Sumaiya Sumu

Sumaiya Sumu আসসালামু আলাইকুম

24/11/2024

কে লিখেছেন জানিনা, কিন্তু #অসাধারণ👌

১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন,
উভয়ই সমান, তবুও কেন #বাবা পিছিয়ে আছেন তা জানেন
না।
২। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন
সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও
কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান
তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের
ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন
বাবা পিছিয়ে।
৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান,
কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই
আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও
খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না?
ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে,
প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।

৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক
জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের
প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন
বাবা পিছিয়ে আছেন।
৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই
আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল।
তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর
বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।

৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন
নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে,
কেন বাবা পিছিয়ে থাকেন।

৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে,
দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে
অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই
ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে।
৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের
কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা
বলে, বাবা অকেজো।

বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের
মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই
আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই
কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!

*জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া। সমস্ত বাবাদের-কে উৎসর্গ করছি * স্যালুট জানাই পৃথিবীর সকল বাবাকে।

সংগ্রহিত।

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my peers!
14/11/2024

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my peers!

শুভ সন্ধ্যা সবাইকে
07/11/2024

শুভ সন্ধ্যা সবাইকে

ঠান্ডা শুরুর আমেজের সাথে সবাইকে জানাই শুভ সকাল ☺️☺️
05/11/2024

ঠান্ডা শুরুর আমেজের সাথে সবাইকে জানাই শুভ সকাল ☺️☺️

বাড়িটি ভাড়া দেওয়া হবে 🙃চলতি মাস অথবা সামনের মাস থেকেবাড়ি ভাড়া হবে।দুই রুম এক ডাইনিং এক কবরস্থান🧛‍♀️🧟‍♂️🧟‍♂️রাতে ছাদের ...
04/11/2024

বাড়িটি ভাড়া দেওয়া হবে 🙃
চলতি মাস অথবা সামনের মাস থেকে
বাড়ি ভাড়া হবে।
দুই রুম এক ডাইনিং এক কবরস্থান🧛‍♀️🧟‍♂️🧟‍♂️
রাতে ছাদের উপর থেকে এক্সট্রা গান পায়ের নূপুরের শব্দ শোনা যাবে... 🙂
বাড়ির পাশে একটি বট গাছ আছে চাইলে পিকনিক করতে পারেন একা বা ফ্যামিলি নিয়ে

ভাড়া : বেঁচে থাকলে দেবেন🙂
ভাড়া লাগলে যোগাযোগ করুন 🙏 🤲🤲🤲🤲

কিছুদিন আগে কৌতুহলের কারনে 'বিমানের দাম' লিখে গুগলে সার্চ করেছিলাম। এরপর থেকে আমার জীবন পুরাই এলোমেলো ইউটিউব, ফেসবুক, যে...
03/11/2024

কিছুদিন আগে কৌতুহলের কারনে 'বিমানের দাম' লিখে গুগলে সার্চ করেছিলাম।
এরপর থেকে আমার জীবন পুরাই এলোমেলো ইউটিউব, ফেসবুক, যেখানেই যাই শুধু বড়লোকি সব বিজ্ঞাপন আসে।🤣🤣

এই ছুটিতে ঘুরে আসুন দুবাই বুর্জ খলিফায়..
প্রিয় মানুষকে দিন ডায়মন্ড সেট উপহার..
অগ্রীম বুকিং দিন আইফোন ষোলো..
কানাডায় কিনুন স্বপ্নের গাড়ি বাড়ি.. আর কতো কি!🤭🤭🤭
এই সমস্যা কি সহ্য করা যায়?
বিপদ থেকে উদ্ধারের উপায় তাই নিজের ই বের করতে হলো। গতকাল রাতে সার্চ করেছি - 'ছ্যাড়া কাঁথা সেলাই করার সহজ উপায়।'

আলহামদুলিল্লাহ, সমস্যার সমাধান হয়ে গেছে। বিজ্ঞাপনের লেভেল এখন আমার লেভেলে নেমে এসেছে।

আজ সকাল থেকে ইউটিউব আমাকে দেখাচ্ছে - মাত্র ১০০০ টাকায় কিনুন দুইটা কাঁথা😁😁😁😁
(Copy text)


ছবি: আমার নিজের হাতে তৈরি কাঁথা।

02/11/2024
শুভ সন্ধ্যা সবাইকে
01/11/2024

শুভ সন্ধ্যা সবাইকে

01/11/2024

ভালোবেসে বিয়ে করার মতো ভুল সিদ্ধান্ত পৃথিবীর মধ্যে আমার মনে হয় আর দুটো নেই,না পারবেন কাওকে বলতে না পারবেন সহ্য করতে 🙂তার এমন এমন রুপ আপনি দেখতে পাবেন যে রুপ দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত থাকবেন না। আপনি শুধু তাকে দেখবেন তার ব্যবহার দেখবেন আর মনে মনে আফসোস করবেন এইটা ভেবে,এই মানুষটা কি সেই যাকে আমি ভালোবেসেছিলাম? এই ব্যাপারটা আপনার বুক জ্বা-লা পালা করে দিবে শেষ করে দিবে ভেতরটা একেবারে ভেঙে দিবে।আমরা আসলে তখনই ফেসবুকে লিখি যখন আমরা আমাদের মনের কথা কাউকে বুঝাতে পারিনা বলতে পারিনা,কিছু যন্ত্র-ণা আসলে ভাষায় প্রকাশ করা যায়না💔🙂

আমরা মেয়েরা আসলে ভালোবাসার কাঙাল,আমরা একটু সময় ছাড়া আর কি চায় তাদের থেকে? আপনি অপেক্ষায় থাকবেন কখন মানুষটা অনলাইনে আসবে আপনি মেসেজ করবেন আর সে অপেক্ষায় থাকবে আপনার মেসেজের উত্তর হিসেবে এটা বলতে “লাঞ্চ টাইমে লাঞ্চ করে রেস্ট করি, এই টাইমে ও কি শান্তি দিতে চাওনা?" আপনাকে এটা বুঝাবে আপনি তার সাথে কথা বলতে চান মানে তাকে অশান্তি দিতে চান, এই একটা কথায় যথেষ্ট আপনার মনটাকে ছাড়-খার করে দেওয়ার জন্য, আপনি শুধু এটা ভাববেন এই মানুষটা কি সেই যে আমার সাথে কথা বলার জন্য অপেক্ষায় থাকতো?যে দিনের অর্ধেকটা সময় আমাকে দিতো? এর উত্তর আপনি খুজে পাবেন না!

অতঃপর এটাই বুঝলাম, বেশি ভালোবাসার আশা করা গুরুত্বের আশা করা শুধুই বোকামি কারণ এসব আশা তখনই করা যায় যখন মানুষটা সত্যি আপনাকে ভালোবাসে! ভালোবাসা আর ভালোলাগা এই দুটোর মধ্যে অনেক পার্থক্য! সময় খুজে প্রিয় মানুষের সাথে যোগাযোগ করা আর সময় পেলে যোগাযোগ করা এই দুটোর মধ্যে অনেক পার্থক্য! এতোদিন শুধু মন আর আবেগকে গুরুত্ব দিয়েছি আর এখন শুধু বিবেককে গুরুত্ব দিব। এতোদিন আমি যা ফিল করতাম আজ থেকে তুমি তা ফিল করবা। এতোদিন আমি ভাবতাম আর এখন থেকে তুমি ভাববা “এই মানুষটা কি সেই যে আমাকে ভালোবাসতো? আমার অপেক্ষায় থাকতো? আমার জন্য পাগ-লামি করতো?”

অবশ্য মন এটাও বলে, তুই নাহয় ভালোবাসতি বলে তার শূন্যতা অনুভব করতি। সে তোর শূন্যতা কেনো অনুভব করবে? সে কি সত্যি তোকে ভালোবাসে? মানুষ আসলে পরিবর্তনশীল সময়ের সাথে সাথে সম্পর্কে ফা-টল ধরে যায়।এক জনের পক্ষে কখনো একটা সম্পর্ক আগানো সম্ভব না💔🙂

10/09/2024

খুব সহজভাবে তৈরি করে ফেলুন।

゚viralシ

Adresse

Ammi Moussa

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Sumaiya Sumu publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Sumaiya Sumu:

Partager