ্বাসী হন, এবং কখনোই ভয় পাবেন না!

Adresse

Ammi Moussa

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Meet With Tamjid publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Meet With Tamjid:

Partager