Abu Jafar Raju

Abu Jafar Raju Study Abroad & Visa Consultant | Helping people businesses grow online. Contact for training, consultancy & marketing support. Shebaru Academy
2. Shebaru IT
3.

Assalamu Alaikum,
I have more than 15 Years of professional experience. I am working as a Study abroad adviser, Digital Marketing Trainer, and Journalist. I want to develop my professional skill in Student visa, Job Visa, and Immigration Visa, That`s why I am working with www.shebaru.com! Shebaru was found to provide all typs of services in one place for everyday life. This role suits me for many

reasons.

✅ Firstly, I want to work for my personal satisfaction.
✅ Secondly, I am very patient to Grow myself slowly and steadily.
✅ Thirdly, I am also enjoying this types of works.
✅ Lastly, I want to make money in a proper way. I think it is the better way for me now. All these traits help me in my present position as Editor & CEO of www.shebaru.com
also, shebaru has some sister concern like
1. Shebaru Studio
4. Shebaru Agro
5. Shebaru TV and more...
That's all about me.

২০ জন শিক্ষার্থীকে জীবন বাজি রেখে উদ্ধার করেছিলেন যিনি — সেই মহান শিক্ষিকা আমাদের মাঝে আর নেই।শিক্ষার্থীদের জন্য মায়ের ম...
22/07/2025

২০ জন শিক্ষার্থীকে জীবন বাজি রেখে উদ্ধার করেছিলেন যিনি — সেই মহান শিক্ষিকা আমাদের মাঝে আর নেই।

শিক্ষার্থীদের জন্য মায়ের মত যে আত্মত্যাগ তিনি করেছেন, তা জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

তাঁর সাহস, ভালোবাসা ও আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে চিরদিন।

#শিক্ষক #সম্মান #মাইলস্টোন কলেজ

22/07/2025
মাইলস্টোন কলেজের গনিত শিক্ষক তিনি যেই ওয়ার্ড এ আছেন বার্ন ইউনিট এর, সেই ওয়ার্ডে তিনি একাই শিক্ষক বাকি সবাই তার স্টুডেন্...
22/07/2025

মাইলস্টোন কলেজের গনিত শিক্ষক তিনি যেই ওয়ার্ড এ আছেন বার্ন ইউনিট এর, সেই ওয়ার্ডে তিনি একাই শিক্ষক বাকি সবাই তার স্টুডেন্ট।
প্রিয় শিক্ষক ও অভিভাবক ব্যাথার থেকে বেশি তার স্টুডেন্টদের জন্য কাতরাচ্ছিল।
তিনি বার বার বলছিল,”ভাই,আমার বাচ্চা গুলোর ভালো চিকিৎসার ব্যবস্থা করেন,ওদের কষ্ট হচ্ছে অনেক” এগুলো বলছিল আর কান্না করছিল।
এই অবস্থায় নিজেকে সামলানো অনেক কঠিন।
মহান আল্লাহর কাছে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য দোয়া প্রার্থনা করি, আল্লাহ যেন তাদের উপর শান্তি বর্ষণ করেন।

📣 ফ্রিতে ফেসবুক মার্কেটিং শিখুন! 📣🔥 ৫ দিনের এক্সক্লুসিভ অনলাইন ট্রেইনিং — একদম ফ্রি! 🔥🗓️ শুরু: ৩০ জুলাই📍 অনলাইন ক্লাস (ল...
21/07/2025

📣 ফ্রিতে ফেসবুক মার্কেটিং শিখুন! 📣
🔥 ৫ দিনের এক্সক্লুসিভ অনলাইন ট্রেইনিং — একদম ফ্রি! 🔥

🗓️ শুরু: ৩০ জুলাই
📍 অনলাইন ক্লাস (লাইভ)
⏳ আসন সংখ্যা সীমিত, এখনই ইনবক্স করুন!

💼 বিশেষ সুযোগ:
যারা ক্লাসে ভালো করবেন, তাদের জন্য পার্মানেন্ট জবের সুযোগ থাকছে আমাদের টিমে!

🚀 আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ার গড়তে চান, তাহলে এই কোর্স হতে পারে আপনার প্রথম ধাপ!

📌 বিস্তারিত:
Shebaru Academy
লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা।
📞 01711981051, 01897984420-25

একটা বোতাম চাপলেই ফিরে যেতে পারতেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির।ফিরে যেতে পারতেন পরিবারে, জীবনের কাছে।নিজেকে বাঁচানোর সুযোগ...
21/07/2025

একটা বোতাম চাপলেই ফিরে যেতে পারতেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির।
ফিরে যেতে পারতেন পরিবারে, জীবনের কাছে।

নিজেকে বাঁচানোর সুযোগ তাঁর ছিল।
জরুরি পরিস্থিতিতে প্যারাসুট নিয়ে বিমানের ককপিট ত্যাগ করা সম্ভব ছিল তাঁর পক্ষে, কিন্তু তিনি তা করেননি।

শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন বিমানটিকে জনবহুল এলাকা থেকে দূরে নিতে, যেন তাঁর মৃত্যু অন্তত আরও মৃত্যুর কারণ না হয়।

তাঁর চালানো বিমানটি ছিল একটি পুরনো F-7 যুদ্ধবিমান—একটা ভাঙাচোরা প্রযুক্তি, যার আসন ২০২৫ সালের আকাশে থাকার কথা নয়। তবু সেটিই উড়ছিল, কারণ দুর্নীতি এখনও উড়ছে এই দেশের আকাশে। আর সেই দুর্নীতির ভার বইছে সাহসী তরুণেরা, যাদের কাছে জীবন মানেই কর্তব্য, আত্মত্যাগ, নিঃস্ব হয়ে যাওয়া।

তৌকির আকাশে মারা যাননি।
তিনি মরে গিয়েছিলেন সেই দিন,
যেদিন বাজেট চুরি হয়েছিল,
যেদিন সিদ্ধান্ত হয়েছিল ১৯৭৬ সালের বাতিল যুদ্ধবিমান দিয়েই চলবে আধুনিক যুগের প্রশিক্ষণ।

এই রাষ্ট্র তাঁর জন্য রাখেনি নিরাপত্তা,
রাখেনি বিকল্প—
শুধু রেখে গেছে মরচে ধরা লোহা, বিপজ্জনক মিশন, আর এক তরুণ অফিসারের নিশ্চিত মৃত্যু।

উত্তরার এই বিমান বিধ্বস্তের ঘটনায় তৌকির একা নন, প্রাণ হারিয়েছেন আরও নিরপরাধ মানুষ, আমাদের কলিজার টুকরো সন্তানেরা।
আমরা তাঁদের সবার আত্মার মাগফিরাত কামনা করি, তাঁদের পরিবার-পরিজনের প্রতি জানাই গভীর সমবেদনা। আহতদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাঁদের দ্রুত আরোগ্য দান করেন, আমিন।

আর যেন কোনো তৌকিরকে, একটা মরচে ধরা বিমানের সঙ্গে জীবন বিসর্জন দিতে না হয়‌ 🙏।

সকালে ছিল বাবা মায়ের সোনা-মানিক, বিকালবেলা হয়ে গেলো বেওয়ারিশ লাশ।কেউ যদি কোন লা,শ খুঁজে না পান যোগাযোগ - ০১৭১১-১২৭০০৫...
21/07/2025

সকালে ছিল বাবা মায়ের সোনা-মানিক, বিকালবেলা হয়ে গেলো বেওয়ারিশ লাশ।

কেউ যদি কোন লা,শ খুঁজে না পান
যোগাযোগ - ০১৭১১-১২৭০০৫
৬ টা বেওয়ারিশ লা,শ আছে।

এসএসসি পরীক্ষায় সর্বকালের সেরা নিবিড় কর্মকার 🇧🇩💥নিবিড় কর্মকার—সারা বাংলাদেশের এসএসসি পরীক্ষায় প্রথম! ১৩০০ তে ১২৮৫ পেয়ে...
21/07/2025

এসএসসি পরীক্ষায় সর্বকালের সেরা নিবিড় কর্মকার 🇧🇩💥

নিবিড় কর্মকার—সারা বাংলাদেশের এসএসসি পরীক্ষায় প্রথম! ১৩০০ তে ১২৮৫ পেয়ে গড়েছে নতুন এক ইতিহাস। চট্রগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র থেকে আজ দেশের মুখ উজ্জ্বল করা নায়ক। তার কৃতিত্ব প্রমাণ করে, কঠোর পরিশ্রম আর স্বপ্ন থাকলে অসম্ভব কিছুই না। আমরা তোমাকে নিয়ে গর্বিত। গৈরিক অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছি।।

21/07/2025

আল্লাহ মাইলস্টোন কলেজের ছাত্রদের রহম কর।

তবুও কিছু পরিবর্তন হয়েছে
15/07/2025

তবুও কিছু পরিবর্তন হয়েছে

অবশেষে মূল অপরাধী কট।
14/07/2025

অবশেষে মূল অপরাধী কট।

Adresse

Ammi Moussa

Téléphone

+8801711981051

Site Web

https://wa.link/3y0tmw

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Abu Jafar Raju publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Abu Jafar Raju:

Partager