صبر Sabr

صبر Sabr 'হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল"🌸
- অর্থাৎ আমার জন্য আমার আল্লাহ'ই যথেষ্ট!'🤍
❝ ইসলামিক মোটিভেশন ❞

'Neon Spine'Dhaka-Mawa Expressway.
27/06/2025

'Neon Spine'
Dhaka-Mawa Expressway.

মুখের ওপর মুখোশ থাকে মিথ্যা ছবির আয়না!যতোই তুমি মানুষ চেনো,বেঈমান চেনা যায় না!
24/06/2025

মুখের ওপর মুখোশ থাকে
মিথ্যা ছবির আয়না!
যতোই তুমি মানুষ চেনো,
বেঈমান চেনা যায় না!

মানুষ হারানোর ভয় এখন আর  আমি করি না। মানুষ অতিথি পাখির মতো আসবে আবার চলেও যাবে তার জন্য কষ্ট পাওয়া বোকামি ছাড়া আর কিছুই ...
11/06/2025

মানুষ হারানোর ভয় এখন আর আমি করি না। মানুষ অতিথি পাখির মতো আসবে আবার চলেও যাবে তার জন্য কষ্ট পাওয়া বোকামি ছাড়া আর কিছুই না।

মানুষ আসবে যাবে এইটাইতো ভবের খেলা। শীতে অতিথি পাখি যেভাবে আসে মায়া লাগায় আবার চলেও যায় কতো কি তারা নিজেদের প্রয়োজনে আসে প্রয়োজন শেষে আবার চলেও যায় ঠিক যেভাবে চলে যায় শীত শেষে অতিথি পাখি।

ঐ অতিথি পাখির জন্য আজাহারি করা কষ্ট পাওয়া আফসোস করা মুঠেও ঠিক না। তার প্রয়োজন শেষ হয়ে গেলে সে চলে যাবেই হাজার চেষ্টা করেও তাকে আটকিয়ে রাখতে পারবেন না। সব কিছু মনে রাখতে নেই যেমন সেই মানুষটাকে মনে রাখলে কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই পাবেন না।

কিছু কিছু জিনিস ভুলে যেতে হয় নিজেকে ভালো রাখতে হলে। প্রিয় মানুষটাকে যে নিজের করে পেতেই হবে তেমন কোনো কথা নেই।

প্রিয় মানুষ ছেড়ে চলে গেলে তার সাথে কাটানো স্মৃতি মনে করে চোখের জল গড়িয়ে পড়বে সেটাতো অস্বাভাবিক কিছু না। এভাবেই ধীরে ধীরে একটা সময় প্রিয় মানুষ হারানোর শোক আমরা কাটিয়ে উঠতে পারি।

আমি কি হারানোর ভয় পাই জানেন আমি ভয় পাই সততা ঈমান হারানোর। এই যুগে এসে ঈমান সততা ঠিক রেখে বেঁচে থাকাটা কঠিন কাজ হয়ে দাড়িয়েছে।

_ জিবা জাফরিন

কেউই একা থাকতে চায়না, কেউই একাকিত্ব পছন্দ করেনা।কিন্তু যখন মানুষ অনেকের ভীড়ে থেকেও একা অনুভব করে,কারো সঙ্গ চেয়েও সঙ্গিহী...
08/06/2025

কেউই একা থাকতে চায়না, কেউই একাকিত্ব পছন্দ করেনা।
কিন্তু যখন মানুষ অনেকের ভীড়ে থেকেও একা অনুভব করে,
কারো সঙ্গ চেয়েও সঙ্গিহীন হয়ে দিনের পর দিন চলাফেরা করে,
তখন মানুষ বাধ্য হয়ে একা থাকতে শুরু করে, একা থাকতে থাকতে একটা সময় মানুষ একাকিত্ব কে ভালোবেসে ফেলে।
তখন সে সবকিছু একা একাই সামলে নিতে শিখে যায়!🖤

মায়ের থেকে ভালো বন্ধু কেউ হতে পারে না..!!🖤🥀
07/06/2025

মায়ের থেকে ভালো বন্ধু কেউ হতে পারে না..!!🖤🥀

ভালোবাসা পেলে পাথরে-ও ফুল ফুটে
26/05/2025

ভালোবাসা পেলে পাথরে-ও ফুল ফুটে

23/05/2025

যারা আমাকে পাথর বানিয়েছে,
তাদেরকে আমি পাহাড় হয়ে দেখাবো !

তুমি যেমন হও, আমার হও! একটু জে'দি হও,অনিয়মিত! খামখেয়ালি হও, তাও আমার হও! তুমি নিখুঁত না হও, অগোছালো হও! তবুও আমার দুচোখে...
21/05/2025

তুমি যেমন হও, আমার হও! একটু জে'দি হও,
অনিয়মিত! খামখেয়ালি হও, তাও আমার হও! তুমি নিখুঁত না হও, অগোছালো হও! তবুও আমার দুচোখের নে'শা হয়ে রও.! 🌸🖤

তুমি কৃষ্ণচূড়ার মতোই রঙিন, আমি তো তোমার ডালে উড়ে এসে বসা বেদুইন।🖤
20/05/2025

তুমি কৃষ্ণচূড়ার মতোই রঙিন, আমি তো তোমার ডালে উড়ে এসে বসা বেদুইন।🖤

তোমাকে পেয়ে 'দাম না দেওয়া' মানুষটার দলে আমি কখনোই থাকবো না, তোমার 'দাম' আমার কাছে কখনোই কমবে না। তোমাকে পেয়ে গেলে আমার ত...
20/05/2025

তোমাকে পেয়ে 'দাম না দেওয়া' মানুষটার দলে আমি কখনোই থাকবো না, তোমার 'দাম' আমার কাছে কখনোই কমবে না। তোমাকে পেয়ে গেলে আমার তোমার প্রতি 'আগ্রহ' কোনোদিন কমবে না। পুরুষ মানুষ নাকি 'পেয়ে গেলে' আগ্রহ হারিয়ে ফেলে, আমি এরকম পুরুষ কোনোদিন হবো না। সবচেয়ে কাঙ্ক্ষিত মানুষ টা কে পেয়ে গেলে মানুষ তো সবচেয়ে খুশিতে গোটা একটা জীবন পার করে দিতে পারে। যে মানুষ টা মোবাইলের অপর প্রান্তে থাকতো, তাকে সব সময় চোখের সামনে দেখতে পারবো, তার হাসি দেখবো,তার রাগ দেখবো,তার গোসল থেকে ফিরে ভেজা চুল দেখবো,মানুষ টা আমার চোখের সামনে থাকবে,পাশে ঘুমাবে,ঘুম থেকে উঠেই তাকে দেখবো। এমন মানুষ কে পেয়ে মানুষ 'দাম' কমিয়ে দেয় কিভাবে? আমি তো বুঝিনা!😌
Not everyone devalues what they have.
Some people protect it with extra care I'm one of them.❤️

Ya Allah, give us
19/05/2025

Ya Allah, give us

Adresse

Ammi Moussa

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque صبر Sabr publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager